Mi Mi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mi Mi, Digital creator, Siddhirganj.

কই গেলিরে পোলাপাইন🤣🤣 ❣️❣️☘𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐏𝐥𝐚𝐧: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢 𝐚𝐧𝐝 𝐂𝐡𝐢𝐭𝐰𝐚𝐧𝐃𝐚𝐲 𝟏: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢* Depart early in the ...
26/01/2025

কই গেলিরে পোলাপাইন🤣🤣

❣️❣️


𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐏𝐥𝐚𝐧: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢 𝐚𝐧𝐝 𝐂𝐡𝐢𝐭𝐰𝐚𝐧
𝐃𝐚𝐲 𝟏: 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮 𝐭𝐨 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢
* Depart early in the morning from your location via the Prithvi Highway.
* Have lunch on the way.
* Visit Lumbini, the birthplace of Lord Buddha.
* Explore the Lumbini Garden and the Mayadevi Temple.
* Stay at Lumbini.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟐: 𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢 𝐭𝐨 𝐁𝐡𝐚𝐫𝐚𝐭𝐩𝐮𝐫
* Have an early morning breakfast at the hotel and head towards Bharatpur.
* Enjoy the scenic journey.
* Explore Bharatpur and visit the Narayani River.
* Have lunch on the way.
* Stay at Bharatpur.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟑: 𝐂𝐡𝐢𝐭𝐰𝐚𝐧 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐏𝐚𝐫𝐤
* After breakfast, head to Chitwan National Park.
* Enjoy a jungle safari and elephant ride.
* Visit the Elephant Breeding Center.
* Have lunch inside the park.
* Return to the hotel in the evening.
* Have dinner at the hotel.
* Stay at the hotel.
𝐃𝐚𝐲 𝟒: 𝐁𝐡𝐚𝐫𝐚𝐭𝐩𝐮𝐫 𝐭𝐨 𝐁𝐚𝐧𝐝𝐢𝐩𝐮𝐫
* Have an early morning breakfast at the hotel.
* Head towards Bandipur.
* Have lunch on the way.
* Explore Bandipur, visit Siddha Gufa (cave), and enjoy the local culture.
* Stay at Bandipur.
* Have dinner at the hotel.
𝐃𝐚𝐲 𝟓: 𝐁𝐚𝐧𝐝𝐢𝐩𝐮𝐫 𝐭𝐨 𝐊𝐚𝐭𝐡𝐦𝐚𝐧𝐝𝐮
* Have breakfast at the hotel.
* Head back to Kathmandu.
* Have lunch on the way.
* Reach Kathmandu by evening.
𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞 𝐈𝐧𝐜𝐥𝐮𝐝𝐞𝐬:
✅ Lunch
✅ Dinner
𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐩𝐫𝐨𝐯𝐢𝐝𝐞 𝐭𝐡𝐞 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐭𝐨 𝐬𝐞𝐫𝐯𝐞, 𝐘𝐨𝐮𝐫 𝐒𝐚𝐭𝐢𝐬𝐟𝐚𝐜𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐨𝐮𝐫 𝐀𝐜𝐡𝐢𝐞𝐯𝐞𝐦𝐞𝐧𝐭

24/01/2025

তোমার অপেক্ষায়........
আসবে তো? 🌸

13/01/2025

ঘৃণা করা, তর্কে জেতা,প্রতিশোধ নেওয়া, এগুলোর চেয়ে আমার কাছে নীরবতাটাই শ্রেয় এবং শান্তিপূর্ণ....!♥️🥰 .

12/01/2025

'প্রিয় মানুষ' ছেড়ে চলে যাবে!' বেস্টফ্রেন্ড অন্য বেষ্টফ্রেন্ড বানাবে! ফ‍্য‍ামিলি প্রবলেম বেড়ে যাবে! 'ডিপ্রেসড' লাগবে! একাকিত্বে ডুবে যাবে!' তবুওও থেমে থাকা যাবে না, জীবন সুন্দর!🖤

- MMi Mi

11/01/2025

কিছুই চিরস্থায়ী না; হয় ভালোবাসা হারাবে, নয় মানুষটা!🖤

23/12/2024

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও , প্লিজ । না পেলে অভিমান করতাম।
ইদানিং শুধু বলি " যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার। "

আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী , স্বল্পমেয়াদী নয়। মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।
তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে।🤍

