Limon Chaklader-লিমন চাকলাদার

Limon Chaklader-লিমন চাকলাদার লেখা

31/12/2023

শুভ নববর্ষ

জন্মেছিলাম অন্যদের সময়ে মৃত্যুও তাই
বেঁচে আছি নষ্টের ভীড়ে,কৃতিত্ব কিছু নাই।

যেটুকু সময় করেছি অর্জন বর্জন তার ঢের
যতই দিন যাচ্ছে চলে পিছন খুঁজি ফের।
নতুন সকাল ঝলমল হবে_ঘুম দিয়েছি এই ভেবে
সময়ের ফেরে দিন হয়েছে ঊষা উঠে নাই
সুদিন যা গিয়েছে চলে অতীত ঘেটে পাই।

তোমরা বলো নিউ ইয়ার শুভ নববর্ষ
আমি দেখি বাড়ছে দিন হচ্ছে বড় কর্য
দিনে দিনে যাচ্ছি খুব মৃত্যুর কাছাকাছি
এই কথা কেউ ভাবেনা,এদের মাঝেই বাঁচি।

আতশবাজি ফানুস উড়িয়ে_
কেক কেটে স্বাগতম জানিয়ে
আরও একটা গণনার বছর চলে যায়
মানুষ বাড়ে,মানুষ কমে রঙ্গের দুনিয়ায়
ভাবনা আমায় কুড়ে খায় হিসাব না মেলে
বেঁচে আছি কার ইশারায় যাবো কোথায় চলে!!

লিমন চাকলাদার
১ জানুয়ারি, ২০২৪ খ্রি.
মিরপুর, ঢাকা

মনে পড়ে যায়...Rony Estiak আব্দুর রাজ্জাক বাধন আলামিন  ahmed,আলহাজ্ব❤️❤️❤️
20/12/2023

মনে পড়ে যায়...
Rony Estiak আব্দুর রাজ্জাক বাধন আলামিন ahmed,আলহাজ্ব❤️❤️❤️

12/12/2023

জানি তুমি অধরা
পৃথিবী তবু_তোমার শূন্যতা বুঝতে দেয়না।

✍️ লিমন চাকলাদার

আড্ডা with  Asraful Islam  Kazol Ghosh Md Al-amin Sikder Miss you Bappi Das da Mustafiz Kafi  Abbas Hossain Nahid Md. Sa...
11/12/2023

আড্ডা with Asraful Islam Kazol Ghosh Md Al-amin Sikder
Miss you Bappi Das da Mustafiz Kafi Abbas Hossain Nahid Md. Saddam Hossain Md Imam Hossain Apurba Adhikari

07/12/2023
05/12/2023

কতদিন বসিনা নিয়ন বাতির তলে
প্রাণ খুলে হাসতে গিয়েছিই যেনো ভুলে
জীবন এখন যান্ত্রিক শহরের মতই
জট কভু কমেনা সিগনাল ক্লিন করি যতই।

✍️ আমি

02/12/2023

তোমার জন্যই যুদ্ধ হোক রক্ত ঝড়ুক কায়
হৃদ মাঝারে রক্তক্ষরণ বুঝতে কে পায়!
নিদ্রাহীন কত নিশি খোঁজ রাখিনা নিজেই তো
আমার আমি অবহেলায় তোমার যত্ন করেইতো।

যুদ্ধ হোক নিজের সাথে তোমায় ভুলার চেষ্টাতে
ভুলতে তোমায় চাই-ই চাই_তবু ফিরো তেষ্টাতে।
তুমি চলো নিজ খেয়ালে আমার পথে কুয়াশা
তোমায় দেখার আমার এ রোগ, এটাই কি ভালবাসা!
যুদ্ধে যাবো রক্ত দেবো রক্ত পাবো কোথা
রক্তচোষা তুমিইতো খেয়ে নিয়েছো সবটা।
তোমার তরেই কায়-মনে এতো রকম ব্যাধি
তোমায় তবু সুখে রাখুক, সুখের মালিক বিধি।

