Siraji Tv

Siraji Tv Digital creator Islami Andolan Bangladesh is the real Islamic and Patriotic political Organization in Bangladesh.
(1)

It's Founded by Maulana Fazlul Karim (Ex-Shayekh of Charmonai). We want to establish Islamic Rules and it's a Farz work for all Muslims. No connection with Awami League, BNP, Jamaat-Shibir or any other political parties.
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ভূমিকাঃ
আল্লাহ রাব্বুল আ’লামীন মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে সত্য দীনসহ অগণ

িত নবী-রাসূল সা. প্রেরণ করেছেন। নবী-রাসূলগণ সা. হক-বাতিল, ভাল-মন্দ, ন্যায়-অন্যায়, সফলতা-ব্যর্থতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিধানপূর্বক শান্তি, কল্যাণ ও মুক্তির সঠিক পন্থা নির্ধারণ করে গেছেন। তাঁরা ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধের মাধ্যমে মানবজীবনকে সুন্দর , সফল, সার্থক ও শ্রেষ্ঠত্বের মর্যাদায় সমাসীন করেছেন। আখেরী নবী হযরত মুহাম্মদ সা.-এর পর এ দায়িত্ব অর্পিত হয়েছে উম্মতে মুহাম্মদী অর্থাৎ গোটা মুসরিম জাতির ওপর। এ দায়িত্ব মুসলমানরা যে যুগে যতটুকু পালন করেছেন সে যুগে ততটুকু শান্তি, কল্যাণ ও মুক্তি পেয়েছেন।
আল্লাহ প্রদত্ত ইসলামের সুমহান আদর্শে দেশের শতকরা প্রায় ৯০ জন লোক বিশ্বাসী।ইসলামের প্রতি এদেশের মানুষের আস্থা, বিশ্বাস ও দরদ অত্যন্ত গভীর। জনগণ চায় ইসলামী আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত হোক। কিন্তু শাসকগোষ্ঠী, কায়েমী স্বার্থবাদী মহল, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের এজেন্টদের বহুমুখী ষড়যন্ত্র ইসলামী আদর্শ কায়েমের পথে অন্তরায় হয়ে রয়েছে। একদিকে জনগণকে বার বার ধোকা দিয়ে ক্ষমতায় থাকার জন্য শাসকগোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে আসছে। অন্যদিকে ইসলামের উত্থানকে ঠেকানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফলে দেশে বিরাজ করছে অগণিত সমস্যা। এ সমস্যার কথা অনেকেই স্বীকার করেন এবং তা সমাধানে বার বার আন্দোলনও হয়েছে, কিন্তু সমস্যা রয়েই গেছে। সমস্যার স্থায়ী সমাধানেরর জন্য সর্বাগ্রে মূল কারণ চিহ্নি করা প্রয়োজন। আমরা মনে করি, যতক্ষণ পর্যন্ত নৈতিক আদর্শ বিবর্জিত সমাজ কাঠামোর পরিবর্তন ও দুর্নীতিবাজ নেতৃত্বের অবসান ঘটিয়ে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে যোগ্য, খোদাভীরু লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত দেশের কোন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ সত্য উপলব্ধির প্রেক্ষিতে দেশের সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কিরাম, পীর-মাশায়েখ ও দীনদার বুদ্ধিজীবীগণের নেতৃত্বে ১৯৮৭ সালের ১৩ই মার্চ জালেম শাসকগোষ্ঠী ও শোষণমূলক রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটিয়ে দেশকে একটি পূর্ণাঙ্গ কল্যাণরাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ‘ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ’ প্রতিষ্ঠিত হয়। যা গত ২০ নভেম্বর’০৮ নির্বাচন কমিশন কর্তৃক ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ নামে নিবন্ধন লাভ করে। নির্বাচন কমিশন কর্তৃক ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এর নিবন্ধন নং-০৩৪।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোন রাজনৈতিক দল নয়। দলাদলী ইসলাম সমর্থন করে না, কারণ দলীয় রাজনীতি সংকীর্ণতা, কোন্দল ও হানাহানি সৃষ্টির নামান্তর। দলীয় রাজনীতি মুসলিম উম্মাহর সংহতি ও ঐক্যকে বিনষ্ট করে উম্মাহকে শতধাবিভক্ত করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বস্তুতঃ ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে দল-মত নির্বিশেষে একটি সর্বজনীন ইস্যুভিত্তিক আন্দোলন। স্বাধীনতা আন্দোলন কিংবা ভাষা আন্দোলন যেমন কোন দলীয় আন্দোলন ছিল না, যা ছিল দু’টি ইস্যুকে সামনে রেখে দলমত নির্বিশেষে একটি সর্বজনীন আন্দোলন। অনুরূপ নিছক নেতা বা সরকার পরিবর্তন নয়, দেশে প্রচলিত মানবরচিত সকল অনৈসলামী নীতি এবং জাহেলী সমাজের সার্বিক পরিবর্তন সাধন করে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করাই ইসলামী আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে, ৫২’র ভাষা আন্দোলন বা ’৭১ এর স্বাধীনতা আন্দোলনের সাথে ইসলামী আন্দোলনের কোনরূপ তুলনা করা হয়নি। কারণ ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে অন্য কোন আন্দোলনের তুলনা করা আদৌ যুক্তিসঙ্গত নয়। এটা শুধুমাত্র আন্দোলনের ধরণ বুঝাবার জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামী আন্দোলনের মূল ইস্যু হচ্ছে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা।
অতএব, যতদিন বাংলার জমিনে পূর্ণাঙ্গ ইসলামী আদর্শ প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উদ্দেশ্যঃ দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তি লাভের জন্য আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন।
লক্ষ্যঃ প্রচলিত জাহেলী সমাজব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে খেলাফতে রাশেদার নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করা।

