দৈনিক যুগের কথা

দৈনিক যুগের কথা সিরাজগঞ্জের সর্বাধিক প্রচারিত ও ৮ম মজুরী বোর্ড বাস্তবায়নকৃত একমাত্র দৈনিক পত্রিকা যুগের কথা

দৈনিক যুগের কথা
সিরাজগঞ্জের সর্বাধিক প্রচারিত ও বহুল আলোচিত একমাত্র নিয়মিত পত্রিকা
সর্বশেষ সংবাদ পাঠাতে আমাদের মেইল করুন:
[email protected]
[email protected]

২৩ ডিসেম্বর, শনিবার ২০২৩
22/12/2023

২৩ ডিসেম্বর, শনিবার ২০২৩

22/12/2023

সিরাজগঞ্জে বাচ্চু'র নেতৃত্বে লিফলেট বিতরণ

22/12/2023

সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধিতে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ

22/12/2023

শাহজাদপুরে স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরুকে প্রকাশ্যে হুম'কি দিলেন সাবেক মেয়র নজরুল ইসলাম

21/12/2023

রায়গঞ্জ-তাড়াশ (সিরাজগঞ্জ-৩) আসনে চলছে নতুন হিসাব-নিকাশ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে লড়বেন কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।

২২ ডিসেম্বর, শুক্রবার ২০২৩
21/12/2023

২২ ডিসেম্বর, শুক্রবার ২০২৩

21/12/2023

নৌকায় ভোট দিতে অস্বীকার করায়
এনায়েতপুরে চান মিয়া নামের লতিফ বিশ্বাসের কর্মীকে মার'ধর

২১ ডিসেম্বর, বৃহস্পতিবার ২০২৩
20/12/2023

২১ ডিসেম্বর, বৃহস্পতিবার ২০২৩

২০ ডিসেম্বর, বুধবার ২০২৩
19/12/2023

২০ ডিসেম্বর, বুধবার ২০২৩

19/12/2023

সিরাজগঞ্জের আলোচিত আসন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী)।
কি বললেন সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস?

19/12/2023

মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত।
আয়োজনে: সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

19/12/2023

নির্বাচনে মিডিয়াকে কোনরকম বাধা দেয়া যাবে না- প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা
19/12/2023

নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা

19/12/2023

হাইকোর্টে রিট করে প্রার্থীতা ফিরে পেয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট

19/12/2023

খোকশাবাড়িতে জেলা বিএনপির অবরোধ মিছিল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন-সাধারন সম্পাদক ভিপি শামীম খাঁন, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মীর্জা মোস্তফা জামান, জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

18/12/2023

নিপাহ রোগের প্রধান লক্ষণ-
জ্বরসহ মাথাব্যাথা, ⁠খিঁচুনি, ⁠প্রলাপ বকা, ⁠অজ্ঞান হওয়া, ⁠কোন কোন ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া

১৮ ডিসেম্বর, সোমবার ২০২৩
17/12/2023

১৮ ডিসেম্বর, সোমবার ২০২৩

17/12/2023

সিরাজগঞ্জ ৬টি সংসদীয় আসনে মোট ৪জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন: ৩ জন জাকের পার্টি, ১ জন জাতীয় পার্টি

কোন কোন আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ?
17/12/2023

কোন কোন আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ?

নিপাহ ভাইরাস : জরুরী স্বাস্থ্য বার্তানিপাহ ভাইরাস থেকে বাঁচার জন্য কেউ খেজুরের কাঁচা রস খাবেন না, বাদুড় খাওয়া আংশিক ফল খ...
17/12/2023

নিপাহ ভাইরাস : জরুরী স্বাস্থ্য বার্তা

নিপাহ ভাইরাস থেকে বাঁচার জন্য কেউ খেজুরের কাঁচা রস খাবেন না, বাদুড় খাওয়া আংশিক ফল খাবেন না। ২০২২-২৩ সালে দেশে এ রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মৃত্যুবরণ করেন। খেজুরের রস বিক্রেতাদের প্রতি অনুরোধ কেউ কাঁচা রস খেতে চাইলে বিক্রি
করবেন না।

নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ। সাধারণত শীতকালে নিপাহ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা বা লালা মিশ্রিত হয় এবং ঐ বিষ্ঠা বা লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে। বর্তমান সময়ে বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরা নিপাহ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। খেজুরের কাঁচা রস সংগ্রহ, বিক্রয় ও বিতরণের সাথে সংশ্লিষ্ট গাছীগণকে এবং জনসাধারণকে প্রাণিবাহিত সংক্রামক ব্যাধি রোগ নিপাহ ভাইরাস। সম্পর্কে অবহিত করা হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এই রোগে মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশেরও বেশি। ২০২২-২৩ সালে দেশে এ রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মৃত্যুবরণ করেন। তাই প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়। খেজুরের রস বিক্রেতাদের প্রতি অনুরোধ কেউ কাঁচা রস খেতে চাইলে বিক্রি করবেন না। উল্লেখ্য যে, খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোন বাধা নেই।

নিপাহ রোগের প্রধান লক্ষণ সমূহ-

১.⁠ ⁠জ্বরসহ মাথা ব্যাথা

২.⁠ ⁠খিচুনি

৩.⁠ ⁠প্রলাপ বকা

৪.⁠ ⁠অজ্ঞান হওয়া

৫.⁠ ⁠কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া

নিপাহ রোগ প্রতিরোধে করণীয়-

১.⁠ ⁠খেজুরের কাঁচা রস খাবেন না।

২.⁠ ⁠কোন ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না

৩.⁠ ⁠ফল-মূল পরিষ্কার পানি দিয়ে ভালভাবে ধুয়ে খাবেন

৫.⁠ ⁠আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে দুই হাত ভালভাবে ধুয়ে ফেলবেন

৪.⁠ ⁠নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে অতি দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাবেন

জনস্বার্থে: সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: World Health Organization


17/12/2023

নিপাহ ভাইরাস থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস বা বাদুড় খাওয়া আংশিক ফল
খাওয়া থেকে বিরত থাকুন
জনস্বার্থে: সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর

জরুরি সেবা ৯৯৯
17/12/2023

জরুরি সেবা ৯৯৯

১৬ ডিসেম্বর, শনিবার ২০২৩
15/12/2023

১৬ ডিসেম্বর, শনিবার ২০২৩

১৫ ডিসেম্বর, শুক্রবার ২০২৩
14/12/2023

১৫ ডিসেম্বর, শুক্রবার ২০২৩

14/12/2023

নির্বাচনে র‍্যাবের ভূমিকা কি??

১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয়। পাকসেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্...
14/12/2023

১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয়। পাকসেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কে ওড়ে বিজয়ের পতাকা। এর আগে হানাদার বাহিনী বগুড়া শহরের দখল নিতে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে কয়েক দফা আক্রমণ চালায়। কিন্তু মুক্তিসেনারা বীরত্বের সঙ্গে ওই আক্রমণ প্রতিহত করেন।

১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তান হানাদারদের হটিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে শত শত মুক্তিযোদ্ধা ফাঁকা গুলি বর্ষণ ও উল্লাসের মধ্য দিয়ে জয়পুরহাটের ডাকবাংলোতে প্রবেশ করেন। পাকিস্তানি সৈন্যবাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদররা তখন পালিয়ে বগুড়া ও ঘোড়াঘাটের দিকে ছুটে যায় জীবন বাঁচাতে। জয়পুরহাটের ডাকবাংলো প্রাঙ্গণে প্রথম স্বাধীনতার বিজয় কেতন সোনালি বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার আসাদুজ্জামান বাবলু (বাঘা বাবলু)। এদিন মুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ।

