Hridoy's Dream

Hridoy's Dream শহর জুরে বৃষ্টি নামুক😇
তুমি খুঁজে নিও ঠাই🤎
প্রতিটি বৃষ্টির কনায় লিখা থাকুক
শেষ অব্ধি তোমাকে চাই😍

এই পঞ্চইন্দ্রিয়ের অসম্ভব উত্তেজনা কেবল স্বপ্নকে ঘিরেই।
কেউ স্বপ্ন দেখে বিরাট অট্টালিকা নির্মাণ করবে গাড়ি বাড়িতে সজ্জিত থাকবে।
বিলাসবহুল জীবনযাপন করবে।
আবার কেউবা সামান্যতম স্বপ্নের পিছেই অদম্য শক্তি সঞ্চয় করে ব্যর্থতায় রূপ পরিগ্রহ করে।
প্রতিটি স্মৃতিকাতরতা, আমাকে উদ্বুদ্ধ করেছে লিখতে।
আমার স্বপ্ন কি আমি জানিনা।
তবে জানি আমার উত্তেজিত কলম এখানে যা লিখবে তা আমার স্বপ্নের এই অংশ হয়তো।
কি জানি ক

বে কখন কোথায় আমার এই কলম থামে!
খুঁজি তোমারে ওহে, পড়ে যাও প্রতি পাতা নীরবে নিঃশব্দে।
সাজিয়ে নাও মোরে, ভাবিতে পারিনা কিছু তোমা বিনে।

22/11/2023

যাকে হারানোর ভয়ে বুকের ভেতর উত্তাল সমুদ্র প্লাবিত হয়, তাকে ছাড়াই আমৃ/ত্যু/কাল বেঁচে থাকতে হয়।🖤

22/11/2023

- যদি মনে হয়, আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন 🌸

- তাহলে জেনে রাখো, তুমি যা চেয়েছিলে এর
চেয়েও উত্তম কিছু তিনি দিবেন! 🌿

- ইন"শা"আল্লাহ ❤️

19/11/2023

Hello guys!
Join us to celebrate the joy of mighty Australia.
I am your host antora is here with you to shout loud!
Jarif and sakib is also with me!

18/11/2023

যে আপনার মূখের হাসি কেড়ে নিলো আপনি তার জন্যই কাঁদছেন!
তাকেই জীবনে পাওয়ার জন্য উঠেপড়ে লেগে গেছেন।
আদৌ কি এটা বিশ্বাস হয় না?
যে আপনার হাসি কেড়ে নিলো সে কখনই আপনার হাসির কারণ হবে না,বরং সারাজীবন অবহেলা ডুবিয়ে মারবে আপনাকে!

15/11/2023

বিকেলে অকাল সন্ধ্যে নেমে এল, সাথে এলো একটা এলোমেলো করে দেওয়া দমকা বাতাস, কিছু শুকনো পাতা উড়ল, কিন্তু বৃস্টি হচ্ছে ঝিরিঝিরি, অদ্ভুত একটা মন খারাপ করে দেওয়া বিষন্ন বিকেল। অমলকান্তির মত আমিও ভেবেছিলাম, এমন ই কোনো ক্লান্ত শেষ বিকেলের ম্লান আলোর মত লেগে থাকব গাছের সিক্ত পাতায় আর তুমি অনিমেষ নয়নে চেয়ে থাকবে আমার দিকে। কিন্তু স্বপ্নরা বোধ হয় বেশির ভাগ সময়ে স্বপ্নই থেকে যায়, বাস্তবায়িত হয় না।

আমাকে ছাড়ার পর তুমি হয়তো নতুন কাউকে পাবে!' আমার মধ্যে কমতি থাকা বিষয়গুলো তার মাঝে খুঁজে নিবে,সত্যি বলতে তুমি প্রথম প্রথম...
15/11/2023

আমাকে ছাড়ার পর তুমি হয়তো নতুন কাউকে পাবে!' আমার মধ্যে কমতি থাকা বিষয়গুলো তার মাঝে খুঁজে নিবে,সত্যি বলতে তুমি প্রথম প্রথম তাঁকে পেয়ে ভাববে ভালো কাউকে পেয়েছো,প্রথম প্রথম সে তোমার অতীত মেনে নিবে, তোমাকে পাওয়ায় বা ইমপ্রেস করার জন্য যা যা প্রয়োজন সে তা করবে,তোমার সব কথা মেনে নিবে "শুধু তুমি একবার তাঁর ডাকে সাড়া দিয়ে যখনই তাঁর হ'য়ে যাবে তখনই বুঝবে তিক্ততা, নিমিষেই তাঁর তোমার প্রতি ভালো লাগা কমে যাবে, তোমার প্রতি মানসিক অ-ত্যা-চা-র বাড়বে,তাপরে কিছু দিন যেতে না যেতে তুমি আলাদা হতে চাইবে,সেদিন তুমি বুঝবে, যাকে তুমি ছেড়ে এসেছো তার মতো তোমাকে কেউ ভালোবাসবে না,ভালোবাসতেও পারবে না😅💔

