20/12/2024
মাত্রই সাভার পল্লী বিদ্যুৎ ষ্ট্যান্ডে নামতেই দেখি- এক জামাই আর বউ রাস্তায় ঝগড়া করছে, জামাইডো সেই পিকাপ নিতেছে অথচ বউয়ের ভ্যানিটি ব্যাগ জামাইয়ের কান্ধে 🤭🤭 এরে☺️☺️☺️ ওরে বীরপুরুষ রে 🤪🫵🏻
"যমুনা বিধৌত উত্তরবঙ্গের প্রবেশদ্বার আমাদের সিরাজগঞ্জ জেলায় আপনাকে স্বাগতম"
(221)
Sirajganj
6700
Be the first to know and let us send you an email when আমাদের সিরাজগঞ্জ OUR SIRAJGANJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to আমাদের সিরাজগঞ্জ OUR SIRAJGANJ:
বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামক এক ভূস্বামী (জমিদার) ছিলেন। তিনি তাঁর নিজ মহালে একটি ‘গঞ্জ’ স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। কিন্তু এটা ততটা প্রসিদ্ধি লাভ করেনি। যমুনা নদীর ভাঙ্গনের ফলে ক্রমে তা নদীগর্ভে বিলীন হয় এবং ক্রমশঃ উত্তর দিকে সরে আসে। সে সময় সিরাজউদ্দীন চৌধুরী ১৮০৯ সালের দিকে খয়রাতি মহল রূপে জমিদারী সেরেস্তায় লিখিত ভুতের দিয়ার মৌজা নিলামে খরিদ করেন। তিনি এই স্থানটিকে ব্যবসা বাণিজ্যের প্রধান স্থানরূপে বিশেষ সহায়ক মনে করেন। এমন সময় তাঁর নামে নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি পুনঃ নদীভাঙ্গণে বিলীণ হয়। তিনি ভুতের দিয়ার মৌজাকেই নতুনভাবে ‘সিরাজগঞ্জ’ নামে নামকরণ করেন। ফলে ভুতের দিয়ার মৌজাই ‘সিরাজগঞ্জ’ নামে স্থায়ী রূপ লাভ করে। পাকিস্তান আমলের মহুকুমা সিরাজগঞ্জকে জেলায় উন্নীত করা হ্য় ১লা এপ্রিল, ১৯৮৪ সালে। সিরাজগঞ্জের জেলা ৯টি উপজেলায় বিভক্ত। এ গুলো হল বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, এবং উল্লাপাড়া এবং থানা রয়েছে ১২টিঃ বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা, এনায়েতপুর, যমুনা সেতু পশ্চিম।