সিরাজগঞ্জের সলঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জের সলঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশ (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পলাশ সলঙ্গা থানার দাসপাড়া গ্রামের মৃত অমূল্য চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে,রবিবার দুপুর ১২টার দিকে প্রতিবেশি সুবোলের ছেলে শ্রীবাস চন্দ্র দাস জীবন পলাশের ছেলে সাগরকে ঢাকায় সেলুনে কাজের জন্য নিয়ে যেতে চাইলে পলাশ তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পলাশকে কাঠের বাটাম দিয়ে বুকে ও মাথায় আঘাত করে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার সেখানে সে মারা যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ২ জনক
সিরাজগঞ্জের সলঙ্গায় হাসপাতাল কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় কামাল হোসেন নামের এক হাসপাতাল কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
শুক্রবার রাত ৯ টায় সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়াশিকার গ্রামের পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কামাল হোসেন নরসিংদী জেলার বাসিন্দা।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য শনিবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সলঙ্গায় বসতবাড়ি ও দোকানে বিস্ফোরক মামলার আসামী শফিকুল মাষ্টার বাহিনীর হামলা-নারীসহ আহত ৪
বাংলার সংবাদ ডেস্ক:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়ায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আব্দুস ছাত্তার সরকারের বসতবাড়ি ও দোকানে হামলা চালিয়ে দোকান ভাংচুরসহ ৪ জনকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম মাষ্টার গংয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় আব্দুস ছাত্তারের ছেলে সাজেদুর রহমান সলঙ্গা থানায় ৩ জনকে আসামী করে একটি অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানাগেছে,শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে থানার পাঁচলিয়া গ্রামের মৃত জসমত আলীর ছেলে শফিকুল ইসলাম,জহুরুল ইসলাম,মৃত আলা উদ্দিন ফকিরের ছেলে নুরুল ইসলামসহ অজ্ঞাত ৭/৮ জনের একটি সন্ত্রাসী গ্রুপ পুর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আব্দুস ছাত্তারের বাড়িতে হামলা করে।
এসময় শফিকুল ইসলাম গংদের বাধা দিতে গেলে শফিকুল ইসলা
তাড়াশে মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাব-১২
কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনাতে বসানো হয়েছে পশুর হাট