13/11/2023

চলে যাওয়া মানুষের স্মৃতি, বিশ্বাস ভেঙ্গে চলে যাওয়া মানুষের কথা আমরা চাইলেই ভুলতে পারিনা। বুকের ভিতর যে মানুষটা ছিলো, তাকে টেনে হি'চরে বের করতে পারিনা, মনের কোথাও না কোথাও আমরা অযত্নে রেখে দেই।
আমরা চাই, মানুষটা থাকুক। আমাদের রাত জাগার কারণ হয়ে থাকুক, সেই শূন্যতার কারণ হয়ে থাকুক। দুঃখ কষ্ট আমরা পোষে রাখি বুকের ভিতর, মানুষ দুঃখ ভালোবাসে!
মানুষ হইতে গেলেই ঝামেলা অমানুষের কোন দুঃখ থাকেনা। 🌸🌸

13/11/2023

বদলে যাওয়া মানুষ গুলোই সুখে থাকে।💔

12/11/2023

জীবনে সব পেতে হয় না! কিছু কিছু 'অপূর্ণতা'ও সুন্দর! সব পেয়ে গেলে জীবন আর ভালো লাগবে না। সব পানসে মনে হবে। কিছু কিছু সময় খুব করে চাওয়া জিনিসও পাবো না আবার কিছু কিছু সময় অপ্রত্যাশিত কিছু পেয়ে মন একদম ভালো হয়ে যাবে। সব পেয়ে গেলে এই 'শান্তি' টা থাকবে না। প্রাপ্তি আর অপ্রাপ্তি'র এই ছোট্ট জীবন টাই সুন্দর! 🤍

12/11/2023

এই শহরে সব আছে প্রেম আছে, বিচ্ছেদ আছে! ভালোবাসা আছে, ঘৃণা আছে ! ভালো লাগা আছে, মন্দ - লাগা আছে ! প্রয়োজন আছে, অপ্রয়োজন আছে ! থাকা আছে, চলে যাওয়া আছে!

শুধু যেতে চাইলেই আটকে রাখার নিয়ম নেই, কথা না বললে জোর করে কথা বলানোর নিয়ম নেই! খুব বেশি মনে পড়লে খোঁজ নেয়ার নিয়ম নেই, তার স্মৃতি ভোলার নিয়ম নেই! মন খারাপে তোমাকে পাশে পাবার নিয়ম নেই, শহরে সব আছে শুধু তুমি নেই! ভালো লাগাটুকু আছে, শুধু ভালোবাসার মানুষটা নেই, অনুভূতি আছে অনুভূতি বোঝার জন্য তুমি নেই!
©

24/10/2023

নারীদের খুশি করতে আইসক্রিম, ফুচকা, চকলেট, শাড়ি, ফুল দিতে হয়।🖤

অথচ বোকা পুরুষ দেখুন কতো সহজ সরল, তার শখের নারীকে দেখলেই খুশী হয়ে যায়!❤️🥰

24/10/2023

কিছু অ'ভি'যো'গ-অ'ভি'মা'ন না থাকলে-
ভালোবাসা জমে না- শু'ন্য লাগে!
কিন্তু অ'ভি'মা'নে'র নি'র'ব'তা বুঝতে না পারলে
সম্পর্ক আর ঠি'কে না- বি'চ্ছে'দ ঘটে।

23/10/2023

যাকে শূ'ন্যতায় রেখে তুমি নিজেকে
পূ'র্ণতায় রূপান্তর হতে চাচ্ছো।
মনে রেখো কাউকে শূ'ন্য করে।
নিজেকে পূ'র্ণ করা যায় না।

22/10/2023

ইগোকে যারা আত্মসম্মান বলে দাবী করে তাদের উদ্দ্যেশে একটা কথাই বলবো, ইগো আর আত্মসম্মান সম্পূর্ণ দুটি আলাদা বিষয়। ছোট খাটো অভিমান গুলোকে আমরা এক পর্যায়ে ইগো রূপে পরিনত করি। সম্পর্কে ঝগড়া, অভিমান স্বাভাবিক ব্যাপার। কিন্তু দিনশেষে যাকে ছাড়া আপনার চলবে না, যাকে আপনার প্রয়োজন তার সাথে ইগো দেখানো নেহাতই একটা বোকামি।

