বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রশিবিরের অগ্রযাত্রা স্তব্ধ করা যাবে না! ||
মুহাম্মদ দেলাওয়ার হোসেন |
সাবেক শিবির সভাপতি

আসসালামু আলাইকুম। এটি রাজনৈতিক পেজ..
আমি আপনাদের সকলের জন্য আমার পেজে মূল্যবান এবং জ্ঞানপূর্ণ তথ্য পোস্ট করতে থাকব। আমরা আশা করি আপনি আমাদের রাজনৈতিক পেজটিকে উপভোগ করবেন। আপনার ভালবাসা এবং সমর্থন অনেক গুরুত্বপূর্ণ ‍আমাদের জন্য

আমাদের পেজ দেখার জন্য আপনাকে ধন্যবাদ.

আলহামদুলিল্লাহ, নতুন সংগ্রহ করা প্রাকৃতিক চাকের মধু। দেশের যে কোন প্রান্তে কুরিয়ার সার্ভিস দেয়া হয়। শতভাগ বিশ্বাসের স...
24/12/2024

আলহামদুলিল্লাহ, নতুন সংগ্রহ করা প্রাকৃতিক চাকের মধু। দেশের যে কোন প্রান্তে কুরিয়ার সার্ভিস দেয়া হয়। শতভাগ বিশ্বাসের সাথে খাঁটি মধু পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
01865864130
হোয়াটসঅ্যাপ

আগামী ২৯ ডিসেম্বর আমাদের কাজীপুর উপজেলায় Bangladesh Bangladesh Jamaat-e-IslamiBangladesh Jamaat-e-IslamiBangladesh Jama...
21/12/2024

আগামী ২৯ ডিসেম্বর আমাদের কাজীপুর উপজেলায় Bangladesh Bangladesh Jamaat-e-IslamiBangladesh Jamaat-e-IslamiBangladesh Jamaat-e-Islami বিশাল সমাবেশ সবাই আমন্ত্রিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমাদের সিরাজগঞ্জ OUR SIRAJGANJ

ছাত্রদের সংহতি শক্তি এবং মুক্তিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
02/12/2024

ছাত্রদের সংহতি শক্তি এবং মুক্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

27/11/2024

গভীর ব্যাথা নিয়ে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, ধৈর্য ধরুন, শান্ত থাকুন- আইন নিজের হাতে তুলে নিবেন না

চট্টগ্রাম মহানগরীতে ২৬ নভেম্বর দুপুরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। দেশপ্রেমিক জনগণ তাদের দুরভিসন্ধির ব্যাপারে পরিপূর্ণ সচেতন ও ঐক্যবদ্ধ। তাদের অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ।

আমার প্রিয় দলীয় সহকর্মী চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মহান রবের দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহপাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শাহাদাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমি তার শোক-সন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

দেশের জন্য তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আমার দলীয় সহকর্মী, ছাত্র-জনতা এবং দেশপ্রেমিক জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
Dr. Shafiqur RahmanDr. Shafiqur Rahman Shafiqur Rahman

11/11/2024

❤️❤️❤️

27/10/2024

GearUP এক্রেলিক মাল্টিকালার নাইট ল্যাম্প (সূরা ফাতিহা) 🌙✨

যেখানে পবিত্র সূরা ফাতিহা ✨ সুন্দরভাবে খোদাই করা রয়েছে। আধুনিক ডিজাইনের সাথে ইসলামিক শিল্পের 🕌 আধ্যাত্মিক ছোঁয়া এনে দেয় এই চমৎকার ল্যাম্প, যা যে কোনো কক্ষকে শান্তি এবং প্রশান্তিতে পূর্ণ করে তোলে 🕊️।

প্রিমিয়াম এক্রেলিক ডিজাইন 💎: উচ্চ-মানের স্বচ্ছ এক্রেলিক দিয়ে তৈরি এই ল্যাম্প, যেখানে সূরা ফাতিহার জটিল খোদাই অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে 📜। সূরা ফাতিহা কুরআনের প্রথম সূরা, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ 🕋।

