ৎ খণ্ড-ত

ৎ খণ্ড-ত আহমেদ তানভীর সম্পাদিত সাহিত্যপত্রিক?

09/04/2024
আমাদের সঙ্গে থাকবার জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
07/03/2022

আমাদের সঙ্গে থাকবার জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

21/02/2022
'ৎ' (খণ্ড-ত) পঞ্চদশ সংখ্যার মডেল হয়েছেন কবি আলমগীর নিষাদ। সম্মানী হিসেবে গ্রহণ করেছেন শুধুই ভালোবাসা।
15/02/2022

'ৎ' (খণ্ড-ত) পঞ্চদশ সংখ্যার মডেল হয়েছেন কবি আলমগীর নিষাদ। সম্মানী হিসেবে গ্রহণ করেছেন শুধুই ভালোবাসা।

আজ (১২ ফেব্রুয়ারি ২০২২) বুকিং হলো তৃতীয় লটের সব কপি।প্রস্তুত হচ্ছে চতুর্থ লট।ফুরিয়ে যাবার আগে আপনার কপিটি সংগ্রহ করুন।ধন...
12/02/2022

আজ (১২ ফেব্রুয়ারি ২০২২) বুকিং হলো তৃতীয় লটের সব কপি।
প্রস্তুত হচ্ছে চতুর্থ লট।

ফুরিয়ে যাবার আগে আপনার কপিটি সংগ্রহ করুন।

ধন্যবাদান্তে,
আহমেদ তানভীর
সম্পাদক ও প্রকাশক
সাহিত্যপত্রিকা ‘ৎ’ (খণ্ড-ত)
০১ ৭১৭ ৪০৪ ৭১৭

12/02/2022
১৩টি গল্প, ৩৩টি কবিতার পাশাপাশি প্রবন্ধ-নিবন্ধ, আঞ্চলিক ভাষার সাহিত্য, ঐতিহ্য, সাক্ষাৎকার, স্মৃতিচারণ, ভ্রমণগদ্য, মুক্তগ...
07/02/2022

১৩টি গল্প, ৩৩টি কবিতার পাশাপাশি প্রবন্ধ-নিবন্ধ, আঞ্চলিক ভাষার সাহিত্য, ঐতিহ্য, সাক্ষাৎকার, স্মৃতিচারণ, ভ্রমণগদ্য, মুক্তগদ্য, গ্রন্থালোচনা নিয়ে ১৮৪ পৃষ্ঠার বিশেষ আয়োজন রয়েছে সাহিত্যপত্রিকা ‘ৎ’ (খণ্ড-ত) এর চলতি সংখ্যায়।
ফুরিয়ে যাবার আগেই আপনার কপিটি সংগ্রহ করুন।
বিস্তারিত জানতে ইনবক্সে আওয়াজ দিন।

ধন্যবাদান্তে,
আহমেদ তানভীর
সম্পাদক ও প্রকাশক
ৎ খণ্ড-ত

হালের হট টপিক 'লুঙ্গি' নিয়ে নানাভাবে কথা বলছেন নানাজন।তবে যে যাই বলুক- আমাদের যাপিত জীবন এবং জাতীয় জীবনে এ বস্ত্রটি অনিব...
30/01/2022

হালের হট টপিক 'লুঙ্গি' নিয়ে নানাভাবে কথা বলছেন নানাজন।
তবে যে যাই বলুক- আমাদের যাপিত জীবন এবং জাতীয় জীবনে এ বস্ত্রটি অনিবার্য।
আহমেদ তানভীর সম্পাদিত 'ৎ' (খণ্ড-ত) পত্রিকার পঞ্চদশ সংখ্যায় এ বিষয়ে চমৎকার লিখেছেন জমাতুল ইসলাম পরাগ। পাঠের অনুরোধসহ মতামত প্রত্যাশা করছি।

বর্ধিত কলেবরে পঞ্চম বর্ষপূর্তি সংখ্যা
19/01/2022

বর্ধিত কলেবরে পঞ্চম বর্ষপূর্তি সংখ্যা

08/01/2022
05/01/2022
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ব্যাহত হয়েছিল 'ৎ' (খণ্ড-ত) পত্রিকার নিয়মিত প্রকাশনা।দীর্ঘ বিরতির পর এবার বর্ধিত কলেবরে আ...
04/01/2022

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ব্যাহত হয়েছিল 'ৎ' (খণ্ড-ত) পত্রিকার নিয়মিত প্রকাশনা।
দীর্ঘ বিরতির পর এবার বর্ধিত কলেবরে আসছে পঞ্চদশ সংখ্যা।
সম্পাদক : আহমেদ তানভীর
সিরাজগঞ্জ, বাংলাদেশ।

