Golpo Khor\গল্প খোর シ︎

Golpo Khor\গল্প খোর シ︎ নতুন নতুন অনু গল্প পড়তে
এই পেইজটা লাইক/ফলো করতে পারেন ☺️🥰

আত্নীয়ার বাড়িতে রুপবতী এক তরুণীকে দেখে মনের সাগরে উথাল-পাতাল ঢেউ শুরু হলো।সানগ্লাসটা পড়ে ভাব নিলাম।মেয়েটা একটু পর পর তাক...
15/12/2024

আত্নীয়ার বাড়িতে রুপবতী এক তরুণীকে দেখে মনের সাগরে উথাল-পাতাল ঢেউ শুরু হলো।সানগ্লাসটা পড়ে ভাব নিলাম।

মেয়েটা একটু পর পর তাকাচ্ছে,মুচকি হাসছে।মনের ঢেউ আরো বাড়তে লাগলো।সুযোগ বুঝে মেয়েটার কাছাকাছি দাঁড়ালাম।মেয়েটা হাসতে হাসতে বললো

" ঘরের ভেতর সানগ্লাস পড়ে আছেন!হাউ ফানি "

লজ্জায় পড়ে গেলাম।দ্বিতীয়বার সেই তরুণীর দিকে আর তাকানোর সাহস পেলাম না।

গল্প #লজ্জা
লেখক #জয়ন্ত_কুমার_জয়
Follow for more Golpo Khor\গল্প খোর シ︎

06/12/2024

'প্রতি রাতে তোমার সঙ্গ দিতে পারবো না!এইটা আমার শরীর রোবট না বুজলে।
এতোই যদি তোমার চাহিদা অন‍্য একটি বিয়ে করো।

'এভাবে বলিওনা প্লিজ।
আমি তোমার স্বামী আমার যতো চাহিদা তোমার কাছে।

'হ‍্যাঁ জানি কিন্তু তোমার বুজতে হবে আমার ভালো মন্দ
কারন আমি তোমার বয়সের থেকে অনেক ছোট্ট।
কোথায় তোমার বয়স ৪০শের কাছাকাছি!
আমার মাত্র ১৪-১৫হবে।

'আরে বাবা জানি।
এইটা বলার কি আছে শুনি।

'জানিনা।

{এভাবে এক মাস কেটে যাওয়ার পর দীপিকা বাবার বাড়িতে চলে আসলে মা-কে বলে}

'মা তোমাকে একটা কথা বলতে চাই।
প্লিজ বাবাকে বলিওনা।

'হ‍্যাঁ বল।

'আমি আর শশুর বাড়িতে যাবো না।
ওনাকে আমি ডিভোর্স দিবো।

'মেয়ের মুখে ডিভোর্সের কথাটি শোনা মত্রই ঠাস করে একটি থাপ্পড় দেয় দিপিকার গালে।

'ঠাসসসস! এই কথাটি যদি আর একটিবার বলিশ
আমার থেকে খারাপ কেউ হবেনা।
সুখে থাকতে ভুতে কিলায় হ‍্যা।

'আগেতো আমার কথাটি শোন মা।

'বল।

'উনি আমাকে প্রতি রাতে কষ্ট দেয়।
যেটা আমি সজ‍্য করতে পারিনা।
এছাড়া এখনো আমার বিয়ের বয়স হয়নি তাতেই একটি বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছো।

'মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছীস একটু কষ্ট সজ‍্য করতেই হবে বুজলি।

'মা বুজার চেষ্টা করো সত‍্যিই আমি এতো কষ্ট সজ‍্য করতে পারতেছি না।
সারাদিন কাজ কর্ম করার পর রাত্রে যখন একটু
রেষ্ট নিবো তখন আবার স্বামীর নির্যাতন।

'চিন্তা করিশ না সব কিছু ঠিক হবে।

'মা তুমি যদি পদক্ষেপ না নাও ,
তাহলে আত্মহত্যা করবো?

'মুহূর্তেই যেনো দিপিকার মা নিস্তব্ধ হয়ে যায়।
মেয়েকে কি বলে সান্ত্বনা দিবে জানা নেই।
কারন অল্প বয়সে বিয়ে দিয়েছে।

'ঠিক আছে আমি তোর বাবার সঙ্গে কথা বলতেছি।
কোন একটা পথ বের হবে।

'হ‍্যাঁ ঠিক আছে।

'সত‍্যিই বতর্মান সমাজটা নষ্ট হয়ে গিয়েছে ১১/১২বছরেই বিয়ে সেটাও আবার ৪০বছরের বয়স্ক লোকের সঙ্গে। যেখানে মেয়েটি খেলা ধুলা করে বেড়াবে সেখানে মেয়েটি সারাদীন সংসারের কাজ করে আবার রাত্রে স্বামীর নির্যাতন।
এভাবে জীবন চলেনা।
আসুন সবাই সচেতন হই আমরা।

অনুগল্প: #বিয়ে?
কাহিনী ও লেখনীতে: #মি_হাসিব

এমন সুন্দর গল্প পরতে চাইলে অবশ্যই পেজটি সবাই ফলো করুন 👉 GGolpo Khor\গল্প খোর シ︎

31/10/2024

প্রবাসে অবস্থানরত বড় ভাইটি সকালে মা"রা গেছে।এখন দুপুর,কেবল জানতে পারলো ছোট ভাই।তার সহকলিগ কল দিয়ে

