#সংখ্যালঘু_সম্প্রদায়ের সকল নির্যাতন, নিপীড়নের স্থায়ী সমাধান প্রকল্পে মহান জাতীয় #সংসদে সংখ্যালঘুদের জন্য #সংরক্ষিত_আসন ও পৃথক #নির্বাচন_ব্যবস্থার পুনরুদ্ধারের দাবিতে "বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট" এর সংবাদ সম্মেলন।
উৎসব মন্ডলের মতো আবারও সেনাবাহিনীর থেকে কেড়ে নিয়ে হিন্দু ছেলেকে হ/ ত্যার চেষ্ঠা। চট্টগ্রামের পটিয়াতে হিন্দু ছেলের নামে ফেইক আইডি খুলে ধর্মীয় কটুক্তি করে এখন তাকে মা/ রার চেষ্ঠা করছে ওরা। ৩০/০৯/২০২৪ ইং @হাইলাইট করুন
সুবিতা রানীর লাশ #রমজান শেখের ট্যাংকির মধ্য উন্মোচন হল
এরাই নাকি বলেছিল পূজার সময় পাহারা দিবে এখন কি বলে শুনেন..*শারদীয় দুর্গোৎসবের আগ মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে চলছে.😔
হিন্দু ছাত্রীদেরকে জোরপূর্বক কোরআন পড়ানো ও হিজাব পরিধানের জন্য চাপ প্রয়োগ - বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? আপনাদের এই স্বাধীন দেশ কি তাহলে অন্য ধর্মের মানুষদের জন্য নয়?
হিন্দু ছাত্রীদেরকে জোরপূর্বক কোরআন শরীফের সুরা মুখস্থ করানোর চেষ্টা, হিজাব পরিধানের জন্য চাপ প্রয়োগ, স্কুলের গীতা পাঠ বন্ধ করে দেওয়া এবং বিভিন্ন সময়ে ধর্মীয় প্রসঙ্গ নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে হিন্দু ছাত্রীদের বিক্ষোভ চলছে।
স্থান: মোসলেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, দাসপাড়া রংপুর। তারিখ: ২৫/৯/২০২৪ ইং
দেবিগঞ্জ ৯ নং দেবীডুবা ইউনিয়ন গালান্দি বাজারে হিন্দুদের জমি দখল করার চেষ্টা এবং হামলা
এই দেশে রোহিঙ্গদের জায়গা হয় কিন্তু হিন্দুদের জায়গা হয় না। ঢাকার বংশালে ৪০০ বছর ধরে বসবাস করা হরিজন সম্প্রদায়ের হিন্দুদের উচ্ছেদ অভিযান করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাদা।
নির্যাতিত মানুষের পাশে ছিলো, আছে ও থাকবে.....
★ মন্দিরে মাইক লাগাও
প্রতিটি গ্রামের, প্রতিটি শহরের, প্রতিটি পাড়ার সার্বজনীন মন্দিরগুলোতে আবশ্যিকভাবে অন্তত দুইটা মাইক লাগাতে হবে।
সাপ্তাহিক হরিসভা, গীতা-ভাগবত পাঠ, কীর্তন, ধর্মসভা মাইকে প্রচার করতে হবে। প্রতিদিন সন্ধ্যা কীর্তন হলে সেটা মাইকে প্রচার করতে হবে। তবে সেটা আজান, নামাজ কিংবা প্রতিবেশীদের অতিরিক্ত সমস্যার কারণ যেন না হয় সেদিকেও সতর্ক খেয়াল রাখতে হবে। মাইক ব্যবহারে অবশ্যই পরিমিতি বোধ থাকা আবশ্যক।
মন্দিরে মাইক ব্যবহারের সবচেয়ে বড় উপকারিতা হলো, বিপদে আপদে এক মুহূর্তেই সমস্ত এলাকার মানুষকে অবহিত করা যায়। দিকনির্দেশনা দেওয়া যায়, একত্রিত করা যায়, প্রতিহত করা যায়।
অতীতে অতর্কিত হামলার বহু ঘটনা ঘটতে দেখা গেছে। এমন প্রেক্ষিতে আত্মরক্ষার জন্য মন্দিরের মাইক অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।
যাঁরা নিজ নিজ এলাকায় স্বধর্মের ও স্বজাতির সেবা করতে চ
হিন্দু মহিলাকে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, কারণ সে রমজান মাসে বোরকা পরে নাই।।
#Bangladesh
বিদেশের মাটিতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম সঙ্কীর্তন প্রচার।
চট্টগ্রাম জেলার শ্রীমতি রিয়া রানী দে
চট্টগ্রাম জেলার শ্রীমতি রিয়া রানী দে..
সাউথ ইন্ডিয়ান অনুষ্টুপ ও ত্রিষ্টুপ ছন্দে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করছেন! অধ্যায়: ২য়, শ্লোক :১ থেকে ৬। জয় শ্রীমদ্ভাগবত গীতার জয়।
❤️❤️❤ জয় শ্রী কৃষ্ণ ❤️❤️❤
মাদারীপুর সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়ন চৌহদ্দি শ্মাশান কালি মন্দিরে হমলা ও প্রতিমা ভাঙচুর করেছে রাতের আঁধারে দুর্বৃত্তরা