Hriday Media

Hriday Media "Hriday Media" publishes one or two music videos each week. Thank you for watching my videos. I hope Hi everyone,
Welcome back to my Facebook Pag "Hriday Media".

You always get an amazing Bangladeshi all kinds of music videos. To see your favorite or loving music just keep your eyes to my page and keep Like. After getting the "Hriday Media" channel's videos please watch it until the end . I hope you enjoy the videos. If my video helps you, please Follow to my page and like, comment, and share the video with your friends.

সবাই কেমন আছেন,

আমার ইউটিউব চ্যানেল "হৃদয় মিডিয়া" এ আবার স্বাগতম। আপনি সবসময় একটি আশ্চর্যজনক বাংলাদেশী সব ধরনের মিউজিক ভিডিও পাবেন। ‘হৃদয় মিডিয়া’ প্রতি সপ্তাহে একটি বা দুটি মিউজিক ভিডিও প্রকাশ করে। আপনার প্রিয় বা প্রেমময় গান দেখতে শুধু চোখ রাখুন আমার ফেসবুক পেজে এবং লাইক দিয়ে রাখুন।
"হৃদয় মিডিয়া" চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার পর শেষ পর্যন্ত দেখুন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ. আমি আশা করি আপনি ভিডিওগুলি উপভোগ করবেন। যদি আমার ভিডিও আপনাকে সাহায্য করে, অনুগ্রহ করে আমার ফেসবুক পেজে অনুসরণ করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।

12/01/2025

Tomra Osar Koriya Paro Bisana | তোমরা ওসার করিয়া পারো বিছানা | ভাগিনা গেছে গাইবান্ধা | Hriday Media.

#ভাগিনাগেছেগাইবান্ধাকিনিয়েআইছে #ভাগিনাগেছেগাইবান্ধা #বিয়েরবাড়িরগীত #গাইবান্ধারগীত #গাইবান্ধারগীতগান #ভাগিনাগেছেগাইবান্ধাগান #তোমরাওসারকরিয়াপারোবিছানা #তোমরাওসারকরিয়াপারোবিছানাগান

05/01/2025

Tomake Chai Ami Aro Song | তোমাকে চাই আমি আরো কাছে গান | Tomake Chai Ami Baul Song | Hriday Media.

তোমাকে চাই আমি আরো কাছে
তোমাকে বলার আরো কথা আছে
আমি বলতে পারিনা মুখে তওবা তওবা
দিলে জখম হলো উহু আহা
একি সরম এলো উহু আহা

যদি জানাজানি হয় ভালবাসা
কেমন করে হবে মেলা মেশা
মনে জাগে শুধু ভয়,
যদি বেশি কিছু হয়

মনে লাগে শুধু ভয়,
যদি বেশি কিছু হয়
আমি চাইতে পারিনা মুখে তওবা তওবা

দিলে জখম হলো উহু আহা
একি সরম এলো উহু আহা

তোমাকে বলার আরো কথা আছে
আমি বলতে পারিনা মুখে তওবা তওবা
দিলে জখম হলো উহু আহা
একি সরম এলো উহু আহা

তুমি দূরে গেলে..
ও তুমি দূরে গেলে হায় বাড়ে জ্বালা
কাছে এলে করো একি খেলা

কি যে ছোঁয়া দিয়ে যাও
দিওয়ানা করে দাও
আমি মরে গেলাম সুখে তওবা তওবা
দিলে জখম হলো উহু আহা
একি সরম এলো উহু আহা

তোমাকে চাই আমি আরো কাছে
তোমাকে বলার আরো কথা আছে
আমি বলতে পারিনা মুখে তওবা তওবা
দিলে জখম হলো উহু আহা
একি সরম এলো উহু আহা

দিলে জখম হলো উহু আহা
একি সরম এলো উহু আহা

#তোমাকেচাইআমিআরোকাছে #তোমাকেচাইআমিআরোকাছেগান #তোমাকেবলারআরোকথাআছে #তোমাকেবলারআরোকথাআছেগান

29/12/2024

Kalo Kokil Kolongkere Kali Lagailo Baul Song | কালো কোকিল কলংকেরই কালি লাগাইলো গান | Hriday Media.