কর্মসূচিঃ
১. দাওয়াত: একটি সুখী সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্য বাস্তবায়নের জন্য জনসাধারণকে সচেতন করা এবং সর্বস্তরে ‘আমর বিল মা’রূফ ও নাহি আনিল মুনকার’ তথা ন্যায়ের প্রতিষ্ঠা চালাতে সকলকে উদ্বুদ্ধ করা।
২. সংগঠন: আন্দোলনের উদ্দেশ্য ও লক্ষ্যে প্রতি আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান, দল ও ব্যক্তিদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কাফেলায় সংঘবদ্ধ করা।
৩. জ্ঞানার্জন ও প্রশিক্ষণ: নৈতিকতাসমৃদ্ধ আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি প্রচলিত জ্ঞান-বিজ্ঞান চর্চা, কর্মমূখি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে সুশিক্ষিত, দক্ষ ও আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তোলা। সংঘবদ্ধ লোকদের আদর্শিক আধ্যাত্মিক রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক দিক থেকে ইসলামী সমাজ গঠনের যোগ্য সৈনিক হিসেবে গড়ে তোলা।
৪. ঐক্য: ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে গণমানুষের মধ্যে সুসম্পর্ক ও সংহতি সৃষ্টির চেষ্টা চালানো।
৫. শিক্ষা সংস্কার: জাতীয়ভাবে সর্বজনীন কল্যাণকে সামনে রেখে প্রচলিত মাদরাসা শিক্ষার উন্নয়ন এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাকে ইসলামী শিক্ষাব্যবস্থার সমন্বয়ে কর্মমূখি শিক্ষাব্যবস্থা প্রবর্তনের চেষ্টা চালানো।
৬. খেদমতে খালক: খেদমতে খালক বা সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষের সেবা, জালিমের প্রতিরোধ এবং খেটে খাওয়া মজলুম মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করা।
৭. সমাজ সংস্কার ও অর্থনৈতিক মুক্তি: সর্বস্তরে সুদ, ঘুষ দুর্নীতি, সন্ত্রাস, খুন, ধর্ষণ, চুরি-ডাকাতি ইত্যকার সামাজিক ব্যাধি উচ্ছেদ করে গণবিপ্লবের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন করা। অপরদিকে দারিদ্রের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সম্পদের সর্বোত্ত ও সঠিক ব্যবহার, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় শিল্পের বিকাশ এবং কৃষি বিপ্লবে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি দুসভিত্তিক সমাজব্যবস্থা উৎখাত করে ইসলামের যাকাত ও হালাল ব্যবসার নীতি বাস্তবায়নের মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা।
৮. অপশক্তি-অপসংস্কৃতি প্রতিরোধ: জাহেলী অপশক্তি ও অপসংস্কৃতির সয়লাব রোধ করে সুস্থ্য ধারার সৃজনশীল ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটানোর সক্রিয় প্রয়াস চালানো।
৯. অমুসলিম বা সংখ্যালঘুদের অধিকার: অমুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল, ইজ্জত-আবরুর নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতাসহ সকল নাগরিক অধিকারের নিশ্চয়তা বিধান।
১০. গণআন্দোলন: সমাজ ও রাষ্ট্রের অকল্যাণকামী ভোগবাদী ও খোদাদ্রোহী নেতৃত্বের অবসান ঘটিয়ে খোদাভীরু দেশপ্রেমিক যোগ্য লোকের নেতৃত্বে ইসলামী আদর্শভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনসাধারণকে অনুপ্রাণিত করে গণ-আন্দোলন গড়ে তোলা।

