Esrat Jahan

Esrat Jahan ࿐এটা’ভার্চুয়াল জগত࿐🙂
⭕༆এখানে࿐⭕
✅No ইমোশন࿐❓
No রিলেশন࿐”💔
🙂༆যা আছে সব আলগা পিরিত💯

16/04/2024

_ফজরের ও-ই ঠান্ডা পানি..

সবার ভাগ্যে থাকে নাহ্.

15/04/2024

Successful-তো সেই দিন হবো!
যেদিন ‘পুলসিরাত’ পাড় করে ‘জান্নাতে’ যাবো।”” 🫡💚💚

06/04/2024
05/04/2024

আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছে প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব😊🦋
😊🦋_𝐈𝐧’𝐬𝐡𝐚’𝐀𝐥𝐥𝐚𝐡,,😊🦋

01/04/2024

আল্লাহ্‌ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে, তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারও ওপর অহংকার করবে না, এবং কেউ কারও ওপর অত্যাচার করবে না
– মুসলিম

31/03/2024

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আউয়াল ওয়াক্তে নামাজ পড়া।

29/03/2024

একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময়ে রাস্তার ওপর কষ্টদায়ক কাঁটা যুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন, এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন
– বুখারী

27/03/2024

অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন
– মুসলিম

26/03/2024

তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়বে। কারণ তাহাজ্জুদের নামাজ পড়া নেক বান্দাদের তরীকা আর আল্লাহর নৈকট্য পাওয়ার কারণ। তাহাজ্জুদ গোনাহ থেকে বিরত রাখে। তা কৃত অন্যায় থেকে ক্ষমা পাওয়ার উপায়। এ দ্বারা দেহের সুস্থতাও লাভ করা যায়।

25/03/2024

আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
– বুখারী

23/03/2024

জীবন সাজাই নামায দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..!

23/03/2024

অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া।

20/03/2024

তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে
– তিরমিযী

19/03/2024

যারা তাঁর সৃষ্টির ওপর দয়া করবে না, আল্লাহ্‌ও তাদের ওপর দয়া করবেন না
– আবু দাউদ ও তিরমিযী

19/03/2024

দয়া বিশ্বাসীর একটি চিহ্ন; যার দয়া নেই, তার মাঝে বিশ্বাস (ঈমান) নেই
– মুসলিম

18/03/2024

আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে ১ ফোটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবো।

18/03/2024

যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, (তখন আফসোস করার বদলে) এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে
– মুসলিম

16/03/2024

কোন কাজগুলো সর্বোত্তম? – মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দু:খীদের দু:খকে হাল্কা করা, এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা
– বুখারী

15/03/2024

আল্লাহ তা’আলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
আল হাদিস
🕋📿🤲🏼

14/03/2024

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।
হযরত আলী (রাঃ)
🕋📿🤲🏼

13/03/2024

চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজ-প্রসাদে থাকার চেয়ে,
গরীব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়েঘরে থাকা অনেক সুখের!
🕋📿🤲🏼

12/03/2024

তোমরা শুক্রবারকে ভয় করো।
কারণ কোনো এক শুক্রবারে কিয়ামত হবে।
হযরত মুহাম্মদ(সাঃ)

12/03/2024

রাত সুন্দর হয়চাঁদ থাকলে== দিন সুন্দর সুর্য উঠলে== আকাশ সুন্দরতাঁরা জ্বললে== বাগান সুন্দর ফুল ফুটলে== সাগর সুন্দরঢেউ উঠলে== পাহাড় সুন্দরঝর্ণা থাকলে== জীবন সুন্দর৫ ওয়াক্ত নামাযপড়লে

12/03/2024

আল্লাহ পাকের চারটি রহমত
যা বেশির ভাগ মানুষের পছন্দ নয়ঃ
১.কন্যা সন্তান ।
২.মেহমান ।
৩.বৃষ্টি ।
৪.রোগ বা অসুস্থতা।

11/03/2024

আযান দিলে মসজিদে যাও।
হয়তো আল্লাহ তোমাকে শেষ বারের মতো ডাকছে।

10/03/2024

°。⋆⸜- তুমি তোমার মা’কে খুশি রাখো।
আল্লাহ তোমাকে খুশি রাখবেন।
-হযরত মুহাম্মদ (সঃ)

08/03/2024

ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করবে তাকে বন্ধু বানিও না!”

____হযরত আলী (আ:)

Address

Sirajganj

Telephone

+8801608442464

Website

Alerts

Be the first to know and let us send you an email when Esrat Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Esrat Jahan:

Videos

Share