কালো কোকিল কলঙ্কের-ই কালি লাগাইলো
আমার এ কূল ও কূল জুইড়ে ঢেউ জাগাইলো
ঘুমাই ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো
ঘুমাই ছিলাম আমমার ঘুম ভাঙ্গাইলো

ও,কালো কোকিল কলঙ্কের-ই কালি লাগাইলো
আমার এ কূল ও কূল জুইড়ে ঢেউ জাগাইলো
ঘুমাই ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো
ঘুমাই ছিলাম আমমার ঘুম ভাঙ্গাইলো

শীতের রাইতে গায়রে কোকিল বসন্তের-ই গান
এমন হইলে কেমন কইরে
বাইন্ধে রাখি প্রাণ
আমার অন্তরেরই ভাঙা ঘরে
বুঝি এতো দিনের পরে

আমার অন্তরেরই ভাঙা ঘরে
বুঝি এতো দিনের পরে
বসন্ত আইলো
ঘুমাই ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো
ঘুমাই ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো

নতুন কইরে বাইন্ধেছি এই দুঃখের-ই জীবন
নতুন সুখে ভইরে আমি আছি সর্বক্ষন
আমার অন্তরের-ই মধুপুরে
কুহু কুহু মধুর সুরে,

আমার অন্তরেরই মধুপুরে
কুহুকুহু মধুর সুরে
কোকিলে গাইলো
ঘুমাই ছিলাম আমার ঘুম ভাঙ্গাইল
ঘুমাই ছিলাম আমার ঘুম ভাঙ্গাইল

ও,কালো কোকিল কলঙ্কের-ই কালি লাগাইলো
আমার এ কূল ও কূল জুইড়ে ঢেউ জাগাইলো
ঘুমাই ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো

ঘুমাই ছিলাম আমার ঘুম ভাঙ্গাইলো


#কালোকোকিলকলংকেরইকালিলাগাইলো #কালোকোকিলকলংকেরইকালিলাগাইলোগান #কালোকোকিলগান #কালোকোকিলকলঙ্কেরইকালিলাগাইলো

আলহামদুলিল্লাহ অবশেষে Google AdSense লেটার টি হাতে পেয়ে গেলাম।অনেক কষ্ট ও সাধনার ফল. দোয়া করবেন আমার জন্য।
19/12/2024

আলহামদুলিল্লাহ অবশেষে Google AdSense লেটার টি হাতে পেয়ে গেলাম।
অনেক কষ্ট ও সাধনার ফল. দোয়া করবেন আমার জন্য।

15/12/2024

Tumi Jedin Amake Boleco Vule Jete Song | তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে গান | Hriday Media.

#তুমিযেদিনআমাকেবলেছভুলেযেতেগান #তুমিযেদিনআমাকেবলেছভুলেযেতেলিমাপাগলী #লিমাপাগলী #লিমাপাগলীগান #ভুলেযাবোআমিওভেবেছি

08/12/2024

Jotoi Bhabi Bhule Jabo Song | যতই ভাবি ভুলে জাবো গান | Sona Bondhu Chande Baul Song | Hriday Media.

#যতইভাবিভুলেজাবো #যতইভাবিভুলেযাবোততইপরানকন্দেরে #সোনাবন্ধুচান্দে #যতইভাবিভুলেজাবোগান #সোনাবন্ধুচান্দেগান

01/12/2024

Amar Moto Valobese Dukhi Hoyece Jara Song | আমার মত ভালোবেসে দুখি হয়েছে যারা গান | Hridy Media

#আমারমতভালোবেসেদুখিহয়েছেযারাগান #আমারমতভালোবেসেদুখিহয়েছেযারা #আমারমতভালোবেসে #আমারমতভালোবেসে

24/11/2024

আমারে যদি তুমি করিলে বিবাগী গান | Amare Jodi Tumi Korile Bibagi Song | Hriday Media.

