Joly news

Joly news ঘরে বসে দেশের যে কোনো জায়গা থেকে, অনল?

20/04/2024

দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফত...
17/03/2024

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি পিকআপ জব্দ।

র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, দিনাজপুর হতে নারায়নগঞ্জগামী ০১টি চাউল ভর্তি পিকআপযোগে ০৩ জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অদ্য ১৪ মার্চ ২০২৪ খ্রি. ভোর ০৫.০০ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল চত্ত¡র এলাকায়” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে ০১টি পিকআপ যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৭-০১২৬ আসতে দেখে পিকআপটি সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থল থেকে ১। মোঃ শফিকুল ইসলাম (৩৮), পিতা-মৃত দইয়া, সাং-বৈইকুণ্ঠপুর, থানা-চিরির বন্দর, জেলা-দিনাজপুর, ২। মোঃ নাইম হোসেন (২৮), পিতা মোঃ আঃ রহিম, সাং-লক্ষনপুর, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা ও ৩। মোঃ স্বপন মোল্লা (২৮), পিতা মৃত- মোসলেম মোল্লা, সাং-চরদোয়াইল, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী পিকআপের ভিতরে চাউলের বস্তার নিচে ০২টি কার্টুনে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন, ০৩টি সিম কার্ড, নগদ ৭৬৫০/- এবং ০১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপযোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১২’র  সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার এজেন্টসহ ০৬ জন গ্রেফতার ।গত ০৬/০৯/২০২৩...
07/09/2023

র‌্যাব-১২’র সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার এজেন্টসহ ০৬ জন গ্রেফতার ।

গত ০৬/০৯/২০২৩ খ্রিঃ ১২.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন গোদাগাড়ী গাড়াবেড় গ্রামস্থ মৃত আশাদুল ইসলামের বসতবাড়ির পশ্চিম দুয়ারী টিনের ঘরের ভিতরে, অভিযান চালিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদনবিহীন/অবৈধ ঘোষণাকৃত বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/ জুয়ার সাইট ক্যাসিনো পরিচালনাকারী একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়ারীচক্রের এজেন্টসহ ০৬ জনকে গ্রেফতার করে। এছাড়াও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ রবিউল হাসান (২১), পিতা-মৃত আশাদুল ইসলাম, মাতা-মোসা ঃ রুপালী খাতুন ২। মোঃ ফেরদৌস আলী (২৭), ৩। মোঃ রাসেল রানা (২৩), উভয় পিতা-মোঃ সোলায়মান হোসেন, সর্বসাং-গোদাগাড়ী গাড়াবেড়, পোঃ শিমুলদাইড়, ৪। মোঃ রায়হান কবির (২৮), পিতা-মৃত মতিউর রহমান, মাতা-মোছা ঃ রেহেনা খাতুন, সাং-বিলচতল, পোঃ ঢেকিরিয়া বাজার, ইউনিয়ন-মাইজবাড়ী, ৫। মোঃ সুইট রেজা (২৬), পিতা-মোঃ হাছেন আলী, মাতা-মোছাঃ শিরিনা খাতুন, ৬। মোঃ ইলিয়াস উদ্দিন (৩৬), পিতা-মৃত ইব্রাহিম হোসেন, মাতা-মোছাঃ হাজেরা খাতুন,ঊভয় সাং-মাইজবাড়ী, পোঃ মাইজবাড়ি, সর্বথানা-কাজিপুর জেলা-সিরাজগঞ্জ।
৩। প্রাথমিক সূত্রে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদনবিহীন/অবৈধ ঘোষণাকৃত বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/ জুয়ার সাইট ক্যাসিনো, যেমন 1xbet, melbet, bet365,betWinner, linebet Ges movcash (1xbet) পরিচালনা করে আসছিল। উক্ত সাইটগুলো পরিচালনার লক্ষ্যে বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ লেনদেন করাসহ অনলাইনে বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে অনুনোমোদিত e-transaction ব্যবসা করে বিভিন্ন ব্যক্তিকে এই অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলার জন্য উৎসাহিত করত। অনলাইনে বিভিন্ন বেটিং/জুয়ার সাইটের মাধ্যমে অনলাইন জুয়াড়ীদের ভার্চুয়াল কারেন্সী সরবরাহ করতো বিনিময়ে তারা বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে ব্যবহার করে অবৈধ টাকা লেনদেন করে আসছিল। ধারণা করা হচ্ছে প্রতি মাসে এই চক্র কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছে।

