21/08/2024
রাত্রিতে ছোট্ট নৌকাটিতে হুজুর শুইয়াছেন, আমি শুইয়াছি, দুই মাঝি শুইয়াছে। ঝমঝম করিয়া হঠাৎ বৃষ্টি আসিয়াছে। সবাই নৌকার ছই এর মধ্যে গিয়াছি। নৌকাও তেমন সরস কিছুনা। প্রশস্ত দিকটায় হুজুর মাঝিদেরকে শুইতে দিয়াছেন। লম্বালম্বি হুজুরের পাশাপাশি আমি শুইয়াছি। পা বাড়াইয়া শোয়া যায় না। বৃষ্টিতে পা ভিজিয়া যায়। এক রাত্রি লক্ষ্য করিলাম, হুজুর পা বাড়াইয়া শুইয়া আছেন এবং তাহা দিব্যি ভিজিতেছে। আমি ডাকিলাম, হুজুর পা টানুন। হুজুর সজাগই আছেন। বলিলেন, 'বৃষ্টির পানি আপদ নাকি? তুমি খবর রাখ, এই বৃষ্টিতে মাচাং-এর কত গরু ভিজিতেছে?
[আমার ভালোবাসা মওলানা ভাসানী (বৃষ্টি-বন্যা-নদী ও তিনি); সৈয়দ ইরফানুল বারী]