মাল্টিকালার এলইডি আলো 🌈: বিল্ট-ইন মাল্টিকালার এলইডি প্রযুক্তির মাধ্যমে ল্যাম্পটি বিভিন্ন উজ্জ্বল এবং স্নিগ্ধ আলো দেয় 💡। আপনার মনের অবস্থা বা ডেকরের সাথে মিলিয়ে বিভিন্ন রঙ বেছে নিতে পারেন – এটি হতে পারে শান্ত নীল 🔵, উষ্ণ হলুদ 🟡, বা উজ্জ্বল লাল 🔴।

টাচ কন্ট্রোল 👆: সহজ স্পর্শের মাধ্যমে বিভিন্ন রঙ পরিবর্তন করুন বা উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করুন 🎛️। এটি একটি আরামদায়ক এবং ব্যক্তিগত আলোকিত অভিজ্ঞতা প্রদান করে 🛋️।

ইউএসবি চালিত 🔌: ল্যাম্পটি ইউএসবি চালিত, যা ল্যাপটপ, পাওয়ার ব্যাংক বা ওয়াল অ্যাডাপ্টারের মতো যে কোনো ইউএসবি পোর্টের সাথে সহজেই ব্যবহার করা যায় 💻🔋।

উপহার হিসেবে উপযুক্ত 🎁: এই নাইট ল্যাম্পটি বিশেষত রমজান 🌙, ঈদ 🕌, বা যে কোনো বিশেষ উপলক্ষে প্রিয়জনদের জন্য একটি আদর্শ উপহার 🎉। এর ধর্মীয় গুরুত্ব এবং আধুনিক ডিজাইনের সংমিশ্রণ এটিকে একটি অর্থবহ এবং চিন্তাশীল উপহার করে তোলে ❤️।

বহুমুখী হোম ডেকর 🏡: বেডসাইড টেবিল 🛏️, লিভিং রুম 🛋️ বা নামাজের কোণে 🕌 যে কোনো স্থানে রাখুন, GearUP নাইট ল্যাম্প আপনার ঘরে আধ্যাত্মিক স্পর্শ যোগ করবে ✨। এটি রাতের প্রার্থনা বা কেবলমাত্র একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য আদর্শ 🕯️।

inbox for Order JhotPots

Alhamdulillah alhamdulillah alhamdulillahআহলান সাহলান প্রিয় শায়েখ🖤 #আলহামদুলিল্লাহ  সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছেছ...
02/10/2024

Alhamdulillah alhamdulillah alhamdulillah
আহলান সাহলান প্রিয় শায়েখ🖤
#আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছেছে ড. মিজানুর রহমান আজহারী হুজুর।
পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন।

দুআর নিবেদন🤲
Rahman Azhari

25/09/2024

ইসলামী ছাত্রশিবির কিছু কৌশল অবলম্বন করেছে। যেখানে ছত্র-জনতা এক হয়ে প্রিয় বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। প্রতিটি চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করেছে। ফলে আলহামদুলিল্লাহ প্রায় ১৫ বছরের স্বৈরাচারী জুলুম থেকে জাতির প্রথমিক মুক্তি মিলেছে।

আমরা সকল ব্যাক্তি, দল ও মতের নিকট আহ্বান করছি, আপনারাও এমন শত কৌশল করে এই দেশটাকে ভালো কিছু দিন। আমরা আপনাদের পাশ্বে থাকবো ইনশাআল্লাহ।

একটা মেসের সদস্য সংখ্যা ৩০ । শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হবে, বানানো হবে বললে আসলে ভুল হবে উনি নিজেই ম্যান...
24/09/2024

একটা মেসের সদস্য সংখ্যা ৩০ । শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হবে, বানানো হবে বললে আসলে ভুল হবে উনি নিজেই ম্যানেজারের পদ সিস্টেমে দখলে নিলেন । পদটা তো আর মাগনা না, বেতন আছে, আলাদা রুম আছে, সাথে অন্যান্য সুযোগ সুবিধা।