যুদ্ধ হোক
✍️ লিমন চাকলাদার
২ ডিসেম্বর,২০২৩ খৃষ্টাব্দ
মিরপুর, ঢাকা।

24/11/2023

রোজ-ই আমি তোমায় ভেবে আকাশ ফাঁড়ি
আকাশ খন্ডে তারায় তারায় স্বপ্ন বুনি
অন্ধকারে চাঁদের দিশায় তোমায় খুঁজি
জোনাক হয়ে ঘোর নিশিতে ভাসো রোজ -ই

বুকের মাঝে সাগর অতল চোখে সাহারা
স্বপ্ন রাতে রঙ্গিন তুমি, আমি দিশেহারা
নীল স্বপনে পাগল পাড়া হয়েও হাসিখুশি
তুমি এখন দূরের মানুষ তবুও ভালবাসি।

✍️ লিমন চাকলাদার
২৩/১১/২০২৩ খ্রিস্টাব্দ
মিরপুর, ঢাকা।

09/11/2023

একটা ইতিহাস রচনা করতে গিয়ে নিজেই ইতি হয়ে যাচ্ছি...

08/11/2023

তোমাকে দেখবো বলে বনলতা
কয়েকশো বাগান সাজিয়েছি নিজ হাতে
অচেনা রঙ্গিন শাড়ি পড়ে আসবে বলে
আকাশ করেছি ছাদ,সূর্যকে করেছি নিয়নবাতি
তুমি এলে, ভোর মারিয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যেবেলা
আমি চেয়ে চেয়ে দেখলাম,
এক আলো নিবিষ্ট হয়ে_অন্য আলোয় ছেয়েছে চারপাশ,
বনলতা তুমি কি হুর! না পরী
দ্বিধায় মরি...আর নিজেকে প্রশ্ন করি
আচ্ছা! পরী কি শাড়ী পড়ে...!!!???

লিমন চাকলাদার

08/11/2023

প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে
স্বপ্ন গুলো ডানা মেলে আশায় জাগে
কতো কিছু বদলে যায় হরহামেশাই
আমিই শুধু একলা বসে,স্বপ্ন সাজাই।
প্রতিদিন স্বপ্ন বেঁচি স্বপ্নের কাছে
অন্ধকার আরও বাড়ে, অন্ধকারে...

লিমন চাকলাদার

03/11/2023

জীবন সুন্দর
কিছু বিচ্ছিন্ন ঘটনা বেদনাতুর করে তুল্লেও জীবন অনাবিল সুন্দর ও মুখরিত।
ওপর ওয়ালার অপরিসীম কৃপা এ জীবন...

25/10/2023

গন্তব্য খুঁজতে খুঁজতে আজ আমি বড্ড ক্লান্ত
নির্ঘুম সহস্র রাত রোজ এলান দেয়
প্রচন্ড ঘুমের পৃথিবী অপেক্ষমাণ
আমি ভীত সন্ত্রস্ত হই,কাথায় মুখ লুকাই
অন্ধকার চারপাশ থইথই করে তুমিময়ে
অনুশোচনা চাইনা,নিগৃহীত হতে হতে আজ
নিভৃতে চলে যাওয়ার পথে, যদি কখনো ভুলেও দেখা হয়ে যায়
দুফোঁটা অশ্রুতে জানিও বিদায়
তালপাতা মোড়ানো বৃক্ষ তটে বাস কারোই ভালো লাগেনা
নিছকই আবেগেই বলেছিলে বটে
কোনো অভিযোগ নেই তোমাতে,
নেই ধোঁয়াশা-শুধু ভালবাসা...

শুধু ভালবাসা (আংশিক)
✍️ লিমন চাকলাদার
মিরপুর, ঢাকা।

15/10/2023

একদিন দ্রুত চলে যাবো
মেঘের রাজ্যে কিংবা অন্ধকারে
তারা জ্বলজ্বল বাতাসের শনশন আওয়াজে
সীমাহীন আকাশ আরও নীল হবে
গাঢ়তা বাড়বে সাগরের
পৃথিবী সুন্দর হবে রং তুলিতে আঁকা ছবির মতো
চারপাশ থইথই রবে মুখরিত
ভালবাসা অবিরাম জায়গা করে নিবে
অতৃপ্ত প্রেমিকের ছোয়াতে
শুণ্যতা নয় পূর্ণতা
ঘৃণ্যতায় রবে জীর্ণতা
অবহেলা পাবে মূল্য
সম্পর্কের মায়া ছিন্নভিন্ন
মুহূর্তেই হবে সব স্মৃতি
জীবন নামের ক্ষুদ্র প্রয়াসের
ঘটবে বিশাল ইতি।

✍️ লিমন চাকলাদার

বলতে হবে কতো আছে...?
14/10/2023

বলতে হবে কতো আছে...?