14/12/2024

শখের নারী Magiবাজ হয়!ধন্যবাদ 🤠

Send a message to learn more

13/12/2024

একটা সম্পর্ক ধরে রাখতে ঠিক যতটা ইফোর্ট দিতে পারি,যতটা compromise করতে পারি,If I Don't get the energy back ঠিক ততটাই নির্মম ভাবে সব শেষ করে ছেড়ে আসতে পারি!
Mi Mi

12/12/2024

- একটি সত্যিকারের ভালবাসা বাহ্যিক সৌন্দর্য দ্বারা ভালবাসে না।
ভালোবাসা সত্যি হলে রঙ কোন ব্যাপার না। 🤍🌸💝
Follow by Mi Mi

12/12/2024

পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষে নয়! নিজের সাথে নিজের,Me vs Me Head vs Heart কেউ জানে না কেউ বুঝে না! নিরবে নিজের সাথে নিজের কত যুদ্ধ চালিয়ে যাচ্ছে কত মানুষ প্রতিনিয়ত!❤️

- 𝙻𝚘𝚟𝚎 𝚢𝚘𝚞 𝚝𝚘𝚍𝚊𝚢. 𝙻𝚘𝚟𝚎 𝚢𝚘𝚞 𝚝𝚘𝚖𝚘𝚛𝚛𝚘𝚠. 𝙻𝚘𝚟𝚎 𝚢𝚘𝚞 𝚏𝚘𝚛𝚎𝚟𝚎𝚛. 𝙰 𝚝𝚛𝚞𝚎 𝚕𝚘𝚟𝚎 𝚜𝚝𝚘𝚛𝚢 𝚗𝚎𝚟𝚎𝚛 𝚎𝚗𝚍𝚜. 💟🫀🖇️✨
11/10/2024

- 𝙻𝚘𝚟𝚎 𝚢𝚘𝚞 𝚝𝚘𝚍𝚊𝚢. 𝙻𝚘𝚟𝚎 𝚢𝚘𝚞 𝚝𝚘𝚖𝚘𝚛𝚛𝚘𝚠. 𝙻𝚘𝚟𝚎 𝚢𝚘𝚞 𝚏𝚘𝚛𝚎𝚟𝚎𝚛. 𝙰 𝚝𝚛𝚞𝚎 𝚕𝚘𝚟𝚎 𝚜𝚝𝚘𝚛𝚢 𝚗𝚎𝚟𝚎𝚛 𝚎𝚗𝚍𝚜. 💟🫀🖇️✨

আমার দেখা সবচেয়ে হার্ড ওয়ার্কিং আর বিচক্ষণ উদার মনের একজন নারী উদ্যোক্তা। উচিত কথা বলা আর অশিক্ষিতদের মতন আচরন করার ভিত...
10/10/2024

আমার দেখা সবচেয়ে হার্ড ওয়ার্কিং আর বিচক্ষণ উদার মনের একজন নারী উদ্যোক্তা। উচিত কথা বলা আর অশিক্ষিতদের মতন আচরন করার ভিতর অনেক পার্থক্য আছে।সে সর্বদাই উচিত কথাটাই বলেন।তাই অনেকে তাকে ভয় পায়।আজকে ভাইয়া অনেক অসুস্থ তার ছবি দেখলেই মনে পরে যায় কিছু দিন আগেই কেউ একজন ইশারা ইঙ্গিতে তাকে তবলা বাদক বলেছিলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কি শুধুই শারীরিক??? আর যাদের উত্তর হ্যা তারাই পরকিয়ায় লিপ্ত হয়। তনি আপুর জন্য ভাই হলো একজন বটবৃক্ষ। এই সম্পর্কে কোন লোভ লালসা,কোন অতি আবেগী চাহিদা নেই শুধুই আছে টান। এমন কোন ইভেন্ট নাই যেটাতে আপু ভাইকে ছাড়া গেছেন। তনি আপু এইটুকু বয়সে যা অর্জন করেছেন তা ৬০ বছরের পুরুষের এখনো স্বপ্ন। তনি আপু বারবার প্রমান করেছেন সে কোন সুগারড্যাডি বিয়ে করেন নি। আবারো একবার প্রমান করলেন। আল্লাহ তনি আপু আর তার বাচ্চাদের জন্য হলেও ভাইকে আপনি সুস্থ করে দেন। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন একবার হলেও।