" লা"শ দেশে নিতে চাইলে বলুন,কোম্পানির সাথে যোগাযোগ করবো "

" প্লিজ একটু ব্যবস্থা করে দিন।বডি আনতে যা খরচ লাগে দিবো সমস্যা নাই "

এলাকায় কানা খোসা ছড়িয়ে গেলো।ছোট ভাই সবাইকে অনুরোধ করে

" মাকে এখন কেউ বলবেন না প্লিজ।মায়ের শ্বাসকষ্টের অসুস্থতা এখন বেশি! "

সবাই বিষয়টা চাপা রাখার প্রাণপণে চেষ্টা করলো।শুধু ভেতরে ভেতরে সবাই হাহুতাশ করতে লাগলো।

ঘর থেকে বিছানাসজ্জ্যা মা ছোট ছেলেকে ডেকে " সকাল থেকে বু"কের ভেতর মোচর দিচ্ছে।বড় খোকার সাথে কথা হইছে বাবা? "

ছোট ছেলে চোখের জল লুকিয়ে " কথা হয়েছে।সব ঠিক আছে "

" আমি কথা বলবো।ফোন দে, আমার এমন লাগতেছে কেন,ওর নিশ্চয়ই কিছু হইছে।ফোন দে,আমি কথা কবো "

মায়ের মন! না বললেও সন্তানের বিয়োগ ঠিকই বুঝে ফেললেন।শ্বাসকষ্ট বাড়লো,একপর্যায়ে নিশ্বাস বন্ধ!মা ছেলে দু'জনের লা"শ পাশাপাশি উঠোনে।

গল্প #বুক_খালি
লেখক #জয়ন্ত_কুমার_জয়

রোমান্টিক সামাজিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

12/10/2024

স্বামীকে শুয়ে থাকতে দেখে স্ত্রী বললো " শরীর খারাপ নাকি? অফিসে যাবে না? সময় হয়েছে তো "

" আজকেও যেতে হবে? "

" সে কি,যেতে হবে মানে? "

" শুক্রবার আজ "

স্ত্রী মুখ কাচুমাচু করে বললো " ওহহ,খেয়াল করিনি "

" হু।রান্না হইছে?বিকেলে বাইরে খেতে যাবো "

" আমার শরীর খারাপ যাবো না "

স্ত্রী চলে গেলো।ওয়াসরুমে ঢুকে প্রেমিককে কল দিয়ে " আজ সারাদিন ও বাড়িতে থাকবে।কথা হবে না,মিস করবো অনেক।ভালোবাসি প্রিয় "

কথাটা বলে ফোন কাটলো।সপ্তাহের এই একটা দিন তার খুব খারাপ লাগে।স্বামী থাকে বিধায় সারাদিন প্রেমিকের সাথে কথা বলতে পারেনা।একদিন এক বছরের সমান মনে হয়।

গল্প #অভিনয়
লেখক #জয়ন্ত_কুমার_জয়

রোমান্টিক সামাজিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

05/10/2024

মেয়েকে জামা কেনার জন্য চার হাজার টাকা দিলাম।মেয়ে কিনেছে তিন সেট জামা।অবাক হয়ে বললাম

" একই রঙ্গের তিনসেট জামা কিনছো কেন?আলাদা আলাদা নিতে পারতে তো "

মেয়ে বললো " বাবা এখানে রিতা আর ওর বোনের একটা করে সেট আছে।একটা আমার বাকি দুইটা বান্ধবী রিতা আর তিশার "

অবাক হয়ে বললাম " ওদের জন্যও কিনছো! "

" হ্যা বাবা।করোনায় ওদের বাবা গত হয়েছে।ওরা কোথাও গেলে পুরাতন জামা পড়ে যায়।খারাপ লাগে খুব "

মেয়ের কথায় মুগ্ধ হলাম।এখন থেকে মেয়ে কিছু কেনার জন্য টাকা চাইলে তিনটা সেট নেওয়ার টাকা দিই।একসেট মেয়ের,বাকি দুই সেট পিতৃহীন মেয়ে দুটির।সৃষ্টিকর্তা হয়তো আমার মাধ্যমে তাদের বাবার অপূর্ণ দায়িত্বগুলো পালন করাতে চান।

গল্প #পূর্ণতা
লেখক #জয়ন্ত_কুমার_জয়

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

05/10/2024

বাবা নতুন স্মার্টফোন কিনেছেন। আমায় ডেকে বললেন, "মুখবুকটা খুলে দে তো।" মুখবুক বুঝতে সময় লাগছে পাক্কা পাচ মিনিট। বুঝে বললাম," ও ফেসবুক আইডি খুলবেন?"

"হ্যাঁ, হ্যাঁ ফেসবুক।"

"ফেসবুক খুলতে দুহাজার টাকা লাগবে।"

"কী বলিস! শুনলাম ফ্রী? "

"ফ্রীই তো। চালাতে তো টাকা লাগে না। শুধু খোলার সময় টাকা লাগবে দুই হাজার। "

"ফ্রী হলে দুহাজার লাগবে ক্যা!"