সাংগঠনিক কাঠামোঃ
ইসলামী আন্দোলন বাংলাশে-এর কেন্দ্রীয় কাঠামোতে রয়েছে ঃ
ক. একজন আমীর
খ. মজলিসে সাদারাত (প্রেসিডিয়াম)
গ. মজলিসে শুরা (পরামর্শ পরিষদ)
ঘ. মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ)
সাংগঠনিক স্তরঃ
আন্দোলনের সাথে সম্পৃক্ত লোকদের সাংগঠনিক মানে উন্নীত করার জন্য তিনটি স্তর রয়েছে: (ক) সদস্য (খ) কর্মী (গ) মুবাল্লিগ।
ক. সদস্য:
যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর লক্ষ্য-উদ্দেশ্যের সাতে একমত হয়ে সদস্য ফরম পূরণ এবং সাপ্তাহিক বৈঠকসহ বিভিন্ন সভা-সমাবেশে উপস্থিত থাকার চেষ্টা করবেন তিনি আন্দোলনের একজন সদস্য বলে গণ্য হবেন।
খ. কর্মী:
যে সদস্য নিম্মলিখিত ছয়টি কাজ নিয়মিত আঞ্জাম দিবেন তিনি আন্দোলনের কর্মী বলে গণ্য হবেন।
১. নিয়িমিত সাপ্তাহিক, মাসিক বৈঠক ও সভা-সমাবেশে যোগদান।
২. নির্ধারিত হারে নিয়মিত মাসিক এনায়ত (চাঁদা) প্রদান।
৩. নিয়মিত কুরআন-হাদীস, বুজুর্গানেদীনের কিতাব, ইসলামী সাহিত্য ও সাংগঠনিক সিলেবাসভুক্ত বই অধ্যয়ন করা।
৪. নির্ধারিত ফরমে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ।
৫. তিন ছবকের বাস্তবায়ন (ক. দীন কায়েমের নিয়তে প্রতিদিন দু’রাকাত নামাজ আদায় খ. সাধ্যানুযায়ী আল্লাহর রাস্তায় দান করা,
গ. মাসে কমপক্ষে ৪ জনকে দাওয়াতের মাধ্যমে আন্দোলনের সদস্য করা।)
গ. মুবাল্লিগ:
উপরোক্ত পাঁচটি কাজ অব্যাহত রেখে যে কর্মী নিুলিখিত পাঁচটি গুণ অর্জন করবেন তিনি আন্দোলনের সর্বোচ্চ স্তরের অধিকারী অর্থাৎ মুবাল্লিগ হবেন।
১. ইসলামী আদর্শ প্রতিষ্ঠার কাজকে জীবনের লক্ষ্য-উদ্দেশ্য বানানো অর্থাৎ সকল কাজের উপর আন্দোলনের কাজকে প্রাধান্য দান।
২. ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উন্নতির-জন্য সার্বক্ষণিক চিন্তা-ফিকির করবেন।
৩. উত্তরোত্তর ইলম-আমল, জান-মাল ও সময়ের কুরবানী বৃদ্ধির চেষ্টা চালাবেন।
৪. সকল প্রকার প্রলোভন ও ভয়কে পরিহার করে আন্দোলেনর জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন।
৫. দশটি মৌলিক দোষ: যথা- কাম, ক্রোধ, লোভ, হিংসা, মিথ্যা, কীনা, গীবত, কৃপনতা, রিয়া ও বড়াই বর্জন করা এবং দশটি মৌলিক গুণাবলী: যথা- ছবর, শোকর, ভক্তি একীন, ইলম, তওবা, খুলুছ ভয়, তাওয়াক্কুল ও মহব্বত অর্জন করা।

