উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ থেকে অনলাইন পত্রিকা সোনারদেশ 24.কম যাত্রা শুরু হয়েছে। আজ বিকেল ৩টা পত্রিকার নিজস্ব কার্যালয়ে এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনজিও ফোরামের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (তথ্য ও গবেষনা) গাজী শামসুল আলম, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্
সিলর রিয়াদ রহমান, সোনারদেশ24.কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ ডা: আব্দুল লতিফ,পত্রিকার প্রকাশক জিয়া্উল হক, পত্রিকার সম্পাদক সুকান্ত সেন, নির্বাহী সম্পাদক নওশাদ আহমেদ, বার্তা সম্পাদক টিপু তালুকদারসহ প্রত্রিকার সাংবাদিকও বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গাজী সফিকুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ রাজনৈতিক,সামাজিক,ক্রীড়া,সাংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে দেশের অন্যান্য জেলার চেয়ে এগিয়ে রয়েছে। কিন্তু জেলায় অনলাইন পত্রিকা না থাকায় মানুষ সর্ব শেষ সংবাদগুলো থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছে। এখন থেকে সোনারদেশ২৪.কম সে অভাব দুর করবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম রতন বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এই পত্রিকাটি বিশেষ ভুমিকা রাখবে। সম্পাদক মন্ডলীর সভাপতি ডাঃ আব্দুল লতিফ বলেন,এ পত্রিকাটি হবে সিরাজগঞ্জের সকল মানুষের পত্রিকা। প্রত্রিকার প্রকাশক জিয়াউল হক বলেন এ পত্রিকা সারা বিশ্বের যেকোন স্থান থেকে একাধিক ভাষায় পড়া যাবে।