Shohag

Shohag ঔ ব্যক্তির কথার চাইতে উওম কথা আর কাহার হইতে পারে,যে মানুষকে আল্লাহর দিকে ডাকে।
( হামীম সাজদাহঃ৩৩)

• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful                                                                                 ...
05/06/2024

• Today's the best Photo 🌿🥰
•🔴 Beautiful


















































Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚

নিজামুদ্দিন আউলিয়া!সুলতান-উল-মাশায়েখ, মেহবুব-এ-ইলাহি, শেখ খাজা সৈয়দ মুহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া (১২৩৮ — ৩ এপ্রিল ১৩২...
01/06/2024

নিজামুদ্দিন আউলিয়া!
সুলতান-উল-মাশায়েখ, মেহবুব-এ-ইলাহি, শেখ খাজা সৈয়দ মুহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া (১২৩৮ — ৩ এপ্রিল ১৩২৫) (উর্দু: حضرت شیخ خواجہ سیّد محمد نظام الدّین اولیاء‎‎), নিজামুদ্দিন নামেও পরিচিত, হলেন ভারতীয় উপমহাদেশে চিশতিয়া তরিকার একজন প্রখ্যাত সূফি সাধক। ভারতে চিশতিয়া তরিকার অন্যতম মহান সূফি সাধকদের মধ্যে তিনি একজন।[২] তার মূল ফরিদ উদ্দিন গঞ্জেশকার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী হয়ে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে মিলিত হয়। এই অনুযায়ী তারা চিশতিয়া তরিকা মৌলিক আধ্যাত্মিক ধারাবহিকতা বা সিলসিলা তৈরী করেছেন, যা ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে প্রচলিত। নিজামুদ্দিন আউলিয়া, তার পূর্বসূরীদের ন্যায়, প্রেম বা ইশককে স্রষ্টা বা আল্লাহ প্রাপ্তির পন্থা বা পথ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে স্রষ্টার প্রতি ভালবাসা মানবতার প্রতি ভালবাসার জন্ম দেয়। জিয়াউদ্দির বারানি নামে চৌদ্দ শতকের একজন ঐতিহাসিক দাবি করেন যে, দিল্লির মুসলমানদের উপর তার প্রভাব এমন ছিল যে পার্থিব ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য ভাবে পরিবর্তিত হয়। মানুষ আধ্যাত্মিকতা এবং ইবাদতের প্রতি মনোযোগী এবং দুনিয়াবী চিন্তা থেকে পৃথক হয়ে পড়ে।[৩]

মুহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া

ব্যক্তিগত তথ্য
জন্ম
১২৩৮ খ্রিস্টাব্দ/ ৬৩৫ হিজরি
বদায়ুন, দিল্লি সালতানাত
মৃত্যু
৩ এপ্রিল ১৩২৫ খ্রিস্টাব্দ / ১৮ রবিউস সানি ৭২৫ হিজরি (বয়স ৮৬-৮৭)
দিল্লি, দিল্লি সালতানাত
সমাধিস্থল
নিজামউদ্দিন দরগাহ
ধর্ম
ইসলাম
আখ্যা
সুন্নি
ব্যবহারশাস্ত্র
হানাফি
ধর্মীয় মতবিশ্বাস
মাতুরিদি[১]
ক্রম
চিশতিয়া তরিকা
মুসলিম নেতা
ভিত্তিক
দিল্লি
কাজের মেয়াদ
তেরো শতকের শেষের দিকে এবং চৌদ্দ শতকের শুরুর দিকে
পূর্বসূরী
ফরিদউদ্দিন গঞ্জেশকার
উত্তরসূরী
নাসিরুদ্দিন চিরাঘ দেহলভী, আমীর খসরু, সৈয়দ জালালুদ্দীন হোসেন বুখারী ওরফে উচ শরীফের মখদুম জাহানিয়ান জাহাঙ্গশত, আখি সিরাজ আইনায়ে হিন্দ, বুরহানউদ্দিন গরীব প্রমুখ

https://r.honeygain.me/MDSHO7908E
26/11/2023

https://r.honeygain.me/MDSHO7908E

Need some extra cash? Take full advantage of your Internet — share your Internet connection and make money effortlessly with Honeygain!