"বাবা এ সব কমার্শিয়াল বিজ্ঞাপন বুঝলা না। এই যে গ্রামীণফোন মাঝে মাঝে কত ফ্রী অফার দেয় শুধু নিচে ছোট করে লিখে রাখে শর্ত প্রযোজ্য এটাও তেমন।"

"ও আচ্ছা। ঠিক আছে খোল।"

মনে মনে জুকার কে ধন্যবাদ দিলাম বেটা পকেটে দুহাজার এনে দিলো।

কয়দিন পর বাবা আবার বললেন, "ফেসবুকে বলে গল্প পড়া যায়?"

"যায় তো বাবা অনেক লেখকের গল্প পড়া যায়।" বাবা আবার পড়তে খুব ভালোবাসে, টুকটাক লিখেও।

"তাই নাকি!"

"টাকা লাগবে পাঁচ হাজার। "

"কী পাঁচ হাজার! "

"ওমা এতগুলো লেখকের গল্প পড়বা টাকা লাগবে না? তবে এখানে একটা সুবিধা আছে বারবার কিনতে হয় না। একবার কিনলে সারাজীবন পড়তে পারবা।"

"তাহলে তো ভালোই। "

দিলাম অনলাইন গ্রুপে ঢুকিয়ে।

এখন দেখি বেশিভাগ সময় অনলাইন গ্রুপে থাকে। সেদিন আমায় ডেকে বললেন," কীরে এরা তো ভালোই, গল্পের সাথে গান আর সুন্দর সুন্দর ছবিও দেখায় ফ্রী! "

"হ্যাঁ, বাবা এরা খুব ভালো!"

কয়দিন পরে বাবার নিজের লেখা অনলাইন গ্রপে দেয়ার শখ হলো। আমায় বলল, "আমার লেখাটা এখানে দেয়া যায় না?"

"অবশ্য যাবে কিন্তু ---?"

"কত টাকা লাগবে? "

"খুব বেশি নেয় না! একটা গল্পে পাচঁ শো করে।"

বাঃ! কত টাকা আয় করার সুযোগ চারদিকে, একটু শুধু মাথা খাটাতে হয়। কয়দিন পর পর বাবার একটা গল্প পোস্ট দিই আর পকেট ভারি হয়।

বাবার লেখা ভালো। দেখা যায় প্রতি গল্পে হাজার হাজার লাইক পড়ে, অনেকেই কমেন্ট করে ভালো লিখেছেন! বাবা মোটামুটি পরিচিত হয়ে গেছেন। আমার আয় ভালোই হচ্ছে। কেমনে জানি অনলাইন গ্রুপের আ্যডমিন প্যানেলের একজন বাবার ফ্রেন্ড লিস্টে ঢুকে পড়েছে। মনে হয় ঘোষণা দেখে বাবা বুঝতে পেরেছেন এরাই হর্তাকর্তা। বাবা তাকে মেসেজ দিছেন," আমি তো অনেকদিন থেকেই গল্প দিই আমার জন্য একটু ছাড় দেয়া যায় না?"


©

04/10/2024

ছোট্ট মেয়ের জন্য আইসক্রিম কিনে ফ্রীজে লুকিয়ে রেখেছে বাবা।স্ত্রীকে বললো " ফ্রীজে মামনির জন্য আইসক্রিম রাখছি "

স্ত্রী চোখ মুখ কুঁচকে বললো " আইসক্রিম খেলে তো ওর সর্দি হবে।এমনিই ক'দিন ধরে বৃষ্টি "

" যখন জেদ করবে,অল্প অল্প করে দিও "

বিকেলে অফিসরত অবস্থায় মেয়ের ফোল কল।রিসিভ করলেই সুরালো কান্নার আওয়াজ

" বাবা বাবা,আমি আইতকিরিম খাবো। তুমি আইতকিরিম নিয়া আতো "

" কান্না করেনা মা,আমি আইসক্রিম এনে রাখছি।তোমার মা'কে বলো "

" মা দিততে না।তুমি বলো "

স্ত্রী ফোন নিয়ে " হু বলো "

" মেয়েটা জেদ করছে,একটু নাহয় দেও "

" থাকলে তো দিবো "

" সে কি,সকালেই তো দুইটা আনলাম "

" কারেন্ট ছিলো না।গলে গেছে।আমি ওকে ভুলিয়ে রাখতেছি।তুমি আসার সময় নিয়ে আসিও "

" আচ্ছা "

বিকেলে ফেরার সময় ৩ টা আইসক্রিম নিলাম।বাড়িতে এসে দেখি মা টিভি দেখতেছে।আমাকে দেখে বললো " আইসক্রিম এনেছিস? তোর মেয়ে মাথা খাচ্ছে "

" আর বলিও না মা,সকালে দুইটা এনে রাখছিলাম।কারেন্ট থাকবে না কে জানতো!শুভ্রতা বললো,আইসক্রিম গলে ফ্রীজ মাখামাখি অবস্থা "

" কারেন্ট তো সারাদিন ছিলো "

" বলো কি! "

এমন সময় স্ত্রী এলো।ঠোঁ"ট ফুলিয়ে বললো " ইয়ে,মানে ফ্রীজের লাইন দেওয়া ছিলো না "