29/09/2023

আমিতো ভালবাসি

আবার যদি হয় কখনো দেখা
কোলাহল পূর্ণ নগরীতে একা
সবুজ শাড়ি পরিহিত তুমি
ঠায় দাঁড়িয়ে নিয়ন বাতির নীচে
গুণছো প্রহর আসবে কেউ দামী
হবেনা দেখা থেকেও চোখের কাছে!!

ক্ষণিক যদি মনে জাগে স্মৃতি
নিজের কাছে হয়ে উঠো দোষী
ভেবে নিও এই নিয়তি
স্বার্থের প্রেমে জয়ী হয়ে তুমি
থাকলে সুখে দোষ দেইনা আমি
দূরের মানুষ জেনেও রোজ হাসি
তোমার প্রেম মিথ্যে হলেও "আমিতো ভালবাসি।"

✍️ লিমন চাকলাদার
মিরপুর, ঢাকা
২৬ সেপ্টেম্বর,২০২৩ খ্রি.

04/09/2023

আমরা সবাই মরে যাবো_কেউ রবো না
এর মাঝে যেটুকু সময়,যেটুকু পরিচয়
হৃদ মাঝারে থাকুক;নাইবা হলো প্রণয়
বিশ্বাসে বেঁচে_পরম ভালবেসে
কেউ কেউ মৃত্যু চায় না
অথচ মৃত্যুই আমাদের একমাত্র ঠিকানা
বাকি সব বাহানা,হরেক বাহানা
সুখের, দুখের এমনকি কাছে থেকেও দূরে যাওয়ার বাহানা।
আমরা সবাই চলে যাবো, কেউ রবো না
এখানে কেউ থাকে না, থাকতে কেউ আসেনা...

✍️ লিমন চাকলাদার

30/08/2023

তুমিও আমার ছিলে প্রিয়
আজ যার মতো করে থাকো...
ঘুম ভাঙানো পাখি তুমি আজও
সুর তোমার অন্য কারো জন্য
নিয়তির কী নির্মম এক রূপ!
হৃদয় ভাঙ্গলেও চোখ ও মুখ চুপ।

✍️ লিমন চাকলাদার

26/08/2023

সব সুন্দর-ই কলুষিতায় ঘেরা
দেখেনা চোখ কিছুই,সৌন্দর্য ছাড়া!!!

✍️ লিমন চাকলাদার

25/08/2023

অপরূপা তুমি কেবলই মায়া
গোধুলির লাল কী শুধুই ছায়া !!

✍️ লিমন চাকলাদার

21/08/2023

কষ্ট গুলো স্পষ্ট হয়ে ভ্রষ্ট করে জীবন
তবু দিন চলে যায়,মাস বছর বয়ে যায়
অপূর্ণ রয়ে যায় লালিত স্বপন।
বেড়ে উঠে দূরত্ব,কমে আসে গুরুত্ব
পর হয় একে একে চেনা প্রিয় স্বজন
কষ্ট গুলো স্পষ্ট হয়ে ভ্রষ্ট করে জীবন।

✍️ লিমন চাকলাদার

বঙ্গবন্ধু যে বাংলার স্বপ্ন পিতা দেখেছিলে তুমিসে সোনায় মোড়ানো কি আছে মাতৃভূমি?তুমি তুমি করে আজো বাংলা মা কাঁদেতুমি হীনা স...
15/08/2023