05/05/2021

যদি জেনির সঙ্গে কার্ল মার্কসের বিচ্ছেদ ঘটতো কিংবা জেনি শুরুতেই মারা যেত তবে পৃথিবীর বর্তমান রূপ এমন হতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।

কার্ল মার্কসের জন্ম হয়েছিলো মূলত কবি হিশেবে। প্রথম যৌবনে, খুব সম্ভবত ১৮/১৯ বছর বয়সে তিনি জেনির প্রেমে পড়েন। আর তার জন্যে প্রেমে থর থর কবিতা লিখেন একের পর এক। কী আবেগ ঘন সেইসব কবিতা! তার সকল গান, প্রেম, প্রাণ, পৃথিবী সবই জেনির পায়ে সমর্পণ করছেন।

আমি দর্শন ও বিজ্ঞানকে পরস্পরের রক্ষাকবচ আর আরোহনের সিঁড়ি মনে করি। কাল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণা মূলত হেগেলের দ্বন্দ্বমূলক ভাববাদের ধারণা থেকে এসেছে। অরিজিন অব স্পিসিস তাকে ব্যঞ্জন সরবরাহ করেছে।

যাইহোক, জেনিকে না পেলে কার্ল মার্কস হয়ত কবিই হতেন শেষপর্যন্ত। কিংবা, আত্মহত্যা করতেন বা পাগল হয়ে যেতেন। পৃথিবীতে তখন হয়ত সমাজতন্ত্রের কোনো ধারণা তৈরি হতো না। মানুষের মধ্যে শ্রেণিচেতনাও ওই অর্থে তৈরি হতো না। ভাববাদের বিকাশ হয়ে আসমানে উঠে যেত হয়ত। পুঁজিবাদের আরো নানা স্তর তৈরি হতো। জানি না কী হতো। তবে পৃথিবী তো একটা খেলার জায়গা। খেলায় বৈচিত্র্য আসতো নিশ্চয়ই।

কবি ও প্রেমিক কাল মার্কসের জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন, কবি।

অল্প কথায় গল্প হবে, নানা রকম কাব্য হবে, হবে আরো ভাবনাগুলোর বিনিময়।আগামী ২৯ এপ্রিল ২০২১ (বৃহস্পতিবার) রাতে (বাংলাদেশ সময় ...
27/04/2021

অল্প কথায় গল্প হবে, নানা রকম কাব্য হবে, হবে আরো ভাবনাগুলোর বিনিময়।
আগামী ২৯ এপ্রিল ২০২১ (বৃহস্পতিবার) রাতে (বাংলাদেশ সময় ৯:৩০ টা এবং ভারত সময় ৯:০০ টা) সরাসরি থাকবো ‘কান পেতে রই’ শীর্ষক শ্রুতি-আড্ডা নিয়ে আহমেদ তানভীর পেইজ থেকে।

উক্ত শ্রুতি-আড্ডায় আন্তরিকভাবে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

বিনীত,
আহমেদ তানভীর
কথাসারথি, ‘কান পেতে রই’

23/04/2021

Shankha Ghosh (born 5 February 1932) is an Indian poet and critic. Ghosh got his undergraduate degree in Arts in Bengali langu...

19/02/2020

সাহিত্যপত্রিকা ‘ৎ’ (খণ্ড-ত) এর পঞ্চদশ সংখ্যার জন্যে লেখা পাঠান ১০ মার্চ ২০২০ তারিখের মধ্যে [email protected] এই ঠিকানায়।

* সাহিত্যমানসম্পন্ন যেকোনো লেখা পাঠানো যাবে।
* কোনো শব্দসীমা নেই।
* লেখা বিজয় ফন্টে/ইউনিকোডে পাঠাবেন।
* ইমেজ/পিডিএফ আকারে লেখা পাঠাবেন না।
* বাংলাদেশের বাইরে থেকে অবশ্যই ‘ইউনিকোডে’ লেখা পাঠাবেন।
* লেখার সঙ্গে অতি অবশ্যই পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করবেন।
* লেখা নির্বাচন/প্রকাশের বিষয়ে ৎ খণ্ড-ত সম্পাদনা বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত।

- আহমেদ তানভীর
সম্পাদক, ‘ৎ’ (খণ্ড-ত)

সাহিত্যকাগজ ‘ৎ’ (খণ্ড-ত) এখন অনলাইনে অর্ডার করে পাওয়া যাচ্ছে।ভিজিট করুন ৎ খণ্ড-ত-এর ফেসবুক পেইজ।
08/02/2020

সাহিত্যকাগজ ‘ৎ’ (খণ্ড-ত) এখন অনলাইনে অর্ডার করে পাওয়া যাচ্ছে।
ভিজিট করুন ৎ খণ্ড-ত-এর ফেসবুক পেইজ।

07/02/2020

Address

G. M. Hilaly Road
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when ৎ খণ্ড-ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ৎ খণ্ড-ত:

Share

Category