৪। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বেনাপল ,বিশেষ প্রতিনিধিঃবাংলার মানুষের বহু আকাঙ্খার প্রত্যাশিত “পদ্মা সেতু” আজ উদ্বোধণ ঘোষণা করা হলো। শনিবার(২৫ জুন) গণপ...
25/06/2022

বেনাপল ,বিশেষ প্রতিনিধিঃ
বাংলার মানুষের বহু আকাঙ্খার প্রত্যাশিত “পদ্মা সেতু” আজ উদ্বোধণ ঘোষণা করা হলো। শনিবার(২৫ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি-শেখ হাসিনা ঐতিহাসিক এই ৬.১৫ কিলোমিটার (পানির উপরের অংশ) এবং দুই প্রান্তে বর্ধিত সড়ক সহ এর দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার সেতু’র উদ্বোধন ঘোষণা করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১২ টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ফলক উন্মোচন করে সেতু’র উদ্বোধনী কাজ শুরু করেন,এরআগে সেখানে তিনি বিশাল জনসভায় ভাষণ দেন। এরপর প্রধানমন্ত্রী’র গাড়ীবহর সেতু প্রান্তে অবস্থিত টোল আদায় কেন্দ্রে টোল প্রদান করে সেতু’র উপর পাড়ী জমান। এবার আস্তে আস্তে প্রধানমন্ত্রী’র গাড়ী বহর শরিয়তপুরের জাজিরা প্রান্তের দ্বিতীয় ফলক উন্মোচন শেষে “পদ্মা সেতু”র উদ্বোধন কাজ শেষ করেন। পরে জাজিরা প্রান্তে অপর জনসভায় প্রধানমন্ত্রী তার শেষ ভাষণ উপস্থাপণ করেন। এ সকল জনসভায় প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটে।
এদিকে, “পদ্মা সেতু” উদ্বোধন ঘোষণার সাথে সাথে যশোর জেলার অন্তর্গত বেনাপোল পোর্টথানা পুলিশের পক্ষ থেকে এক বিশাল আনন্দ র‍্যালি সহ কেক কেটে আনন্দ উৎযাপন করা হয়। এতে পুলিশ সহ এলাকার শত শত মানুষ ঐ র‍্যালি তে অংশ নেন। আনন্দে উদ্বেলিত হয়ে উৎসুক মানুষ রং এর হলি খেলায় মেতে ওঠে,তারা একে অপরের শরীরে রং মাখিয়ে দেয়,সম্পূর্ণ থানা এলাকা জুড়ে আনন্দ মেলায় পরিণত হয়। পরে,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া’র নেতৃত্বে বিশাল ঐ র‍্যালি টি থানা এলাকা ছেড়ে বেনাপোল বন্দর হয়ে বেনাপোল বাজার এলাকা প্রদক্ষিণ করে।
উক্ত আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নাসির উদ্দিন, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি- অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর যুবলীগের আহ্বায়ক আহাদুজ্জামান বকুল, যুগ্ন-আহ্বায়ক জসিম উদ্দিন, যশোর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক, সালমা আলম সহ বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ।
“পদ্মা সেতু” উদ্বোধন সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি কামাল হোসেন ভূঁইয়া প্রধানমন্ত্রী’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পদ্মা সেতু” শুধুমাত্র দেশের দক্ষিনাঞ্চল মানুষের ভাগ্য পরিবর্তন করবে না,এটি সমগ্র দেশের তথা ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়ন ঘটাবে। আমাদেরকে ধৈর্য সহকারে এ উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করার সহযোগীতায় সকলকে এগিয়ে আসতে হবে বলে তিনি জানান।
উল্লেখ্য,দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে ” পদ্মা সেতু”র মূল অবকাঠামো তৈরি করা হয়।

