Nalitabari HelpLine

Nalitabari HelpLine Stay tuned by liking our page to get any information about Nalitabari Helpline.

০৭ পাতা চিরকুটে জীবন যুদ্ধে হেরে যাওয়া সুমাইয়ার আত্মহত্যার গল্প!নালিতাবাড়ির রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বিশগিরিপ...
14/07/2024

০৭ পাতা চিরকুটে জীবন যুদ্ধে হেরে যাওয়া সুমাইয়ার আত্মহত্যার গল্প!
নালিতাবাড়ির রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের মেয়ে জান্নাতুল ফেরদৌসী সুমাইয়া ১৩ জুলাই ২০২৪ রাত ১০.১০ মিনিটে আত্মহত্যা করে।

কত স্বপ্ন ছিলো বউ সাজবো, সন্তান হবে মা ডাকবে!!
বিয়ের গোসল পাইনি এখন দাফনের গোসলটাও পাবোনা। পাবো না জান্নাত হবে না জানাজা। তোমাদের কাছে অনুরোধ মামলায় যেওনো না। কাট^তে দিও না আমার দেহ, কষ্ট পাবো😭

© জান্নাতুল ফেরদৌসী সুমাইয়ার চিরকুট হতে প্রাপ্ত।

ইশ! মানুষ হিংস্র পশুর চেয়েও ভন্ড। হে খোদা! তুমি ক্ষমাকারীদের ভালোবাসো, তুমি ক্ষমাশীল।

কোটা প্রথার কব*র দে"
12/07/2024

কোটা প্রথার কব*র দে"

শেরপুর, নালিতাবাড়ী উপজেলায় আরো একটি সম্ভাবনাময় নান্দনিক দর্শনীয় সীমান্ত পর্যটনের হাতছানী।🥰🥰দাওধরা গারো পাহাড় পর্যটন কেন্...
10/07/2024

শেরপুর, নালিতাবাড়ী উপজেলায় আরো একটি সম্ভাবনাময় নান্দনিক দর্শনীয় সীমান্ত পর্যটনের হাতছানী।

🥰🥰দাওধরা গারো পাহাড় পর্যটন কেন্দ্র 🥰🥰

আমার ফ্রেন্ড লিস্টে যুক্ত অনেকেই জানতে চেয়েছেন ইত্যাদি অনুষ্ঠান শেরপুরে হলে আপনি কীভাবে সরাসরি দেখবেন?তাদের জন্যই এই পোস...
10/07/2024

আমার ফ্রেন্ড লিস্টে যুক্ত অনেকেই জানতে চেয়েছেন ইত্যাদি অনুষ্ঠান শেরপুরে হলে আপনি কীভাবে সরাসরি দেখবেন?

তাদের জন্যই এই পোস্টটি

★প্রথমত, ইত্যাদির টিকেট জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে না। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরাই পায়। যেমন: সরকারি কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, প্রফেসর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, ডাক্তার, পুলিশ, সাংবাদিক ইত্যাদি ভিআইপি সিটিজেনরাই পেয়ে থাকে।

এমনও হয়, টিকেটের স্বল্পতার কারণে অনেক গণ্যমান্য লোকও টিকেট পায় না।

তবে, আপনি যদি কোনোভাবে টিকেট পান (ম্যানেজ করতে পারেন) তাহলে আপনি বড়ই ভাগ্যবান।

★দ্বিতীয়ত, টিকেট না পেলে মূল গ্যালারী/প্যান্ডেলের বাইরে থেকে দাঁড়িয়ে/গাড়ীর উপর উঠে, গাছে উঠে বা যেকোনোভাবে যদি দেখার সুযোগ থাকে তবে দেখতে পারবেন।

(নেত্রকোনার বিজয়পুরের বিরিশিরিতে আয়োজিত ইত্যাদিতে এমন সুযোগ ছিল)

