শেরপুর ২৪ BD

শেরপুর ২৪ BD Media, Entertainment, news & Sports

“যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে হবে, যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলোর এসএসসির সরাসরি যে ন...
25/09/2024

“যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে হবে, যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলোর এসএসসির সরাসরি যে নম্বর পেয়েছে সেটাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হবে।”

বিস্তারিত কমেন্টে.........

নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে ভোটার তালিকা তৈরির কাজ সম্পন্ন করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে জানিয়েছেন ইউনূস।বিস্তা...
25/09/2024

নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে ভোটার তালিকা তৈরির কাজ সম্পন্ন করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে জানিয়েছেন ইউনূস।

বিস্তারিত কমেন্টে.......

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টি...
25/09/2024

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ সংক্ষিপ্ত এ বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও দূঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণ সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় ট্রুডো বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র: DW

“এরকম নাটক আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপরে পরিস্থিতি...
25/09/2024

“এরকম নাটক আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে,” বলেন জয়।

বিস্তারিত কমেন্টে....

সংবাদ বিজ্ঞপ্তিলেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ০৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী২৫ সেপ্টেম্বর ২০২৪ ...
25/09/2024

সংবাদ বিজ্ঞপ্তি

লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ০৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী

২৫ সেপ্টেম্বর ২০২৪ (বুধবার): গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ০৩০০ ঘটিকায় কক্সবাজার জেলার চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহিদ হন। উক্ত এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ঘটনার সাথে সংশ্লিষ্ট ০৬ জনকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীদের নিকট হতে ২টি দেশিয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃতদের মধ্যে ০৪ জন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সাথে জড়িত ছিল এবং অবশিষ্ট ২ জন তথ্য দিয়ে সহায়তা করেছে। আটককৃতরা হলো- মোঃ বাবুল প্রকাশ (৪৪), মোঃ হেলাল উদ্দিন (৩৪), মোঃ আনোয়ার হাকিম (২৮), মোঃ আরিফ উল্লাহ (২৫), মোঃ জিয়াবুল করিম (৪৫) এবং মোঃ হোসেন (৩৯)। আটককৃতদের মধ্যে মোঃ বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগান দাতা। এছাড়াও সে লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করে বলে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করে। অন্যান্য আটককৃতদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মোঃ হেলাল উদ্দিন, গাড়ি চালক মোঃ আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মোঃ আরিফ উল্লাহ এবং তথ্য দাতা মোঃ জিয়াবুল করিম ও মোঃ হোসেন উক্ত ঘটনার সাথে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আটককৃত ০৬ জনকে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং সেনাসদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের এর কার্যক্রম চলমান রয়েছে।

রাসুল (স) বলেন ‘এক দিন এক রাত সীমান্ত পাহারা দেওয়া এক মাস রোজা রাখা ও রাতে নামাজ পড়ার চেয়ে উত্তম। সীমান্তরক্ষী মৃত্যুবরণ...
24/09/2024

রাসুল (স) বলেন ‘এক দিন এক রাত সীমান্ত পাহারা দেওয়া এক মাস রোজা রাখা ও রাতে নামাজ পড়ার চেয়ে উত্তম। সীমান্তরক্ষী মৃত্যুবরণ করলে তার অর্জিত জ্ঞানের সওয়াব জারি থাকবে এবং সে ফেতনা থেকে নিরাপদ থাকবে।’ (মুসলিম)।

মৃত ব্যক্তির সব আমল বন্ধ হয়ে যায়। তবে মুসলিম ভূখ-ের সীমান্ত প্রহরীর আমল জারি থাকে। আল্লাহতায়ালা তার আমলকে কেয়ামতে বর্ধিত করে দেবেন। রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর রাস্তার সীমান্ত প্রহরী ছাড়া সব মৃত ব্যক্তিরই আমল বন্ধ করে দেওয়া হয়। তার আমলকে আল্লাহতায়ালা কেয়ামতের দিন বর্ধিত করে দেবেন। সে কবরের পরীক্ষা থেকে নিরাপদ থাকবে।’ (তিরমিজি)।

তরুণ লেফটেন্যান্ট তানজিম সরওয়ারকেও আল্লাহ তায়ালা হাদিসে বর্নিত মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।

23/09/2024

শেরপুর গারো পাহাড়ের প্রাকৃতিক সুন্দর্য
Sribordi, Sherpur. শ্রীবরদী, শেরপুর।
Sherpur Govt. College, Sherpur

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আ...
02/09/2024

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চি‌ব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে

বিস্তারিত ইত্তেফাক ওয়েবসাইটে...