বঙ্গবন্ধু

যে বাংলার স্বপ্ন পিতা দেখেছিলে তুমি
সে সোনায় মোড়ানো কি আছে মাতৃভূমি?
তুমি তুমি করে আজো বাংলা মা কাঁদে
তুমি হীনা স্বাধীন চলা ঘিরে আছে বিষাদে।
কানে কানে বেজে উঠে জ্বালাময়ী ভাষণ
সাত কোটি প্রাণে হাসি ফুটালে বাজী ধরে জীবন
স্বাধীনতা চিনেছে তোমায় চিনেছে বিশ্ববাসি
বুঝেনী বেঈমান করেছে খুন হয়ে উচ্চাশী
টুঙ্গি পাড়ায় ঘুমিয়ে আছো আমাদের করে একা
তোমারই রক্তে রঞ্জিত হয়ে উড়ে বাংলার পতাকা।
তোমার মৃত্যু হয়নি পিতা আছো তুমি মিশে
বাংলার জ্বল মৃত্তিকার স্বাধীনতার ইতিহাসে
তুমি বঙ্গবন্ধু তুমি জাতির অহংকার
একবারই জন্মায় মুজিব নয় বারংবার
তুমি আছো ছিলে তুমি মরতে পারোনা
কীর্তি তোমার ম্লান নাহি হবে
থাকতে নদী পদ্মা মেঘনা যমুনা!!!

✍️ লিমন চাকলাদার

20/07/2023

বাবা আজ কল্পনাতে

হাসিমাখা মুখ ছবি হয়ে ভাসে।
খোকন সোনা ডাক অতীত বাবার ইতিহাসে
স্বপ্নের ঘোরে রোজই চোখ মেলি
বাবার আগমনের আশায় দোর খুলি
দেখি অন্ধকার রাত,চাঁদ তারা জ্বলে
কথা হয় মনের খেয়ালে স্বপ্নের ডানা মেলে
দেখা মেলেনা বাবার হলুদ বরণ মুখখানি
ছবি হয়ে ভাসে প্রাণোচ্ছল চাহনি।
তারার ভীরে খুঁজি ফিরি সেই প্রিয়মুখ
চোখের জ্বলেই যেন সুখ
কথা হয় আজো যেমন হতো আগে
দেখাও মেলে ক্ষণে ঘুমে ডুবা রাতে
চোখ খুললেই পাইনা দেখা
সাদা কালো দাড়িতে ঢাকা,সেই নিষ্পাপ মুখখানি
স্মৃতি হয়ে গেছে সব হয়েছে অতীত কাহিনী
কথা হয় নিয়মিত দেখাও হয় বাবার সাথে
বাস্তবে নয় নেই বাবা আছে কল্পনাতে।

✍️ লিমন চাকলাদার
২০ জুলাই, ২০১৭ খ্রি.
মিরপুর, ঢাকা।

19/07/2023

চিত্ত বেদনা

মনে রাখো কিবা ভুলে যাও
ভুলবোনা কভু কখনো
যে ভালবাসা দিয়েছো মোরে দিয়ে যাচ্ছো এখনো
আমি ভুলবো না কভু তা জেনো।

স্মৃতির ডায়েরিটা ক্ষুদ্র অতি জায়গা তভু বিশাল
তোমাদের আদর স্নেহের ক্ষণ_থাকবে অনাদিকাল
সব যে মধুর ভালো লাগার এমন ঠিক নয়তো
দিয়েছো যারা খুব ব্যথা প্রাণে_দোয়াতে আছো তারাওতো।

প্রহার কায় শুধুই কাঁদায়_কথা কাঁদায় নাকো
এমন ভাবনা ভাবো যারা_তারাও স্মৃতিতে থাকো
চোখের জ্বলে লিখায় যারা চিত্ত বেদনা
প্রকৃতি তাদের ঠিকই দেখায়_বিচার দিতে হয়না।

