Ananda Kumar Uraw

Ananda Kumar Uraw Hi! I am ananda kumar uraw,

**ওঁ নমঃ শিবায়*** #ভগবান_মহাদেবের_সাতটি_রহস্যঃ* #শিব এবং শক্তি এক। পুরুষ এবং প্রকৃতি এক। শিব কখনও শক্তিহীন হতে পারে না, ...
08/03/2024

**ওঁ নমঃ শিবায়**
* #ভগবান_মহাদেবের_সাতটি_রহস্যঃ
* #শিব এবং শক্তি এক। পুরুষ এবং প্রকৃতি এক। শিব কখনও শক্তিহীন হতে পারে না, শক্তিও কখনও শিবহীন হতে পারে না।শিব যখন আত্মস্থ, তখন তিনি শিব, কিন্তু যখন স্বপ্রকাশ, তখন তিনি শক্তি। বিশ্বপ্রকৃতি শিবের প্রকাশ!!
১)* #সাপঃ
সর্প হচ্ছে সদা জাগ্রত থাকার প্রতীক। যদি আপনার গলায় একটি সাপ প্যাঁচানো থাকে, তাহলে আপনি কিছুতেই
ঘুমাতে পারবেন না।
২)* #ভষ্মঃ
এটা জীবনের অনিত্যতাকে স্মরন করিয়ে দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদেরও একদিন ভষ্মে পরিণত হতে হবে।
৩)* #চন্দ্রঃ
চন্দ্র সর্বদাই মনের সাথে সম্পর্কিত। এটি জীবনের সকল পরিস্থিতিতে সুখী থাকা এবং মনের উপর নিয়ন্ত্রণ ক্ষমতার প্রতীক।
৪)* #ডমরুঃ
এটা দেখতে ইনফিনিটি চিহ্নের মত। যা শিবের অসীম তথা উন্মুক্ত চিন্তাচেতনার প্রতীক।
৫)* #ত্রিশুলঃ
শিব প্রকৃতির তিনগুন নিয়ন্ত্রণ করে থাকেন, এটি তারই প্রতীক। তিনি এটির মাধ্যমে সকলকে নিজ নিজ ধর্ম পালনে উৎসাহিত করে থাকেন।
৬)* #নীলাভ_শরীরঃ
আকাশ অন্তহীন, শিবও তেমনি অন্তহীন। নীলাভ শরীর অন্তহীন আকাশের মতই শিবের অন্তহীনতা তথা অসীমতার প্রতীক।
৭)* #গঙ্গাঃ
গঙ্গা নিষ্কলুষ জ্ঞানের প্রতিনিধিত্ব করে। যখন শিবের মতই আমাদের হৃদয় স্থির হয়, তখনই তাতে নিষ্কলুষ জ্ঞান প্রবাহিত হয়।

>>হর হর মহাদেব🙏

#মহা_শিব_রাত্রি_2024

আন্তর্জাতিক মাতৃভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা!!
20/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা!!

ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।----------------...
14/02/2024

ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
--------------------------------------------------------
#বীণাপাণি
#সরস্বতীপূজা_২০২৪

আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর;ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মা...
13/10/2023

আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর;
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।
সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা...

14/08/2023

১৫ আগষ্ট
জাতীয় শোক দিবস ,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধা!!
্ট
#শোকদিবস

 #আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৩"International day of the world's indigenous peoples-2023"আত্ননিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার...
09/08/2023

#আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৩
"International day of the world's indigenous peoples-2023"
আত্ননিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আদিবাসী তরুণরাই মূল শক্তি।
সকল আদিবাসী ভাই বোনকে জানাই আদিবাসী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও শুভ হোক আগামীর দিনের পথচলা!!


01/05/2023

ওঁ তৎ সৎ🙏
"জয় জয় দয়ানন্দ প্রাণগৌর নিত্যানন্দ"
নিত্তনৈমিত্তিক সন্ধ্যা আরতী'র অংশবিশেষ!

#ঠাকুরদয়ানন্দসেবাসংঘ

30/03/2023

মহা নবমী'র শুভেচ্ছা!!
#মহানবমী #বাসন্তিপূজা

27/03/2023

✌️সফলতার ১৫টি সূত্রঃ
১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।
২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।
৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।
৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.
৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।
৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।
৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।
৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।
৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।
১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.
১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।
১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।
১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।
১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।
১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।
👉 ফলো পেইজ

26/02/2023

👉মহা-নাম যজ্ঞানুষ্ঠান🙏

২১ শে ফেব্রুয়ারিআর্ন্তজাতিক মাতৃভাষা দিবস 🇧🇩সকল ভাষা শহিদের আত্মার প্রতি বিনম্রশ্রদ্ধা।"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শে...
20/02/2023

২১ শে ফেব্রুয়ারি
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস 🇧🇩
সকল ভাষা শহিদের আত্মার প্রতি বিনম্রশ্রদ্ধা।
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি,
আমি কে ভুলিতে পরি।।"♥️

Address

Sirajganj
6720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ananda Kumar Uraw posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share