Let's Learn English

Let's Learn English In the Name of Greatest Almighty Allah, Who Never Forget Us ⤵️

02/04/2024
01/04/2024

★চোর পালালে বুদ্ধি বাড়ে।
= After death comes the doctor.
★আয় বুঝে ব্যয় কর।
= Cut your coat according to your cloth.
★অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
= A friend in need is a friend indeed.
★ইচ্ছা থাকলে উপায় হয়।
= Where there is will, there is a way.
★অতি লোভে তাতি নষ্ট।
= Grasp all, lose all.
★যত গর্জে তত বর্ষে না।
= Barking dog seldom bites.
★গাইতে গাইতে গায়েন।
= Practice makes a man perfect.
★নাই মামার চেয়ে কানা মামা ভাল।
= Something is better than nothing.
★বাপকা বেটা; সিপাইকা ঘোড়া।
= Like father like son.
★যেমন কর্ম তেমন ফল।
= As you sow, so you reap.
★এক হাতে তালি বাজে না।
= It takes two to make a quarrel.
★পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি।
= Industry is the key to success

02/12/2023

in the neck- খুবই বিরক্তিকর।

1.To wait for someone is pain in the neck= কারও জন্য অপেক্ষা করা খুবই বিরক্তিকর।

2. I have been waiting for you for 30 min. It's pain in the neck= আমি তোমার জন্য ৩০ মিনিট ধরে অপেক্ষা করতেছি। এটি খুবই বিরক্তিকর।
3. Something which is difficult to do It's pain in the neck= এমন কোনকিছু যেটি করা অনেক কঠিন। সেটি খুবই বিরক্তিকর।

4. To be a neglected person is pain in the neck= অবহেলিত হওয়া খুবই বিরক্তিকর।

5. When i can see Many peoples outside of the home in this covied-19 situation is pain in the neck to me= এই করুনা কালেও যখন অনেক মানুষ দেখি ঘড়ের বাহিরে সেটি খুবই বিরক্তিকর মনে হয়।

in the neck= খুবই বিরক্তিকর
in the neck moments = খুবই বিরক্তিকর পরিস্থিতি।
in the neck women= খুবই বিরক্তিকর মহিলা
in the neck post= খুবই বিরক্তিকর পোষ্ট।।

আরও কি কিছু আছে যেটি পেইন ইন দা নেক???
কিছু বাক্য লিখে ফেলুন নিচের কমেন্ট বক্সে। -


Now it's your trun

22/11/2023

✪ কোন কিছু থাকা উচিৎ
𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞: 𝐒𝐮𝐛𝐣𝐞𝐜𝐭 +𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 + 𝐧𝐨𝐮𝐧 + 𝐄𝐱𝐭𝐞𝐧𝐭𝐢𝐨𝐧 ……..

1.𝐘𝐨𝐮 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 𝐦𝐢𝐧𝐢𝐦𝐮𝐦 𝐜𝐨𝐮𝐫𝐭𝐞𝐬𝐲 – তোমার নূন্যতম সৌজন্য থাকা উচিৎ
𝟐. 𝐖𝐞 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 𝐬𝐲𝐦𝐩𝐚𝐭𝐡𝐲 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐰𝐞𝐚𝐤 – দুর্বলের প্রতি আমাদের সহানুভূতি থাকা উচিৎ
𝟑. 𝐖𝐞 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 𝐬𝐤𝐢𝐥𝐥 𝐨𝐧 𝐜𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 – আমাদের কম্পিউটারে দক্ষতা থাকা উচিত
𝟒. 𝐘𝐨𝐮 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 𝐢𝐝𝐞𝐚 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐭𝐡𝐢𝐬 – তোমার এই সম্পর্কে ধারণা থাকা উচিত

✪ হওয়া উচিৎ নয়
𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞: 𝐒𝐮𝐛𝐣𝐞𝐜𝐭 +𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐧𝐨𝐭 𝐛𝐞 + 𝐚𝐝𝐣𝐞𝐜𝐭𝐢𝐯𝐞 + 𝐄𝐱𝐭𝐞𝐧𝐭𝐢𝐨𝐧….

𝐓𝐡𝐞 𝐠𝐢𝐫𝐥 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐧𝐨𝐭 𝐛𝐞 𝐢𝐦𝐚𝐠𝐢𝐧𝐚𝐭𝐢𝐯𝐞 – মেয়েটির কল্পনাপ্রবণ হওয়া উচিৎ নয়
𝟐. 𝐘𝐨𝐮 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐧𝐨𝐭 𝐛𝐞 𝐨𝐯𝐞𝐫 𝐜𝐨𝐧𝐟𝐢𝐝𝐞𝐧𝐭 – তোমার অতি অত্মবিশ্বাসী হওয়া উচিৎ নয়
𝟑. 𝐖𝐞 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐧𝐨𝐭 𝐛𝐞 𝐥𝐚𝐭𝐞 – আমাদের দেরি করা উচিত নয়
𝟒. 𝐇𝐞 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐧𝐨𝐭 𝐛𝐞 𝐨𝐯𝐞𝐫 𝐝𝐞𝐥𝐢𝐠𝐡𝐭𝐞𝐝 – তাকে বেশি আনন্দিত হওয়া উচিৎ নয়



✪ 𝐒𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 (উচিত ছিল)

𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞: 𝐒𝐮𝐛 + 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 + 𝐕𝐞𝐫𝐛 (𝐩𝐚𝐬𝐭 𝐩𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐥𝐞) + 𝐄𝐱𝐭.