বুঝলাম বাচ্চার জন্য আনা আইসক্রিম ও খেয়েছে।মা হেসে বললো " জানিস-ই তো বাড়িতে দুইটা বাচ্চা।একজনের জন্য আনলে আরেকজন তো খাবেই "

ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম " তাই বলে মেয়েকে কাঁদিয়ে ও খাবে! "

শুভ্রতা চোখ রাঙ্গিয়ে বললো " আমাক কিছু বলতে পারবা না।তোমার দোষ,ভাগো "

গল্প #সংসার
লেখক #জয়ন্ত_কুমার_জয়

রোমান্টিক সামাজিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

23/09/2024

'বিয়ের ২দিন আগে ঠিক ফজরের আগে হবু বউ আমাকে ফোন দিলো।হঠাৎ এমন মুহূর্তে
ফোনটি দেখে বেশ আশ্চর্য হলাম।

'কিছু না ভেবে ফোনটি রিসিভ করে বললাম।
হ‍্যা নীলিমা বলো কোন সমস্যা।

'সমস‍্যা তো অনেক।

'কি বলো?
এতো রাতে আবার কিসের সমস্যা হ‍্যাঁ।
দুইদিন পরে আমাদের বিয়ে।

'আচ্ছা তুমি কি করো এখন।

'এইতো ঘুমাচ্ছিলাম।
তোমার ফোন পেয়ে ঘুমটি ভেঙ্গে গেলো।
এখন তোমার লগে কথা বলতেছি।

'তাই।
আচ্ছা আমি ফোন দেয়াতে তুমি বিরক্ত হওনি।

'কি আশ্চর্যের কথা।
আমার হবু বউ ফোন দিয়েছে এতে আরো খুশি হওয়ার কথা বিরক্ত হবো কেনো।

'তাই বুজি।
তুমি আমাকে বিয়ের পরে ভালোবাসা তো।
নাকি কষ্ট দিবা।

'কখনোই কষ্ট দিবোনা।
সব সময় ভালোবাসা দিবো যতোদিন আমার শরীরের এক বিন্ধু রক্ত আছে।

'সত‍্যি।

'হ‍্যা সত্যি।

'তুমি কি চাও আমরা মৃত্যুর পরেও এক সঙ্গে থাকি।

'অবশ্যই চাই।
হাজার জনম তোমার সঙ্গে থাকতে চাই।

'তাহলে নামাজ পরোনা কেনো সেইটা বলো।
মৃত্যুর পরে আমি যখন জান্নাতে যাবো তুমি যদি জাহন্নামে যাও তখন কি আমাদের এই ভালোবাসা থাকবে।
আমরা কি এক থাকতে পারবো।

'না।

'তাহলে এই মুহূর্তে উঠে গোসল করবা
এবং ফজরের নামাজ আদায় করবা। এবং আল্লাহ্ কাছে দোয়া করবা আমরা যেনো মৃত্যুর পরেও এক সঙ্গে থাকতে পারি জান্নাতে।

'ঠিক আছে হবু বউ আমার।

'এতো লক্ষি হবু স্বামী।
যাও গোসল করে নামজ শেষ করবা তার পরে আমাকে ফোন দিবা।

'হুম।

'এর পরে ছেলেটি তার হবু বউয়ের কথা মতো
গোসল করে নামাজ আদায় করে।

'সত‍্যি একটা নারী চাইলে অসম্ভব কেও সম্ভব করতে পারে শুধুমাত্র তার ভালোবাসা দিয়ে।

অনুগল্প: #হবু_বউ
কাহিনী ও লেখনীতে: #মি_হাসিব

20/09/2024

মায়ের মৃ"ত্যুর পর গয়না ভাগ হচ্ছে।বালা জোড়া ছোট বোনের,আংটিটা বড় বোনের।স্ত্রীর ভাগে পড়লো চুড়ি।

শেষে মায়ের বিয়ের সীতা হার নিয়ে বাঁধলো কুচকাওয়াজ।কে নিবে!স্ত্রী মৃদু হেসে

" আপনারা দুই বোন মিলিয়ে ঝিলিয়ে নিন না!আমার লাগবে না "

বড় বোন বললো " কেন লাগবে না? "

স্ত্রী বললো " আপনাদেরই তো মা।আমি আপন কেউ না "

ভাগ বাটোয়ারা এই পর্যন্তই সমাপ্তি।মাঝরাতে ডেকে তুলে আমার হাতে সীতাহার ধরিয়ে দিয়ে বোনেরা বললো

"এটা তোর বউয়ের।মা ওকে খুব ভালোবাসতেন! "

এমন পরিস্থিতিতে আমি চরম বিস্মিত এবং হতভম্ব।সংসার জীবনে ২০ বছরেও স্ত্রী সেই হার সযত্নে রেখেছে।আজ ছোট মেয়েটার বিয়ে।তার গ" লায় জ্বলজ্বল করছে মায়ের সীতা হার টা!