আমারে যদি তুমি করিলে বিবাগী
বন্ধুদের করো কাঁনা।
আমারে যদি তুমি করিলে বিবাগী
বন্ধুদের করো কাঁনা
কি করে মুখ দেখাবো তাদের ও কাছে
কি করে মুখ দেখাবো তাদের ও কাছে
ঘটনা আছে যাদের জানা।
আমারে যদি তুমি করিলে বিবাগী
বন্ধুদের করো কাঁনা।
আমারে যদি তুমি করিলে বিবাগী
বন্ধুদের করো কাঁনা

ভাবের ও নামে যে কান্ড করিলে
এমন কি কেউ করে
প্রেম নদীতে
ডুবাই কি .. মরার আগে মারে
ভাবের ও নামে যে কান্ড করিলে
এমন কি কেউ করে
প্রেম নদীতে
ডুবাই কি.. মরার আগে মারে

প্রথম প্রথম দেখেছি যেমন
এখন দেখি বন্ধু কাঁনা
আমারে যদি তুমি করিলে বিবাগী ,
বন্ধুদের করো কাঁনা।
আমারে যদি তুমি করিলে বিবাগী ,
বন্ধুদের করো কাঁনা

বুকের ও মাঝে দুঃখের খনি
নয়ন হইলো নালা
বৃক্ষের ও নাই এতো পাতা
আমার যত জ্বালা।
বুকের ও মাঝে দুঃখের খনি
নয়ন হইলো নালা
বৃক্ষের ও নাই এতো পাতা
আমার যত জ্বালা

প্রেম রসিতে বান্ধিয়া তোমার
স্বভাব হইলো বন্ধু টানা
আমারে যদি তুমি করিলে বিবাগী
বন্ধুদের করো কাঁনা।
আমারে যদি তুমি করিলে বিবাগী
বন্ধুদের করো কাঁনা

কি করে মুখ দেখাবো তাদের ও কাছে
কি করে মুখ দেখাবো তাদের ও কাছে
ঘটনা আছে যাদের জানা।

আমারে যদি তুমি করিলে বিবাগী
বন্ধুদের করো কাঁনা
আমারে যদি তুমি করিলে বিবাগী
বন্ধুদের করো কাঁনা

#আমারেযদিতুমিকরিলেবিবাগী #আমারেযদিতুমিকরিলেবিবাগীবন্ধুদেরকরোকাঁনা #আমারেযদিতুমিকরিলেবিবাগীগান #কিকরেমুখদেখাবোগান

17/11/2024

ভেঙ্গে মোর ঘরের চাবি গান | Bhenge Mor Gharer Chabi Song | Na Peye Tomar Dekha Song | Hriday Media.

ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা একা একা
দিন যে আমার কাটে না রে
ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

বুঝি গো রাত পোহালো
বুঝি ঐ রবির আলো
আভাসে দেখা দিল গগন পাড়ে
সমুখে ঐ হেরি পথ তোমার কি রথ
পৌছাবে না মোর দুয়ারে
ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

আকাশের যত তাঁরা
চেয়ে রয় নিমেষহারা
বসে রয় রাত প্রভাতে পথের ধারে
তোমারই দেখা পেলে সকল ফেলে
ডুববে আলোক পারাবারে
ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

প্রভাতের পথিক সবে
এলো কি কলরবে
গেলো কি গান গেয়ে ঐ সারে সারে
বুঝি বা ফুল ফুটেছে
সুর উঠেছে অরুর বীণার তারে তারে
ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার
না পেয়ে তোমার দেখা একা একা
দিন যে আমার কাটে না রে
ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার


#ভেঙ্গেমোরঘরেরচাবি #ভেঙ্গেমোরঘরেরচাবিগান #নাপেয়েতোমারদেখাএকাএকা #নাপেয়েতোমারদেখাগান #ভেঙ্গেমোরঘরেরচাবিনিয়েযাবিকেআমারে

10/11/2024

Ami Mod kheye Mosjide Gele Song | আমি মদ খেয়ে মসজিদে গেলে গান | সুদখোর সভাপতি গান | Hriday Media.