𝐄𝐱𝐚𝐦𝐩𝐥𝐞:

১. আমার কম্পিউটার শেখা উচিত ছিল
𝐈 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 𝐥𝐞𝐚𝐫𝐧𝐭 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫

২. তোমার দেশের জন্য কিছু করা উচিৎ ছিল
𝐘𝐨𝐮 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 𝐝𝐨𝐧𝐞 𝐬𝐨𝐦𝐞𝐭𝐡𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐮𝐧𝐭𝐫𝐲

৩. রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল।
𝐑𝐚𝐧𝐚 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 𝐬𝐭𝐨𝐨𝐝 𝐟𝐢𝐫𝐬𝐭.

৪. বাংলাদেশের ম্যাচটিকে জেতা উচিত ছিল।
𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 𝐰𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐦𝐚𝐭𝐜𝐡.

৫. তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল।
𝐇𝐞 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐡𝐚𝐯𝐞 𝐝𝐫𝐮𝐧𝐤 𝐬𝐮𝐟𝐟𝐢𝐜𝐢𝐞𝐧𝐭 𝐰𝐚𝐭𝐞𝐫

পড়া শেষে done লিখতে ভুলবেন না

21/11/2023

🥰কোনকিছু করতে ইচ্ছে করছেনা বুঝাতে ইংরেজিতে প্রকাশ_
⚡️ কোন কিছু খেলতে ও ইচ্ছে করছে না।
✅ Feeling nothing to play too.
⚡️ কোন কিছু দেখতে ও ইচ্ছে করছে না।
✅ Feeling nothing to watch too.
⚡️ কোন কিছু পড়তে ও ইচ্ছে করছে না।
✅ feeling nothing to read too.
⚡️ কোন কিছু খেতে ও ইচ্ছে করছে না।
✅ Feeling nothing to eat too.
⚡️ কোন কিছু লেখতে ও ইচ্ছে করছে না।
✅ Feeling nothing to write too.🤦‍♀️
⚡️ কোন কিছি রান্না করতে ও ইচ্ছে করছে না।
✅ Feeling nothing to cook too.
⚡️ কোথাও যেতে ও ইচ্ছে করছে না।
✅ Feeling nothing to go any where too.
✅পড়া শেষে কমেন্টে Done লিখতে ভুলবেন না. পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন।‼️

04/10/2023

★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐢𝐬, 𝐚𝐫𝐞, 𝐰𝐚𝐬, 𝐰𝐞𝐫𝐞- আছে, থাকে, ছিলো
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐡𝐚𝐯𝐞/𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧- হয়েছে
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐜𝐚𝐧 𝐛𝐞- হতে পারে/থাকতে পারে
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐜𝐨𝐮𝐥𝐝 𝐛𝐞- হতে পারতো/থাকতে পারতো
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐦𝐚𝐲 𝐛𝐞- হতেও পারে/থাকতেও পারে
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐦𝐢𝐠𝐡𝐭 𝐛𝐞- হতেও পারতো/থাকতেও পারতো
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐦𝐮𝐬𝐭 𝐛𝐞- নিশ্চয়ই আছে
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐬𝐞𝐞𝐦𝐬 𝐭𝐨 𝐛𝐞- আছে বলে মনে হয়
প্যাটার্ন দিয়ে বাক্য তৈরিঃ
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐢𝐬 𝐧𝐨 𝐰𝐚𝐭𝐞𝐫 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐠𝐥𝐚𝐬𝐬- গ্লাসে কোন পানি নেই
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧 𝐚 𝐬𝐜𝐡𝐨𝐨𝐥 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐯𝐢𝐥𝐥𝐚𝐠𝐞- গ্রামটিতে একটি বিদ্যালয় হয়েছে।
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐜𝐚𝐧 𝐛𝐞 𝐦𝐢𝐬𝐭𝐚𝐤𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐩𝐨𝐫𝐭- এই রিপোর্টে কোন ভুল থাকতে পারে।
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐜𝐨𝐮𝐥𝐝 𝐛𝐞 𝐚 𝐩𝐫𝐨𝐛𝐥𝐞𝐦 𝐡𝐞𝐫𝐞- এখানে কোন সমস্যা হতে পারতো।
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐦𝐚𝐲 𝐛𝐞 𝐬𝐧𝐚𝐤𝐞 𝐢𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐩𝐨𝐧𝐝- এই পুকুরে সাপ থাকতেও পারে।
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐦𝐢𝐠𝐡𝐭 𝐛𝐞 𝐭𝐞𝐫𝐫𝐨𝐫𝐢𝐬𝐭 𝐢𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐫𝐨𝐚𝐝- এই রাস্তায় সন্ত্রাসী থাকতেও পারতো।
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐦𝐮𝐬𝐭 𝐛𝐞 𝐚 𝐩𝐫𝐨𝐛𝐥𝐞𝐦 𝐢𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐥𝐚𝐩𝐭𝐨𝐩- ল্যাপটপটিতে নিশ্চয়ই কোন সমস্যা আছে।
★ 𝐓𝐡𝐞𝐫𝐞 𝐬𝐞𝐞𝐦𝐬 𝐭𝐨 𝐛𝐞 𝐬𝐨𝐦𝐞𝐭𝐡𝐢𝐧𝐠 𝐰𝐫𝐨𝐧𝐠 𝐡𝐞𝐫𝐞- এখানে কিছু ভুল আছে বলে মনে হয়।