Rab-12 বিশেষ অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি আটক; কার্ভাড ভ্যান জব্দ।র‌্যাপিড এ্যাকশন ব্...
24/06/2022

Rab-12 বিশেষ অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারি আটক; কার্ভাড ভ্যান জব্দ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (Rab) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা
পরি¯িরতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে
অগ্রণী ভূমিকা পালন করে যা”েছ। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি,
মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব
নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ২৪/০৬/২০২২ ইং তারিখ দুপুর ১২.১৫ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে
Rab-12 এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ
থানাধীন ‘‘মা ফুড গার্ডেনের’’ সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের উপর এক মাদক বিরোধী
অভিযান চালিয়ে ৫০(পঞ্চাশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ আব্দুর রহিম(৩৪), পিতা-মোঃ খোকন মিয়া, সাং-দৌলতপুর,
থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা, ২। মোঃ সোলাইমান মিয়া(২২), পিতা-মৃত আব্দুস
সোবহান, সাং- ফুলহর বিটারপাড়া, ৩। মোঃ শাওন মিয়া(২২), পিতা-মৃত মইনুদ্দিন, সাং- ফুলহর,
উভয় থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন
প্রয়োগকারী সং¯’ার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ
নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ
তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জের এনায়েতপুরে  র‌্যাবের অভিযানে ০৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।শনিবার(১৯ ডিসেম্বর ২০২০...
20/12/2020

সিরাজগঞ্জের এনায়েতপুরে র‌্যাবের অভিযানে ০৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শনিবার(১৯ ডিসেম্বর ২০২০ খ্রীঃ) সকাল ০৭.৫০ থেকে সকাল ০৮.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ- অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান,পিএসসি ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন বিতিলচর দক্ষিনপাড়া গ্রামস্থ জনৈক ডা. লুতফর রহমান এর বাড়ির পশ্চিম পাশে কাচাঁ রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ০৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সাদ্দাম সরকার (৩০), পিতা-মৃত হিরু সরকার, সাং- বিতিলচর দক্ষিনপাড়া, থানা-এনায়েতপুর ,জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরণীর ১৯(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় পৃথক চারটি অভিযানে ২৭০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গা থ...
09/12/2020

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় পৃথক চারটি অভিযানে ২৭০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত ১২ থেকে বুধবার ভোর পর্যন্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান চালাকলে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকা থেকে শাহ ফতেহ আলী (ঢাকা মেট্রো-ব-১১-৯৮৯৮) নৈশ কোচের যাত্রী বগুড়ার দুপচাচিয়া উপজেলার মন্ডলপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে দুলাল (২২) এর নিকট থেকে ৯০ বোতল,শাহজাদপুর ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-২৯৬৮) নৈশ কোচের যাত্রী রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের আব্দুল হান্নান শেখের ছেলে হুমায়ুন কবির (২১) এর নিকট থেকে ৫০ বোতল,তন্ময় নামের (ঢাকা মেট্রো-ব-১৪-২১৩৬) নৈশ কোচের যাত্রী নওগাঁর পত্মীতলা উপজেলার নন্দনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে শামিম রেজা (২১) এর নিকট থেকে ৮৯ বোতল ও শাহ ফতেহ আলী (ঢাকা মেট্রো-ব ১৪-৩৫৯৯) নৈশ কোচের যাত্রী নওগাঁর ধামুরহাট উপজেলার চকভেনু গ্রামের মোতালেব হোসেনের ছেলে রাব্বি হাসান ওরফে রানা (২০) এর নিকট থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উল্লেখিতদের আটক করা হয়।

এব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,গোপন সংবাদের ভিত্তিতে ২৭০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সলঙ্গা থানায় মামলা দায়ের পুর্বক আটককৃতদের জেলহাজতে nপ্রেরন করা হয়েছে।

https://youtu.be/EVWfbV4EDIU
03/11/2020

https://youtu.be/EVWfbV4EDIU

We Love MOHAMMAD(sm),সিরাজগঞ্জ রোডে,হাটিকুমরুল গোলচত্ত্বরে, হযরত মোহাম্মদ (সাঃ)এর ছবি ব্যঙচিত্র ও অবমাননা করার প্রতিবাদে ফ্র.....

