bnews24bd.com

bnews24bd.com News And media website

21/05/2024
28/03/2024

অফারে বিক্রি হচ্ছে কালোজিরা ফুলের মধু

খোলাহাট বিডি শপ এর বিশেষ অফার......।

@ ১কেজি : ৭৫০টাকা (কুরিয়ার চার্জ ফ্রি)
@ বিকাশ নম্বর। : ০১৭১৩৭৩৯৮৮৭

@ প্রোডাক্ট পাঠানোর মাধ্যম- সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা:) লি:।

অগ্রীম ১৫০ টাকা পেমেন্ট করে অবশিষ্ট টাকা পণ্য হাতে পেয়ে পেমেন্ট করবেন । আমরা ক্যাশঅন ডেলিভারিতে পণ্য পৌছে দিয়ে থাকি।

30/01/2024
30/01/2024

কনস্টেবল পদে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য অনুশীলন ভিডিও

সাজেকে বাজেট ট্রিপে যাওয়ার আগে কিছু বিষয় জেনে নিনঃ বর্তমানে প্রায় প্রতিটি ট্রাভেল গ্রুপ থেকে ২৯৯৯/৩৪৯৯ টাকায় সাজেক ট্রিপ...
24/01/2024

সাজেকে বাজেট ট্রিপে যাওয়ার আগে কিছু বিষয় জেনে নিনঃ
বর্তমানে প্রায় প্রতিটি ট্রাভেল গ্রুপ থেকে ২৯৯৯/৩৪৯৯ টাকায় সাজেক ট্রিপ করে থাকে। মানুষও সেখানে দৌড়ে চলে যায়। কিন্তু যাওয়ার পরে দেখা যায় অনেক হিডেন চার্জ থাকে যা আগে উল্লেখ্য করা থাকে না। তাই এইরকম বাজেটে সাজেক কিংবা যেকোন যায়গায় যাওয়ার আগে বেশ কিছু বিষয় সম্পর্কে জেনে নিন।

১। প্রথমেই জেনে নিবেন বাস সম্পর্কে। সাজেকে বাজেট ট্রিপ দিতে গেলে টাকা বাঁচানোর সবচাইতে বড় যায়গা হচ্ছে বাস। ট্যুর এজেন্সী আপনাকে বলবে নন এসি বাস। কিন্তু নন এসি শ্যামলী আর নন এসি লোকাল বাসের মধ্যেও কিন্তু তফাৎ আছে। তাই কয় সীটের বাসে আর কোন কোম্পানীর বাসে আপনাকে নিয়ে যাবে সেটা আগে শিউর হয়ে নিন।

২। সাজেকে যাওয়া আসা মিলিয়ে ২ দিনে আপনার টোটাল ৬ বেলা খাবার দরকার হবে। তাই আপনাকে ৬ বেলা খাবার দিবে কি না সেটা শিউর হয়ে নিন। আর সম্ভব হলে কি খাবার দিবে সেটাও জেনে নিবেন।

৩। সাজেকে এন্ট্রি ফি ও বিভিন্ন যায়গায় এন্ট্রি ফি বাবদ টাকা খরচ হয়ে থাকে। সেই খরচ গুলো আপনার প্যাকেজের অন্তর্ভুক্ত কিনা জেনে নিবেন। না হলে যায়গায় যায়গায় আপনাকে হিডেন চার্জ ধরিয়ে দেওয়া হবে।

সবকিছু জেনেশুনে ভ্রমন করুন, ঝামেলামুক্ত ভাবে ঘুরে আসুন।

24/01/2024

কি হচ্ছে রায়গঞ্জে?

17/01/2024

স্ত্রী সন্তানকে সুখে রাখতে একজন সংগ্রামী পুরুষ।

প্লিজ শেয়ার (একটি সচেতন মূলক পোস্ট )ছবিতে যাকে দেখছেন তিনি আগ্রাবাদ সিডিএ বায়তুল আমিন জামে মসজিদের দীর্ঘদিনের খতিব এবং ই...
12/01/2024

