08/03/2024
**ওঁ নমঃ শিবায়**
* #ভগবান_মহাদেবের_সাতটি_রহস্যঃ
* #শিব এবং শক্তি এক। পুরুষ এবং প্রকৃতি এক। শিব কখনও শক্তিহীন হতে পারে না, শক্তিও কখনও শিবহীন হতে পারে না।শিব যখন আত্মস্থ, তখন তিনি শিব, কিন্তু যখন স্বপ্রকাশ, তখন তিনি শক্তি। বিশ্বপ্রকৃতি শিবের প্রকাশ!!
১)* #সাপঃ
সর্প হচ্ছে সদা জাগ্রত থাকার প্রতীক। যদি আপনার গলায় একটি সাপ প্যাঁচানো থাকে, তাহলে আপনি কিছুতেই
ঘুমাতে পারবেন না।
২)* #ভষ্মঃ
এটা জীবনের অনিত্যতাকে স্মরন করিয়ে দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদেরও একদিন ভষ্মে পরিণত হতে হবে।
৩)* #চন্দ্রঃ
চন্দ্র সর্বদাই মনের সাথে সম্পর্কিত। এটি জীবনের সকল পরিস্থিতিতে সুখী থাকা এবং মনের উপর নিয়ন্ত্রণ ক্ষমতার প্রতীক।
৪)* #ডমরুঃ
এটা দেখতে ইনফিনিটি চিহ্নের মত। যা শিবের অসীম তথা উন্মুক্ত চিন্তাচেতনার প্রতীক।
৫)* #ত্রিশুলঃ
শিব প্রকৃতির তিনগুন নিয়ন্ত্রণ করে থাকেন, এটি তারই প্রতীক। তিনি এটির মাধ্যমে সকলকে নিজ নিজ ধর্ম পালনে উৎসাহিত করে থাকেন।
৬)* #নীলাভ_শরীরঃ
আকাশ অন্তহীন, শিবও তেমনি অন্তহীন। নীলাভ শরীর অন্তহীন আকাশের মতই শিবের অন্তহীনতা তথা অসীমতার প্রতীক।
৭)* #গঙ্গাঃ
গঙ্গা নিষ্কলুষ জ্ঞানের প্রতিনিধিত্ব করে। যখন শিবের মতই আমাদের হৃদয় স্থির হয়, তখনই তাতে নিষ্কলুষ জ্ঞান প্রবাহিত হয়।
>>হর হর মহাদেব🙏
#মহা_শিব_রাত্রি_2024