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের পৃথক পৃথক অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০২ জনকে ০৪ মাসের কারাদন্ড দিয়েছে র‌্যাব-১২...
27/10/2020

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের পৃথক পৃথক অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০২ জনকে ০৪ মাসের কারাদন্ড দিয়েছে র‌্যাব-১২ এর ভ্রাম্যমান আদালতে ।

সোমবার(২৬ অক্টোবর ২০২০ খ্রীঃ) বিকাল ০৫.০০ হতে ০৬.৩০ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আবু আব্দুল্লাহ জাহিদ সহ সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্তর হতে ১/২ কিলোমিটার উত্তরে বগুড়া রোডে জামাই ইঞ্জিনিয়ারিং ওয়েল্ডিং ওয়ার্কশপের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে রংপুর হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহন(ঢাকা মেট্রো ব- ১১-৫১১৯) এ এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৪০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন সহ মোঃ ওমর ফারুক(২৩),পিতা- মোঃ হিসাব তেলী,সাং- নাজিরাকুনা,থানা-মজিবনগর,জেলা- মেহেরপুর কে গ্রেফতার করে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) সরনীর ০৮(গ) ধারায় মামলা দায়ের করত উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ও মাদক সেবনের দায়ে ১। মোঃ জুয়েল রানা(২৮ ),পিতা- দবির উদ্দিন,সাং- কৃষ্ট চাঁদপুর,থানা-বিরামপুর,জেলা- দিনাজপুর ২। শ্রী শ্যাম(২৫),পিতা- শ্রী বিপ্লব ডোম,সাং- চরসূত্রাপুর চামড়াগুদাম,থানা ও জেলা-বগুড়া কে গ্রেফতার করে ও তাদের নিকট হতে ০৩ পিস ইয়াবা, ০২ পুরিয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ লেয়াকত সালমান এর আদালতে হাজির করা হলে আদালত নিন্মে বর্ণিত ব্যক্তিদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(৫)ধারা মতে ০৪ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

https://youtu.be/wJJzlGf0KQU
17/09/2020

https://youtu.be/wJJzlGf0KQU

বুধববার(১৬সেপ্টম্বর২০২০ খ্রীঃ) তারিখ ১৫.৫০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কম...

https://youtu.be/Ewf5hwUGr_g
16/09/2020

https://youtu.be/Ewf5hwUGr_g

পাবনা সাঁঁথীয়া থানাধীন করমজা এলাকা থকেে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রফেতার করছেের্ যা ব-১২।

https://youtu.be/9jkWbNYWDQ0
03/09/2020

https://youtu.be/9jkWbNYWDQ0

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন পোরজনা বাজার এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধব...

পাবনা র‌্যাব কর্তৃক মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫ (পাঁচ) জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান। ৩১ আ...
01/09/2020

পাবনা র‌্যাব কর্তৃক মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫ (পাঁচ) জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান।