✍️ লিমন চাকলাদার
২০ জুলাই,২০২৩ খ্রি.
মিরপুর, ঢাকা।

18/07/2023

তবুও মানুষ বাঁচে

ভালো থাকার জন্যেও খারাপ থাকতে হয়
মন্দ,ভালো চেনার পথ দেখায়
হয়তো একটু বেশিই সময় নেয়
তবুও পথ দেখায়
কখনোবা সময়টা এতো দীর্ঘ হয়_
ধৈর্যও সীমালঙ্ঘন করতে চায়
কখনো সীমা অতিক্রমও করে,
তবু্ও তো ধৈর্য ধরতে হয়।
একটা যুগ পেরিয়ে যায়,
দুহাত ভরা স্বপ্ন লীন হয়
একে একে কাছে ও দুরের মানুষ ছেড়ে যায়
তবুও তো মানুষ বাঁচে,
আকাশ ছোয়া বাসনা তিলে তিলে গড়া সম্পর্ক
সেও বিচ্ছিন্ন হয়,তবুও মানুষ বাঁচে,
মরার জন্যও মানুষ বাঁচে, আবার বেঁচে থেকেও মরে
আজব এক প্রাণীর নাম মানুষ
মন আছে, দুচোখ ভরা স্বপ্ন থাকে
সাধ্য নেই জেনেও সীমাহীন ভালো লাগা রাখে
মন ভাঙ্গে,ভেঙে যাওয়ার জন্য একটু একটু করে গড়ে
তারপর একদিন চিরতরে ভেঙ্গে যায়
হেরে যায় মানুষ, হেরে যায় স্বপ্ন,
কেবল-ই শূণ্যতা আর শূণ্যতা
বুকের গহীনে জায়গা নেয় তখন
পৃথিবীর চির চেনা রূপ আরও উজ্জ্বল হয়
চোখ ভাড়ি হয়ে আসে_তবুও মানুষ বাঁচে,মৃত্যুর জন্য বাঁচে।

✍️লিমন চাকলাদার
রাত ১:০০
মিরপুর, ঢাকা।

15/07/2023

কত ভাবি ভুলে যাবো
তোমায় ছেড়ে দূর আকাশে
বসত গেড়ে নীলিমা হবো

ঝড় হওয়ার বাহানাতে
কালো মেঘে ছেয়ে যাবো
রোদ ভেদে আকাশ বুকে
ঝুম বৃষ্টিতে রঙধনু হবো
তোমায় তবু ভুলে যাবো।

ভুলা কি এতো সহজ!
আকাশ যাকে রাখছে মনে
বৃষ্টি তারে আপন জানে
কিসের সেথায় ভুলে যাওয়া
মনের গহীন রাখতে তোমায়
রোজ কতো বাহানা সাজাই

বাহানারা ভারী হয়ে
ক্ষয়ে ক্ষয়ে জিইয়ে-রাখছে তোমায়
ভুলা আর হয়ে উঠছে না তাই।

কত কিছু যাচ্ছি ভুলে
ছোট্ট একটা বাহানা পেলে
ঝেড়ে ফেলে দিতাম তোমায়

নিজেকে ভেঙে চূড়ে,তিলে তিলে আঁকড়ে ধরে
খুব যতনে_ বুকের ঘরে,রাখতাম না আর তোমায়।

কি করে বলো ভুলি তোমায়!
তুমিতো জুড়ে আমায়।

✍️ লিমন চাকলাদার
১৭ জুলাই, ২০২৩ খ্রি.
মিরপুর, ঢাকা।

বুকের কথা চোখে ভাসে_মুখে আসেনাকিছু ব্যথা চোখ-ই বুঝে,মানুষ বুঝেনা...
25/06/2023

বুকের কথা চোখে ভাসে_মুখে আসেনা
কিছু ব্যথা চোখ-ই বুঝে,মানুষ বুঝেনা...

24/06/2023

এটা বাংলাদেশ...

23/06/2023

কিছু মিথ্যা,অপ্রিয় মিথ্যা হলেও
সত্যটাকে গোপন না করে_আরও বেশি প্রকাশ করে দেয়
যদিও দূরের,তবু বহুকালের আপন হয়ে রয়।
কিছু দূরের মানুষ, দূরের ভীড়ে
মনের নীড়ে আলতো করে
আপন করার প্রত্যয় দেয়,দূরেই থাকে_
তবু বহুকালের কাছে মনে হয়

✍️লিমন চাকলাদার

17/06/2023
14/06/2023

বহুযুগ দেখিনি তোমায়
সহস্র বছর হবে হয়তো
মনের আঙ্গিনায়,ভাবি নিরালায়
তুমি আছো জুড়ে আমায়তো!!!

✍️লিমন চাকলাদার

08/06/2023

কতদিন দেখিনি মায়াবী তোর চোখ
ভালবাসা মরে গেছে,আছে পড়ে শোক।
রঙ্গিন জীবনের খোঁজে, ছেড়ে গিয়ে দূরে
সত্যিই কি আছিস সুখে_জানতে ইচ্ছে করে...??

