SK Estikutum

SK Estikutum ইসলামী শিক্ষায় উদ্ভাসিত' islam

29/01/2023
অসহায় এক বাবার করুন আর্তনাদে আজকের এই পোস্টটি করা।গত সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ থেকে ছেলেটি নিজ গ্রাম থেকে নিখোঁজ। আমার ন...
25/01/2023

অসহায় এক বাবার করুন আর্তনাদে আজকের এই পোস্টটি করা।
গত সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ থেকে ছেলেটি নিজ গ্রাম থেকে নিখোঁজ। আমার নিজ জেলার অনেকটা অংশ খুজেও হদিস পাওয়া যায়নি। থানার সহযোগিতা, লিফলেট, মাইকিং, মোটরসাইকেল নিয়ে আশেপাশের এলাকায়ও খোঁজ নেয়া হয়েছে।
মা হারা বাক প্রতিবন্ধী একমাত্র ছেলেকে হারিয়ে প্রতিনিয়ত গরীব বাবার কান্না কোন ভাবেই থামছে না।
নামঃ- মোঃ মোনায়েম মোল্লা
পিতাঃ- মোঃ দুলাল মোল্লা
গ্রামঃ- লতিফপুর,
পোস্ট অফিসঃ- লতিফপুর তালতলা বাজার,
ইউনিয়নঃ- গোসিংগা,
থানাঃ- শ্রীপুর,
জেলাঃ- গাজীপুর,
ঢাকা,বাংলাদেশ।
বয়সঃ-১৪
লম্বাঃ-৫'৩" প্রায়।
রংঃ- শ্যামলা।
স্বাস্থ্যঃ- চিকন।
বিশেষ ভাবে লক্ষনীয়ঃ- হাটার সময় একদিকে সামান্য বাকা হয়ে হাটে,ছেলেটি কথা বলতে পারে না কিন্তু কিছু বললে বুঝতে কিছুটা সক্ষম ও মুখে বিভিন্ন আওয়াজ করে,হাতে ইশারা করে বুঝানোর চেষ্টা করে।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির কোন খোঁজ পেয়ে থাকেন দয়া করে উপরোক্ত ঠিকানায় কিংবা নিন্মোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।
আল-বাশার রুমেলঃ- ০১৯৬৩৬০০৬৬১
মোঃ আশরাফুল আলামঃ- ০১৯২৪৮৯৯৮৯৭
ছেলেটিকে খুজে পেতে সকলের সহযোগিতা কামনা করছি।

انا لله وانا اليه راجعون🥹ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🥹আমাদের কাপাসিয়ার গর্ব,,,,,, মাওলানা মুফতি জাহাঙ্গীর হো...
02/01/2023

انا لله وانا اليه راجعون🥹

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🥹

আমাদের কাপাসিয়ার গর্ব,,,,,, মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন কাসেমী সাহেব,,,,ইহকাল ত্যাগ করেছেন 😭

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া নুরিয়া ইসলামিয়া টঙ্গী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস।
হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন কাসেমী ( রহঃ) ইহকাল ত্যাগ করেছেন 😭
দীর্ঘদিন অসুস্থতার নেয়ামতে ভুগছিলেন। রবের প্রিয় বান্দা তার ডাকে সারা দিয়ে চলে গেছেন।
আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুণ। আমিন।

15/12/2022

আলহামদুলিল্লাহ আলহাজ্ব আলিম উদ্দিন মোল্লা হাফিজাতুল ইসলাম কাওমী মাদ্রাসা

Send a message to learn more.

আলহামদুলিল্লাহ আলহাজ্ব আলিম উদ্দিন মোল্লা হাফিজাতুল ইসলাম কাওমী মাদ্রাসার সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ...
15/12/2022

আলহামদুলিল্লাহ আলহাজ্ব আলিম উদ্দিন মোল্লা হাফিজাতুল ইসলাম কাওমী মাদ্রাসার সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে ২য় সাময়িক পরিক্ষার ছুটি হয়েছে রোজ বৃহস্পতিবার ১৫/১২/২০২২ ইং। মাদ্রাসা খোলা হবে ২৩/১২/২০২২ইং রোজ শুক্রবার। আসা করি সকলেই নিজ নিজ সন্তানকে শুক্রবার আসরের নামাজের আগে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন।