গল্প #প্রাপ্য
লেখক #জয়ন্ত_কুমার_জয়

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

স্কুল পিকনিক থেকে মেয়েকে নিয়ে ফিরে বুঝতে পারলাম স্ত্রী পালিয়েছে।আলমারির টাকা,গহনা সব সাথে নিয়ে গেছে।মেয়ের বয়স ৮।সৎ মা যদ...
20/09/2024

স্কুল পিকনিক থেকে মেয়েকে নিয়ে ফিরে বুঝতে পারলাম স্ত্রী পালিয়েছে।আলমারির টাকা,গহনা সব সাথে নিয়ে গেছে।

মেয়ের বয়স ৮।সৎ মা যদি কষ্ট দেয়!এই ভেবে দ্বিতীয় বিয়ে করলাম না।

সময় কাটতে লাগলো।মেয়ের বয়স ১৭।আশেপাশে অনেক কিছুই পরিবর্তন হলো,সঙ্গে স্ত্রীর মন ও।সে ফিরে আসতে চায়।বিষয়টা নিয়ে একরাতে মেয়ের ঘরে গেলাম।

" বাবা, এখনো ঘুমাওনি? "

" একটু কথা ছিলো "

" ওই মহিলা ফিরে আসতে চায়,সে ব্যাপারে? "

" কি করবো বুঝতে পারছি না "

" না মানে না।কক্ষনো না।ওই মহিলাকে আনলে আমি এই বাড়িতে থাকবো না "

" মানুষ তো ভুল করেই,তাই না!একটা সুযোগ যদি পেতো,বোধহয় শুধরে যেত "

মেয়ে রেগে বললো " এ কেমন ভালোবাসা! ওনার প্রতি তোমার রাগ হয় না?অন্য জনার সাথে ভেগে গেলো,এখন ফিরে আসতে চাচ্ছে তুমিও মাফ করে দিবা? "

আর কথা বাড়ালাম না।বেড়িয়ে আসলাম।মেয়ে ঘর থেকে চেঁচিয়ে বললো " যা ইচ্ছে করো।একটা কথা আছে না,প্রেমের ম"রা জলে ডুবে না।তোমার হইছে সে অবস্থা।আমার কথা কেন শুনবা,আমি তে এ বাড়ির তো কেউ না।আর বাড়িটাও আমার না "

জানি উচিত না।তবুও, মন তো মানে না।ভালোবাসলে যে কোনো দোষই চোখে পড়তে চায় না।তবে মেয়ের শেষ কথাটায় ভিষণ আ"হত হলাম।কে বলেছে এই বাড়ি ওর না?

পরেরদিনই বাড়ির সামনে নেমপ্লেটে লিখে দিলাম " মেয়ের বাড়ি "।বিয়ে হলেও এই বাড়িটা মেয়েরই থাকবে।একান্ত আশ্রয়স্থল।

একদিন মেয়ে আমার হাত ধরে বললো " আমি সারাদিন কলেজ প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকি।তোমার একজন সঙ্গী প্রয়োজন।তুমি চাইলে বিয়ে করতে পারো,যাকে ভালোবাসতে তাকেও করতে পারো।মানা করবো না "

বুঝলাম,মেয়েও কারো প্রেমে পড়েছে, ভালোবাসে।তাইতো ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্ট,সাথে ফেরত পাওয়ার খুশিটাও বুঝতে শিখেছে।

গল্প #পাওয়া_না_পাওয়া
লেখক #জয়ন্ত_কুমার_জয়

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

20/09/2024

মা'কে শখের বসে কিছুদিন আগে বলেছিলাম " মা,আম খেতে ইচ্ছে করছে "

মা বলেছিলো " এখন আম পাওয়া যাবে কি! "

" পাওয়া তো যাবে না আমিও জানি।কিন্তু খুব খেতে ইচ্ছে করছে।পাকা আম "

এমন অফ সিজনের ফল খাওয়ার হুটহাট ইচ্ছে মাঝেমধ্যেই হয়।এবারের ইচ্ছেটা একটু বেশিই প্রবল।তবুও উপায় নেই।গাছে কেবল মুকুল ফুটেছে।এই আম কবে বড় হবে,কবে পাঁকবে!

কিছুদিন পর দুপুরে একটা পার্সেল আসলো।চারকোনা বক্স।বাসায় এনে বক্সটা খুললাম।প্যাকেটে মোড়ানো পাকা আম!মাকে জিগ্যেস করলে জানলাম ঢাকায় নাকি এই আম উঠেছে।আশ্চর্য হলাম,খেতে চেয়েছি জন্য ঢাকা থেকে এতো ঝামেলা করে মা আম এনে দিবে কখনো ভাবতেও পারিনি।

সম্ভাবনা নেই জেনে আম খাওয়ার ইচ্ছেটা কিছুটা ভুলতে বসেছিলাম।অথচ মা ভোলেনি,ঠিকই খোঁজ করে নিয়ে এসছে।

গল্প #মায়ের_ভালোবাসা
লেখক #জয়ন্ত_কুমার_জয়

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

11/09/2024

স্ত্রী সহ মার্কেটে আসলাম ইমিটেশনের চুড়ি কিনতে।স্ত্রী প্রতিটা দোকান ঘুরছে,কোনোটাই পছন্দ হচ্ছে না।

প্রতি দোকানে যাচ্ছে চুড়ি পরছে আর খুলছে।একটাও নাকি পছন্দ হয় না।বিরক্ত হয়ে বললাম