৩১ আগস্ট ২০২০ খ্রিঃ ১৪.০০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার (সিনিঃ সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্তে¡ একটি আভিযানিক দল খোন্দকার মাহামুদুল হাসান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, পাবনার উপ¯ি’তিতে পাবনা জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯(১) এর দফা (গ) ধারায় আসামী ১। মোঃ আত্ত¡াব প্রামানিক (৩৬), পিতা- মোহাম্মদ প্রামানিক, সাং- খন্দিরপুর, থানা ও জেলা পাবনাকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান, ২। মোঃ আলম প্রামানিক (৪০), পিতা- মৃত কাঞ্চন প্রামানিক, সাং- কুমিল্লী গয়েশপুর, থানা ও জেলা পাবনাকে ০৩ মাস বিনাশ্রম করাদন্ড এবং ৫০০/- টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান, ৩। মোঃ হাকিম (৩৮), পিতা মৃত উকিল, সাং-রাধানগর, থানা ও জেলা পাবনাকে ০৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০/- টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান, ৪। মোঃ আশিকুর ইসলাম, পিতা- মৃত ইসমাইল খাঁ, সাং- হেমায়েতপুর, থানা ও জেলা পাবনাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০/- টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান, ৫। মোঃ বা”চু (২৭), পিতা-মোঃ করিম খাঁ, সাং- ইসলামপুর, থানা ও জেলা পাবনাকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড, এবং ৫০০/- টাকা জরিমানা, অনাদায়ে আরও ০৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়।
পাবনা র‌্যাব কর্তৃক মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ০৫ (পাঁচ) জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান।

র‌্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ কর্তৃক ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।সিরাজগঞ্জের জেলার মাদক বিরোধী ...
11/08/2020

র‌্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ কর্তৃক ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ
০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সিরাজগঞ্জের জেলার মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ আরশাফুল ইসলাম (২৭), ২। শ্রী স্বপন কুমার (৫০) এবং ৩। শ্রী সাবেত্রী সাহা (৪৮) নামের এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল। আটককৃত মোঃ আরশাফুল ইসলাম (২৭) হলেন সিরাজঞ্জ জেলার ভগলমান গ্রামের পিতাঃ মোঃ আঃ কুদ্দুস এর ছেলে। অপর দুইজন হলেন শ্রী স্বপন কুমার (৫০) এবং তার স্ত্রী শ্রী সাবেত্রী (৪৮) সাং-বড়মাঝ দǐিনা, থানা-তাড়াশ, জেলা সিরাজগঞ্জ এর বাসিন্ধা। এ সময় তাদের নিকট হইতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০২ টি মোবাইলসেট উদ্ধার করা হয়।
স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখ ১৮.০০ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন বড়মাঝ দǐিনা গ্রামস্থ পোষ্ট অফিস এর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মামলা রুজু করা হয় ।

11/08/2020
https://youtu.be/9PbMxKzMs8k
06/08/2020

https://youtu.be/9PbMxKzMs8k

'উস্কানি দিয়ে পুলিশ ও সেনাবাহিনীর সম্পর্ক নষ্ট করা যাবে না' | Sinha Md Rashed Khan

সিরাজগঞ্জের সদর থানাধীন সায়দাবাদ এলাকা থেকে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।সিরাজগঞ্জের সদর থানাধ...
27/07/2020

সিরাজগঞ্জের সদর থানাধীন সায়দাবাদ এলাকা থেকে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

সিরাজগঞ্জের সদর থানাধীন সায়দাবাদ এলাকা থেকে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

রবিবার (২৬ জুলাই ২০২০ খ্রীঃ) তারিখ ০২.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহককারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সদর থানাধীন কালিয়া হরিপুর ইউনিয়ানের সায়দাবাদ এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ অয়ন খান (২৪),পিতা-মোŦ আক্তার খান , সাং-বনবাড়িয়া পূর্বপাড়া (ঠাকুরট্যাক), থানা ও জেলা-সিরাজগঞ্জ।
র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সায়দাবাদ বাইপাস রোডের ডাবতলা মোড়ে বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয় করিতেছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান চালিয়ে ২৪০ পিচ ইয়াবা এবং ১টি মোবাইল ও ২টি সিম সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সরনীর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।
র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
সূত্র ও বিস্তারিত ঃ
মোŦ এরশাদুর রহমান
সহকারী পুলিশ সুপার
মিডিয়া অফিসার
র‌্যাব-১২
মোবা-০১৭৭৭৭১১২০৫

হতদরিদ্র ১৫৮৩ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন নলকা সিডিপিজি,এম স্বপ্না : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে করোনা কালীন অর...
27/07/2020