এদিন মুক্তিযোদ্ধাদের সমবেত করার জন্য সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা আমির হোসেন ভুলু ও আমিনুল ইসলাম চৌধুরী (মুজিব বাহিনীর গেরিলা) উদ্যোগ গ্রহণ করেন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে ১৩ ডিসেম্বর মধ্যরাতে পাকিস্তানী হানাদারবাহিনী রেলযোগে ঈশ্বরদী অভিমুখে পালিয়ে যায়। ১৪ ডিসেম্বর ভোর রাতে হাজার হাজার জনতা ও বিজয়ী মুক্তিবাহিনী জয় বাংলা স্লোগান দিয়ে সিরাজগঞ্জ শহর দখল করে এবং আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার মাটিতে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানি হানাদার বাহিনীর ৩০ থেকে ৪০ জনের একটি দল মুক্তিযোদ্ধাদের হাতে নাস্তানাবুদ হয়ে টাঙ্গাইল থেকে বিতাড়িত হয়ে ঢাকার পথে জিরাবো এলাকার ঘোষবাগ গ্রামের এসে পৌঁছালে ঝাঁপিয়ে পড়ে অ্যামবুশ পেতে থাকা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর গেরিলা বাহিনী। উচ্ছ্বসিত কিশোর টিটু সহযোদ্ধাদের নিষেধ উপেক্ষা করে গুলি করতে করতে সামনে এগিয়ে যেতে থাকেন। হঠাৎ একঝাঁক তপ্ত বুলেটের আঘাত ঝাঁঝরা করে দেয় কিশোর প্রাণটিকে। কিশোর মুক্তিযোদ্ধা দশম শ্রেণির ছাত্র গোলাম মোহাম্মদ দস্তগীর টিটুর রক্তে মুক্ত হয় সাভার।

এদিন ভোর থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পলায়নপর হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে চলতে থাকে মরণপণ রক্তক্ষয়ী সংঘর্ষ। রুপসদী মুক্তিযোদ্ধা ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা পলায়নপর পাকিস্তানি সৈন্যদের ওপর গুলিবর্ষণ করতে করতে এগিয়ে যায়। পাকিস্তানিরাও এমএমজি (মিডিয়াম মেশিন গান) দিয়ে ননস্টপ পাল্টা ফায়ার করতে করতে পিছু হাঁটে।

পলায়নপর পাকিস্তানি সৈন্যরা ধাওয়া খেয়ে তাদের কাছে থাকা একটি ছোট লঞ্চ দিয়ে তিতাস নদী পেরিয়ে তিতাসের পার ঘেঁষে ঘাগুটিয়া গ্রামে একটি বড় পাকা মসজিদে শক্ত অবস্থান নেয়। তখনো পাকিস্তানি সৈন্যদের অনেকেই নদী অতিক্রম করতে পারেনি। তিতাস নদী অতিক্রমের সময় মুক্তিযোদ্ধাদের গুলিতে বেশকিছু পাকিস্তানি সৈন্য মারা যায় ও আহত হয়। কিছু সৈন্য তিতাস নদীতে ডুবে মরে।

এদিন পাকিস্তানি সৈন্যদের কাছ থেকে প্রচুর গুলিসহ (চেইনের মধ্যে সেট করা) পাকা জলপাই রঙের একটি এমএমজি উদ্ধার করে মুক্তিযোদ্ধারা। প্রচণ্ড গোলাগুলিতে প্রকম্পিত হয়ে উঠে বাঞ্ছারামপুর-হোমনার বিরাট এলাকা, কেঁপে কেঁপে ওঠে শান্তশিষ্ট কাজলকালো তিতাস নদীর জল। ১৪ তারিখে যুদ্ধের মধ্যেই উজানচর গ্রামের এক নারী মুক্তিযোদ্ধাদের কাছ থেকে একটি পাকিস্তানি সৈন্যের লাশ নিয়ে যায়। পরে ওই লাশকে ঝাড়ু দিয়ে পিটিয়ে মনের আক্রোশ মেটায় নারীরা।

এদিন মিত্র-মুক্তিবাহিনী বিজয়ীর বেশে চার দিক থেকে ঢাকার দিকে এগিয়ে আসে। যৌথ বাহিনী তথা ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেকশ বিভিন্ন ভাষায় হানাদার পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের বাণী লিফলেট করে আকাশে ছড়িয়ে দেন। ১৪ ডিসেম্বর বিকেলে ভারতীয় মিগ-২১ জঙ্গি বিমান কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই ঢাকার নীলাকাশে উড়তে থাকে। প্রচারপত্রে পাকিস্তানি সৈন্যদেরকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বলা হয়, তারা আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের জীবন ও সম্পদ নিরাপদ।