04/10/2023

🌺 Over যুক্ত Vocabulary. 🌺

🌹 Over - অতিরিক্ত
🌹 over active - অতিমাত্রায় তৎপর
🌹 over familiar - অতি ঘনিষ্ট
🌹 Over busy - অতিব্যস্ত
🌹 over delicate - অতি নম্র
🌹 over emotional - অতিমাত্রায় আবেগপ্রবণ
🌹 over nervous - অতি ঘাবড়ানো
🌹 over sensitive - অতিরিক্ত স্পর্শকাতর
🌹 over confidence - অতিরিক্ত আস্তা
🌹 over payment - পাওনার অধিক প্রদান
🌹 over population - অতিরিক্ত জনসংখ্যা
🌹 over production - প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন
🌹 over strain - অত্যাধিক খাটুনি
🌹 over cook - অতিরিক্ত জ্বাল দেয়া
🌹 over estimate - হিসেবে বেশি করে ধরা
🌹 over hate - অতিমাত্রায় গরম করা
🌹 over Produce - মাত্রাধিক উৎপাদন করা
🌹 over all - সার্বিক
🌹 over balance - ভারসাম্য হারানো
🌹 over act - অতি অভিনয় করা
🌹 over charge - অতিরিক্ত দাম চাওয়া
🌹 over come - দমন করা

02/10/2023

সার্বজনীন/বিশ্বজনীন
💠 Universal (ইউনিভাসাল)
💠 Common (খমন)
💠 Global (গ্লৌবল)

নির্ভেজাল/আসল
💠 Authentic (অথেনটিক)
💠 Unmixed (আনমিক্সড)
💠 Genuine (ঝেনিউইন)
💠 Original (অরিজিনল)

সুস্বাদু
💠 Delicious (ডিলিসাস)
💠 Savory (সেইভ’রি)
💠 Tasty (ঠেইসটি)

30/09/2023

Needed to(নীডেড ঠু)— প্রয়োজন ছিল/ দরকার ছিল।
অতীতে কোন কিছু করার দরকার ছিল এমন বুঝাতে—
Sub+Needed to + verb1+ extension.

☘️ I needed to do it.
আমার এটা করার দরকার ছিল।
☘️I needed to tell.
আমার বলার দরকার ছিল।
☘️I needed to post.
আমার পোস্ট করার দরকার ছিল।
☘️I needed to meet.
আমার সাক্ষাৎ করার দরকার ছিল।
☘️I needed to donate.
আমার দান করার দরকার ছিল।
☘️I needed to hear.
আমার শুনার দরকার ছিল।
☘️I needed to know.
আমার জানার দরকার ছিল।
☘️I needed to lead.
আমার পরিচালনা করার দরকার ছিল।

☘️You needed to sleep.
তোমার ঘুমানোর দরকার ছিল।
☘️You needed to feed.
তোমার খাওয়ানোর দরকার ছিল।
☘️You needed to inform.
তোমার জানানোর দরকার ছিল।

☘️He needed to study.
তার পড়াশোনা করার দরকার ছিল।
☘️Rafi needed to hard work.
রাফির কঠোর পরিশ্রম করার দরকার ছিল।
☘️Nadiya needed to marry.
নাদিয়ার বিয়ে করার দরকার ছিল।

28/09/2023

★ উচ্চ পর্যায়ের বৈঠক।
★ High-level meeting.
★ হাই লেভেল মিটিং।

★ পদত্যাগ করা।
★ Step down.
★ স্টেপ ডাউন।

★ টেকসই উন্নয়ন।
★ Sustainable development.
★ সাস্টেইনেবল ডিভালাপমেন্ট্।

★ দ্বিপাক্ষিক সম্পর্ক।
★ Bilateral ties.
★ বাই-ল্যাট্-রল্ টাইজ্।

★ অবিচ্ছেদ্য অংশ।
★ Integral part.
★ ইন-টিগ-রল পার্ট্।

★ মানবিক সাহায্য।
★ Humanitarian aid.
★ হিউ-ম্যানি-টেরিয়ান এইড্।

★ প্রাথমিক পর্যায়ে।
★ In the preliminary stage.
★ ইন দ্যা প্রিলিমেনারি স্টেইজ্।

★ আলোচনাধিন।
★ Under negotiations.
★ আন্ডার নেগো-শিয়েইশঞ্জ্।

★জলাবদ্ধ রাস্তা।
★ Waterlogged road.
★ ওটা-লগড্ রোড্।

★ মৃত্যু-ফাঁদ।
★ Death trap.
★ ডেথ ট্র‍্যাপ।

যারা শেষ পর্যন্ত পড়লেন তারা "Done" লিখুন।

27/09/2023

★Don’t despire=হতাশ হইও না।

১. ইংরেজি শেখার ক্ষেত্রে হতাশ হইও না।
Don't despair of learning English.
২. ইংরেজি লেখার ক্ষেত্রে হতাশ হইও না।
Don't despair of writing English.
৩. ইংরেজি বলার ক্ষেত্রে হতাশ হইও না।
Don't despair of speaking English.
৪. কাজটি করার ক্ষেত্রে হতাশ হইও না।
Don't despair of doing the work.
৫. এখানে আসার ক্ষেত্রে হতাশ হইও না।
Don't despair of coming here.
৬.পরীক্ষায় ভালো ফলাফল করার ক্ষেত্রে হতাশ হইও না