হতদরিদ্র ১৫৮৩ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন নলকা সিডিপি
জি,এম স্বপ্না : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে করোনা কালীন অর্থনৈতিক দুরাবস্থার এ সময়ে অসহায় ও হতদরিদ্র পরিবারের সাহায্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করলেন আন্তর্জাতিক সাহায্য সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, নলকা সিডিপি। এ উপলক্ষ্যে রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ৫ দিন ব্যাপী গুড বাজার জিএনবি'র শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। গুড বাজার জিএনবি'র মাধ্যমে কোভিট -১৯ এর কারনে নলকা ইউনিয়নের ১৫৮৩ টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল,ডাল,দুধ,চিনি,আলু,পেয়াজ,শাড়ী-লুঙ্গী, সেমাই,কাপড় সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। কমিউনিটির মানুষ নিজের চাহিদা অনুসারে গুড বাজারের স্টল থেকে তাদের পছন্দ মত পণ্য বিনামুল্যে সংগ্রহ করবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,গুড নেইবারস্ নলকা সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মি.রবীনসন মার্ডী,সহ: ব্যবস্থাপক এডমিন মি. কিরণ বাড়ৈ,হেলথ্ অফিসার মো: পারভেজ আহমেদ,প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল,সিডিসির সভাপতি বাহারুল ইসলাম,শিক্ষক মাসুদ রানা,মেম্বর আনিছুর রহমান,এস ই অফিসার মি.হরিপদ রায় সহ সিডিপির অন্যান্য কর্মচারীবৃন্দ।উল্লেখ্য,এই গুড বাজারের পণ্য বিতরণ আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।

23/07/2020
ডিপজলকে ‘এক হাত’ নিলেন ওমর সানীচলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেনি, বরং ব্যক্তি স...
23/07/2020

ডিপজলকে ‘এক হাত’ নিলেন ওমর সানী
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেনি, বরং ব্যক্তি স্বার্থে চলচ্চিত্রকে ব্যবহার করেছেন জায়েদ খান। তার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের ১৮ সংগঠন মিলে জায়েদ খানকে ‘বয়কট’ করার সিদ্ধান্ত নেয়।

গতকাল মঙ্গলবার এফডিসিতে চলচ্চিত্রের সবগুলো সংগঠনের প্রতিনিধিরা জড়ো হয়ে মিটিংয়ে সিদ্ধান্ত নেন যে, জায়েদ খান চলচ্চিত্র থেকে বয়কট। তাকে নিয়ে কেউ কাজ করবে না।

এর আগে রবিবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রযোজক সমিতির নেতৃত্বে ঘোষিত বয়কটের সিদ্ধান্তকে শিল্পী সমিতিকে ভাঙনের চেষ্টা বলে অবহিত করেছেন। তবে এই অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। সংবাদ সম্মেলনে ডিপজল বলেন, 'আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো পৃথিবীতে এমন কেউ নাই।'
এই সংবাদ সম্মেলনে মনোয়ার হোসেন ডিপজল ৫ টি নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। চিত্রনায়ক ওমর সানী বিষয়টি নিয়ে সমালোচনা করে ‘এক হাত’ নিয়েছেন। বুধবার সকালে ওমর সানী ডিপজলকে তার ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, 'আপনার কাছে অনুরোধ আপনাকে সম্মান করি, আপনি হাসির পাত্র হলে আমাদের কাছে খারাপ লাগে, দিন শেষে বলি এই দুইটা ফালতু ছেলের জন্য গলা ভাঙ্গার দরকার নাই।'

ওমর সানীর ডিপজলের ঘোষণাকে অর্থহীন উল্লেখ করে বলেন, 'গত শিল্পী সমিতির নির্বাচন কালীন সময়ে, আপনি দশটা ছবি করার ঘোষণা দিয়েছিলেন, চলচ্চিত্রের সবাই মনে করেছিল যাক আলহামদুলিল্লাহ। শিল্পী এবং কলাকুশলী কিছুদিন স্বচ্ছলভাবে থাকবে, করেননি? করেননি? আজ আবার একটা ক্রাইসিসের মধ্যে আবার পাঁচটা ছবি করার ঘোষণা দিয়েছেন? মানুষ বোঝে মামা এত বোকা না আপনি ঘোষণা দিয়েছিলেন সিনেমা হলের প্রজেক্টর মেশিন আনবেন, করেননি।'