𝑇𝑜𝑔𝑒𝑡ℎ𝑒𝑟 𝑖𝑠 𝑤𝑜𝑛𝑑𝑒𝑟𝑓𝑢𝑙 𝑝𝑙𝑎𝑐𝑒 𝑡𝑜 𝑏𝑒 ❤️  .                                            ❤️❤️❤️
10/10/2024

𝑇𝑜𝑔𝑒𝑡ℎ𝑒𝑟 𝑖𝑠 𝑤𝑜𝑛𝑑𝑒𝑟𝑓𝑢𝑙 𝑝𝑙𝑎𝑐𝑒 𝑡𝑜 𝑏𝑒 ❤️ .







❤️❤️❤️

09/10/2024

আপনারাই বলুন 🙂👍🏻

বোরখার সাথে টাই'ট বেল, হিজাবের উপর হেয়ার ব্যান্ড, হাত মোজার উপর আংটি.!
পুরাইইই.?🥴

টাকাটা কম হোক💵স্বপ্নটা বড় হোক🤔🤔স্বপ্ন যদি বড় হয়,,💵 টাকাটাও একদিন বড় হয়ে যাবে❤️🦋🦋ইনশাআল্লাহ্🤲🤲
17/08/2022

টাকাটা কম হোক💵স্বপ্নটা বড় হোক🤔
🤔স্বপ্ন যদি বড় হয়,
,💵 টাকাটাও একদিন বড় হয়ে যাবে❤️
🦋🦋ইনশাআল্লাহ্🤲🤲

16/08/2022

একা থাকার মধ্যে বিশাল একটা রাজ্য জয় করার মতো বেপার আছে। আমি দিনের বেশির ভাগ সময় একা কাটাতেই পছন্দ করি৷ মানুষের সংস্পর্শে গেলে মায়া বেড়ে যায়। আর মায়া জিনিসটা ভালোবাসার চাইতেও দ্বিগুণ ভয়ংকর।

আমি মানুষকে ভালোবাসি। মানুষকে বিশ্বাস করতে পছন্দ করি। মানুষের এই ঠকানো, বিশ্বাস ভেঙে ফেলা, লাভ-লোকসানের হিসেব করে ছেড়ে চলে যাওয়া এইসব বেপার গুলো আমাকে খুব টানে। একটা মানুষের কত রুপ থাকে! যে মানুষটা আঘাত দিয়ে ক্ষত-বিক্ষত করে দিতে পারে আবার সে মানুষটাই কি তুমুল ভাবেই না ভালোবেসে ফেলতে পারে! জীবজগৎ এজন্যই হয়তো বৈচিত্র্যময়।

আগে ভাবতাম জীবন বড় একটা উপন্যাসের সমান। কিন্তু এখন দেখি এটা ছোট্ট একটা কবিতাও না। সামনে থেকে পেছন ঘুরে তাকাতে তাকাতেই জীবন শেষ। ছোট্ট এ জীবনে মানুষের থেকে শুধু দুঃখ পেয়েই বিদায় নেবো? না ভালোবাসা অর্জন করে তবেই ফিরতি চিন্তা। হার মানা মেয়ে আমি না।

জীবনে বহু মানুষ দেখেছি বহু পরিস্থিতির সম্মুখীন হয়েছি তবু ভালোবাসার স্বাধ আমার মেটে নি। কেউ এতটুকু দিলে বিনিময়ে আমি অনেক কিছু দিয়ে দেই। কেউ সাহস করে একধাপ এগিয়ে এলে, সে সাহসটাকে আমি সম্মান করে সারাজীবন যত্নে রেখে দেই। একটা মানুষের সাথে পরিচয় হলেই তার ভালোর জন্য প্রার্থনা করি তাঁর দুঃখে কষ্ট পাই। অথচ, তাঁরা আমার কেউ না...

এ জীবনটাকে কবিতার মতো দেখতে দেখতে মানুষকে ভালোবাসতে বাসতে কখন যেন নিজেই হয়ে গেছি আস্ত একখানা কবিতার বই। যার ভালো লেগেছে সে পড়ে দেখেছে, আর যার লাগে নি সে ছুঁড়ে ফেলে দিয়েছে...

-মোহাম্মদ মুজাহিদ বিজয়

Address

Siddhirganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mi Mi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mi Mi:

Videos

Share