বাইতুল মালঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নীতিমালা অনুযায়ী সংগঠনের সর্বস্তরে বাইতুল মাল বা অর্থ তহবিল থাকবে। দায়িত্বশীল, সদস্য, কর্মী, মুবাল্লিগ, অধঃস্তন শাখাসমূহ, শুভাকাক্সক্ষী ও সহযোগি সংগঠনের নিয়মিত মাসিক এককালিন এয়ানত-ই (চাঁদা) এ আন্দোলনের আয়ের উৎস। প্রকাশ থাকে যে, নিরীক্ষা কমিটির মাধ্যমে আয়-ব্যয়ের সার্বিক হিসাব নিরীক্ষা করা হয়।

বৈশিষ্ট্যসমূহঃ
১. ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোন দলীয় রাজনীতি নয় বরং এটা দীন কায়েমের এক সর্বজনীন আন্দোলন যা সম্পূর্ণরূপে আল্লাহ ও রাসূল সা. নির্দেশিত এবং হযরত সাহাবায়ে কিরামের অনুসৃত পথে পরিচালিত।
২. হক্কানী ওলামা-পীর-মাশায়েখ ও দীনদার বুদ্ধিজীবীদের সমন্বিত নেতৃত্ব।
৩. পরামর্শের ভিত্তিতে (শুরা) সকল কার্যক্রম পরিচালিত হয়।
৪. দেশে বিরাজমান মতাদর্শগত (অর্থাৎ এদেশের মানুষ পুঁজিবাদী, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, চায় না ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র চায়) সংকট নিরসনকল্পে গণভোট (রেফারেন্ডাম) ও মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠার প্রবক্তা।
৫. রূহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস।
৬. অপশক্তি (ঊারষভড়ৎপব), অপসংস্কৃতি (উবাবষরংয ঈঁষঃঁৎব) ও সকল প্রকার জুলুম-নির্যাতন প্রতিরোধে সোচ্চার কণ্ঠ।
৭. আদর্শ মানুষ গড়ার এক অনন্য সংগঠন।
৮. প্রচলিত ধারার রাজনীতি নয় বরং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের দায়িত্ব পালনে একটি ঐক্যপ্রয়াসী শক্তি।
৯. ইসলামীবিরোধী নারী নেতৃত্বসহ সকর বাতিলের বিরুদ্ধে আপোষহীন অবস্থান।
১০. এই আন্দোলনের বিপ্লবী শ্লোগান-
“শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”
অতএব, দলমত নির্বিশেষে সকলের কাছে উদাত্ত আহ্বান, আসুন দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের মাধ্যমে ঈমানী দায়িত্ব পালন করি এবং বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ কল্যাণরাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক আন্দোলনে অংশগ্রহণ করে উভয় জাহানের কামিয়াবী অর্জন করি।

