বিপাশা ইসলাম

বিপাশা ইসলাম আমি বিপাশা, আমি খুবই সাধারণ একজন।
মেসেঞ্জারে কল দিয়ে নিজের খারাপ চরিত্রের প্রমাণ দিবেন না।
(1)

সম্পর্ক যদি স্মার্টফোনের ব্যাটারি হয়ইগো তবে ব্রাইটনেস।ব্রাইটনেস যত বাড়িয়ে রাখবেন,ব্যাটারি তত তাড়াতাড়ি ফুড়িয়ে যাবে।
13/12/2024

সম্পর্ক যদি স্মার্টফোনের ব্যাটারি হয়
ইগো তবে ব্রাইটনেস।

ব্রাইটনেস যত বাড়িয়ে রাখবেন,
ব্যাটারি তত তাড়াতাড়ি ফুড়িয়ে যাবে।

আমি আমার চারপাশে সবসময় কেবল আমার বাবাকেই মিস করি😔😔❤️❤️
29/11/2024

আমি আমার চারপাশে সবসময় কেবল আমার বাবাকেই মিস করি😔😔❤️❤️

দুঃখ হজম করতে শিখুন,যেখানে দুঃখ বললে আরও দুঃখ বাড়েসেখানে হজম করাই উত্তম।
11/11/2024

দুঃখ হজম করতে শিখুন,

যেখানে দুঃখ বললে আরও দুঃখ বাড়ে
সেখানে হজম করাই উত্তম।

কেউ দোষ খোঁজেসংশোধন করে দেওয়ার জন্য,আর কেউ দোষ খোঁজে 'অপমান'করার জন্য,,!
10/11/2024

কেউ দোষ খোঁজে
সংশোধন করে দেওয়ার জন্য,

আর কেউ দোষ খোঁজে 'অপমান'
করার জন্য,,!

মায়া বাড়িয়ে হারিয়ে যাওয়া মানুষগুলোখুনির সমতুল্য!😔
09/11/2024

মায়া বাড়িয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো

খুনির সমতুল্য!😔

জীবন থেকে যাদের হারিয়ে যাওয়া অনিবার্য,তাদের সাথেই কেন জীবনের সেরা মুহুর্ত গুলো থেকে যায়।😔
09/11/2024

জীবন থেকে যাদের হারিয়ে যাওয়া অনিবার্য,

তাদের সাথেই কেন জীবনের সেরা মুহুর্ত গুলো থেকে যায়।😔

ছেড়ে যেওনা, তুমি যা বলবে আমি তাই শুনবো,তাই করবো,এই কথাটির থেকে বড় অসহায় আর কিছু হয়না!
08/11/2024

ছেড়ে যেওনা, তুমি যা বলবে আমি তাই শুনবো,
তাই করবো,

এই কথাটির থেকে বড় অসহায় আর কিছু হয়না!

কখনো কখনো বিয়োগের খাতায়,প্রিয় মানুষের অবস্থান সবার উপরে হয়।।।😔😔
08/11/2024

কখনো কখনো বিয়োগের খাতায়,

প্রিয় মানুষের অবস্থান সবার উপরে হয়।।।😔😔

কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরোনা,সব গুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো।❤️
07/11/2024

কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে
ফিরতি পাথর ছুঁড়ে মেরোনা,

সব গুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো।❤️

06/11/2024

কে জানি আমাকে একটা ড্রেস পাঠিয়েছে আমার ঠিকানায়।
ড্রেসটা সুন্দর আর অনেক দামিই হবে কিন্তু কোনো ঠিকানা কিছু দেয়নি তাতে।

কে পাঠিয়েছে তারে এখন আমি কিভাবে খুঁজে বের করবো,
চিন্তা করতে করতে আমি পাগলপ্রায়।

খুব সহজে মনের কথা-বলে ফেলা মানুষ গুলো আর যাই হোক,অন্যের ক্ষতির চিন্তা কখনোই করতে পারেনা।।
04/11/2024

খুব সহজে মনের কথা-
বলে ফেলা মানুষ গুলো আর যাই হোক,

অন্যের ক্ষতির চিন্তা কখনোই করতে পারেনা।।

শাড়ি শব্দটি শুনলেই যাদের কথা আগে মনে পড়ে সে হচ্ছে বাঙ্গালি নারী।কথায় আছে শাড়িতেই নারী, শাড়ি পরলে মেয়েদের রুপটা যেন হাজার...
03/11/2024

শাড়ি শব্দটি শুনলেই যাদের কথা আগে মনে পড়ে সে হচ্ছে বাঙ্গালি নারী।

কথায় আছে শাড়িতেই নারী,
শাড়ি পরলে মেয়েদের রুপটা যেন হাজার গুন বৃদ্ধি পায়,

শাড়ি পরতে আমরা মেয়েরা ছোট বেলা থেকেই পছন্দ করি,
অবুঝ বয়সেও যেন এটা বুঝতে পারি শাড়ি আমাদের প্রথম পছন্দের তালিকায়।

শাড়ি আমাদের প্রথম ভালোবাসার জিনিস, আর সেই টা যদি ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার স্বরুপ পাওয়া যায় তাহলে ভাবুন তো সেই শাড়ির কদর আরও কতটা বেড়ে যায়,

প্রিয় ভাইএরা আর দেরি না করে আপনার পছন্দের মানুষ এর জন্য ভালোবাসার এই লাল শাড়ি গুলো কিনে গিভট করে আজই তাদের ভালোবাসার রং এ রাঙিয়ে দিন।

বেঁচে থাকুক ভালো বাসার মানুষ গুলো, বেঁচে থাকুক ভালোবাসা, ভালো থাকুন সবাই।💓💓🥰

সুন্দর টুকটুকে লাল এই শাড়িটি অর্ডার করতে আমার পেইজ এর ইনবক্সে মেসেজ দিন আর বেশি বেশি কমেন্ট করুন।

27/10/2024

আসসালামু আলাইকুম

আমার পেইজ এর সকল ফ্রেন্ডসরা।

কেমন আছো,আছেন সবাই?

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই? প্রিয় আপুরা আপনাদের জন্য আবার ও শাড়িগুলো কালেক্ট করলাম,  ডিসকাউন্ট প্রাইজ এ ধামা...
16/07/2024

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই?

প্রিয় আপুরা আপনাদের জন্য আবার ও শাড়িগুলো কালেক্ট করলাম,
ডিসকাউন্ট প্রাইজ এ ধামাকা অফার।❤️❤️

অর্ডার করতে এখুনি ইনবক্সে নক করুন।

অর্ডার করতে ইনবক্সে নক করুন
07/07/2024

অর্ডার করতে ইনবক্সে নক করুন

অর্ডার করতে ইনবক্সে নক করুন❤️🫠
26/06/2024

অর্ডার করতে ইনবক্সে নক করুন❤️🫠

আমার কোনো শত্রু তোমার কাছে আমার নামে কি বলেছে, আমি সেটা জানতে চাইনাতুমি বরং এটা বলো, সে তোমার কাছে ওগুলো বলতে স্বস্তিবোধ...
10/06/2024

আমার কোনো শত্রু তোমার কাছে আমার নামে কি বলেছে, আমি সেটা জানতে চাইনা

তুমি বরং এটা বলো, সে তোমার কাছে ওগুলো বলতে স্বস্তিবোধ করল কেন?

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিপাশা ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share