আলহামদুলিল্লাহ, আলহাজ্ব আলিম উদ্দিন মোল্লা হাফিজাতুল ইসলাম কাওমী মাদ্রাসার সকল শিক্ষার্থীদের অভিভাবকদের অবগতির জন্য জানা...
07/12/2022

আলহামদুলিল্লাহ, আলহাজ্ব আলিম উদ্দিন মোল্লা হাফিজাতুল ইসলাম কাওমী মাদ্রাসার সকল শিক্ষার্থীদের অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামি ১০/১২/২০২২ রোজ শনিবার থেকে মাদ্রাসা ২য় সাময়িক পরিক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। তাই সকলেই নিজ দায়িত্বে আগামী ১০ তারিখের আগে পরিক্ষার ফী ও বেতন ক্লিয়ার করবেন আশাকরি।

মসজিদের ইমাম সাহেব মাইকে ঘোষণা দিলেন, "যার স্ত্রী নিজের স্বামীকে ফজরের সময় জাগিয়ে দিবে না, সে যেন দ্বিতীয় বিয়ে করে। বিয়ে...
07/12/2022

মসজিদের ইমাম সাহেব মাইকে ঘোষণা দিলেন, "যার স্ত্রী নিজের স্বামীকে ফজরের সময় জাগিয়ে দিবে না, সে যেন দ্বিতীয় বিয়ে করে। বিয়ের সমস্ত খরচ মসজিদ কমিটি বহন করবে"।😁
এই ঘোষণার পরের দিন ফজরের নামাজের সময় জুমআর নামাজের চেয়েও বেশী মুসুল্লি মসজিদে হাজির হয়েছে। এলাকার একটি স্ত্রীও রাতে ঘুমায়নি।
ঘটনাটি বান্দরবন জামে মসজিদের এবং ঘটনাটি ২৭ নভেম্বর, ২০২০ ইং তারিখের।সংগৃহিত

25/11/2022

খেলা এখন যে পর্যায়ে পৌঁছেছে এবং এর সাথে যত পাপাচার ও বেহায়াপনা যুক্ত হয়েছে তাতে আল্লাহর কাছে দায়মুক্তির জন্য অবশ্যই কথা ও কাজে খেলার সাথে সর্বপ্রকার সম্পর্কহীনতা পরিষ্কারভাবে প্রকাশ করা আবশ্যক।

-মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক হাফি,
মাসিক আল কাউসার, মার্চ ২০১১ ইং

পাকিস্তানের কোনো একটি স্কুলে শিক্ষক ক্লাসে ছাত্রদের কে প্রশ্ন করেছিলেন                            ‌কারা নামাজ পড়ে না..?...
20/11/2022

পাকিস্তানের কোনো একটি স্কুলে শিক্ষক ক্লাসে ছাত্রদের কে প্রশ্ন করেছিলেন
‌কারা নামাজ পড়ে না..?
প্রথম ছাত্র উত্তর দিলো ~
মৃত্যু ব্যক্তি !
যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি নামাজ পড়ে না ,
দ্বিতীয় ছাত্র উত্তর দিলো ~
যে ব্যক্তি নামাজ পড়তে পারে না
👉 অর্থাৎ যে ব্যক্তি পাগল বা প্রতিবন্ধী
তৃতীয় ছাত্র উত্তর দিলো ~
যে ব্যক্তি অমুসলিম
অমুসলিম ব্যক্তি নামাজ পড়ে না
....... এবার শিক্ষক চিন্তায় পড়ে গেলো .......?
এই তিনটি উত্তরের মধ্যে আমি কোনটাই আছি
আমি কি মারা গেছি..??
আমি কি পাগল , প্রতিবন্ধী নামাজ
নামাজ পড়তে পারিনা .??
নাকি আমি অমুসলিম .??
একজন মুসলিম ও অমুসলিমের মধ্যে সব চেয়ে বড় পার্থক্য হলো নামাজ
আমরা যারা নিজেকে মুসলিম দাবী করি কিন্তু নামাজ পড়িনা ....!!
চলুন একটু ভেবে দেখি
আমরা আজও কি প্রকৃত মুসলিম হতে পেরেছি ..??
আল্লাহ আমাদের কে সঠিক বুঝ দান করুন
আমাদের সবাইকে হেদায়েত দান করুন
আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন
🤲 আমিন ইয়া রাব্বুল আলামিন 🤲❤️❤️❤️❤️