★★আসল কথা- শেরপুরে আয়োজিত স্টেজে শুধু দর্শক পর্ব ও স্টেজ পারফরম্যান্স টুকুই দেখানো হবে। দেখানো হবে বললে ভুল হবে, মূল কথা শ্যুট করা হবে।

➤দর্শকের হাত-তালি শ্যুট করা হবে। একবার না হলে বার বার হাত-তালি দিতে হবে। বিভিন্ন এঙ্গেল থেকে শট নিবে। ভালো না আসলে, আবার শট নিবে। [এভাবে অনেক সময় অনেক দর্শক বিরক্ত হয়ে যায়।]

➤আবারও বলছি, শুধু স্টেজ পারফরম্যান্স টুকুই। সেটা হতে পারে গান/শেরপুরের ঐহিত্যবাহী গান/আদিবাসীদের গান অথবা নৃত্য।

➤বড় পর্দায় কোনো কিছু দেখানো হবে না। প্রি-রেকর্ডেড কিছুই দেখানো হবে না। সবকিছু টিভিতেই দেখতে হবে। মূল ও পূর্ণ প্রোগ্রাম টিভিতেই দেখতে হবে যখন অন-এয়ারে প্রচার হবে।

*দর্শকরা যাতে ফোনে ভিডিও করতে না পারে, এজন্য আমন্ত্রিত দর্শকদের ফোন রেখে যেতে বলা হয়। অনেকসময় প্রবেশ পথে চেকিংয়ের সময় ফোন সাথে থাকলে ঢুকতে দেয় না।

---------------------------------------------
আপনাদের ভেতর কারও পূর্বের কোনো ইত্যাদির অনুষ্ঠানে অংশগ্রহণ করার অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ।
©️ ARMAN H MANIK
Collected

নালিতাবাড়ী উপজেলার  পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া  শিক্ষক,  সাবেক কৃতি ফুটবলার,। ,শেরপুর জেলা রেফারিজ এসোসিয়েশন...
25/06/2024

নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, সাবেক কৃতি ফুটবলার,। ,শেরপুর জেলা রেফারিজ এসোসিয়েশনের কার্যকরী সদস্য জনাব কামাল হোসেন ফুটবল খেলা পরিচালনার পর সন্ধ্যায় স্ট্রোক জনিত কারনে অসুস্হ্য হয়ে পড়েন,,,
বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সকলের কাছে তাহার সুস্হ্যতার জন্য দোয়া কামনা করি❤️🤲❤️

⛔️ রাসেল ভাইপার/ চন্দ্রবড়া ⛔️ পড়ুন,উপকারী পোস্ট মনে হলে শেয়ার করুন।এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল ...
21/06/2024

⛔️ রাসেল ভাইপার/ চন্দ্রবড়া ⛔️
পড়ুন,উপকারী পোস্ট মনে হলে শেয়ার করুন।

এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকৃতিতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে, এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি রাজশাহী, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।

21/06/2024

নালিতাবাড়ীতে রান্না করতে গিয়ে রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ`ত্যু

গনপদ্দী টু নকলার রাস্তায় দুর্ঘটনা  অটোর ড্রাইভার সহ ৫/৬ জন গুরুতর আহত
16/06/2024

গনপদ্দী টু নকলার রাস্তায় দুর্ঘটনা
অটোর ড্রাইভার সহ ৫/৬ জন গুরুতর আহত

আলহামদুলিল্লাহ। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন আমাদের শেরপুর জেলার গর্বজেনারেল ওয়াকার-উজ-জামান দায়িত্ব নিবেন ২৩ জুন।
16/06/2024

আলহামদুলিল্লাহ।

নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন
আমাদের শেরপুর জেলার গর্ব
জেনারেল ওয়াকার-উজ-জামান
দায়িত্ব নিবেন ২৩ জুন।