পড়া শেষে done লিখতে ভুলবেন না

19/09/2023

🌱 As far as I'm concerned 🌱 ( আমার মতে)
🌻 As far as I'm concerned, it was really a good idea. 🌻
( আমার মতে, এটা সত্যিই একটা ভালো আইডিয়া ছিল।)
🌻As for as I'm concerned, every company should obey trade union act. 🌻
( আমার মতে প্রত্যেক কোম্পানির শ্রমিক ইউনিয়ন আইন মেনে চলা উচিত)
🌻 As for as I'm concerned, EVM should be banned in the city corruption vote.
(আমার মতে, সিটি করপোরেশন ভোটে ই ভি এম নিষিদ্ধ করা উচিৎ।)
🌻 As for as I'm concerned, we should be obey the new road transport act.🌻
( আমার মতে, আমাদের নতুন সড়ক পরিবহন আইন মেনে চলা উচিত। )

02/09/2023

ইংরেজিতে ১০ প্রকার হাসি….
▪️ Smile - (স্মাইল) - মৃদু হাসি
▪️ laugh - (লাফ) - শব্দ করে হাসা
▪️ Titter - (টিটার) - মূর্খ হাসি
▪️ Chuckle - (চাক্ল) - মুখ টিপে হাসা
▪️ Simper - (সিম্পার) - বোকা হাসি
▪️ Guffaw - (গাফো) - অট্টহাসি
▪️ Grin - (গ্রিন) - দাঁত বের করে হাসা
▪️ Snigger - (স্নিগার) - চাপা হাসি
▪️ Snort - (স্নর্ট) - হো হো করে হাসা
▪️ Giggle - (গিগল) - ফিকফিক করে হাসা

27/08/2023

📚আমি প্রথম থেকে শিখতে চাই
I want to learn from the beginning.
📚আমি প্রথম থেকে জানতে চাই
I want to know from the beginning.
📚আমি প্রথম থেকে শেখাতে চাই।
I want to teach from the beginning.
📚আমি প্রথম থেকে বলতে চাই।
I want to say from the beginning.
📚আমি প্রথম থেকে দেখতে চাই।
I want to watch from the beginning.
📚আমি প্রথম থেকে লিখতে চাই।
I want to write from the beginning.
📚আমি প্রথম থেকে শুনতে চাই।
I want to hear from the beginning.
📚আমি প্রথম থেকে তদন্ত করতে চাই।
I want to investigate from the beginning

28/12/2022

🌹🌹মজার কিছু ফুলের নাম🌹🌹❤️🤩

⭕সুন্দর যে ফুল = বিউটিফুল (Beautiful)

⭕রঙিন যে ফুল = কালারফুল (Colourful )

⭕ঘর-ভর্তি ফুলহাউজফুল (Houseful)

⭕হাত-ভর্তি ফুল = হ্যান্ডফুল (Handful)

⭕যত্নেলালিত যে ফুল = কেয়ারফুল (Careful)

⭕আশ্চর্য ধরণের ফুল = ওয়ান্ডারফুল (Wonderful)

⭕বেদনা দায়ক ফুল = পেইনফুল (Painful)

⭕লজ্জাবতী ফুল = শেইমফুল (Shameful)

⭕কৃতজ্ঞতা জানানোর ফুল = থ্যাংকফুল(Thankful)

⭕সাহায্যকারী ফুল = হেলপফুল (Helpful)

⭕সফলতার প্রতীক যে ফুল = সাকসেসফুল(Successful)

⭕অনেক শক্তিশালী যে ফুল =পাওয়ারফুল(Powerful)

⭕মনেশান্তি আনে যে ফুল =পিসফুল(peaceful)

23/12/2022

🚀কিছু গুরুত্বপূর্ণ কথা
✪ আমি কফির চেয়ে চা পছন্দ করি।
I prefer tea to Coffee.
✪ আমি মাংসের চেয়ে চিকেন পছন্দ করি।
I prefer chicken to beef.
✪ আমি ঝালের চেয়ে টক পছন্দ করি।
I prefer sour to pungent.
✪ আমি শার্টের চেয়ে পান্জাবী পছন্দ করি।
I prefer panjabi to shirt.
✪ আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি
I prefer Cricket to Football
✪ আমি মেসির চেয়ে রোনালদোকে পছন্দ করি
I prefer Ronaldo to Messi
✪ আমি মোবাইলের চেয়ে কম্পিউটার পছন্দ করি
I prefer computer to mobile
✪ আমি লালের চেয়ে কালো পছন্দ করি
I prefer black to red
✪ আমি স্প্যানিশ এর চেয়ে ইংলিশ পছন্দ করি
I prefer English to Spanish
✪ আমি জুস এর চেয়ে কোকাকোলা পছন্দ করি
I prefer Coca-cola to juice
✪ আমি আমের চেয়ে লিচু পছন্দ করি
I prefer Lichhi to mango
✪ আমি মাছের চেয়ে মাংস পছন্দ করি
I prefer meat to fish

09/11/2022

🌼🌼মজার কিছু ফুলের নাম🌼🌼

সুন্দর যে ফুল = বিউটিফুল (Beautiful)

রঙিন যে ফুল = কালারফুল (Colourful )

ঘর-ভর্তি ফুলহাউজফুল (Houseful)