" এইজন্য তোমার সাথে কিছু কিনতে আসিনা "

" ধুর,এতো কম ধৈর্য্য নিয়ে মার্কেট হয় নাকি?দেখতে দিবে তো "

" আর কত দেখবে?এতোগুলা দেখেও তো পছন্দ হচ্ছে না তোমার "

" তুমি এসব বুঝবা না।মেয়েদের জিনিসপত্র দেখেশুনে কিনতে হয় "

বাধ্য হয়ে স্ত্রীর এই সুপ্ত নি"র্যাতন সহ্য করতে লাগলাম।মার্কেটে বেলি ফুলের মালা দেখে পনেরো টাকা দিয়ে হাতের মাপের একটা মালা কিনলাম।

স্ত্রীর হাতে পড়িয়ে দিতে গিয়ে হতভম্ব! হকচকিয়ে বললাম

" তোমার হাতের সোনার চুড়ি দুইটা কই গেলো! "

স্ত্রীর চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেলো।মুখ ভোতা করে বললো " সর্বনাশ! ভুলে নিজের চুড়ি দুইটাও বোধহয় দোকানিকে দিয়ে দিছি! কি হবে এবার! "

এটা বলেই স্ত্রী হাউমাউ করে কাঁদতে লাগলো।৫৬ হাজার টাকা দিয়ে চুড়ি দুইটা বানিয়ে দিয়েছিলাম।এখন খুঁজছি,জানি পাবো না।

স্ত্রী চেঁচিয়ে বলছে " খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে চুড়ির দিকে খেয়াল তো রাখতে পারতে।সবকিছু কি আমি একা সামলাবো?"।আমি বাকরুদ্ধ এবং হতাশ!

গল্প #চুড়ি
লেখক #জয়ন্ত_কুমার_জয়

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

07/09/2024

" বউমা,এতো বেলা হয়ে গেলো এখনো ঘুমাচ্ছো?রান্না করবে না নাকি "

শ্বাশুড়ির কথায় ধরপর করে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করলাম।উঠে বসতেই চারদিকটা অন্ধকার হয়ে আসলো।খাটের পায়া চেপে ধরে বসে রইলাম।মায়ের আবারো কর্কষ স্বর ভেসে এলো

" বউমা,উঠোনি এখনো? "

দেয়াল ধরে ধরে বের হয়ে মাকে বললাম " মা আমার শরীরটা একটু খারাপ লাগছে। শুয়ে ছিলাম "

" রান্নাবান্না করবে না? অসুস্থ হয়ে শুয়ে থাকলে তো চলবে না।সংসার সামলাতে হবে।বাবু ফিরে এসে না খেয়ে থাকবে? "

" মা আমি রান্নাঘরে যাচ্ছি। ঠিকি তো,আমার সংসার তো আমাকেই সামলাতে হবে "

রান্নাঘরে গিয়ে দেয়াল ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম।মায়ের স্বর ভেসে এলো

" বউমা,চা তুলে দাও তো।মাথাটা ধরেছে "

চায়ের পাতিলটা চুলায় তুলে দিয়েই গা গুলিয়ে মাথাটা চক্কর দিয়ে উঠলো।তবুও নিজেকে সামলিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করলাম।

বিকেলে ভিষণ অসুস্থ হয়ে পড়লাম।গা পুড়ে যাচ্ছে জ্বরে।স্বামী ফিরে এসে বললো " এই অসময়ে শুয়ে আছো কেন? "

কাঁপা স্বরে বললাম " জ্বর এসছে বোধহয়।কপালে হাত দিয়ে দেখবে একটু্? "

স্বামী শার্ট খুলতে খুলতে বললো " কপালে হাত দিয়ে দেখার কি আছে।জ্বর হলে তো বোঝাই যায় "। মন ভার করে আর কিছু বললাম।

রাত হতে হতে আরো অসুস্থ হয়ে পড়লাম।সন্ধায় ট্যাবলেট খেয়েও কোনো কাজ হলো না।শ্বাশুড়ি মা ঘরে এলে স্বামী বললো

" ওর তো খুব জ্বর! "

শ্বাশুড়ি মা বললো " ওর বাড়িতে ফোন করে বল আপনাদের মেয়ে অসুস্থ।ওর মাকে আসতে বল "

ওনার কথায় স্বামী ফোন বেড় করে কল করবে তখন বললাম

" না থাক।আমায় কাউকে সেবা করতে হবে না।তোমরা ব্যস্ত হইও না "

এটা শুনে শ্বাশুড়ি মা চলে গেলেন।স্বামী বেলকনিতে গিয়ে সিগারেট ধরিয়ে বসে রইলো।

মনে মনে ভাবলাম,এই শ্বাশুড়ি,স্বামীর সামান্য অসুস্থ হলে আমার রাতের ঘুম উড়ে যেত।সেবা যত্ন করে সুস্থ করে তুলতাম।আর আজ আমি অসুস্থ, সেবা করার জন্য আমার মাকে আসতে বলা হলো!