নায়িকার নাচ দেখতে মানুষ ১৫০০০ টাকা দিয়ে টিকেট কিনতে পারে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলার প্রতি সমর্থন ভালোবাসা দেখাতে হাজ...
20/11/2022

নায়িকার নাচ দেখতে মানুষ ১৫০০০ টাকা দিয়ে টিকেট কিনতে পারে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলার প্রতি সমর্থন ভালোবাসা দেখাতে হাজার হাজার টাকা খরচ করে ব্যানার ফেস্টুন করতে পারে।

মগর গরীবের জন্য এক দুইটা কম্বল কিনে দিতে পারে না। একদিকে দেশে দুর্ভিক্ষের ছোঁয়া,নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার বাইরে, তারপরও মানুষের অপচয় বন্ধ নেই,নষ্টামি বন্ধ নেই।

গরীবের আল্লাহ ছাড়া কেউ নেই। পারলে এই শীতে কমপক্ষে একটি করে হলেও কম্বল বিতরণ করুন, আপনার যাকে ভালো লাগে তাকে দিন।

মুহতারাম মুফতি সাঈদ

হে প্রিয় রাহবর আপনার ঈমানি জজবায় আমি হতবাক। আপনার ঈমানি তেজ আমাকে আরও দিগুণ শক্তি জুগিয়েছে। শুনো হে তাগুতি শক্তি, সব জায়...
17/11/2022

হে প্রিয় রাহবর আপনার ঈমানি জজবায় আমি হতবাক।
আপনার ঈমানি তেজ আমাকে আরও দিগুণ শক্তি জুগিয়েছে।

শুনো হে তাগুতি শক্তি, সব জায়গায় খোঁচা দিওনা কারণ আগুনে হাত দিলে হাত তো পুড়বেই
এটাই স্বাভাবিক।
আল্লাহর ওলিদের কোন ভয় নেই, নেই কোন চিন্তা
এই কথা আল্লাহ নিজেই বলেছেন।

দু'দিনের আজিমুশ্বান ইজতেমা হবে চারদিন
আগামীকাল রওয়ানা হব ইজতেমায়
আপনিও আসুন ইজতেমা ময়দানে।

পরিশেষে আল্লাহ তায়ালা আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক আমীন।

17/11/2022

ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নয়
বিশ্বময় উড়াবো কালিমার পতাকা
ইনশাআল্লাহ!❤🥰

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায় - সেটা রাস্তা হোক বা সম্পর্ক💔
13/11/2022

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা
প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায় -
সেটা রাস্তা হোক বা সম্পর্ক💔

ফাঁসির আগ মূহুর্তে সায়্যিদ কুতুব (রাহিমাহুল্লাহ) কে কালিমা পড়ানোর জন্য জেলের ইমামকে পাঠানো হলো। জেলের ইমাম এসে সায়্যি...
10/11/2022

ফাঁসির আগ মূহুর্তে সায়্যিদ কুতুব (রাহিমাহুল্লাহ) কে কালিমা পড়ানোর জন্য জেলের ইমামকে পাঠানো হলো। জেলের ইমাম এসে সায়্যিদ কুতুবকে কালিমা পড়ানোর চেষ্টা করতে লাগলেন।
-তাকে দেখে সায়্যিদ কুতুব জিজ্ঞেস করলেন, "আপনি কী জন্য এখানে এসেছেন?"
-ইমাম বললেন, "আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আসামীকে কালিমা পড়ানো আমার দায়িত্ব।"
-সায়্যিদ কুতুব বললেন, "এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে?"
-ইমাম বললেন, "সরকার দিয়েছে।"
-সায়্যিদ কুতুব বললেন, "এর বিনিময়ে কি আপনি বেতন পান?"
-ইমাম বললেন, "হ্যাঁ আমি সরকার থেকে বেতন-ভাতা পাই।"
-তখন সায়্যিদ কুতুব রহ.বললেন, "কি আশ্চর্য! যেই কালিমা পড়ানোর কারণে আপনি বেতন-ভাতা পান, সেই কালিমার ব্যাখ্যা মুসলিম উম্মাহকে জানানোর অপরাধেই আমাকে ফাঁসি দেয়া হচ্ছে!
তোমার কালেমা তোমার "রুটি" যোগায়,
আর আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝুলায়!" এটা