#আমিমদখেয়েমসজিদেগেলেগান #আমিমদখেয়েমসজিদেগেলে #আমিমদখেয়েমসজিদেগেলেবাউলগান #সুদখোরসভাপতিগান #ঘুসখোরসভাপতিগান

03/11/2024

amar radha ranir mon valo na । আমার রাধা রানীর মন ভালো না । radha ranir mon folk song । Hriday Media.


#আমাররাধারানীরমনভালোনা #রাধারানীরমনভালোনা #রাধারানীরমনভালোনাগান #আমাররাধারানীরমনভালোনাগান

27/10/2024

সাদা সাদা কালা কালা | Sada Sada Kala Kala Song | Sada Sada Kala Kala Song 2024 | Hriday Media.

তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?
বসন্ত কালে তোমায় বলতে পারিনি

সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা

হইছি আমি মন পাগেলা বসন্ত কালে
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?

বসন্ত কালে তোমায় বলতে পারিনি
পিরিত ভালা গলার মালা
বললে কি আর হয়

যারে ভালো লাগে আমার
দেখলে তারে
চোখে নেশা হয় রে বন্ধু
চোখে নেশা হয়

পিরিত ভালা গলার মালা
বললে কি আর হয়
যারে ভালো লাগে আমার
দেখলে তারে
চোখে নেশা হয় রে বন্ধু

চোখে নেশা হয়
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা

হইছি আমি মন পাগেলা বসন্ত কালে
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি?

#সাদাসাদাকালাকালা #সাদাসাদাকালাকালাগান #তুমিবন্ধুকালাপাখিআমিযেনকী #তুমিবন্ধুকালাপাখিআমিযেনকীগান

20/10/2024

ভালবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে | Thakte Jodi Na Pai Tomai | Thakte Jodi Na Pai Song | Hriday Media.

ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদাঁলে রে
বন্ধু আমায় কাদাঁলে।
ভালোবাসি বলেরে বন্ধু আমায় কাদাঁলে রে
বন্ধু আমায় কাদাঁলে।
থাকতে যদি না পাই দেখা
থাকতে যদি না পাই দেখা
চাইনা মরিলে.আমায় কাদাঁলে।

ভালোবাসা করে যেজন
কাঁদিতে হয় অতি গোপন
ভালোবাসা করে যেজন
কাঁদিতে হয় অতি গোপন
শুস্ক বৃক্ষে কাষ্ট যেমন
শুস্ক বৃক্ষে কাষ্ট যেমন
পাতা নাই ডালে, আমায় কাদালে.

ভালোবাসি বলেরে বন্ধু আমায় কাদাঁলে রে
বন্ধু আমায় কাদালে.
আপলোডেড বাই

ভালোবাসার এমন রীতি
কাঁদিতে হয় দিবানিশি
ভালোবাসার এমন রীতি
কাঁদিতে হয় দিবানিশি
তবু নামের মালা গাথিঁ
তবু নামের মালা গাথিঁ
পড়েছি গলে.., আমায় কাদাঁলে..

ভালোবাসি বলেরে বন্ধু আমায় কাদাঁলে।রে
বন্ধু আমায় কাদালে.

তাই বুজি আজ বুক ভেসে যায়
তাই বুজি আজ বুক ভেসে যায়
নয়নের জলে. আমায় কাদাঁলে.
ভালোবাসি বলে বন্ধু আমায় কাদাঁলেরে
বন্ধু আমায় কাদাঁলে।

#ভালবাসিবলেরেবন্ধুআমায়কাঁদালে #ভালবাসিবলেরেবন্ধুআমায়কাদালেগান #থাকতেযদিনাপাইদেখা #থাকতেযদিনাপাইদেখাগান

13/10/2024

আজ রাতে হবে পিরিতের খেলা | lapa lapa song | lapa lapa Song 2024 | Hriday Media.

