21/12/2024
আমাদের দেশের কিছু উল্লেখযোগ্য প্রযোজক। যারা নিজেরাই নিজেদের ছবির নায়ক কিংবা নায়িকা। তারা বিপুল টাকা পয়সার মালিক। সেই টাকা সিনেমায় ইনভেস্ট করে নিজেরাই সেই ছবির নায়ক, নায়িকা, পরিচালক, কাহিনীকার, গীতিকার, কণ্ঠশিল্পী সবকিছুতেই নিজেদের প্রতিভার ছাপ রাখে। উনাদের মতো সৃজনশীল, দর্শকনন্দিত, প্রতিভাবান ও সুদর্শন নায়ক-নায়িকা ও প্রযোজকদের পেয়ে বাংলা চলচ্চিত্র ধন্য। এরকম 'মাল্টি ট্যালেন্টেড' সু-অভিনেতা আরও চাই ঢালিউডে। ভীষণ ভালো লাগে এই নায়ক নায়িকা কাম প্রডিউসারদের ছবিগুলো। 🥰🥰♥️
ডিপজল, শবনম পারভীন, সিমি ইসলাম কলি, হিরো আলম, মুন্না খান ও আনান্তা।
লেখা - Saif S