হাত-ভর্তি ফুল = হ্যান্ডফুল (Handful)

যত্নেলালিত যে ফুল = কেয়ারফুল (Careful)

আশ্চর্য ধরণের ফুল = ওয়ান্ডারফুল (Wonderful)

বেদনা দায়ক ফুল = পেইনফুল (Painful)

লজ্জাবতী ফুল = শেইমফুল (Shameful)

কৃতজ্ঞতা জানানোর ফুল = থ্যাংকফুল(Thankful)

সাহায্যকারী ফুল = হেলপফুল (Helpful)

সফলতার প্রতীক যে ফুল = সাকসেসফুল(Successful)

অনেক শক্তিশালী যে ফুল =পাওয়ারফুল(Powerful)

মনেশান্তি আনে যে ফুল =পিসফুল(peaceful)

15/10/2022

কী চমৎকার ধারণা - What a great idea!
কী আপদ রে বাবা - What a nuisance!
কি দারুন - How marvelous!
কী দারুণ আশ্চার্য - What a pleasant surprise!
কী দারুণ চমক - What a pleasant surprise!
কী লজ্জা - What a shame!
কী আশ্চার্য - What a surprise!
কী দারুণ মতামত বা ধারণা - What an idea!
কী দারুন সংবাদ – What fantastic news!
কী পরিতাপের কথা - What is pity! / How sad!
কী অবস্থা - What's up?
কী সুন্দর - How nice!
কী বিরক্তিকর – How annoying!
কী হতাশাজনক - How upsetting!
কী বাজে বকছো - How absurd!
কী ঝামেলা - What a mess!
তাতে কি - So what?
আমার কি - What of me?
তাতে আমার কি – So what of me?
তাতে কি আসে যায় - But who cares?
তাই নাকি - Is it?
তা বৈকি - Indeed! Quite so.
তোমার কাছে কি খুচরা আছে - Do you have change?
আপনি কি বুঝাতে চাচ্ছেন যে... - Do you mean that…
নিজেকে কি ভাবো তুমি - What do you think you are?
কি ছাই/ঘোড়ার ডিম করছ এখানে - What the hell are you doing here?
তুই কে - Who the hell are you?
হচ্ছেটা কি এখানে - What’s going on here?
একটু জোরে বলবে কি - Would you be louder please?
একটু সরে বসবেন কি - Would you mind moving aside?
তুমি কোন সাহসে এ কাজ করো - How dare you do so?
তুমি কোন সাহসে বলো - How dare you say so?
তোমার সাহস কত - How dare you?
তোমার মন খারপ কেন - What’s bothering you? / What’s wrong with you?
কে বলছেন - Who’s speaking?
যাই হোক না কেন? - Whatever?
যেই হোক না কেন - Whoever?
যেখানেই হোক না কেন - Wherever?

11/10/2022

➡️ Common English Words :

1. Off and on → মাঝে মাঝে।
4. Come what may → যাই ঘটুক না কেন।
5. Nothing serious → মারাত্মক কিছুই না।
7. What. a luck → কি ভাগ্য!
8. That sounds good → ওহ বেশ ভালো।
9. What a disaster! → কী সর্বনাশ।
10. The fact is → ব্যাপারটি হচ্ছে।
11. That would be nice → সেটা দারুন হবে।
12. Wow! Nice → ওয়াও! দারুন।
13. Wait a little bit → একটু অপেক্ষা করুণ।
14. No wonder → অবাক হওয়ার কিছুই নেই।
15. Nothing else than → তাছাড়া কিছুই না।
16. Somewhere else → অনয কোথাও।
17. So excited → খুবই উত্তেজিত।
18. I highly appreciate thay → আমি খুবই কৃতজ্ঞ
19. It's all a hoax! → সব ধোঁকাবাজি আর কি!
20. By the way → ও ভালো কথা।

11/10/2022

জেনে রাখুন- রোগ বিশেষজ্ঞদের মেডিক্যাল টার্ম
✅ Cardiologist = heart specialist (হৃদরোগ বিশেষজ্ঞ)
✅ Hepatologist = specializes in diseases of the liver (যকৃত রোগ বিশেষজ্ঞ)
✅ Gastroenterologist = specializes in diseases of the digestive system.(পরিপাক তন্ত্রের বিশেষজ্ঞ)
✅ Hematologist (রক্তঘটিত রোগ বিশেষজ্ঞ)
✅ Oncologist = A doctor who treats cancer(ক্যান্সার বিশেষজ্ঞ)
✅ Neurologist = (স্নায়ুবিশেষজ্ঞ)
✅ Pediatrician (শিশুরোগ বিশেষজ্ঞ) = a child's physician
✅ Orthopedist = Muscle and bones expert (পেশী এবং হাড় বিশেষজ্ঞ)
✅ Gynecologist = female disease specialist (মহিলা রোগ বিশেষজ্ঞ)
✅ Dentist = doctor of teeth & jaw bones (দন্তচিকিত্সক)
✅ Dermatologist = skin specialist (ত্বক বিশেষজ্ঞ)
✅ Anesthesiologist = (এমন বিশেষজ্ঞ যিনি চিকিত্সার আগে শরীরের সেই অংগ অবশ করেন)

08/10/2022

প্রত্যুত্তরে কারো নিকট কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে যেভাবে ইংরেজিতে বলবেন👇👇
✅তাহলে আমি কিভাবে বলবো?
👉So how do I say?
✅তাহলে আমি কিভাবে পাঠাবো?
👉So how do I send?
✅তাহলে আমি কিভাবে রাঁধবো?
👉So how do I cook?
✅তাহলে আমি কিভাবে শেখাবো?
👉So how do I teach?
✅তাহলে আমি কিভাবে করবো?
👉So how do I do?
✅তাহলে আমি কিভাবে লিখবো?
👉So how do I write?
✅তাহলে আমি কিভাবে রাখবো?
👉So how do I keep?
✅তাহলে আমি কিভাবে তৈরি করবো?
👉So how do I make?