মাসে মাসে সবাই যে টাকা পয়সা দেয়, সেই অনুপাতে বাজার সদাই করা হয়, ইন্টারনেট বিল , বিদ্যুৎ বিল,বাবুর্চি বিল প্রভৃতি দেয়া হয়। এই ফাকে ম্যানেজার মেসের কিছু সদস্যদের এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দিয়ে সে তার অনুসারী করে চ্যালা, চামুণ্ডা, চাটার গুষ্টি তৈরি করে নেয়, যাদের কাজ হচ্ছে ম্যানেজার যাই করে তাতে সহমত বলা ও সকল কাজে সাপোর্ট দেয়া সেটা ন্যায় অন্যায় যাই হোক।

ওমা কিছু দিন পর দেখি ম্যানেজার বলা শুরু করছে, আমি তোমাদের খাওয়াই, দাওয়াই। বেশী তেরি বেরি করলে খাওন বন্ধ করে দিবো, বিদ্যুৎ, পানি বন্ধ করে দিবো। যাই হোক শেষ মেশ বিক্ষুব্ধ মেসের সদস্যদের দৌড়ানি খেয়ে ম্যানেজার হোস্টেল ছেড়েই পালালো।

সবাই মিলে শলাপরামর্শ করে নতুন একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিলেন। নতুন তত্ত্বাবধায়ক হোস্টেলের সদস্যদের জন্য বাজার করতে গিয়ে দেখে, দোকানদারের কাছে আগের ম্যানেজারের লাখ লাখ টাকা বাকী। তারা নতুন করে সদাই দিবেন না। পরদিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো হোস্টেলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার জন্য। বিদ্যুতের লোকজন জানালো, আগের বিল সব বকেয়া। সেসব শোধ না করলে বিদ্যুৎ মিলবে না।

হোস্টেলের সদস্যরা এখন খেয়ে না খেয়ে আধা পেটে অন্ধকার জীবন যাপন করছেন। ওদিকে ঘুটঘুটে অন্ধকার থেকে সাবেক সুদানি ম্যানেজারের চ্যালা, চামুণ্ডা, চাটার গুষ্টি এই বলে হুঁক্কা হুয়ো ডাক তুলছে।

"আগেই ভালো ছিলাম, বলছিলাম না, উনার কোনও বিকল্প নাই"

(কপি পোস্ট )

22/09/2024

আলহামদুলিল্লাহ
কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তে আলোকেই হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি প্রকাশ্যে এসেছেন।
সংগঠনের সিদ্ধান্তের বাহিরে অন্য কারো নাম এই মুহূর্তে প্রকাশ না করাই কল্যাণকর হবে। সংগঠন যদি মনে করেন, সকলের নাম সামনে আসা দরকার ,তাহলে সংগঠনই সেটাকে প্রচার করবে । আমরা আবেগ বশীভূত হয়ে সংগঠনের সিদ্ধান্তের বাইরে কোন কাজ করবো না । ইনশাআল্লাহ।

Alhamdulillah বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস-এর ২০২৪-২৫ সেশনের নবনির্বাচিত কমিটিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ...
21/09/2024

Alhamdulillah
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস-এর ২০২৪-২৫ সেশনের নবনির্বাচিত কমিটিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। 🌺

অভিনন্দন ❤️প্রকাশ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি। ভয়হীন পরিবেশে দৃঢ় পথচলা শুরু হোক  আল্লাহ তায়ালা ভাইকে নিরাপ...
21/09/2024

অভিনন্দন ❤️
প্রকাশ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি।
ভয়হীন পরিবেশে দৃঢ় পথচলা শুরু হোক
আল্লাহ তায়ালা ভাইকে নিরাপত্তা ও যোগ্যতা দান করুন।

ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলামের যতনা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই ধরনের ওলামায়ে সু।
20/09/2024

ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলামের যতনা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই ধরনের ওলামায়ে সু।

13/09/2024

জ্বি আপা ৫০
আপা ২০০
ঠিক আছে আপা ১০০

Address

Natuar Para, Kazipur
Sirajganj
6710

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share