প্লিজ শেয়ার
(একটি সচেতন মূলক পোস্ট )ছবিতে যাকে দেখছেন তিনি আগ্রাবাদ সিডিএ বায়তুল আমিন জামে মসজিদের দীর্ঘদিনের খতিব এবং ইমাম।ছোট একটা বাচ্চা কুকুর আঁচড় দিয়েছিলো।আঁচড় টা নরমাল ছিলো তাই তিনি এতোটা পাত্তা দেয় নাই বিষয় টা।রেবিস হওয়ার পর ডাক্তারা ৪৮ ঘন্টা সময় দিয়েছিলো কিন্তু তিনি তার আগেই মারা গেছেন।তার মৃত্যু আমি সরাসরি দেখেছি কি ভয়ানক মৃত্যু।রেবিস রোগী মৃত্যুর আগে পাগলের মত আচরণ করে তখন ডাক্তাররা বুজে যায়।।সে দিন এই ইমাম সাহেব যখন শেষ পর্যায়ে তখন দেখলাম নার্স রা রুম থেকে সবাইকে বের করে দিয়েছে,আর রুম কে তালা মেরে দিয়েছে,কারন শেষ মুহূর্তে তারা পাগল হয়ে যায় সামনে যাকে পাবে তাকে কামড় বা আঁচড় দিবে,এই রোগী যাকে কামড় দিবে তারও মৃত্যু ১০০০% নিশ্চিত হয়ে যাবে।।দরজা তালা মেরে দেওয়ার পর বাঁচার জন্য কি করলো,কত চাইলো রুম থেকে বের হতে,রুমের ভিতর দৌড়া,দৌড়ি করতে লাগলো আর শুধু ধাক্কা খাচ্ছিলো দেওয়াল আর চৌকির সাথে,এটা দেখে তাদের আত্নীয়রা নার্সদের থেকে অনুমতি চাইলো দরজা খুলে তাকে একটু ধরে রাখবে যাথে ধাক্কা না খাই।কিন্তু নার্সরা অনুমতি দিলো না,তারা বললো তিনি আর ১০/১৫ মিনিটের মধ্যে মারা যাবে অপেক্ষা করুন,ওনার জন্য তো আমরা আপনাদের মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না।একটা দেশি মুরগী জবাই দেওয়ার পর মুরগী যেভাবে চটপট চটপট করে মৃত্যু হয় জলাতঙ্ক রোগীর মৃত্যু একদম সেম ভাবে হয়।।।
১৪০০শ বছর আগে আমাদের প্রিয় নবী বলে গিয়েছেন কুকুর নাপাক প্রানী।।১৪০০ বছর পর মেডিকেল সায়েন্স বলছে জলাতঙ্ক ভেকসিন করা নাই ঐ ধরনের কুকুরকে আপনি হাত দিয়ে স্পর্শ করলে আপনারও হয়ে যেথে পারে জলাতঙ্ক,কুকুর স্পর্শ করে আমরা যদি আমাদের শরীর চুলকায় বা আমাকের শরীরের কোন ক্ষত স্থানে সে হাত লেগে যায় তাহলেও রিক্স থাকে জলাতঙ্কের,রেবিস ভাইরাস রক্তের মাধ্যম আমাদের শরীরে প্রবেশ করে না,রেবিস ভাইরাস আমাদের চামড়ার নিচে যে সাদা একটা চর্বির আস্তর থাকে সেই চর্বি থেকে মাথায় চলে যায়,প্রথমে আমাদের ব্রেন আক্রমন করে ব্রেন ইনজুরি করে দেয়,পরে আস্তে আস্তে আমাদের গলাতে নামতে শুরু করে,আমাদের গলার যে নার্ভ থাকে সে নার্ভকে ধ্বংস করে দেয়,গলার নার্ভের মাধ্যমে আমরা পানি খেয়ে থাকি বা অন্যন্য খাবার খেয়ে থাকি।নার্ভ যখন পুরাপুরি বিকল হয়ে যায় তখন এই রোগী গলা দিয়ে কোন পানি বা খাবার খেতে পারবে না,গলাতে কিছু গেলেই তার শ্বাস বন্ধ হয়ে যাবে কারন যেই নার্ভ খাবার গিলতে সাহায্য করে তা আর কাজ করছে না,তাই সে পানির পিপাসায় একটা সময় মারা যায়।।তারা পানি দেখলেই ভয় পাই কারন পানি গলায় গেলে সে আর শ্বাস নিতে পারে না, যদি আপনি জলাতঙ্ক ভেকসিন না নিয়ে থাকেন।আমাদের একটা ভুল ধারনা আছে,আমরা মনে করি কুকুর কামড়ালে বা আছড় দিলে রেবিস ভেকসিন দিতে হয়,মেডিকেল সায়েন্স বলছে,কুকুরের লালা তে সবচেয়ে বেশি জলাতঙ্ক ভাইরাস রেবিস থাকে,কুকুর তার জিহবা দিয়ে তার শরীল চাটে,এই চাটার কারনে কুকুরের পুরা শরীলে রেবিস জীবানু থাকার রিক্স থাকে মনে রাখবেন যদি দেখেন কুকুরের শরীল পানি ধারা ভেজা সে ভেজা কুরুর আপনার হাত স্পর্শ হয় বা পায়ে স্পর্শ হয় তাহলে সাথে সাথে এই স্থান কাপড় কাঁচা সাবান নিয়ে ১৫ মিনিট ওয়াশ করবেন।।তাই সকলে কুকুর থেকে সাবধানে থাকবেন।কুকুর আপনার শরীল স্পর্শ করলে সাথে সাথে ১৫ মিনিট কাপড়কাচার সাবান দিয়ে পরিষ্কার করবেন। তারপর বেরিস ভেকসিন দিয়ে দিবেন,আর রেবিস ভেকসিন কখনো সরকারি মেডিকেল ছাড়া অন্য যায়গায় দিবেন না,যে কোন টিকা সরকারি মেডিকেল ছাড়া অন্য যায়গায় দিবেন না,আমরা অনেকে ফার্মেসিতে ভেকসিন বা টিকা দিয়ে থাকি এটা উচিত না,একজন ফার্মেসির কাজ ঔষধ বিক্রি করা টিকা দেওয়া না,ভেকসিন দেওয়ার নিয়মই তারা জানে না,,রেভিস ভেকসিন নিদিষ্ট তাপমাত্রায় রাখা লাগে না হয় সেই ভেকসিন কাজ করবে না ,।মেডিকেল সায়েন্স বলছে ৯৯ % জলাতঙ্ক রোগ ছড়ায় কুকুর।।বিড়ালেরও জলাতঙ্ক হয় যদি সেই বিড়াল কুকুরের কামড় খায় বা কুকুর যে যায়গায় খাবার খাই একই যায়গায় বিড়াল মুখ দেয় তাহলে সে বিড়ালও জলাতঙ্কে আক্রান্ত হয়।তাই বিড়ালের কামড় বা বিড়ালের আচড় বা বিড়াল আপনার পা চেটে দিয়েছে তাহলেও আপনাকে ভেকসিন দিতে হবে।একবার আপনার শরীলে রেবিস ভাইরাস ঢুকে গেলে নিশ্চিত মৃত্যু, কারন জলাতঙ্ক রোগের কোন চিকিৎসা নাই।আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।।। জলাতঙ্ক রোগীর মৃত্যু হয় অনেক কষ্টদায়ক ভাবে।।২/৩ টা জলাতঙ্ক রোগীর মৃত্যু নিজ চোখে দেখার পর আমি শপথ নিয়েছি এই বিষয়ে আমি সবাইকে সতর্ক করবো।।
আমার পোষ্টটা সবাই শেয়ার করবেন যাথে সবাই একটু সতর্ক হয়।রেবিস ভেকসিন সকল টপিক্যাল সরকারি হাসপাতালে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়।কেউ যদি কখনো কুকুরের আক্রমণে আক্রান্ত হন আমার সাথে যোগাযোগ করবেন,ইনশাআল্লাহ আমি আমৃত্যু সবাইকে সাহায্য করবো,আমি চাইনা এই করুণ মৃত্যু আর কোন ব্যক্তির হোক।।কুকুরের আক্রমণের ২৪ ঘন্টার মধ্যে ভেকসিন দিতেই হবে।আপনারা ইউটিউবে জলাতঙ্ক রোগী দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন এই রোগ কতটা ভয়াবহ।আমরা রাস্তার কুকুরকে পাত্তাই দি না সবাই দয়া করে একটু সচেতন হয়।।।
দয়া করে শেয়ার করি,আপনার পরিবার, ভাই,বন্ধু সচেতন হোক।