03/10/2022

Vocabulary with synonyms & antonym
✪ Achieve (এ্যাচিভ) অর্জন করা
Syn: Gain
Ant: Spend
✪ Effort (এফোর্ট) প্রচেষ্টা
Syn: attempt
Ant: idleness
✪ Awful (অফুল) ভয়ংকর
Syn: horrible
Ant: attractive
✪ Gratitude (গ্রাটিটিউড) কৃতজ্ঞতা
Syn: gratefulness
Ant: condemnation
✪ Impressive (ইমপ্রেসিভ) হৃদয়গ্রাহী
Syn: superb
Ant: Ordinary
✪ Marvelous (মার্ভেলাস) বিস্ময়কর
Syn: awesome
Ant: boring
✪ Optimistic (অপটিমিষ্টিক) আশাবাদী
Syn: hopeful
Ant: hopeless
✪ Consolation (কনসোলেশন) সান্তনা
Syn: support
Ant: discouragement
✪ Handsome (হ্যান্ডসাম) সুদর্শন
Syn: smart
Ant: unfashionable
✪ Ugly (আগলি) কুৎসিত
Syn: bad-looking
Ant: lovely
✪ Patient (পেশেন্ট) ধৈর্যশীল
Syn: tolerant
Ant: violent
✪ Creative (ক্রিয়েটিভ) সৃষ্টিশীল
Syn: innovative
Ant: uncreative
✪ Pretty (প্রিটি) বেশ মনোরম
Syn: cute
Ant: unattractive
✪ Stunning (ষ্টানিং) – অত্যাশ্চর্য
Syn: excellent
Ant: usual
✪ Hospitality (হসপিটালিটি) আতিথেয়তা
Syn: cordiality
Ant: inhospitality
✪ Sympathy (সিমপ্যাথি) সহানুভূতি
Syn: responsiveness
Ant: apathy
✪ Awesome (অসাম) চমৎকার
Syn: magnificent
Ant: disgusting
✪ Annoyed (এ্যানোয়েড) বিরক্ত
Syn: bothered
Ant: pleased
✪ Cheerful (চিয়ারফুল) আনন্দিত
Syn: enthusiastic
Ant: cheerless
✪ Disappointed (ডিসএপয়েন্টেড) হতাশ
Syn: depressed
Ant: excited
✪ Cute (কিউট) আকর্ষনীয়
Syn: beautiful
Ant: hateful

পড়া শেষে Done লিখুন।

Follow us for more.🔥

03/10/2022

সময় শেষ - Time is up
সতর্ক থেকো - Watch out
চুপ করে থাক - Keep silence
এগিয়ে যাও - Go ahead
চা নাও - Take tea
এটা ছেড়ে দাও - Leave it
এটি পড় - Read this
সাহসী হও - Be brave
এখানে থাক - Stay here
ঠিক আছে - All right
জল পান কর - Drink water
শান্ত থাকো - Keep quiet
এই আসছি - Just coming
এটা আনো - Bring it
এর দাম কত - What does it cost
আমি এখানে খাচ্ছি - I'm eating here

পড়া শেষ হলে Done লিখতে ভুলবেন না

09/09/2022

ভোকাবুলারি (আত্বীয়-স্বজন)
✪ Father (ফাদার) – বাবা
✪ Mother (মাদার) – মা
✪ Parents (প্যারেন্টস) – পিতামাতা
✪ Step parent (স্টেপ প্যারেন্ট) – সৎ পিতামাতা
✪ Grand Father (গ্রান্ড ফাদার) – দাদা, নানা
✪ Grand Mother (গ্রান্ড মাদার) – দাদি, নানী
✪ Brother (ব্রাদার) – ভাই
✪ Sister (সিস্টার) – বোন
✪ Father-in-law (ফাদার-ইন-ল) – শ্বশুর
✪ Mother-in-law (মাদার-ইন-ল) – শ্বাশুরী
✪ Daughter (ডটার) – কন্যা
✪ Son (সান) – পুত্র/ছেলে
✪ Cousin (কাজিন) – চাচাত ভাই/মামাত ভাই/ফুফাত ভাই
✪ Uncle (আঙ্কেল) – কাকা, মামা
✪ Aunt (আন্ট) – খালা, চাচী, ফুপু
✪ Maternal-aunt (ম্যাটার্নাল আন্ট) – মামী
✪ Grandson (গ্রান্ডসন) – নাতী
✪ Granddaughter (গ্রান্ডডটার) – নাতনী
✪ Husband (হাসব্যান্ড) – স্বামী
✪ Wife (ওয়াইফ) – স্ত্রী
✪ Nephew (নেফিউ) – ভাতিজা
✪ Niece (নিস) – ভাগনী, ভাইজী
✪ Son-in-law (সান-ইন-ল) – জামাই
✪ Sister-in-law (সিস্টার-ইন-ল) – শালী/ভ্রাতৃবধূ
✪ Brother-in-law (ব্রাদার-ইন-ল) – ভাসুর/শ্যালক
✪ Half-brother (হাফ ব্রাদার) – সৎ ভাই
✪ Half-sister (হাফ সিস্টার) – সৎ বোন
✪ Foster-son (ফস্টার সান) – পালিত ছেলে
✪ Foster-daughter (ফস্টার ডটার) – পালিত কন্যা
✪ Foster-father (ফস্টার ফাদার) – পালক পিতা
✪ Foster-mother (ফস্টার মাদার) – পালক মাতা, ধাই মা
✪ Stepmother (স্ট্যাপমাদার) – সৎ মা, বিমাতা
✪ Foster-child (ফস্টার চাইল্ড) – পালিত সন্তান
✪ Foster-brother (ফস্টার ব্রাদার) – পালিত ভাই
✪ Friend (ফ্রেন্ড) – বন্ধু
✪ Girlfriend (গার্লফ্রেন্ড) – বান্ধবী, সখী, সই
✪ Forefather (ফোরফাদার) – পূর্বপুরুষ
✪ Godfather (গডফাদার) – ধর্মপিতা
✪ Fellow (ফেলো) – স্বজন
✪ Relative (রিলেটিভ) – আত্মীয়