ছবির এই লোকটিকে হয়তো'বা সবাই বোকা ভাবছেন! কী কারণ বা কেন ⁉️কারন লোকটি তার নিজের মুক্তির চাবিকে  বাদ দিয়ে একটা রুটির 🍞 ...
05/11/2022

ছবির এই লোকটিকে হয়তো'বা সবাই বোকা ভাবছেন! কী কারণ বা কেন ⁉️

কারন লোকটি তার নিজের মুক্তির চাবিকে বাদ দিয়ে একটা রুটির 🍞 পিছনে সময় নষ্ট করতেছে!

তাহলে আমি আপনি কি ?
আমি আপনিও কিন্তু এই লোকটির মতোই দুনিয়ার সামান্য রিজিকের জন্য আখিরাতের মুক্তি বা জান্নাতের পথকে ছেড়ে দিচ্ছি

এটা কি একবার ভেবে দেখেছেন ?
-আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করুন, আমিন🤲

মুফতি আরিফ বিন হাবিব হাফি. এর মাহফিলে বাঁধা দেওয়ার দৃশ্যটা পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। ভাবসাবে বুঝা যায় যে স্টেইজে বসে থাক...
30/10/2022

মুফতি আরিফ বিন হাবিব হাফি. এর মাহফিলে বাঁধা দেওয়ার দৃশ্যটা পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। ভাবসাবে বুঝা যায় যে স্টেইজে বসে থাকা টুপিওয়ালারাই এর সাথে জড়িত।

কেননা নেতাকে কিছু না বলে বক্তব্য চালিয়ে যাওয়া সুযোগ করে দেওয়া, আবার পাবলিক ক্ষেপে গেলে নেতাকে না থামিয়ে উল্টো বারবার পাবলিককে থামিয়ে দেওয়ার চেষ্টা করাটা বেশ সন্দেহজনক!

একজন নেতার উল্টাপাল্টা কথার এতটুকু জবাব দিতে না পারলে ঐসব টুপিওয়ালাদের মাহফিলের আয়োজন করতে বলেছে কে!!
এর মধ্যে একজনের ব্যাপারে জানলাম যে তিনিও নাকি আলোচক! একজন আলোচক হয়েও যেহেতু নেতার কথার মোক্ষম জবাব দেওয়ার চেষ্টা করেনি, উল্টো পাবলিক থামানোর চেষ্টায় মগ্ন ছিলো, সেক্ষেত্রে সে অথবা তারাই যে নেতাকে উস্কে দেয়নি সেটা বলি কীভাবে!

হ্যাঁ, হয়তো হিংসার অনলে পুড়ে দিনদিন আমরাই আমাদের শত্রু হয়ে যাচ্ছি।

মনে রাখবেন, ইসলাম বিদ্বেষীদের সাথে হাত মিলিয়ে একজন আলেমকে অপমান করতে চাইলে পরবর্তীতে তার প্রভাব নিজেদের ঘাড়ে এসেই পড়বে।
আলেমদের ভুল হলে শুধরে দেবে আলেমরাই। সেখানে নেশাখোর, মাতাল,
রিলিফ মারা নেতা, জ্ঞানপাপী পাবলিককে সুযোগ করে দেওয়াটাই ইসলামের বিদ্বেষ করার নামান্তর।

মুফতী আরিফ বিন হাবিব হাফি.। সময়ের আলোচিত ও নন্দিত আলোচক। দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে মুগ্ধতা ছড়িয়ে ইতিমধ্যে দ্বীনদার তা...
30/10/2022

মুফতী আরিফ বিন হাবিব হাফি.। সময়ের আলোচিত ও নন্দিত আলোচক। দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে মুগ্ধতা ছড়িয়ে ইতিমধ্যে দ্বীনদার তাওহীদি জনতার অন্তরে স্থান করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ।