নালিতাবাড়ী উপজেলার খবর।
16/06/2024

নালিতাবাড়ী উপজেলার খবর।

বাংলাদেশে বিদ্যুৎ বিতরন ব্যবস্থাপনা যদি এভাবে করা হতো, তাহলে হয়তো পরিবেশ-বান্ধব গাছ আর কাটা লাগতো না, হতো না কোন দুর্ঘট...
04/05/2024

বাংলাদেশে বিদ্যুৎ বিতরন ব্যবস্থাপনা যদি এভাবে করা হতো, তাহলে হয়তো পরিবেশ-বান্ধব গাছ আর কাটা লাগতো না, হতো না কোন দুর্ঘটনা। সারা বাংলাদেশেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যে পরিমাণ গাছ কাটে, তার পরিসংখ্যান হয়তো অজানা। বাংলাদেশের অধিকাংশই বৈদ্যুতিক তার কাভারিং ছাড়া। নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে এবং দুর্ঘটনা এড়াতে গাছ কেটে থাকেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

কি হবে বৃষ্টির জন্য দোয়া করে,আল্লাহ কিভাবে কবুল করবে আমাদের ডাক,যেই দেশে ৬ বছেরে শিশুকে ধর্ষণ করা হয়, হায় আফসোস!😓যে দেশ...
30/04/2024

কি হবে বৃষ্টির জন্য দোয়া করে,আল্লাহ কিভাবে কবুল করবে আমাদের ডাক,যেই দেশে ৬ বছেরে শিশুকে ধর্ষণ করা হয়, হায় আফসোস!😓

যে দেশে ছয় বছরের শিশু বাচ্চা ধর্ষণ এর পর হত্যা করা হয়,সেই দেশে আল্লাহ বৃষ্টি না দিয়ে কিয়ামত দিয়ে দাও..!!😭🤲

শেরপুরের নালিতাবাড়ী থানার পোড়াগাঁও বাতকুচি নিবাসী উমর মিস্ত্রি নিজের ক্ষেতের বোরো ফসল রক্ষার্থেমশাল নিয়ে তাড়া করতে গিয়...
26/04/2024

শেরপুরের নালিতাবাড়ী থানার পোড়াগাঁও বাতকুচি নিবাসী উমর মিস্ত্রি
নিজের ক্ষেতের বোরো ফসল রক্ষার্থে
মশাল নিয়ে তাড়া করতে গিয়ে বন‍্যহাতির পায়ে পৃষ্ট হয়ে নি হত হয়েছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন🚫
আজ রাত ১১ টায়।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করি,,,আমিন।

আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না.....গীতিকার, সুরকার ও গায়ক পাগল হাসান আর নেই।ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউনআ...
19/04/2024

আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না.....
গীতিকার, সুরকার ও গায়ক পাগল হাসান আর নেই।
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন
আমারা তার আত্মার মাগফিরাত কামনা করি!

১.৫০ পয়সা যাবে ফিলিস্তিনিতে,এটা সঠিক ভাবে ফিলিস্তিনে টাকা যায় কিনা দেখার বিষয়, না শুধু ব্যবসা পলিসি ফিলিস্তিনের পতাকা দ...
16/04/2024

১.৫০ পয়সা যাবে ফিলিস্তিনিতে,এটা সঠিক ভাবে ফিলিস্তিনে টাকা যায় কিনা দেখার বিষয়, না শুধু ব্যবসা পলিসি ফিলিস্তিনের পতাকা দিয়ে বাঙালি র আবেগ নিয়ে খেলা করছে দেখার বিষয়।

ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ নিহত ১১ জন ও বেশ কয়েকজন আহত হয়েছে।আহ!! মৃত্যু
16/04/2024

ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ নিহত ১১ জন ও বেশ কয়েকজন আহত হয়েছে।
আহ!! মৃত্যু

16/04/2024

ই স রা ই ল যদি পাল্টা আক্রমনে যায়
এটা ই স রা ই লে র জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

“ এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে...
14/04/2024

“ এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা। ”

উড়ালসড়ক কিংবা সেতুেতফায়র সার্ভিসের গাড়িকেটোলমুক্ত রাখার দাবি ...         @highlight
13/04/2024

উড়ালসড়ক কিংবা সেতুেত
ফায়র সার্ভিসের গাড়িকে
টোলমুক্ত রাখার দাবি ...