লিমন চাকলাদার

31/05/2023

তোকে নিয়েই গাইতাম_মন ভুলানো গান
তুই-ই হতে পারতি আমার ব্যথার অবসান
হয়ে গেলি অন্য কারোর দিন রজনীর সাথী
আমার বেলায় রইলি হয়ে গোপন ব্যথার স্মৃতি।

লিমন চাকলাদার

29/05/2023

মৃত্যুকে ভয় পেতে নেই,কিংবা খুব কাছেও যেতে নেই_আদরে ও যত্নে বরণ করতে হয়,পরম ভালবাসায় জড়িয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

09/05/2023

যদি কোন এক সন্ধায় মনে পড়ে যায়
করোনা অপেক্ষা ডেকো গো আমায়
আমার প্রয়োজন ফুঁড়িয়ে গেলে
না হয় তখন তুমি যেও গো চলে
তবু আমাকে ভেবে ফেলোনা জ্বল
ভুলে থাকো মিথ্যা যে টুকু ছল
তোমার ভালো থাকায় যদি হতে পারি ভাগি
বিশ্ব মন্ডবে হবো সব চেয়ে বড় ত্যাগী
কোনো এক সন্ধায় যদি মনে পড়ে যায়
ভেবোনা কোনো কিছু ডেকো গো আমায়।

লিমন চাকলাদার

06/05/2023

খুব বেশি ছিলো নাকো চাওয়া
খাঁ খাঁ রোদ্দুরে বরফ ডুবানো লেবু শরবত চাইনি
চাপ কল থেকে এক গ্লাস পানি দিলেই,পরম পাওয়া
বড় বড় অট্টালিকা আর মডার্ণ বাড়ি
মাটির ঘরকে বিদায় জানিয়েছে বহু আগে
ঘর বাড়ি বাসন কোসন আমিই গোছাতে পারি
খুব বেশি অসুস্থ হলে ওষুধ টুকু খাইয়ে দাও_তাও চাইনি
বড্ড একলা একা যখন আমি,পাশে বসে এক মুহুর্ত দেখে যেও
শুনেছি সাজেক ভেলিতে মেঘ পায়ের নিচে ঘুরে
মেঘালয় মেঘের পাহাড়
এসব দেখতে নিয়ে যাও বলছিনা
শুধু বৃষ্টি এলে পাশে বসে এক কাপ কফি না হোক
লেবু চায়ের সঙ্গী হইও
হরেক রকম রেসিপি আমি নিজেই রাঁধতে জানি
চিংড়ি ইলিশ ভাজতে জানি, কবুতর মুরগিও কাটতে জানি
শুধু গাজরের হালুয়াটা তোমার মতো হয়ে উঠে না
কেক পুডিং শিখে নিয়েছি রাঁধতে
জলপাইয়ের আচারে আমার বড্ড দুর্বলতা
প্রচন্ড পরিশ্রমে প্রেশার যখন শুণ্যের কোঠায়
এক চামচ টক আচার তুলে দিও মুখে
রুই কাতলা বোয়াল আইর রাঁধতে হবে না বলছি তোমায়
আলু বেগুনে কাচকি চেলায়, এক প্লেট ভাত দিও আমায়
তবেই আমার পরম পাওয়া....

খুব বেশি ছিলো নাকো চাওয়া
✍️লিমন চাকলাদার

আগুন আর কতোটুকু পোড়ে ?সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ,মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস।আগুন পোড়ালে তবু কিছু রা...
29/04/2023

আগুন আর কতোটুকু পোড়ে ?
সীমাবদ্ধ ক্ষয় তার সীমিত বিনাশ,
মানুষের মতো আর অতো নয় আগুনের সোনালি সন্ত্রাস।
আগুন পোড়ালে তবু কিছু রাখে
কিছু থাকে,
হোক না তা শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না
কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।

মানবানল
___হেলাল হাফিজ

29/04/2023

বদলে গেছে গ্রাম,বদলে গেছে শহর
বদলে গেছে মানুষ, বদলেছে অন্তর।

23/04/2023

দ্বীপ...
এখন প্রশ্ন হলো কোন দ্বীপ এটা????
কমেন্টে উত্তর মিলবে।

Address

Sirajganj

Telephone

+8801938784811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Limon Chaklader-লিমন চাকলাদার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Limon Chaklader-লিমন চাকলাদার:

Videos

Share



You may also like