24/11/2023
বাবর আজমকে নিয়ে এক পরিচিতজনের ফেকবুক পোস্ট মারফত প্রথম জেনেছি, বাবর সেলফিশ-ইগোসেন্ট্রিক এবং আরো অনেক অনেক...
সেলফিশনেস, তার কিছু কিছু ইনিংসের মাধ্যমে সংজ্ঞায়িত করা গেলেও ইগোসেন্ট্রিক ব্যাপারটা কোনোভাবে মেলাতে পারছিলাম নাহ। তাই অনুসন্ধিৎসাবসত জানতে চাইলাম, ব্যাপার কি! বাবরের বিরুদ্ধে এমন এ্যালিগেশন কেনো?
এরপর জানতে পারলাম ইমাদ ওয়াসিমের সাথে তার ঝামেলার ব্যাপারটা।
আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। তবে আজকের অবসরের পেছনে খুব যে বাবরের হাত আছে তা একদমই আমি মনে করি নাহ৷
কারন কিছুদিন আগেই ক্যাপ্টেন্সি থেকে সরে দাড়িয়েছেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম সাদামাটা ক্যাপ্টেন বাবর। সড়ে দাড়িয়েছেন বললে ভুল হবে, বাবরের ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা অনেকদিনের। তবে পেস ইউনিটের আশ্চর্যজনক পারফরম্যান্স, ইউনিট না বলে বরং নাসিম শাহ এর দারুণ নৈপুণ্যে এবং দলের অন্য সবার ইনডিভিজুয়াল পারফরম্যান্সে দল র্যাংকিংয়ে এক নম্বরে থাকায় খুব বেশি মুখ খুলতে পারতো নাহ সবাই।
তবে বিশ্বকাপ শুরু আগের একটা রিপোর্টে চোখ বুলিয়ে দেখলাম, তখনই বলা হয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারলে স্যাক করা হবে বাবর আজমকে৷ তাই বাবর আজমকে ক্যাপ্টেনসি থেকে সড়িয়ে দেওয়া হয়েছে বললেই বরং মানানসই হয়।
যাইহোক, যে কারনে ইমাদ ওয়াসিমের সাথে সদ্য সাবেক ক্যাপ্টেন বাবর আজমের ঝামেলা থাকলেও প্রভাবক হিসেবে বাবর আজম নন তা বলি..
ক্রিকেটের নতুন ফর্মেট টি-টেন লীগকে বিশ্ব দরবারে জনপ্রিয় করার প্রয়াসে আছে আবুধাবির টি-টেন লীগ। বেশ কয়েকবছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই লীগে একটি দলের ক্যাপ্টেন্সির দায়িত্বে আছেন ইমাদ ওয়াসিম।
অন্যদিকে পাকিস্তানে এমুহূর্তে চলমান অথবা শুরু হতে যাচ্ছে ন্যাশনাল টি-টোয়েন্টি লীগ। তাই অতিরিক্ত টাকা উপার্জনের লক্ষ্যে ন্যাশনাল টি-টোয়েন্টি লীগকে স্কিপ করে টি-টেন লীগকে বেছে নিয়েছেন ইমাদ ওয়াসিম।
আর এতেই বেঁধেছে যত আপত্তি। পাকিস্তান ক্রিকেট বোর্ডে সদ্য নিযুক্ত দুই মহারথী ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ হাফিজ এই সিদ্ধান্তের চরম বিরোধী। তারা বলেছেন জাতীয় দলে তারাই বিবেচ্য হবেন যারা পাকিস্তানের লীগকে গুরুত্ব দেবে। তাই খুবই স্বাভাবিকভাবে পাকিস্তান দলে ইমাদ ওয়াসিমের দরজা বন্ধ হয়ে গেলো। আর এতেই অবসরের সিদ্ধান্তে উপনীত হয়েছেন তিনি।
এবার কথা বলা যেতে পারে কেনো নিতে গেলেন এমন কঠিন সিদ্ধান্ত, কেনোই বা জাতীয় দলকে স্কিপ করে টি-টেন লীগ...
বাবর আজমের সাথে মনস্তাত্ত্বিক ঝামেলা থাকার কারনে জাতীয় দলে বারবার ইগনোর করা হচ্ছিলো ইমাদ ওয়াসিমকে। এছাড়াও ওয়ানডে ক্রিকেটে দীর্ঘদিন আছেন দলের বাইরে। টি-ক্রিকেটেও চিরাচরিত সবুজ জার্সি গায়ে মাঠে নেমেছেন অর্ধবছর হতে চললো। তাই তার মনের মাঝে একধরনের ক্ষোভ সৃষ্টি হয়ে থাকতে পারে বলে আমার ধারণা। আর এই ক্ষোভের বশবর্তী হয়েই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
এছাড়াও সিদ্ধান্তে প্রভাবক হিসেবে কাজ করতে পারে মোহাম্মদ আমির। জাতীয় দলে খেলেন না পাকিস্তানি এই পেসার। তাই বছরের পুরোটা সময় বিশ্বের বিভিন্ন লীগে খেলে বেড়ান তিনি। এই পেসারের সাথে আবার বেশ সখ্যতা ইমাদ ওয়াসিমের। মিডিয়ায় দুইজনই একে-অপরকে বেশ ভালো সাপোর্ট দেন। একবার আমির বলেছিলেন তিনি টি-টোয়েন্টি দলে ক্যাপ্টেন হিসেবে ইমাদ ওয়াসিমকে দেখতে চান অন্যদিকে ইমাদ বলেছিলেন ক্যাপ্টেন হলে দলে ব্যাক করাবেন আমিরকে।
তাই দুইজনের বন্ধুত্বের গভীরতা অনুমেয়। একারণেই ইমাদ যখন কিছুটা কনফিউজিং সময় পার করছিলেন তখনই হয়তো আমির তাকে তার লাইফস্টাইলে আসার আমন্ত্রণ জানাতে পারেন [আমিরের এই ব্যাপারটা পুরোটাই অনুমান করে বলা]