সুস্থ হয়ে স্বামীকে ডিভোর্স পেপার পাঠালাম।সাথে একটা চিরকুট

" অসুস্থতায় যদি নিজের মায়ের প্রয়োজন হয়,তাহলে সুস্থ অবস্থায় পরের মা ছেলেকে কেন পালবো।অকৃতজ্ঞের দল "

গল্প #অকৃতজ্ঞ
লেখক #জয়ন্ত_কুমার_জয়

এমন সামাজিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

07/09/2024

বিয়ের আগের রাতে মাকে বললাম " এই বাড়িতে রাজরাণী হয়ে ছিলাম,শ্বশুর বাড়িতে চাকরাণী হয়ে থাকতে হবে "

মা অবাক হয়ে বললো " এসব কি ধরনের কথা? "

" ঠিকি বলছি।এখনকার শ্বাশুড়ি তো আর তোমাদের মতো সহজসরল না।জীবন নরক বানিয়ে দেয় "

" স্বামী ঠিক থাকলেই সব ঠিক "

" এই বাড়ি ছেড়ে কিভাবে থাকবো মা? আমার তো ভাবতেই কান্না পায় "

"যেখানে যাচ্ছিস ওটা তোর সংসার,নিজের বাড়ি।সবাই তোর আপনজন।সবার মন রাখবি,একসময় দেখবি রানীর মর্যাদা পেয়ে যাবি "

অতঃপর বিয়ে হলো।শ্বাশুড়ির মন জুগিয়ে চলি,যা বলে তাই করি।ননদকে নিজের বোনের মতো স্নেহ করি।

ননদের জন্য ছেলে দেখতে এলো।সবার বেশ পছন্দ। শ্বাশুড়ি মা বললেন

" সবার তো পছন্দ,বউমা তুমি বলো তো,তোমার ছেলে পছন্দ? "

লজ্জায় বললাম " মা আপনারাই তো সব ভালো বোঝেন। আমার আর অপছন্দের কি আছে! "

" তা হবে না।বাড়ির লক্ষী তুমি।তোমার পছন্দের ও দাম আছে "

বুঝলাম মায়ের কথা সত্যি হয়েছে।সংসারে রাণীর মর্যাদা পেয়েছি।

গল্প #মর্যাদা
লেখক #জয়ন্ত_কুমার_জয়

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

07/09/2024

'এক গ্লাস দুধ দিবে মা।
অনেক দিন হয় আমাদের গরুটার দুধ খাইনা?
আজ খুব মন আচ্ছে খাইতে।

'ঠিক আছে রাতে দাবো।
এখন গরুর ঘাস আনতে যা তুইই।

'আমার শরীরটা আজকে ভালো নেই।
কালকে ঘাস আনবো মা।

'ঠাসসস। ঠাসসস। সারাদিন তো খাই-খাই করিশ।
একটু কাজ করলে কি হয় হ‍্যাঁ।

'রাগ করিওনা মা।
আমি যাচ্ছি ঘাস আনতে।

'কথাটি বলেই হাসিব অসুস্থ শরীর নিয়ে ঘাস
আনতে চলে যায়। প্রায় ৩/৪ঘন্টা পরে ঘাস নিয়ে বাড়িতে আসে।

'বাড়িতে আসা মাত্রই দেখতে পায় অনেক মেহমান।
এটা দেখেতো হাসিব মহা খুশি। কারন আজ একটু ভালো মন্দ খাওয়া হবে। সেই মা বেছে থাকতে খেয়ে ছিলাম মৃত্যুর পরে কবে খাইছি মনে নেই।
(ওহ হ‍্যাঁ বতর্মান মা হচ্ছে সৎ মা)

'তো রান্না শেষে মেহমানরা যখন খাইতে বসবে তখন হাসিব ও ওদের সঙ্গে বসে গেলো।
তখন হাসিবের সৎ মা বললো।

'এইই তুই বাহিরে যা।
আমি খাবার নিয়ে যাচ্ছি।

'ঠিক আছে মা।

'এর পরে হাসিব বাহিরে এসে অপেক্ষায় থাকে।
কিন্তু তার মা খাবার নিয়ে আসে।

'তাই একটু চিৎকার করে বললো।
মা খিদে লেগেছে খাবার নিয়ে আসো জলদি।

'মুহূর্তেই হাসিবের মা এক প্লেট সাদা ভাত নিয়ে এসে হাসিব কে দিলো।

'মা তরকারি কোই।
আমাকে ও একটু মাংস দাও।

'মাংস শেষ।
রান্না ঘরে কাল রাতের আলুর তরকারি আছে
সেই গুলা দিয়ে খেয়ে নে।

'ঠিক আছে মা।

'কথাটি বলেই হাসিব রান্না ঘরে গিয়ে সেই নষ্ট হয়ে যাওয়া ডাল দিয়েই ভাত খায়।
আর বলে মা তুমি কেনো ছেড়ে গেলে আমাকে।
তোমার সঙ্গে আমাকেও নিয়ে যেতে।
আমি যে আর পাত্তেছিনা।

'যেই বাবা আমাকে ছাড়া খাইতনা।
সেই বাবা এখন একটিবারও বলেনা হাসিব
তুমি খেয়েছো।

'সত‍্যি মায়ের মৃত্যুর পরে অনেক বাবা পর হয়ে যায়।
এছাড়া তো সৎ মায়ের অবহেলা আছেই।

