28/10/2024
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাঘে সিংহে লড়াই। সমানে সমান এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে আমাদের ডোনাল্ড ট্রাম্প কে সমর্থন করা উচিত।
✒️ অধ্যাপক Dr. Abdullah Farooque হাফিজাহুল্লাহ
আদার ব্যাপারী হয়ে জাহাজের খবরাখবর নেয়া কথাটি সর্বক্ষেত্রে সংগতিপূর্ণ নয়। কেননা মার্কিন নির্বাচন সমগ্র বিশ্বে প্রভাব ফেলে নি:সন্দেহে। বাংলাদেশও তার বাহিরে নয়।
নির্বাচন নিয়ে কথা বললেই কিছু অপরিপক্ক এবং দুগ্ধপোষ্যরা কড়া কড়া কথা বলতে কখনও ভুল করেন না। বন্দুক এর গুলি মিশ হলেও হতে পারে কিন্তু তাদের আক্রমণ হতে রেহায় পাওয়া বড়ই দুস্কর।এরা বলে সালাফী মানহাজ এগুলো পারমিট করে না। মহান আল্লাহ শাইখ বিন বায রহ: ও শাইখ উসাইমীন রহ : এর প্রতি রহমতের অজস্র ধারা বর্ষণ করুন। উম্মতের কান্ডারীতূল্য এই দুই নক্ষত্রের রাজনীতি, নির্বাচন ও গণতন্ত্র সংক্রান্ত সুস্পষ্ট কিছু ফতোয়া না থাকলে ওরা কবে আমাদেরকে সালাফিয়াত হতে বের করে দিতেন তা মহান আল্লাহই ভাল জানেন। আমি আবারো স্মরণ করিয়ে দিচ্ছি যে জঙ্গিরা বলে থাকে বাংলাদেশ এর শাসকবর্গ সকলেই তাগুত সুতরাং এদের অধীনে কোন নির্বাচন করা যাবে না এবং ভোটও দেয়া যাবেনা। আমি মূলত তাদের উদ্দেশ্য করে এক বক্তব্যে বলেছিলাম যে এরা খারেজী ও জঙ্গি। আপেক্ষিক
ইসলামের মৌলিক একটি মাসআলা এটা আমাদের এই ব্রাদারানে মিল্লাত বুঝতেই চান না। মহান আল্লাহ মদ ও জুয়ার ব্যাপারে বলেন এদুটোর উপকারের চেয়ে অপকার ও অনিষ্টের মাত্রা অনেক বেশি।
শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহ: মদ্যপ তাতারীদের ব্যপারে বলতেন ওরা মদ পান করে বেহুঁশ হয়ে পড়ে আছে পড়ে থাকতে দাও। কেননা এদের হুঁশ ফিরে আসলেই এরা মুসলিমদের গণহত্যা চালাবে।
সেই দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্তিগত এবং আবারো বলছি একান্ত ব্যক্তিগত মত ব্যক্ত করছি যে মুসলিমদের জন্য এবং মুসলিম উম্মাহর জন্য ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের তুলনায় রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প অনেক বেটার হবে। কেননা ডোনাল্ড ট্রাম্প দোষেগুণে পরিপূর্ণ একজন শান্তিকামী ব্যক্তি এবং মুসলিমদের প্রতি বিশেষ করে আরবদের প্রতি অত্যন্ত সদয়শীল। বিশেষ করে সউদী যুবরাজ মুহাম্মদ বিন সালমান হাফি: এর সাথে তাঁর সুসম্পর্ক ও হৃদ্যতার কথা কমবেশি সকলেই জানেন। আজ তাঁরমত একজন বিশ্বনেতা থাকলে হয়তো গাজায় ও লেবাননে এই হত্যাযজ্ঞ ও গণহত্যা হতো না। আমেরিকার
মিশিগান রাজ্যের মুসলিম কমিউনিটি প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প এর প্রতি পুর্ণ সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য যে সেখানে তিন লাখেরও বেশি আরব ভোটার রয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প এর সফলতার ফিরিস্তি অনেক লম্বা। তাঁর প্রিয়ডে মধ্যে প্রাচ্যে অশান্তির মহাখলনায়ক কাসেম সোলাইমানীর হত্যা নি:সন্দেহে একটি উল্লেখযোগ্য সফলতা ছিল ডোনাল্ড ট্রাম্প এর।
উল্লেখ্য যে আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন জনগণ আগামী চার বছরের জন্য তারা তাঁদের রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।মুসলিম উম্মাহর জন্য যেটা মঙ্গল মহান আল্লাহ যেন সেটাই করেন। আর আমেরিকায় দাওয়াতের যেন একটা উর্বর ও শক্তিশালী ময়দান প্রস্তুত হয় মহান আল্লাহ যেন সে তাওফীকও দান করেন, আমীন