@highlight

পবিত্র -উল-ফিতরউপলক্ষে দেশ ও দেশের বাইরে সকল মুসলমান ভাই-বোনদের জানাইঈদ মোবারক 🌙
10/04/2024

পবিত্র -উল-ফিতর
উপলক্ষে দেশ ও দেশের বাইরে সকল মুসলমান ভাই-বোনদের জানাই
ঈদ মোবারক 🌙

সব শেষ😭ট্রাজেডি বেইলি রোড😥ভয়াবহ অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু....😭আশংকাজনক আরও অনেকে...!কেউ জীবনের তাগিদে ছিলো,...
01/03/2024

সব শেষ😭
ট্রাজেডি বেইলি রোড😥
ভয়াবহ অগ্নিকান্ডে এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যু....😭
আশংকাজনক আরও অনেকে...!
কেউ জীবনের তাগিদে ছিলো, কেউবা ক্ষুধা নিবারণে.!
চোখের নিমিষেই সব শেষ!😭
জীবনের চেয়ে অনিশ্চিত আর কিছুই নেই.!😥
একবার চিন্তা করুন, আমি বা আপনিও থাকতে পারতাম এই জায়গায়.!
সকলের আত্নার মাগফেরাত কামনা করছি, আল্লাহ এরকম মৃত্যু কারো না দেয়.! সকল অসুস্থ মানুষদের দ্রুত সুস্থতা কামনা করছি.!🤲

বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে। বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জিনা, ধর্ষণ পরকীয়া।এখন এসব সম্পর্ক কেবল ন...
06/01/2024

বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে। বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জিনা, ধর্ষণ পরকীয়া।
এখন এসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকদের মাঝে সীমাবদ্ধ নেই৷ উদার মনমানসিকতার নামে বর্তমান সময়ে তরুন প্রজন্ম সম্পর্ক জড়িয়ে পড়ছে ভিন্ন ধর্মের লোকদের সাথে।
মেয়েটার সহপাঠী অমুসলিম। শুরুটা বন্ধত্ব দিয়ে। ধীরে ধীরে বহুদূর সম্পর্ক গড়ায়। একসময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ কিংবা মুসলিম হয়ে যাবার নামে বিয়ে করে হচ্ছে প্রতারণার শিকার।
ইসলাম অন্য ধর্মের লোকদের বিয়ে করা জায়েয করেনি। কোনো ছেলে আপনাকে ভালোবেসে দ্বীনে ফিরতে চাই ৷
আপনি ভাবছেন এতে মন্দ কী? একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে!
- কী নির্বোধ বোকা আপনি? বান্দা তার রব'এর কাছে আসবে৷ তার জন্য আপনাকেই তাকে বিয়ে করতে হবে কেন? আপনি কি নিশ্চিত পরবর্তীতে তার ধোঁকা খাবেন না? আপনি নিশ্চিত সে আপনাকে ছেড়ে চলে যাবে না?
আপনার ইসলাম অন্য পুরুষের সাথে কথা বলা জায়েয করেনি। আপনার শুরুটাই তো অবৈধ।
আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালে লাগে না৷ সে আপনাকে বলে আপনার ধর্ম শ্রেষ্ঠ সে যদি প্রকৃত পক্ষে ইসলাম গ্রহণ করতেই চায়; তবে তাকে আপনি নয়; বরং কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন।
আপনার ভার্সিটি কিংবা আপনি যে পরিবেশে বাস করেন; সেখানে অনেক পুরুষ আছে। অনেক আলেম আছে, সে সবাইকে ফেলে কেবল আপনাকেই কেন বেছে নিয়েছে ?
বুঝে নিন নিশ্চিত এখানেও কোনে ষড়যন্ত্র আছে, তাহলে চলুন বলি সে ষড়যন্ত্রের কথা_
ভারতে লাভ জিহাদ নিয়ে বেশ বিতর্ক চলছে ৷
হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের বিয়ে করে ধর্ম পরিবর্তন করছে৷ এটাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না৷ তাই তারাও বসে নেই। আবিষ্কার করেছে ভিন্ন পথ। তাদের টার্গেট এখন মুসলিম মেয়েরা। তাদের জীবন নরক বানানো৷ মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না তারা সেটা জানে৷ তাই তারাই ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বশান্ত।
হে উম্মার বোনেরা!
তোমার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জায়েয নেই। হোক সে মুসলিম কিংবা অমুসলিম।
এদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মেয়েরা কিংবা শ্রমজীবী নারী। তেমন করেই টার্গেটে রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা।
- আমাদের দায়িত্ব বলে দেওয়া,সাবধান করা।
- বাকি সিদ্ধান্ত আপনার। ⭐⭐⭐