17/11/2023

সূরা আর-রহমান।।Surah Ar-Rahman মন শীতল করা তেলওয়াত🤲📖🤲

Send a message to learn more

13/11/2023

আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের ইমারতের পক্ষে পুরো হিন্দুস্থানের উলামায়ে কেরাম, পাকিস্থানের শীর্ষ উলামায়েকেরাম,মালশিয়া , ইন্দোনেশিয়া ,আফগানিস্থান, নেপাল ,শ্রীলংকা,থাইলেন্ড,সহ সারা পৃথিবীর সময় লাগানো উলামায়ে কেরাম। আরব শায়েখরাতো ইমারত ছাড়া অন্য কিছু সমর্থন করেই না,হযরতজী মাওলানা সাদ সাহেব দাঃবাঃ কে সবচেয়ে বেশী সার্পোট দেনেওলা হযরতদের মধ্যে উল্লেখ মাত্র কয়েক জনের নাম দেয়া হইল।

১. মাওলানা আরশাদ মাদানী সাহবে
২.মাওলানা সাজ্জাদ নোমানি সাহেব
৩.মাওলানা আবুল হাসান নদবী রহঃ (কিছু দিন আগে ইন্তেকাল করেছেন)
৪.পীরেকামেল হযরত মাওলানা জুলফিকার সাহেব
৫.মাওলানা মাহমুদ মাদানী সাহেব
৬.মাওলানা কালিম ছিদ্দিকী সাহেব
৭.মাওলানা খুরশিদ সাহেব।
৮.মাওলানা সালমান
৯.মাওলানা খালিদ নদবী সাহেব
১০.মূফতী আসাদ উল্লাহ সাহেব
১১.মূফতী নাঈম সাহেব রহঃ পাকিস্থান
১২. মুফতী ত্বকী উসমানি সাহেব পাকিস্থান
১২.মাওলানা ইলিয়াছ গুমান সাহেব পাকিস্তান
১২.মাওলানা তারিক মাসুদ সাহেব পাকিস্তান
১৩.মাওলানা মন্জুর নোমানি সাহেব ( উনি শুরাওলাদের সাথে ও ভাল সম্পর্ক রাখে )
১৪.মাওলানা আঃ সাত্তার সাহেব( তাবলীগের প্রবীন মুরুব্বী)
১৫.মাওলানা শামীম সাহেব(তাবলীগের প্রবীন মুরুব্বী)
১৬.মাওলানা আঃ করিম বক্স রহঃ পাকিস্থান
১৭. মাওলানা ইউসুফ মুতায়ালা (লন্ডন)
১৮.আল্লামা ফরিদ উদ্দিন মাউসুদ সাহেব (বাংলাদেশ)
১৯.মূফতী ইজহার সাহেব(বাংলদেশ)
২০.মূফতি আতাউর রহমান সাহেব রহঃ
২১. মাওলানা আব্দুর রহমান প্যাটেল সাহেব আমেরিকা(হাফেজ প্যাটেল সাহেব রহঃ সাহেবজাদা)
২২.মূফতী মুনীর আখন্দ সাহেব ( গ্র্যান্ড মূফতী আমেরিকা)
২২.মূফতী রিজওয়ান সাহেব আমেরিকা
২৩.মাওলানা জামশেদ সাহেব,
২৪.মাওলানা শামীম আজমি,
২৫.মাওলানা চেরাগ উদ্দীন,
২৬.মুফতি শাহজাদ কাসেমি,
২৭.মাওলানা ওরম মেওয়াতী,
২৮.মাওলানা রিয়াসাত আলি বিজনুরি,
২৯.মুফতী জহির সাহেব,
৩০. মূফতী ফারুক সাহেব
৩১বিখ্যাত আলেম মুফতী আব্দুল ওয়াহাব সাহেব যিনি হায়দারাবাদের শায়খুল হাদীস ও নিজামুদ্দিনের তাকাযা পুরনকারী।
৩২.শ্রীলংকা জমিয়তে উলামার সভাপতি,ও শ্রীলংকার তাবলূগের শূরা মুফতী রিজভী মুহাম্মদ, আন্তর্জাতিক সফরে বিশ্ব আমীরের ছায়া সঙ্গী ও তরজুমান।

হযরতজীর তিন ছাহেবজাদা
৩৩.মাওলানা ইউসুফ বিন সা'দ কান্ধলভী, ৩৪.মাওলানা সাঈদ বিন সা'দ কান্ধলভী,
৩৫.মুফতী ইলিয়াস বিন সা'দ কান্ধলভী।

৩৬.মাওলানা উবায়দুল্লাহ বোয়ালভী রহ. এর সাহেবজাদা শায়খুল হাদীস মাওলানা আব্দুল আজীম সাহেব, যিনি সাহরানপুর মাদরাসার মোহাদ্দিস, এছাড়া তিনি সাহরানপুরের অধিনে পরিচালিত সকল মাদরাসার নাজেম, বিখ্যাত উসুলে হাদীসের কিতাব মুসতালাহাত সহ বহু কিতাব তিনি লিখেছেন।
৩৭.মাওলানা হুসাম উদ্দীন কাসেমী যিনি তাবলীগ সংশ্লিষ্ট অনেক কিতাবের লেখক।
৩৮.হযরতজীর উপর সকল আপত্তির জবাবদানকারী হায়দারাবাদ মাদরাসার মুহতামিম মুফতী মুতিউর রহমান মাযহারী।