সব সময় তুমি আগে কেন কথা বললে না, তুমি কেন এটা করলে না, আমিই কেন সব সময়! একবার ভাবুন তো, আপনার মতো যদি সেও এই কথা গুলো আপনাকে বলে তখন! টিকবে সম্পর্ক? কখনোই টিকবে না। কাছের মানুষটার কাছে সরি বললে কখনো হেরে যাবেন না। বরং সরি বলা মানে তার আরও কাছে চলে যাওয়া। ইগোর জন্য প্রতিদিন কত কত মিষ্টি সম্পর্কে পচন ধরে যাচ্ছে। চাইলেও পরে আর সেই পচে যাওয়া সম্পর্ক ঠিক হবে না।

ইগোর চাপে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার পরে হাজার কাঁদলেও আর তাকে ফেরানো যাবে না। আমাদের কাছের মানুষ গুলোকে হারানোর জন্য দায়ী আমরাই এবং আমাদের আত্মসম্মান নামক ইগো। রাগের মাথায় খুব সহজে বলে দেয়া যায়, এই কথাই শেষ কথা। কিন্তু রাগ শেষে যাকে ছাড়া আপনার পুরো পৃথিবী অন্ধকার, কী দরকার তার সাথে ইগো দেখানোর!

সেই তো ইনবক্স ঢুকে তার ম্যাসেজের অপেক্ষাই করবেন। অপেক্ষা না করে বরং নিজেই আগে ম্যাসেজ করুন, তার কাছে গিয়ে নত হয়ে সরি বলুন। বিশ্বাস করুন, ভালোবাসার মানুষের কাছে সরি বললে আপনি ছোট হয়ে যাবেন না। বরং তার কাছে আপনার ভালোবাসার গুরুত্ব বাড়বে।

ইগোর জায়গায় ইগো পড়ে থাকুক, প্রিয়জন গুলো নিজের কাছে থাকুক, ভালো থাকুক।

21/10/2023

সরি,,এতো সূত্রের মাঝে তোমাকে ভুলে গেছি 🥲🥲

20/10/2023

কেউ ভালো না বাসুক! কেউ আপন না হোক! অন্তত একজন থাকুক;যে আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবে আমি ভালো নেই!❤️🙂

19/10/2023

১৬ বছর বয়সে যাকে আপনি ভালবাসতেন ২০ বছর বয়সে আপনি তাকে পা'ত্তা দিবেননা।
২০ বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন ২৫ বছরে এসে তার থেকে নিজেকে দূরে স'রিয়ে নিবেন।
স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেইল করে অঝোরে কেঁদেছিলেন ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন।
ঠিক তেমনি, আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ!
নিশ্চিত থাকুন যে, সব কুয়াশা চলে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে।
বিশ্বাস করুন,আল্লাহর ইচ্ছায় সব তি'ক্ততাই চলে যায় এবং সময় সবকিছু ঠিক করে দেয়। ❤️

18/10/2023

বেশি ভালোবাসলেও বেশি ভালোবাসাটা প্রকাশ করতে নেই। মাঝেমাঝে চুপচাপ থাকতে হয়, অভাবে রাখতে হয়।

সে মিস করার আগেই যদি আপনি তার কাছে গিয়ে হাজির হয়ে যান, সে কখনোই আপনার অভাবের কষ্টটা বুঝে উঠতে পারবে না। মাঝেমাঝে ইচ্ছে করেই ঝগড়া করে কথা বলা অফ করে দিবেন, যেনো দূরত্বের যন্ত্রণাটা সে বুঝতে পারে।

তাকে সবসময়ই স্পেশাল ফিল করাবেন না, এতে সে অভ্যস্ত হয়ে গেলে পরে তারজন্যে বড়কিছু করলেও সেটা সে টের পাবে না। ভালোবাসবেন ঠিকই কিন্তু সেটা দেখাবেন কম,বুঝাবেন বেশি।

সম্পর্কে রাগ ঝগড়া ঝামেলা হলে হতে দিবেন। সুখে থাকলে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায়, আর আপনি তো মাত্র সৃষ্টি। সুখের সাগরে থেকে তার দৃষ্টি কবেই অন্যদিকে যেতে চাইবে, জাস্ট খানিকটা মজা নেয়ার জন্য, সেটা সে নিজেও বুঝবে না।

ভালোবাসবেন ঠিকই, কিন্তু দেখাবেন কম,বুঝাবেন বেশি। অভাবে রাখবেন, পরিপূর্ণ করে দিবেন না, যেনো তার মন না ভরে; মন ভরে গেলে কি করবেন শুনি?