সুতরাং কতিপয় বে দ্বীন ও বদ দ্বীনদের বিরোধিতায় উনার কিছুই হবেনা,ইনশাআল্লাহ। বরং ওদের এসব বিরোধিতা তাঁর মর্যাদা বৃদ্ধির জন্য সহায়ক হবে৷

কিশোরগঞ্জে উনার সাথে যে আচরণ করা হয়েছে এটা খুবই ন্যাক্কারজনক ও দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আল্লাহ তায়ালা প্রিয় ভাইকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন।

29/10/2022

হুজুরকে পাশে রেখে মনিরুল ইসলাম গাজীপুরী হুজুরের হুংকার👇👇👇👇👇👇👇👇👇👇👇👇https://youtu.be/o2WwxnqNLDg

আলহামদুলিল্লাহ শুকরিয়া আমার কলিজার ছোট ভাই মোহাম্মাদ খোবায়িব আসজাদ ‌মুক্তাদা। নাজিরা বিভাগে প্রথম সাময়িক পরীক্ষায় প্...
23/10/2022

আলহামদুলিল্লাহ শুকরিয়া আমার কলিজার ছোট ভাই মোহাম্মাদ খোবায়িব আসজাদ ‌মুক্তাদা। নাজিরা বিভাগে প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাকে জগত বিখ্যাত দায়ী ও মোখলেস নায়েবে নবী হওয়ার তৌফিক দান করেন আমিন

হাফেজ তাকরীমের বিশ্বজয় ছিল নিঝুমের জন্য উত্তম জবাব,হাফেজ আবু রাহাত এর বিশ্বজয় আফসারীর জন্য উত্তম জবাব,
20/10/2022

হাফেজ তাকরীমের বিশ্বজয় ছিল নিঝুমের জন্য উত্তম জবাব,

হাফেজ আবু রাহাত এর বিশ্বজয় আফসারীর জন্য উত্তম জবাব,

আজকে প্রিয় শায়েখ মাওলানা মামুনুল হক সাহেবকে সি এম সি কোর্টে তুলা হবে 😥😥তাই এক নজর দেখার জন্য দাড়িয়ে আছে উম্মতের দরদী রাহ...
20/10/2022

আজকে প্রিয় শায়েখ মাওলানা মামুনুল হক সাহেবকে সি এম সি কোর্টে তুলা হবে 😥😥
তাই এক নজর দেখার জন্য দাড়িয়ে আছে উম্মতের দরদী রাহবার মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিঃ 😘😘
আল্লাহ যেন মুক্তির ফয়সালা করে দেন।🤲🤲

বিমানবন্দরে সংবর্ধিত হল হাফেজ আবু রাহাত ও তার শিক্ষক । হাজারো মানুষের ভালবাসায় সিক্ত।
20/10/2022

বিমানবন্দরে সংবর্ধিত হল হাফেজ আবু রাহাত ও তার শিক্ষক । হাজারো মানুষের ভালবাসায় সিক্ত।

19/10/2022

জুমুআর আগে যখন আতর লাগাই

18/10/2022

বিকেলের খেলা😍

17/10/2022

আলহামদুলিল্লাহ
আলহাজ্ব আলিম উদ্দিন মোল্লা হাফিজাতুল ইসলাম কাওমী মাদ্রাসার ছাএদের হিফজ ও নাজেরা সবক উদ্বধনী অনুষ্ঠান

Send a message to learn more.

14/10/2022

আলহামদুলিল্লাহ,
আগামী ১৩,১৪,১৫ জানুয়ারী ২০২৩ ইং তারিখে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ

13/10/2022

নারী এক অদ্ভুত চরিত্রের,
বিয়ে হওয়ার পর বলে
"শাশুড়ি খারাপ "
শাশুড়ি হওয়ার পর বলে "বউ খারাপ"

রাজ দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল ।রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তাঁর খুব প্রিয় খাবার ছিল...
23/09/2022

রাজ দরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল ।

রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তাঁর খুব প্রিয় খাবার ছিল ।
এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে ৫০ টাকা দিয়ে দিলেন ।