#আজরাতেহবেপিরিতেরখেলা #লাপ্পালাপ্পা #লাপ্পালাপ্পালাপ্পালারেলাপ্পালা #লাপ্পালাপ্পাডিজেগান #লাপ্পালাপ্পাগান #আজরাতেহবেপিরিতেরখেলাগান

06/10/2024

শিকলের পরা মালা গান | Sikoler Pora Mala Song | Sikoler Pora Song 2024 | Hriday Media.

#ওপাগলাওপাগলা #ওপাগলা #সিকলেরকরামালা #শিকলেরপরামালাকানেদুলহাতেবালা #শিকলেরপরামালাকানেদুলহাতেবালাগান #সিকলেরকরামালাগান

29/09/2024

বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে | Bonde Maya Lagaiche Song | Maya Lagaiche Song 2024 | Hriday Media.

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্দের পিরিতির জ্বালা

ইটের বাটায়
কয়লা দিয়া আগুন জালাইছে
হায় গো ইটের বাটায়
কয়লা দিয়া আগুন জালাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

কি বলিবো আর বিচ্ছেদের আগুনে
পুরে কলিজা আঙ্গার

প্রাণ বন্ধের পিরিতে আমায় পাগল করেছে
হায়গো প্রাণ বন্ধের পিরিতে
আমায় পাগল করেছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে

পাগল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়

কুলনাশা পিরিতের নেশার কুলমান গেছে
হায়গো কুলনাশা পিরিতের নেশার কুলমান গেছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
#বন্দেমায়ালাগাইছেগান #পিরিতিশিখাইছেগান #বন্দেমায়ালাগাইছে #পিরিতিশিখাইছে #বন্দেমায়ালাগাইছেপিরিতিশিখাইছে

23/09/2024

আমি এই দেখিলাম সোনার ছবি | Ami ai Dekhilam Sonar Chobi Song | Sonar Chobi Song 2024 | Hriday Media.

আমি এই দেখিলাম সোনার ছবি
আবার যাইয়া দেখি না
আগে-জানি না.
তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব
আগে-জানি না.

একটি বাসায় দুটি পাখি.
কত যে আনন্দে থাকি গো.
এখন তুমি কোথায় আমি কোথায়
কেউরে কেউ আর দেখিনা
আগে-জানিনা.
তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব
আগে-জানি না.

তোমার আত্মা তে মিশাইয়া আত্মা.
কইছি কত মনের কথা গো.
এখন কার কাছে কই মনের ব্যথা
কেউ নাই আমার আপনা.
আগে- জানি না.
তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব
আগে- জানিনা.

এই দুনিয়া শেষের পরে.
পরপারের প্রথম ঘরে গো.
আমি পাইলে যেন দেখলে চিনি
পাইয়া যেন না হারাই
আগে-জানিনা.

তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব
আগে-জানিনা.
আমি এই দেখিলাম সোনার ছবি
আবার যাইয়া দেখি না
আগে জানি না
তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব
আগে জানি না

#আমিএইদেখিলামসোনারছবি #তুমিএমনকরেছেড়েযাইবাবান্ধব #আমিএইদেখিলামসোনারছবিগান #তুমিএমনকরেগান

15/09/2024

এতো জ্বালা না দিয়া তুই বিষ খাওয়াইয়া | Ato Jala Na Diya Tui Song | Ato Jala new song | Hriday Media.

#এতোজ্বালানাদিয়াতুইবিষখাওয়াইয়ামার #ওবন্ধুরেসইতেপারিনাযেআর #ওবন্ধুরেসইতেপারিনাযেআরগান #এতোজ্বালাগান

Address

Sirajganj
6780

Alerts

Be the first to know and let us send you an email when Hriday Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hriday Media:

Videos

Share