24/10/2023

আমাদের পেজে কিছু মডারেটর নিয়োগ দেওয়া হবে

08/04/2023

শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার হাট চালু হচ্ছে যাচ্ছে !

এক সাইরেনেই রাস্তা বদলে যায়বদলে যায় চিরচেনা গন্তব্য।
05/04/2023

এক সাইরেনেই রাস্তা বদলে যায়
বদলে যায় চিরচেনা গন্তব্য।

04/04/2023

ফায়ারফাইটার মেহেদির শ্বাসনালীর একাংশ পুড়ে গেছে!

সবাই দোয়া করবেন উনার জন্য।
বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণের কাজ করছিলেন তিনি।

04/04/2023
04/04/2023

দুঃখের বিষয় হচ্ছে এই রোজা রমজানের মাসেও, পুলিশ ও ফায়ারম্যানদের আগুন নিভানো কাজের পাশাপাশি কিছু সময় পর পর মাইকে ঘোষনা দিতে হচ্ছে যে,
"আল্লাহ'র দোহায় লাগে আপনারা কাপড় চুরি কইরেন না"

"ভাই কী খবর, আপনার নিজের একটা খারাপ, বাজে রকমের ছবি দেখলাম। আপনার নিজের ছবিটা কে যেন নিচের পেজে দিছে। দেখেন তো চেক করে। ...
02/02/2023

"ভাই কী খবর, আপনার নিজের একটা খারাপ, বাজে রকমের ছবি দেখলাম। আপনার নিজের ছবিটা কে যেন নিচের পেজে দিছে। দেখেন তো চেক করে। ছবিটা দেখুন আর ছড়িয়ে পরার আগেই ডিলেট করে দিয়েন।"

এক বন্ধুর থেকে ইনবক্সে এই মেসেজ এসেছে। এটা আসলে হ্যাকারদের ফিশিং ফাঁদ। বিষয়টা আমার জানা আছে বলে ক্লিক করিনি। ক্লিক করলেই আইডি-পাসওয়ার্ড/আইডির নানান তথ্য তাদের হাতে চলে যেতে পারে।

আপনি যদি এমন মেসেজ পেয়ে ক্লিক করেন তাহলে আপনার আইডি-পাসওয়ার্ড/আইডির নানান তথ্য চলে যাবে। একই সঙ্গে এই মেসেজ আপনার বন্ধুদেরও যাবে। তারাও ক্লিক করবে। এভাবে সর্বনাশ হতে থাকবে।

সচেতন হোন, ভাল থাকুন।
সংগৃহীত।

20/10/2022

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার।

Address

Sherpur
2100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalitabari HelpLine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nalitabari HelpLine:

Videos

Share


Other Media/News Companies in Sherpur

Show All