কর্মী /মুবাল্লিগদের দৈনন্দিন আমলঃ
১. পাঁচ ওয়াক্ত নামাজ জামায়েতে আদায় ও তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা।
২. প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পর কিছু সময় জিকির, অযিফা, তেলাওয়াতে কুরআনসহ নফল ইবাদতের চেষ্টা করা।
৩. নিয়মিত কুরআন-হাদীস, মাসয়ালা-মাসায়েল,আল্লাহর অলীদের কিতাব, আন্দোলনের বই পুস্তক ও পত্র-পত্রিকা পড়ার অভ্যাস করা।
৪. সাধ্য মোতাবেক চলতে-ফিরতে , ওঠতে-বসতে সর্বদা জিকরুল্লাহ ও দরুদ শরীফ জারী রাখা।
৫. দৈনিক সাধ্যানুযায়ী আন্দোলনের দাওয়াত দেয়া।
৬. দীন কায়েমের নিয়তে প্রতিদিন দু’রাকাত নামায (সালাতুল হাজত) আদায় করা।
৭. আল্লাহর পথে পরিমানে কম হলেও নিয়মিত দান করা ও জান-মাল কুরবানীর জন্য আল্লাহর দরবারে তাওফীক কামনা করা।
৮. প্রতিদিনের পারস্পরিক লেনদেন পরিস্কার রাখা এবং আচার-আচরণ সুন্দর হওয়ার দিকে লক্ষ্য রাখা।
৯. প্রত্যহ কারো কোন উপকার করা।
১০. হালাল উপার্জন ও হারাম থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করা।
১১. অর্পিত দায়িত্ব যথাযথভাবে আদায়ের চেষ্টা করা।
১২. রাতে ঘুমানোর পূর্বে সমস্ত দিনের কাজকর্মের এহতেসাব (আত্মসমালোচনা করে ভুল-ত্র“টির জন্য আল্লাহর দরবারে এস্তেগফার ও ভাল কাজের জন্য শুকরিয়া আদায় করা।
১৩. ঘুমানোর সময় অজু রেখে সুরায়ে ফাতেহা ও সুরায়ে এখলাসসহ দোয়া-দরুদ পড়ার অভ্যাস করা।
আল্লাহ্ আমাদের সকলকে দ্বীন কায়েমের পথে শহীদ অথবা গাজী হিসেবে কবুল করুন-আমীন।

আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আন...
22/11/2023

আমিরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চরমোনাই অগ্রহায়ণের মাহফিল শুরু হল।

প্রাণের চরমোনাই ময়দানসকলের কাছে দোয়া চাই
22/11/2023

প্রাণের চরমোনাই ময়দান
সকলের কাছে দোয়া চাই

21/11/2023

ঐতিহাসিক চরমোনাই'র অগ্রহায়ণ মাহফিলে কে কে যাচ্ছেন ?

18/11/2023

এবছর চরমোনাই অগ্রহায়ণের মাহফিল পূর্ব নির্ধারিত ২২,২৩,২৪ নভেম্বর তারিখেই অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

16/11/2023
দলে দলে যোগদিন সফল করুন।
15/11/2023

দলে দলে যোগদিন সফল করুন।

বেরিগেড ভাঙার চেষ্টা!
15/11/2023

বেরিগেড ভাঙার চেষ্টা!

15/11/2023

অতি গুরুত্বপূর্ণ কাজ গুলো সাধারনত রাতেই সংগঠিত হয়!

একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল। ১৫ নভেম্বর ২৩' রোজ বুধবার বিকেল ৩টা জমায়েত: বাইতুল মোকারর...
15/11/2023

একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল।

১৫ নভেম্বর ২৩' রোজ বুধবার বিকেল ৩টা
জমায়েত: বাইতুল মোকাররম উত্তর গেইট।

আজ ১৫ তারিখ রাতে সিরাজগঞ্জ থেকে কোন কোন এলাকার গাড়ী ছাড়বে রসূলপুর মাহফিলে
15/11/2023

আজ ১৫ তারিখ রাতে সিরাজগঞ্জ থেকে কোন কোন এলাকার গাড়ী ছাড়বে রসূলপুর মাহফিলে

14/11/2023

তফসিল ঘোষণা নিয়ে কাল বৈঠকে বসবে ইসি।
সম্মানিত আমীরের ঘোষণা মনে আছে তো সবার??

তিনি একজন পীরতিনি একজন শায়খুল হাদীস তিনি একজন রাহবর তিনি একজন যোগ্য নেতাতিনি একজন যোগ্য পিতার যোগ্য সন্তান তিনি একজন নায়...
14/11/2023

তিনি একজন পীর
তিনি একজন শায়খুল হাদীস
তিনি একজন রাহবর
তিনি একজন যোগ্য নেতা
তিনি একজন যোগ্য পিতার যোগ্য সন্তান
তিনি একজন নায়েবে আমির
তিনি একজন বাংলার জিন্দা শাহজালাল
তিনি একজন বাতিলের ঘুম হারাম কারি
তিনি একজন গরীব দুঃখীর মজলুম জননেতা