01/09/2022

১০০টি গুরুত্বপূর্ণ Linking words
✪ In fact - আসলে
✪ Indeed - প্রকৃতপক্ষে
✪ So that - এতই যে
✪ Whereas - যেহেতু
✪ As well as - পাশাপাশি
✪ Accordingly - তদনুসারে
✪ Hence - অত:পর/সুতরাং
✪ Such as - যথা/যেমন
✪ Notably - লক্ষণীয়ভাবে
✪ Consequently - অতএব
✪ On the whole - মোটামুটি
✪ Additionally - অতিরিক্ত আরো
✪ Thereupon - উহার ফলে
✪ Eventually - অবশেষে
✪ On the contrary - অপরদিকে
✪ whenever - যখনই
✪ In case - ক্ষেত্রে/যদি
✪ In view of - দৃষ্টিকোণ
✪ For instance - এই ক্ষেত্রে
✪ In any event - যাহাই ঘটুক না কেন
✪ In spite of - তা স্বত্ত্বেও
✪ As a matter of fact - বাস্তবিকপক্ষে
✪ Including - সেই সঙ্গে
✪ Frequently - ঘনঘন
✪ Nonetheless - তবু
✪ Comparatively - অপেক্ষাকৃত
✪ In other words - অন্য কথায়
✪ In this case - এক্ষেত্রে
✪ By all means - সর্বত/সব উপায়ে
✪ In general - সাধারণত
✪ Expressively - খুব স্পষ্টভাবে প্রকাশ
✪ Significantly - উল্লেখযোগ্যভাবে
✪ For this reason - এই কারনে
✪ To emphasize - গুরুত্ব আরোপ করতে
✪ In the light of - কোনো কিছুর সহায়তায়
✪ To say nothing of - কিছুই না বলে
✪ Equally important - সমানভাবে গুরুত্বপূর্ণ
✪ Again - আবার
✪ To - থেকে
✪ And - এবং
✪ Also - এছাড়াও
✪ Equally - সমানভাবে
✪ Identically - অভিন্নরুপে
✪ Uniquely - স্বতন্ত্র
✪ Like - মত/একইভাবে
✪ Too - আরও/অত্যধিক
✪ Together with - সহিত/একসাথে
✪ Of course - অবশ্যই
✪ Likewise - অনুরূপভাবে
✪ Correspondingly - সঙ্গতিপূর্ণভাবেই
✪ For one thing - একটা কারণ হল
✪ That is to say - অন্ততপক্ষে
✪ With attention to - মনোযোগ দিয়ে
✪ To be sure - নিশ্চিত হতে হবে/অবশ্যম্ভাবী
✪ Namely - যেমন/অর্থাৎ
✪ Chiefly - প্রধানত
✪ Truly - প্রকৃতপক্ষে
✪ Certainly - নিশ্চিতভাবে
✪ Surely - সুনিশ্চিত
✪ In particular - নির্দিষ্টভাবে
✪ In detail - বিস্তারিত
✪ To demonstrate - স্পষ্ট করা
✪ To repeat - পুনরূক্তি করা
✪ To clarify - স্পষ্ট করা
✪ To explain - ব্যাখ্যা করতে
✪ Markedly -লক্ষণীয়ভাবে
✪ Especially - বিশেষত
✪ Specifically - বিশেষভাবে
✪ For instance - এই ক্ষেত্রে
✪ To point out - নির্দেশ
✪ In that case - এই ক্ষেত্রে
✪ Henceforth - অত: পর
✪ For - জন্য
✪ Because the - কারন
✪ Forthwith - অবিলম্বে
✪ In contrast - বিপরীতে
✪ Different from - অন্য রকম
✪ At the same time - একই সময়ে
✪ Even so - তবুও
✪ Then again - তারপর আবার
✪ In reality - বাস্তবে/প্রকৃতপক্ষে
✪ After all - সর্বোপরি
✪ But - কিন্তু
✪ Unlike - অন্যরকম
✪ Or - অথবা
✪ Albeit - যদিও
✪ Besides - ব্যতীত
✪ As much as - যত বেশি সম্ভব
✪ Instead - পরিবর্তে
✪ Despite - সত্ত্বেও
✪ Conversely - বিপরীতক্রমে
✪ Otherwise - অন্যভাবে
✪ Regardless - নির্বিশেষে
✪ Notwithstanding - পরন্তু
✪ Granted (that) - মঞ্জুর (যে)
✪ For the purpose of - এর উদ্দেশ্যে
✪ With this intention - এই অভিপ্রায় সঙ্গে
✪ Being that - যে
✪ When - কখন/তখন
✪ Because of - কার