সেই আমলে ১০ টাকা মানে অনেক কিছু । তাহলে ৫০ টাকা মানে অনেক টাকা!
এদিকে পাশেই বসে থাকা রাণী ফিসফিস
করে রাজাকে বললেনঃ

এই মাছটার দাম তুমি ৫০ টাকা দিয়ে দিলে❓
বড়জোর খুশি হয়ে তাকে ১৫ থেকে ২০ টাকা দিতে পারতে ।

মাছ ফেরত নিয়ে টাকা ফেরত দিতে বলো ।
রাজামশাই বললেনঃ একি বলো রাণী ?
রাজারা যা বলে তা নড়চড় করা অসম্ভব, তাছাড়া এটাতো রাজাদের ইজ্জতের ব্যাপার ।

রাণী বললেনঃ
আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সন্মানের কোনো হানি হবে না ।
জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দিবে ।

রাজামশাই বললেনঃ কি বুদ্ধি❓
রাণী বললেনঃ জেলেকে ডেকে বলবে, তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী❓

যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে ।

অতএব,জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে ।
রাজা রাণীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেনঃ
তোমার মাছটা কোন জাতের❓ পুরুষ না স্ত্রী❓
জেলে থতমত হয়ে একটু ভেবে চিন্তে বললোঃ
জাঁহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না❗
আমার মাছটা হলো হিজড়া❗

এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেলো । রাণীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন ।
রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও ৫০ টাকা দিয়ে দিলেন ।

জেলে খুশি হয়ে মোট ১০০ টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে ।
রাজমহলের মেইন গেইটের সামনে যেতেই পোটলা থেকে ৫ টাকার মাটিতে পড়ে গেলো ,
জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে ।

এদিকে রাণী তা দেখে রাগে ফোঁস ফোঁস করছে ।
রাণী বললেনঃ জাঁহাপনা, এই জেলে এত লোভী কেন❓

১০০ টাকা থেকে মাত্র ৫ টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না ।
জাঁহাপনা আপনি তাঁকে শাস্তি দেন ,
রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র ৫ টাকা পড়ে গেছে ।
গেট দিয়ে কতো গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুঁড়িয়ে নিতো ।

রাজামশাই জেলেকে ডেকে বললেনঃ
এই লোভী জেলে❓
তোমার এতো লোভ কেন❓
এতো টাকা দিয়েছি তোমায় মাত্র ৫ টাকা লোভ সামলাতে পারলে না❓
তা তুলে চুমু খাচ্ছো❓

তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে ।

জেলে বললঃ জাঁহাপনা আমি কিন্তু লোভের কারণে ঐ টাকা তুলে চুমু খাইনি ।

টাকার গায়ে আমার রাজামশাই ও রাণী মা'র নাম লেখা আছে, তাই ভাবলাম, টাকাটা মাটিতে পড়ে
থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে আর আমার রাজা ও রাণী
মা'র ইজ্জতের হানি হবে ।

তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে
ঠেকিয়ে সালাম করলাম ।
এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও ১০০ টাকা দিলেন ।

সর্বমোট ২০০ টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন ।
আর রাজা ঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে ।

আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চললে ৫০ টাকার জায়গায় ২০০ টাকা লোকসান হবে।

03/09/2022

আজ শনিবার
প্রাচীনকালে আমরা এই দিনে
স্কুলে যেতাম 🫠😁😁😁

এশিয়া কাপ আনতে পারে নাই দুঃখ নাই😪😪৷ ৷ ,, এগুলো তো আনতে পারবে 🤟🤟🤟🙃
02/09/2022

এশিয়া কাপ আনতে পারে নাই দুঃখ নাই😪😪
৷ ৷ ,, এগুলো তো আনতে পারবে 🤟🤟🤟🙃

প্রিয় মাহফুজএকটি বছর কেটে গেলোআছিস রে তুই ঘুমেজেগে দেখনা সবই আছেনেই শুধু তুই রুমে।তোর সাজানো টেবিল আছেআছে কলম খাতারুমের ...
19/08/2022