অনুগল্প: া।

কাহিনী ও লেখনীতে: #মি_হাসিব

24/08/2024

স্বামী প্রবাস থেকে ভিডিও কলে স্ত্রীকে বললো " শেষ কয়েকটা দিন সাবধানে থেকো।রেস্ট নিবা সবসময় "

" তুমি আসবে না? "

" না গো।চাইলেই কি দেশে যাওয়া যায়! কোম্পানি ছুটি দিবে না তো "

স্ত্রীর চোখ থেকে টপটপ করে জল পরতে লাগলো।সান্ত্বনা দিয়ে বললো " আর তিনটা বছর এখানে থেকে পুরোপুরি দেশে ফিরবো "

" আমাদের প্রথম সন্তান,সবসময় ভয় লাগে।এই সময়ে তোমাকে খুব প্রয়োজন ছিলো "

" এসব বলে আর কষ্ট দিও না গো "

রাতে সান্ত্বনা দিয়ে শুতে গেলো স্বামী।পরেরদিন কাজে যাওয়ার সময় স্ত্রীর ফোনে কল দিলো,রোজকার নিয়ম এটা।ফোন বন্ধ।মন খারাপ নিয়ে সারাদিন ডিউটি করে সন্ধায় বাড়ি ফিরলো।আজ সারাদিন সে একটা কথা নিয়েই ভেবেছে।তিনটা বছর প্রবাস জীবন শেষ করে দেশে ফিরবে।বাবা মা স্ত্রী সন্তান নিয়ে সুখের সংসার।

সন্ধায় কল করলেও স্ত্রীর ফোন বন্ধ।পরিচিত কারো ফোনে কল যাচ্ছে না।সে মন খারাপ নিয়ে ফেইসবুকে ঢুকলো।বন্যার খবর দেখে আঁতকে উঠলো।৭ মাসের গর্ভবতী স্ত্রী,বৃদ্ধ বাবা,মা সবাই যে দেশে!আর স্ত্রী তো সাঁতার ও পারে না!

গল্প #দুঃখী_বাংলা
লেখক #জয়ন্ত_কুমার_জয়

24/08/2024

৫ মাসের বাচ্চাকে কোলে দিয়ে স্ত্রী বললো " বাবুকে নিয়ে আপনে আগে যান।আমি সাঁতরে পাড়ে চলে যাবো "

" না।একসাথে যাবো চলো "

" আপনে বুঝতেছেন না।যেটা বলি শুনেন,আপনে বাবুটারে নিয়ে আগে যান "

স্পিডবোটে থাকা একজন বললো " ভাই আর একজনের যায়গা আছে।দ্রুত উঠেন,আরো হাজার হাজার লোকদের উদ্ধার করতে হবে "

বললাম " ভাই আপনারা যান।পরেরবার যখন আসবেন তখন স্ত্রীকে নিয়ে একসাথে যাবো "

স্ত্রী আমার হাত তার মাথায় ধরে বললো " আমার দিব্যি,আপনে এখনি যাবেন "

" এটা কি ধরনের পাগলামি? তোমায় একা রেখে আমি কিছুতেই যাবো না "

" বাবুর কথা ভেবে আমার কথাটা রাখেন, আপনার পায়ে পরি,অন্য বোট আসলে আমি সেটায় করে চলে যাবো।নইলে সাঁতার দিয়ে যাবো "

" চারদিকে জলে থৈথৈ, তুমি সাঁতার দিয়ে আসবে কি করে "

" গ্রামের মেয়ে আমি,সাঁতার দিয়েই বড় হইছি "

স্ত্রী একপ্রকার জোর করেই বোটে তুলে দিলো।উঁচু স্থানে যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা কে"টে গেলো।স্ত্রীর দেখা নেই।বোটে করে শতশত মানুষ আসলো,তাকে নজরে পরলো না।

উদ্ধার কর্মীদের জিগ্যেস করলাম " ভাই চৌগ্রামে বোট পাঠাচ্ছেন না? "

তিনি বললেন " চৌগ্রামে বোট নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই।যতজনকে সম্ভব নিয়ে এসছি "

" ভাই ওখানে আমার স্ত্রী আটকা পড়ে আছে! "

" দু একজনের জন্য তো যাওয়া সম্ভব না "

এতটুকু বলে ওনারা আবার রওনা হলো উদ্ধার করতে।সেচ্ছাসেবীর কাছ থেকে অনেক কষ্ট করে রিকুয়েষ্ট করে এলটা ফোনের জোগাড় করলাম।শ্বশুরবাড়িতে কল করে সব জানালাম।স্ত্রীর বড়ভাই বললো

" তুমি ওকে একা রেখে আসলে কিভাবে? "

" দাদা আমি নিরুপায় ছিলাম।ও আমায় বাধ্য করেছে।আর ও বলেছিলো সাঁতরে পাড়ে আসবে "

" আরে ও তো সাঁতার"ই পারেনা! "

গল্প #দুঃখী_বাংলা ২
লেখক #জয়ন্ত_কুমার_জয়

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Golpo Khor\গল্প খোর シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golpo Khor\গল্প খোর シ︎:

Videos

Share