24/08/2022

আমি এখানে কিছু দেখতে এসেছি।
I am here to see something.
আমি এখানে কিছু খেতে এসেছি।
I am here to eat something.
আমি এখানে কিছু শিখতে এসেছি।
I am here to learn something.
আমি এখানে কিছু বলতে এসেছি।
I am here to say something.
আমি এখানে কিছু শেখাতে এসেছি।
I am here to teach something.
আমি এখানে কিছু জানতে এসেছি।
I am here to know something.
আমি এখানে কিছু জানাতে এসেছি।
I am here to inform something.
আমি এখানে কিছু দিতে এসেছি।
I am here to give something

23/08/2022

✅ I would rather forgive him.
= আমার বরং তাকে মাফ করে দেওয়াই ভালো।

✅ I would rather forget him anyhow.
=আমার বরং তাকে যেকোন ভাবে ভুলে যাওয়াই ভালো। 🥰

✅ I would rather die.
=আমার বরং মারা যাওয়াই ভালো।

✅ I would rather return in my position.
=আমার বরং পুনরায় আমার অবস্থানে ফিরে আসাই ভালো।

✅ I would rather left emotion.
=আমার বরং আবেগ ত্যাগ করাই ভালো।

✅ I would rather stay alone.
=আমার বরং একা থাকাই ভালো।

20/08/2022

✵যত বিশ্বাস, তত ভালবাসা।
➪The more believe, the more love.

✵যত স্বপ্ন, তত আশা।
➪The more dream, the more hope.

✵যত কষ্ট, তত সুখ।
➪The more pain, the more happiness.

✵যত হাসি, তত কান্না।
➪The more laugh, the more cry.

✵তুমি যত সাধারণ,তত সুন্দর।
➪The more you simple, the more beautiful.

✵যত ভাল, তত খারাপ।
➪The more good, the more bad.

✵যত সোজা, তত কঠিন।
➪The more easy, the more difficult.

✵যত অনুশীলন, তত ইংরেজি শিখা।
➪The more practice,the more learn English.

✵তুমি যত পড়বে, তত শিখবে। 🥰
➪The more you read, the more you learn.

20/08/2022

""Goodbye"' বা বিদায় জানানোর ১৫ টি চমৎকার বাক্য। 👉
🎟1. Farewell/Goodbye/Bye.
⇛বিদায়।
🎟2. See/catch you later
⇛পরে দেখা/ সাক্ষাৎ হবে।
🎟3. Nice to see/meet you.
⇛তোমাকে দেখে/তোমার সাথে সাক্ষাতে ভালো লাগল।
🎟4. ‘I hope to meet you again, bye’
⇛আশা করি আবার দেখা হবে, বিদায়।
🎟5. ‘Take care of yourself, bye’
⇛নিজের যত্ন নিও, বিদায়।
🎟6. It’s time to be going!
⇛এখন যাওয়ার সময়।
🎟7. It's time to say goodbye
⇛এখন বিদায় জানানোর সময়
🎟8. Hey! it’s time to go, see you later”
⇛আমার যাওয়ার সময় হয়েছে।আবার দেখা হবে।
🎟9. I have to go now, see you again’
⇛আমাকে এখন যেতে হবে, আবার দেখা হবে।
🎟10.Have a good one, it’s time to get going”
⇛যাওয়ার সময় হয়েছে, তোমার দিনটি শুভ হোক।
🎟11.Have a good one, see you later’
⇛তোমার দিনটি শুভ হোক, আবার দেখা হবে
🎟12.Hey! I am out here in five minutes’
⇛আমি এখান থেকে পাঁচ মিনিটের মধ্যে চলে যাব
🎟13.Farewell, my friend. I wish for your good future’
⇛বিদায় বন্ধু। আমি তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
🎟14.Farewell, dear friend. I will miss you a lot’
⇛বিদায় বন্ধু। আমি তোমাকে খুব মিস করব।
🎟15.Thanks for coming here. Have a nice day’

19/08/2022

তুমি কখনও জানতে চেয়েছো?
Have you ever wanted to know?
তুমি কখনও বুঝতে চেয়েছো?
Have you ever wanted to understand?
তুমি কখনও ভালোবাসতে চেয়েছো?
Have you ever wanted to love?
তুমি কখনও বলতে চেয়েছো?
Have you ever wanted to say?
তুমি কখনও জানাতে চেয়েছো?
Have you ever wanted to inform?
তুমি কখনও শিখতে চেয়েছো?
Have you ever wanted to learn?
তুমি কখনও চেষ্টা করতে চেয়েছো?
Have you ever wanted to try?
তুমি কখনও দেখতে চেয়েছো?
Have you ever wanted to see?

Address

Salanga
Sirajganj
6721

Telephone

+8801946820436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's Learn English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Let's Learn English:

Share