15/10/2023

বড়লোকের অহংকারী মেয়ের অবহেলা ও অত্যাচারে ছেলেটি যখন লন্ডনের গোয়েন্দা প্রধান।।সকল পর্ব
#প্রেম
#অহংকার
#অত্যাচার
#গোয়েন্দা
#রাইহান
#নিশা
#শেষ

#অনুপ্রেরণামূলক
#শিক্ষণমূলক
#রোমান্টিক
#থ্রিলার
#নাটক
#বাংলাদেশী

01/10/2023

পাপন বিসিবি’র দায়িত্ব নেন ২০১২ সালে। সেই ২০১২ সাল থেকে এ পর্যন্ত ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে ৮ বার। পাকিস্তানের ৭ বার। শ্রীলঙ্কার ৫ বার।
আমরা বলতে পারি... প্রেসিডেন্ট ওবামা চলে গেছে ডোনাল্ড ট্রাম্প এসে আমেরিকা শাসন করে বিদায় নিয়েছে বাইডেন প্রেসিডেন্ট হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
নোকিয়া ওল্ড মডেল বদলে স্মার্ট ফোন এসেছে কিন্তু পাপন রয়ে গেছে।
বিশ টাকার পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করে দামের রেকর্ড গড়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
৩০/৪০ টাকার চাল ৭০ টাকা হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
পরী মনি জেলে গিয়ে ছাড়াও পেয়ে গেছে কিন্তু পাপন রয়ে গেছে।
৮৫ টাকার সয়াবিন তেল ১৭০ টাকা হয়েছে, তাও পাপন রয়ে গেছে।
জয় পাপোন্দা ✌️

Mõhãmmãd Rãshêdūl Islãm Rãshêd

23/09/2023

এই শহরে বিচ্ছেদের সংখ্যা কমে যেতো,

যদি ভালোবাসা দেখে ভালোবাসা যেতো 🖤

— রাহসান

18/08/2023

তোমি দুরত্ব চাইলে, আর আমি দূর থেকে তোমারে চাইলাম।

17/08/2023

এই শহরবাসী আমাকে সব কিছু দিয়েছে শুধুমাত্র তোমাকে ছাড়া🌸

17/08/2023

চাঁদের মত সুন্দর তুমি কত প্রতিষ্ঠিত ছেলে তোমার পিছনে ঘুরবে।
আমার ভালোবাসা এক তরফা, ই- আমার আকাশে
উড়বে! 😢😪

12/08/2023

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিবর্তন এর বিকল্প কিছু দেখছি না!
কোন হিসাবে তারা বিশ্রাম নিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদকে এই গুরুত্বপূর্ণ এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিল বোধগম্য নয় আমার?
এত গুরুত্বপূর্ণ সময় নিঃসন্দেহে পারফরমেন্সের ভিত্তিতে দল গঠন করার কথা ছিল।
তাহলে ভাই আমাকে একটু বলেন তো, শেখ মহাদি কিংবা শামীম পাটোয়ারী কোন হিসাব নিকাশ থেকে আসলে দলে জায়গা পেল?

বাংলাদেশ ক্রিকেট থেকে সত্যি মন উঠে যাচ্ছে।
এখন মন চাচ্ছে, বিসিবি র সকলের অভিজ্ঞতার ওপর জুতা মেরে এদেরকে অপমান করে দিতে। 😭😡😠

12/08/2023

- কারো গ্যালারিতে থাকাটা নরমাল🙃

- কারো মোনাজাতে থাকাটা ভাগ্যের ব্যাপার...❤️🥰

বাংলাদেশ 🇧🇩 জাতীয় ক্রিকেট টিমের  স্বনামধন্য অলরাউন্ডার ক্রিকেটার   েহেদী_হাসান_মিরাজ _ # ভাইয়ের সাথে কিছুটা মধুর সময় এ...
09/08/2023

বাংলাদেশ 🇧🇩 জাতীয় ক্রিকেট টিমের স্বনামধন্য অলরাউন্ডার ক্রিকেটার েহেদী_হাসান_মিরাজ _ # ভাইয়ের সাথে কিছুটা মধুর সম
য় একত্রে ❤️🥰