প্রিয় মাহফুজ

একটি বছর কেটে গেলো
আছিস রে তুই ঘুমে
জেগে দেখনা সবই আছে
নেই শুধু তুই রুমে।

তোর সাজানো টেবিল আছে
আছে কলম খাতা
রুমের প্রতি ধুলি-কণায়
তোরই স্মৃতি গাঁথা।

তোর বাগানে গাছ উঠেছে
ফুল ফুটেছে কত
রোজ বিকেলে কুকিল ডাকে
হুবহু তোরই মত।

আজও শুনি তোর গাওয়া গান
মিষ্টি মাখা সুরে
যেই সুরে তোর প্রীতি মাখা
সবার হৃদয় জুড়ে।

জাগনারে ভাই ঘুম থেকে তুই
দিয়ে মুচকি হাসি
আজও তোকে হয়নি বলা
অনেক ভালোবাসি।

13/08/2022

মানুষ কথা দেয় শুধুমাত্র

মুহুর্তকে সুন্দর করার জন্য...!🥀

13/08/2022

সোনামণি রা যখন এশরাকের নামাজ পরে

 #সীরাত_১بسم الله الرحمن الرحيم⭕ ইসলাম পূর্ব যুগ...আল্লাহর নবী ঈসা আলাইহিসসালামের পর:⭕ চলছে দীর্ঘ বিরতি, হচ্ছে না কোন নব...
10/08/2022

#সীরাত_১
بسم الله الرحمن الرحيم

⭕ ইসলাম পূর্ব যুগ...

আল্লাহর নবী ঈসা আলাইহিসসালামের পর:

⭕ চলছে দীর্ঘ বিরতি, হচ্ছে না কোন নবীর আগমন।
পৃথিবীর সর্বত্র অন্ধকার গ্রাস করে নিয়েছে....
আলোহীন হয়ে যাচ্ছে পৃথিবী এবং বিলুপ্ত হয়ে যাচ্ছে জ্ঞানের ঝর্ণা ধারা.....
সর্বত্র বিরাজ করছে হাহাকার 😭😭
চতুর্দিকে বাড়ছে ধর্ম ব্যবসায়ীদের আনাগোনা....
মিথ্যাবাদীরা এই সুযোগে ধর্মের নামে অধর্মের অপপ্রচারে লিপ্ত হচ্ছে.....
একেকটা ধর্ম যাজক সতন্ত্র এক একটি ধর্মের দিকে ডাকছে তার অনুসারীদের....
যুগে যুগে নবী-রাসূল কর্তিক উত্থাপিত স্বচ্ছ একত্ববাদ ও বিশুদ্ধ ধর্মের স্লোগান হারিয়ে যাচ্ছে ধর্ম ব্যবসায়ী ও মিথ্যাবাদীদের অজ্ঞতা ও গোমরাহীর চিৎকারে.....

⭕ যুগ যুগ ধরে বয়ে চলতে থাকা অজ্ঞতা ও মূর্খতার ঘূর্ণিঝড়ের প্রভাবে আল্লাহর নবী-রাসূল ও তাঁদের প্রতিনিধি কর্তিক প্রজ্বলিত হেদায়তের বাতিগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছে.......

⭕ মানুষ খুঁজছে মানবতা....
মানবতা খুঁজছে মুক্তির পথ.....
ঘুনে ধরা সমাজ ব্যবস্থা খুঁজছে মুক্তির দূত......
অন্ধকারে ছেয়ে যাওয়া পৃথিবী খুঁজছে আলোর ফোয়ারা......
সত্যের সন্ধানে থাকা কিছু পথহারা মুসাফির গুণছে মুক্তির ক্ষণ.......
পথহারা নাবিক খুঁজছে সঠিক পথের দিশা.......
দিশেহারা সেনা নায়ক খুঁজছে একজন সর্বাধিনায়কের সন্ধান.......
গোটা সৃষ্টি জগত অপেক্ষায় আছে, কখন ঘটবে তাঁর আগমন.......

⭕ ফেরেশতারা সব ধরণের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে, কখন তাঁকে অভ্যর্থনা জানাবে ❓❓❓

অপেক্ষার প্রহর যেন শেষ হতে চায় না 😭😭😭
صلى الله عليه وسلم ❣️

Address

Proshoba
Sherpur
1740

Telephone

+8801316589558

Website

Alerts

Be the first to know and let us send you an email when SK Estikutum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SK Estikutum:

Share

Category