হ্যাঁ তিনি আমার প্রিয় শায়েখ সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হাফিঃ

ইয়া আল্লাহ আপনি আমার শায়েখ কে জালেমের জুলুম ও দুষমনের দুষমনি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিয়েন,,
আসমানী জামিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন গো আল্লাহ্... দীর্ঘ নেক হায়াত দান করিয়েন আল্লাহ্.. 🤲🤲🤲🤲🤲

🌺 আমার শায়েখ এর ভিতর সবকিছু আছে🌺
🌺🌺 আলহামদুলিল্লাহ 🌺
🌿🌺 🌺🌺🌺🌿

ইনশাআল্লাহ
14/11/2023

ইনশাআল্লাহ

দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি সমূহ -১. নির্ব...
13/11/2023

দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি সমূহ -

১. নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে।

২. তফসিল ঘোষণার পরের দিন সারাদেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।

৩. আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচীর প্রতি পূর্ণ সমর্থন।

৪. জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণকে নিয়ে আগামী ২০ শে নভেম্বর’২৩ সোমবার ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

11/11/2023

⭕ গুরুত্বপূর্ণ কিছু নাসিহা্ 👇👇👇

👉তিনটি কাজে বিলম্ব করিও না
🔳১. নামাজের ওয়াক্ত হলে।
🔳২. মেয়ে-ছেলে বিয়ের উপযুক্ত হলে।
🔳৩. লাশ এর জানাযা হয়ে গেলে।

তিনটি জিনিস একবার আসে
🔳১. মাতা-পিতা।
🔳২. সৌন্দর্য্য।
🔳৩. যৌবন।

👉তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে
🔳১. সু-সন্তান।
🔳২. সদকা।
🔳৩. ইসলাম।

👉তিনটি জিনিস সম্মান নষ্ট করে
🔳১. চুরি করা।
🔳২. মিথ্যা কথা বলা।
🔳৩. চোগোলখুরি করা।

👉তিনটি জিনিস চিন্তায় রাখে
🔳১. হিংসা।
🔳২. অভাব।
🔳৩. সন্দেহ।

👉তিনটি জিনিসকে সব সময় মনে রেখো
🔳১. উপদেশ।
🔳২. উপকার।
🔳৩. মৃত্যু।

👉তিনটি জিনিস অভ্যাস করো
🔳১. নামাজ পড়া।
🔳২. সত্য বলা।
🔳৩. হালাল রিযিক।

👉তিনটি জিনিস থেকে দূরে থাকো
🔳১. মিথ্যা।
🔳২. অহংকার।
🔳৩. অভিশাপ।

👉তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো
🔳১. কলম।
🔳২. কসম।
🔳৩. কদম।

👉তিনটি জিনিসে ধ্বংস হয়ে যায়
🔳১. লোভ।
🔳২. হিংসা।
🔳৩. অহংকার।

আল্লাহ আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তাওফীক দান করুন!
আমিন।🤲🤲

09/11/2023

আগামী ১১ই নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে ইনশাআল্লাহ,✊

শায়খে চরমোনাই’র মুখনিঃসৃত থেকে ম্যাসেজ! দাবি আদায়ের লড়াই |মুহতারাম নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরম...
06/11/2023

শায়খে চরমোনাই’র মুখনিঃসৃত থেকে ম্যাসেজ!

দাবি আদায়ের লড়াই |
মুহতারাম নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই [হাফিঃ]

সেকাল-একাল,,,,
05/11/2023

সেকাল-একাল,,,,

আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছে।
04/11/2023

আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছে।

চিত্র-১: ভোট ও ভাতের লড়াই,সোহরাওয়ার্দী,শেখ মুজিব৩০ লক্ষ প্রাণচিত্র -২: ভোট ও ভাতের লড়াইসোহরাওয়ার্দী চরমোনাই পীর_______।খ...
04/11/2023