৩৯.মুফতী জহির বারাবাংকী হাতুরা মাদরাসার মুহাদ্দিস ও অনেক বড় মাপের ইলমি ব্যাক্তিত্ব।,
৪০.মাওলানা আশরাফ আজমী, আজমগর মাদরাসার মুহতামিম, ভারতের ইসলামিক স্কুল বোর্ডের পরিচালক।

৪১.মুফতী ইফতেখারুল হাসান নদভী লখনৌর বিখ্যাত দেওড়িয়া মাদরাসার মুহতামিম।
৪২.মুফতী শোয়াইব, দারুল উলুম দেওবন্দের দীর্ঘ দিনের মুঈনে মুফতী,
৪৩.মুফতী কমর নাসিম দারুল উলুম পাঠনার মুহতামিম, ২৩.শায়খুল হাদীস মুফতী রিয়াসত, শিকারপুর মাদরাসার শায়খুল হাদীস,
৪৪.শায়খুল হাদীস মাওলানা ফরিদ আহমদ কাসেমী (বাবা ফরীদ), শায়খুল হাদীস দারুল উলুম ওয়াকফ দেওবন্দ, দেওবন্দের ইফতার দীর্ঘ দিনেী উস্তাদ।
৪৫.দেওবন্দের মাদরাসায়ে উম্মে মাকতুবের মুহতামিম মুফতী ফুরকান মহারাষ্ট্রী, যিনি ফতোয়ায়ে হিন্দিয়া, ও ফতোয়ায়ে দারুল উলুম (দেওবন্দের শত বছরের ফতোয়াগ্রন্থ) এর সর্ব বৃহৎ ঠিকা ও ব্যাখ্যাকার।
৪৬.মাওলানা আব্দুল আজীজ দিল্লী জামিয়া মিল্লায়ার শায়খুল হাদীস।
৪৭.মুফতী ইব্রাহিম বুলন্দশহরী যিনি ২২খন্ডে ফতোয়ায়ে নাওয়াজেলের ব্যাখ্যাগ্রন্থকার।
৪৮.শায়খুল হাদীস আব্দুর রশীদ হাফি, মাও উবায়দুল্লাহ রহ এর সন্তান।
৪৯.আসামের মাওলানা মনজুর আহমদ কাসেমী,
৫০.দারুল উলুম দেওবন্দের সাবেক নাজিমে দারুল ইফতা মাওলানা আসাদ উল্লাহ সুলতানপুরী, বর্তমানে মাদরাসায়ে কাশিফুল উলুমের নাজেম।
৫১.নদওয়াতুল উলামার সুনামধন্য উস্তাদ মুফতী মাহবুব নদভী
৫২.মাওলানা তালহা সাহেব রহঃ (ইখতেলাফের পর ইন্তেকাল করেছেন)
৫২.ওস্তাদ ইবিট লিও ( বিশিষ্ট দ্বাঈ মালয়শিয়া)

আল্লাহ পাক আমাদের হক্ক বুঝে আমল করার তৌফিক দান করেন,আমিন।

13/11/2023

উগান্ডায় ৩২ টি গোত্রের একসাথে ইসলাম গ্রহণ ।

তাবলীগ জামাতের দাওয়াতের এই মোবারক মেহনতের বরকতে আফ্রিকার উগাণ্ডায় ৩২টি গোত্র এক সাথে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মসলমান হওয়ার সেই ঐতিহাসিক মুহূর্ত,
সেই মোবারক জামাতটি ছিল বিশ্ব মারকাজ নিজামুদ্দিন দিল্লি থেকে সরাসরি হযরতজী মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম এর মুসাফা কৃত জামাতের রোখ ।

31/10/2023

আটকিয়ে রাখা পুলিশদের উদ্ধারে এগিয়ে যাচ্ছে বিজিবি।

31/10/2023

সড়ক অবরোধ নারায়ণগঞ্জ
সংঘর্ষ ব্যাপক.........

24/10/2023

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
ফিলিস্তিনের মোনাফেক
মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করতে
রামাল্লা শহরে পৌঁছেছেন।

খবর পেয়ে ফিলিস্তিনি যুবকরা
প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে
রাস্তা অবরোধ করে।
& ম্যাক্রোঁর ছবি পোড়াচ্ছে।

• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful
30/03/2023

• Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful






























"লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ"
29/03/2023

"লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ"

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Shohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shohag:

Videos

Share



You may also like