মিসরের হোটেল থেকে বাংলাদেশি বিউটি এক্সপার্টের লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রে পরিচিত মুখ, বিউটি এক্সপার্ট ও বাংলাদেশি-আমেরিকান ব...
23/07/2020

মিসরের হোটেল থেকে বাংলাদেশি বিউটি এক্সপার্টের লাশ উদ্ধার
যুক্তরাষ্ট্রে পরিচিত মুখ, বিউটি এক্সপার্ট ও বাংলাদেশি-আমেরিকান বংশোদ্ভূত ফাতেমা খান খুকির (৪৪) লাশ মিসরের কায়রোর একটি হোটেল থেকে উদ্ধার করেছে সে দেশের পুলিশ।

সাত দিন আগে ফাতেমা ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন। ২১ জুলাই নিজ হোটেল কক্ষে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ফাতেমাকে হত্যা করা হয়েছে।

কায়রোর আমেরিকান দূতাবাস বাংলাদেশে ফাতেমার বোনকে টেলিফোনে এই মৃত্যুর খবর জানিয়েছে। তবে কীভাবে নিজ হোটেল কক্ষে ফাতেমার মৃত্যু হলো, এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফাতেমার এক নিকটাত্মীয় গণমাধ্যমকে জানান, কায়রোর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। লাশের ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানাবে।
ফাতেমা খানের বান্ধবী নিউইয়র্কের বাংলা টিভির উপস্থাপিকা শারমিনা সিরাজ জানান, আমিও খবরটি পেয়েছি। কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। খুকি কেন মিসর গিয়েছিলেন, কারও সঙ্গে গিয়েছিলেন কি না, কিংবা কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কি না; এমন কোনো কিছুই আমরা জানি না। যতটুকু জানতে পেরেছি, তিনি প্লাস্টিক সার্জারির একটি কাজে মিসর গিয়েছেন। আমি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি।

শারমিনা আরও বলেন, পরিবার প্রথমে খুকির মরদেহ মিসর থেকে বাংলাদেশে নেওয়ার কথা বলছিল। কিন্তু ফাতেমা খান খুকি যেহেতু আমেরিকার নাগরিক, তাই তদন্তের স্বার্থে মরদেহ এখানেই আসবে।

জানা গেছে, ফাতেমা খান বিউটি এক্সপার্ট হিসেবে কাজ করতেন। তিনি কিছুদিন মেসি’জ-এ কাজ করেছেন। তিনি নিউজার্সিতে একাই বসবাস করতেন। ফেনীর মেয়ে ফাতেমা খান বিবাহ-বিচ্ছেদের পর যুক্তরাষ্ট্রে থাকতেন।

