(https://forms.gle/2jUK4RadMfcgMrmE6)
📚 ইসলামে হাদীসের মর্যাদা 📚
হাদীস শরিয়াতের মৌলিক দুটি উৎসের মধ্যে একটি। হাদীস মূলত কুরআনের ব্যাখ্যা, যা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েই রাসুল (ﷺ) তার নিজ ভাষায় তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। পরবর্তীতে, যা মুহাদ্দিসদের খালেস চেষ্টার বদৌলতে আমাদের কাছে সংরক্ষিত হয়ে পৌঁছেছে।
❗ পরিতাপের বিষয়: ইসলামী শরিয়াতকে বিতর্কিত করতে যুগ যুগ ধরে একটি পক্ষ হাদীসকে আক্রমণের শিকারে পরিণত করেছে। যা একটা সময় হাদীস অস্বীকারে রূপ নিয়েছে।
⚠ প্রাচ্যবিদদের দেখানো পথে মুসলিম নামধারী কিছু পথভ্রষ্ট এই চক্রান্তে শামিল হয়ে সহজ-সরল মুসলিমদের ঈমানকে দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
💡 এই অপচেষ্টাকে রুখে দেওয়ার অংশ হিসেবে,
📖 "জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ" এবারের বই পাঠ প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করেছে “ইসলামে হাদীসের মর্যাদা”।
📕 নির্ধারিত বই: প্রফে
এসো নবীন দলে দলে শুব্বানের পতাকা তলে।
ফিতনা থেকে বাঁচার একমাত্র পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন
রাকিবুল হাসান বিন আব্দুর রহিম সালাফী
সাংগঠনিক সম্পাদক জমঈয়ত শুব্বানে আহলে হাদীস শেরপুর জেলা
আজ 16/10/2024 ইং রোজ বুধবার আত_তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার উদ্যোগে ও শেরপুর জেলা জমঈয়তে আহলে হাদিস, শেরপুর জেলা শুব্বানে আহলে হাদিস এর ব্যবস্থাপনায় এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় শেরপুর জেলার নালিতাবাড়ী, নকলা ও হাসখিল এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০০০ প্যাকেট বারি খাবার যেমন;চাল,ডাল,আলু,তেল,লবন,বিতরন করা হবে। এবং নকলা গনপদ্দি এলাকায় ১১০পেকেট বিতরন করা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা যেন কবুল করেন এবং সকলকেই উত্তর প্রতিদান দেন। আমিন
আপনারা জানেন আমাদের শেরপুর জেলার কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ।
তাই বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস ও জমঈয়ত শুব্বানে আহলে হাদিস এর উদ্যোগে সারা বাংলাদেশ বন্যায় বিপদগ্রস্তদের জন্য যে ত্রাণ কার্যক্রম, চিকিৎসা সেবা কার্যক্রম ও বণ্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলমান আছে। তার অংশ হিসেবে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস এর প্রত্যক্ষ নির্দেশনা ও সহযোগিতায় আমাদের শেরপুর জেলা জমঈয়তে আহলে হাদিস এর সম্মানিত সভাপতি মহোদয় শাইখ মাজহারুল আলম হাফিজাহুল্লাহর পৃষ্ঠপুষকতায় আমরা বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস শেরপুর জেলা শাখা ও জমঈয়ত শুব্বানে আহলে হাদীস শেরপুর জেলা শাখার যৌথ আয়োজনে ত্রান বিতরণ প্রস্তুতি চলছে । বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা খুব শীঘ্রই পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
দা-ঈ'দের জন্য ইখলাসের গুরুত্ব | শাইখ Ishaque Irshad Madani হাফিজাহুল্লাহ
বরিশাল জেলা কাউন্সিল ২০২৪, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর উদ্যোগে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামে বিশেষ মেডিক্যাল ক্যাম্প ০২ এর কার্যক্রম চলছে।