05/08/2023

মেসেজ দ্রুত সীন করার অভ্যাস যার, সে সব সময় লেট রিপ্লাই পায়! 🙂

05/08/2023

দিনশেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো মানুষের সাথে কম কথা বলা!'🖤

04/08/2023

পরের জন্মে হাওয়া হবো, ছুঁতে না পারা মানুষটাকে ছুঁ'য়ে যাবো!😊🌸

03/08/2023

আমি তোমাকে কল্পনাতে সাজাতে পেরেছি, কিন্তু বাস্তবে তোমাকে নিজের করতে পারিনি😅💔

01/08/2023

যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি,যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামী করেনি, মনে রেখো, তোমাকে হারাবার ভয় ও তার নেই, তুমি শুধু তার অভ্যাস, তার ভালোবাসা না!🖤

31/07/2023

যে মানুষটা একবার ভেঙে যায় সে আর চাইবেনা দ্বিতীয়বার ভেঙে যাক। ভয় পায়; যদি আবার চুরমার হয়!
চরম ভাবে ভেঙে যাওয়া ব্যক্তিটিকে কেউ কেউ স্বর্গীয় দূতের মত হাত বাড়িয়ে দিতে চায়; ভরসার হাত,আগলে রাখার হাত, যত্ন নেয়ার হাত, আত্মবিশ্বাসের হাত। সেই হাতটি ধরতেও তার ভীষণ রকমের ভয়। যদি আমার ভাঙে! ভেঙ্গে যাওয়া মানুষটি বুঝতে পারে নতুন করে দূতের মত আসা তাকে সে ভাবতে পারছে, স্বপ্ন দেখতে পারছে, নতুন কুঁড়ির মত আত্মবিশ্বাস গজিয়ে উঠতে চাইছে, প্রেমে পড়ার মত আলাদা উচ্ছ্বাস উপলব্ধি করতে পারছে, নতুন করে ভালোবাসতে ইচ্ছে করছে।

হঠাৎই তার তছনছ হওয়া একটা বিষাক্ত অতীত সামনে ভেসে উঠে। খাবলে ধরে তার বুকের পাজরের আষ্টেপৃষ্ঠে । মনে করিয়ে দেয় ভালোবাসা তার জন্য নয়।

সত্যি কেউ কী এমন আছে যে ভেঙে যাওয়া মানুষটির সেই বিষাক্ত তছনছ হওয়া অতীতের ভাঙা কাচের টুকরো গুলো এক এক করে তুলে নিবিড় ভাবে জোড়া দেবে?
কেউ কী এমন আছে দু'হাতে চিবুক ছুঁয়ে বলবে-
"আমার এমন একজন মানুষ চাই,
যাকে কেউ ভেঙে ছিল নির্মম ভাবে।🖤

31/07/2023

আমার ছায়া'র পাশে আরেকটা ছায়া হোক, তার সাথে আমার বিচ্ছেদ নয়, আটকে রাখা'র মায়া হোক... ||🤎🌸🖤

31/07/2023

আপনার জন্য কেউ একজন ভিতরে ভিতরে নিঃ'শে'ষ
হয়ে যাচ্ছে। না আপনি জানলেন, না আপনি শুনলেন, না আপনি দেখলেন। অথচ মানুষটা কি খা'রাপ ভাবে আপনার শূন্যতা অনুভব করে যাচ্ছে। নিজেকে হারাতে বসেছে এক ঘোর অনিশ্চয়তায়। সেই খবর আপনি জানেন না, হয়ত জানবেনও না কোনদিন!🙂

03/01/2023

যদি যেতে চাও, যাও । আমি পথ হবো চরণের তলে, না ছুঁয়ে তোমাকে ছোঁব, ফেরাবো না, পোড়াবই হিমেল অনলে ।

03/01/2023

যেখানে তুমি আঘাত করো সেখানেই তোমার বসবাস চিন্তা করো না মেরি জান সহ্য করা আমার পুরনো অভ্যাস ।

01/01/2023

যেই শহর মিথ্যাচারে ভরা.!!
সেই শহরে বেঈমানরাই সেরা।

31/12/2022

মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত!
Happy New year 2023

31/12/2022

-ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে 🙁
- তাদের রেখে যাওয়া স্মৃতি গুলোর ওজন কতটা ভাড়ী হয়,,,,!💔🙂

Address

Sirajganj
7600

Telephone

+8801316013721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hridoy's Dream:

Videos

Share