12/01/2024

কিভাবে পাঠানো হয় ব্যালট পেপার।

পোস্ট টা সবাই শেয়ার করেন এই বৃদ্ধ মানুষ চাচা আজ সকাল ১২:১০ মিনিট এ মতি সাহেব এর ঘাটে মারা যায় পরিচয় যানা যায়নি পোস্ট টা ...
12/01/2024

পোস্ট টা সবাই শেয়ার করেন
এই বৃদ্ধ মানুষ চাচা আজ সকাল ১২:১০ মিনিট এ মতি সাহেব এর ঘাটে মারা যায় পরিচয় যানা যায়নি পোস্ট টা সবাই শেয়ার করে সহযোগিতা করুন
স্থান মতি সাহেব ঘাট জামে মসজিদ

অজ্ঞাত নাম পরিচয়হীন এই ব্যক্তিটি আত্রাই থানাধীন আহসানগঞ্জ রেল স্টেশনের উপর মৃত অবস্থায় আছে। মৃত ব্যক্তির থানার নাম রায়গঞ...
09/01/2024

অজ্ঞাত নাম পরিচয়হীন এই ব্যক্তিটি আত্রাই থানাধীন আহসানগঞ্জ রেল স্টেশনের উপর মৃত অবস্থায় আছে। মৃত ব্যক্তির থানার নাম রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ ও তার ছেলের নাম বাদল বলে জানাযায়। মৃত ব্যক্তির লাশ শান্তাহার জিআরপি থানায় রাখা আছে। সকল ফেসবুক বন্ধুদের এই পোষ্টটি শেয়ার করে লাশটি শনাক্ত করার কাজে সহায়তার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

Address

BahirGola Road
Sirajganj
6700

Telephone

+8801713739887

Website

Alerts

Be the first to know and let us send you an email when bnews24bd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bnews24bd.com:

Videos

Share


Other News & Media Websites in Sirajganj

Show All

You may also like