চিত্র-১: ভোট ও ভাতের লড়াই,
সোহরাওয়ার্দী,শেখ মুজিব
৩০ লক্ষ প্রাণ

চিত্র -২:
ভোট ও ভাতের লড়াই
সোহরাওয়ার্দী
চরমোনাই পীর
_______।

খালি ঘর পূরণ হলেই হিসাব মিলে যাবে।
তবে চরমোনাই পীর ও তার দল ইসলামী আন্দোলন সংঘাত আর রক্তপাত চায়না। তারা দেশ ও দেশের মানুষের জীবনকে ভালোবাসে। তাই হয়ত বারবার আল্টিমেটাম দিয়ে যাচ্ছে।
আওয়ামীলীগ সরকার যদি দেশ ও দেশের মানুষের জীবনকে সত্যি ভালোবেসে থাকে তাহলে শীঘ্রই চরমোনাই পীরের দাবিগুলো মেনে নেওয়া উচিত।

03/11/2023

মহাসমাবেশের ড্রোন ফুটেজ (আংশিক)
সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে আপলোড করবো ইনশাআল্লাহ।

03/11/2023
জনতার ঢল নেমেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশে।
03/11/2023

জনতার ঢল নেমেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশে।

03/11/2023

মুফতী রেজাউল করীম আবরার সাহেবের মাত্র ২ মিনিটের ময়দান গরম করা বক্তব্য।
লাইভ করার অচ্ছা থাকলেও নেটওয়ার্ক প্রবলেমের কারণে সেটা সম্ভব হয়নি।

বরিশাল থেকে এক হিন্দু ভাই মহাসমাবেশে এসেছেন।আল্লাহ ইসলামের জন্য কবুল করুন।
03/11/2023

বরিশাল থেকে এক হিন্দু ভাই মহাসমাবেশে এসেছেন।আল্লাহ ইসলামের জন্য কবুল করুন।

03/11/2023

সকাল ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা!

ইসলামী আন্দোলনের আজকের মহা সমাবেশ সফল হোক।

03/11/2023

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে বিশাল বড় বড় মিছিলের পদধ্বনিতে প্রকম্পিত হচ্ছে।

03/11/2023

ফেনী জেলা থেকে এক বিশাল মিছিল নিয়ে মহাসমাবেশ প্রাঙ্গণে উপস্থিত হতে যাচ্ছেন সংগ্রামী ভাইয়েরা।

02/11/2023

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে
মহাসমাবেশের ষ্টেইজের হৃদয়
নিংড়ানো মোনাজাত করেন
শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ষ্টেইজের কাজের তদারকি করেন শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ।
02/11/2023

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ষ্টেইজের কাজের তদারকি করেন শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ।

02/11/2023

হায় আল্লাহ সমাবেশের উদ্দেশ্য যারা যেখান থেকে রওয়ানা দিয়েছেন সবাইকে সহিসালামতে পৌঁছাবার তৌফিক দান করুন

02/11/2023

রাজনৈতিক ক্ষেত্রে জামায়াত হচ্ছে দানব
তাই মানব আওয়ামিলীগ রাজনীতির ময়দানে দানব জামায়াত কে ভয় পাচ্ছে 🤗

02/11/2023

প্রিয় সংগঠন 'ইসলামি আন্দোলন বাংলাদেশ'র আগামীকালের ঐতিহাসিক মহাসম্মেলন

সফল হোক!

02/11/2023

৩ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসাবেশ উপলক্ষে প্রেস ব্রিফিং থেকে সরাসরি

নহে সমাপ্ত কর্ম মোদের , অবসরে কোথা বিশ্রামেরউজ্জল হয়ে ফোটেনি আজও , সুধিমল জ্যেতি তাওহীদের !!
01/11/2023

নহে সমাপ্ত কর্ম মোদের , অবসরে কোথা বিশ্রামের

উজ্জল হয়ে ফোটেনি আজও , সুধিমল জ্যেতি তাওহীদের !!

স্লোগানে স্লোগানে যোগদিন, সফল করুন।
31/10/2023

স্লোগানে স্লোগানে যোগদিন, সফল করুন।

মুফতি ফয়জুল করিম  পীর সাহেব চরমোনাই।❤️
31/10/2023

মুফতি ফয়জুল করিম
পীর সাহেব চরমোনাই।❤️

Address

তাড়াশ সিরাজগঞ্জ
Sirajganj
6780

Alerts

Be the first to know and let us send you an email when Siraji Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Siraji Tv:

Videos

Share



You may also like