এদিনের কথা স্মরণ করে বীর মুক্তিযোদ্ধা ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার সারাবাংলাকে বলেন, এই দিনে আমি মাদারীপুর নিজ জেলা শহরের যুদ্ধরত অবস্থায় ছিলাম। পাকিস্তানের সেনারা মাদারীপুর জেলার বিভিন্ন দিকে যাওয়া আসা করতেছিল। এসময় তাদের আমরা বিভিন্নভাবে প্রতিহত করি এবং স্বাধীনতার বিজয়ের উল্লাসের অপেক্ষা করতে থাকি।

আবদুর রহমান বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মাদারীপুরের কিছু অংশ পাকসেনাদের হাত থেকে মুক্ত হয়েছিল, আবার কিছুও বাকিও ছিল। আমরা তখন যুদ্ধরত অবস্থায় ছিলাম। আমরা বিজয়ের লগ্নের অপেক্ষায় ছিলাম, কখন বিজয় আসবে। তখন বলা চলে আমাদের ক্ষণগণনার সময়। যেহেতু ভারত-ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দিয়েছে, আমরা সবাই বুঝতে পারছিলাম— মুক্তির দিন সমাগত।
#মুক্তিযুদ্ধ #বিজয়েরমাস #বাংলাদেশ #৫ডিসেম্বর

14/12/2023

আজ সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস

১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার ২০২৩
13/12/2023

১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার ২০২৩

13/12/2023

হিজরি ক্যালেন্ডার অনুসারে রমজান শুরু হবে মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ তারিখে। এ সময় দেশটিতে বসন্ত ঋতু থাকবে।

অজ্ঞা'তনামা লা'শ।  পরিচয় দরকার। গত ২৪/১২/২০১৯ সালে সদর থানার  বৈদ্য ধলডোব,  বালিআটা সাকিন এর  ইছামতী নদীর পাড়ে লা'শ পাওয়...
13/12/2023

অজ্ঞা'তনামা লা'শ। পরিচয় দরকার।

গত ২৪/১২/২০১৯ সালে সদর থানার বৈদ্য ধলডোব, বালিআটা সাকিন এর ইছামতী নদীর পাড়ে লা'শ পাওয়া গেছিল।
বাগবাটি ইউনিয়ন ।

সদর থা'নার মাম'লা নং ৫৭ তাং ২৪/১২/২০১৯, ধারা ৩০২/২০১/৩৪

তদন্তকারী কর্মকর্তা: Insp Kibria
01320031628

হাফেজ, ইমাম, মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ
13/12/2023

হাফেজ, ইমাম, মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের জন্য ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ

১৩ ডিসেম্বর, বুধবার ২০২৩
12/12/2023

১৩ ডিসেম্বর, বুধবার ২০২৩

বাড়ী থেকে ৫ লক্ষ টাকা যৌতুক আনার জন্য লাকিকে প্রায় সময় চাপ প্রয়োগ করতো তার স্বামী আবু তালেব
12/12/2023

বাড়ী থেকে ৫ লক্ষ টাকা যৌতুক আনার জন্য লাকিকে প্রায় সময় চাপ প্রয়োগ করতো তার স্বামী আবু তালেব

সিরাজগঞ্জের কামারখন্দে যৌতুকের দাবিতে স্ত্রী,শাশুড়ীকে শারীরিক নির্যাতনের ২৫দিন পর মারা গেলেন স্ত্রী লাকি খাতু....

12/12/2023

উল্লাপাড়া উপজেলা জামা'য়াতের চালা বাজার এলাকায় বি'ক্ষোভ মি'ছিল

১২ ডিসেম্বর, মঙ্গলবার ২০২৩
11/12/2023

১২ ডিসেম্বর, মঙ্গলবার ২০২৩

11/12/2023

কাঠের গুড়া ও ইটের গুড়া দিয়ে মশলা তৈরি করছিল সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ 'রায় মশলা কারখানা'। কারখানা সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১১ ডিসেম্বর, সোমবার ২০২৩
11/12/2023

১১ ডিসেম্বর, সোমবার ২০২৩

10/12/2023

সিরাজগঞ্জে বিএনপির মানববন্ধন। মানববন্ধন কর্মসুচীকে ঘিরে নাশ'কতা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিলো।

Address

Mujib Sarak, Jubili Bagan
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক যুগের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক যুগের কথা:

Videos

Share

Category



You may also like