14/07/2024
০৭ পাতা চিরকুটে জীবন যুদ্ধে হেরে যাওয়া সুমাইয়ার আত্মহত্যার গল্প!
নালিতাবাড়ির রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের মেয়ে জান্নাতুল ফেরদৌসী সুমাইয়া ১৩ জুলাই ২০২৪ রাত ১০.১০ মিনিটে আত্মহত্যা করে।
কত স্বপ্ন ছিলো বউ সাজবো, সন্তান হবে মা ডাকবে!!
বিয়ের গোসল পাইনি এখন দাফনের গোসলটাও পাবোনা। পাবো না জান্নাত হবে না জানাজা। তোমাদের কাছে অনুরোধ মামলায় যেওনো না। কাট^তে দিও না আমার দেহ, কষ্ট পাবো😭
© জান্নাতুল ফেরদৌসী সুমাইয়ার চিরকুট হতে প্রাপ্ত।
ইশ! মানুষ হিংস্র পশুর চেয়েও ভন্ড। হে খোদা! তুমি ক্ষমাকারীদের ভালোবাসো, তুমি ক্ষমাশীল।