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।বুধবার (...
23/07/2020

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বুধবার (২২ জুলাই ২০২০ খ্রীঃ) তারিখ ১১.৩০ ঘটিকা হইতে ১২.৩০ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ও বিভাগীয় সহকারী পরিচালক জনাব-আবু আব্দুল্লাহ জাহিদ এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন বগুড়া টু ঢাকা হাইওয়ে হাটিকুমরুল গোলচত্তর থেকে অনুমান ১/২ কিলোমিটার উত্তরে জামাই ইঞ্জিনিয়ারিং ওয়েন্ডিং ওয়ার্কসপ এর সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আলতাফ হোসেন (আলোক চান) (৪০),পিতা-মোŦ খাতের আলী, সাং-ইচুয়া (ঘাটকা মধ্যপাড়া), ২। মোŦ সুমন হোসেন (২৫), পিতা- মৃত-ইউসুফ আলী, সাং- ইচুয়া (ঘাটকা মধ্যপাড়া), ৩। মোŦ আলম হোসেন (২৭), পিতাÑ মোŦ আলোক হোসেন , সাং- ঘাটকা দক্ষিনপাড়া, সর্ব আসামীর থানা-ও জেলা-জয়পুরহাট,৪। মোŦ তুহিন (২৪), পিতা- মোŦ ফরিদুল ইসলাম, সাং- মাহমুদপুর, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যে বগুড়া হতে নগরবাড়ী যাত্রীবাহী বাস আল-আমিন, যাহার নং-ঢাকা মেট্রো-জ-১১-০০১৬। বগুড়া হতে ঢাকাগামী একতা নামীয় যাত্রীবাহী বাস নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫০৫৮। বাসগুলোতে পৃথক পৃথক অভিযান চালিয়ে যথাক্রমে ১১০ বোতল ও ৪৫ বোতল, সর্বমোট= ১৫৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সরনীর ১৩ (গ) আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।
র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
সূত্র ও বিস্তারিত ঃ
মোŦ এরশাদুর রহমান
সহকারী পুলিশ সুপার
মিডিয়া অফিসার
র‌্যাব-১২
মোবা-০১৭৭৭৭১১২০৫

https://www.youtube.com/channel/UCv3rKfFchpacISbZ-xJTvAw?view_as=subscriber
23/07/2020

https://www.youtube.com/channel/UCv3rKfFchpacISbZ-xJTvAw?view_as=subscriber

ঘরে বসে দেশের যে কোনো জায়গা থেকে, অনলাইনের মাধ্যমে আপনিও হতে পারেন সংবাদদাতা, অথবা যদি লেখালিখি করতে ভালোবাসেন, ত...

কফি হাউজের মঈদুল গুরুতর অসুস্থ !উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কলকাতার মান্না দে’র কালজয়ী গান কফি হাউজের ‘নিখিলেশ প্য...
21/07/2020

কফি হাউজের মঈদুল গুরুতর অসুস্থ !
উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কলকাতার মান্না দে’র কালজয়ী গান কফি হাউজের ‘নিখিলেশ প্যারিসে মঈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে’ অন্যতম চরিত্র ঢাকার মঈদুল গুরুতর অসুস্থ । গত ৫ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৩৬ সালের ১৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় জন্মগ্রহণ করেন কফি হাউজের সেই মঈদুল। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে বন্ধুত্ব হয় সবার সঙ্গে।১৯৮৩ সালে এই গানটি প্রকাশ হয়। গানটি লেখেন গৌরি প্রসন্ন মজুমদার।
১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তিনি ঢাকায় চলে আসেন পরিবার নিয়ে।

কাগজের রিপোর্টার মঈদুল ঢাকায় এসে সাংবাদিকতা করেছেন দৈনিক আজাদ, ইত্তেফাক, দৈনিক বাংলা, ইনকিলাব, সংবাদ, বাংলার বাণী আর দৈনিক পূর্বদেশে।

মঈদুলের কফি হাউজের সোনালী বিকেল হারিয়ে গেছে অনেক আগেই। এখন মঈদুলের বিকেল কাটছে হাসপাতালে।

https://youtu.be/lHbu8p36Bz8
18/07/2020

https://youtu.be/lHbu8p36Bz8

৩০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। ভিডিওটি যদি ভাল লাগে তাহলে LIKE COMMENT SHARE করবেন। আপনি .....

15/07/2020

ভিডিওটি যদি ভাল লাগে তাহলে LIKE COMMENT SHARE করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল টি SUBSCRIBE ....

https://youtu.be/-nNmvm7wpPcমোহাম্মদ নাসিমের কর্মময় জীবনের সংক্ষিপ্ত বর্ণনা।JOLY TV ONLINE
14/06/2020

https://youtu.be/-nNmvm7wpPc
মোহাম্মদ নাসিমের কর্মময় জীবনের সংক্ষিপ্ত বর্ণনা।JOLY TV ONLINE

জি,এম স্বপ্না : ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগন্জের কাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন মোহাম্মদ ন.....

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Joly news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joly news:

Share

JOLY TV

LIVE IN SIRAJGANJ