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৬০ রংপুর, ০৫ সেপ্টেম্বর – রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখ...
05/09/2022

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৬০

রংপুর, ০৫ সেপ্টেম্বর – রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করছেন। এ পর্যন্ত দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

উদ্ধার কাজে স্থানীয়রাও সহযোগিতা করছেন। দুর্ঘটনা কবলিত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুত্রঃ দেশে বিদেশে
০৫ সেপ্টেম্বর ২০২২

https://www.facebook.com/114957138614134/posts/5067980203311778/
20/08/2022

https://www.facebook.com/114957138614134/posts/5067980203311778/

নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ শিকারে যাওয়া অন্তত ৩০ টি ট্রলার-ফিশিং বোট এবং তিন শত...

 -2022এশিয়া কাপের জন্য 🇧🇩 বাংলাদেশ দল
14/08/2022

-2022
এশিয়া কাপের জন্য 🇧🇩 বাংলাদেশ দল

 -2022Bangladesh SquadKakilakura UP New Generation কাকিলাকুড়া ইউনিয়নের নতুন প্রজন্ম
14/08/2022

-2022
Bangladesh Squad

Kakilakura UP New Generation কাকিলাকুড়া ইউনিয়নের নতুন প্রজন্ম

08/08/2022

#অভিনব_পদ্ধতিতে_নকল_মোবাইল_ফোন_তৈরি ্বর_পরিবর্তন

✍️দুই বছর আগে জামালপুরের বকশিগঞ্জ এলাকা থেকে কাজের সন্ধানে ঢাকায় আসেন মো. স্বপন (২৬)। প্রথমে মতিঝিলে একটি অফিসে পিয়নের চাকরি নেন।

✍️সেখানকার এক কর্মীর মোবাইল ফোন মেরামত করতে গিয়ে সখ্য গড়েন এক মেকানিকের সঙ্গে। পরে পিয়নের কাজ ছেড়ে শিখতে শুরু করেন মোবাইল সার্ভিসিং।

✍️স্বল্প সময়ে মোবাইল সার্ভিসিংয়ের আদ্যোপান্ত শিখে নেন স্বপন। এরপর ইউটিউবে এ সম্পর্কিত নানা কারিগরি দেখে অর্জন করেন মোবাইল তৈরির জ্ঞান।

✍️তারপর থেকেই অভিনব পদ্ধতিতে নকল মোবাইল ফোন তৈরি শুরু করেন। আইএমইআই নম্বর পরিবর্তনের হাতেখড়িও নেন ইউটিউব থেকেই।

✍️প্রতিদিন অন্তত ৫০টি মোবাইল তৈরি করতেন স্বপন। মোবাইলগুলো সিলার ও হিটার মেশিনের সহায়তায় প্যাকেজিং করতেন। প্যাকেটের গায়ে চায়না, ভিয়েতনাম, ফিনল্যান্ডে তৈরির ট্যাগ লাগিয়ে বিক্রি করতেন। এতে তার ৫০০ থেকে ৮০০ টাকা খরচ হতো। নকল মোবাইল বিক্রি করতেন ১৫০০ থেকে ২ হাজার টাকায়। আয় হতো হাজার থেকে ১৫০০।

✍️বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে খুচরা বিক্রেতারা স্বপনের কাছ থেকে নকল মোবাইল কিনে নিতেন। কিন্তু এ ব্যবসায় বেশিদিন স্থায়ী করতে পারেননি স্বপন। আটক হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) কর্তৃক।

✍️সোমবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে নিজের কারখানা থেকে নকল মোবাইল ও আইএমইআই নম্বরসহ তাকে আটক করে র‌্যাব। জব্দ করা হয় ভুয়া আইএমইআই নম্বর। ১৪৯৫ টি মোবাইল, ৩৩৭০টি নকল ব্যাটারি, ১২০টি হেড-ফোন, ৩৮৫টি চার্জার ক্যাবল, ১ হাজার ১৫৫টি মোবাইল চার্জার, একটি সিলার মেশিন, একটি হিট গান মেশিন, ৪৩টি এলসিডি মনিটর, ১০টি ইলেকট্রিক সেন্সর, ১৩টি আইএমইআই কাটার মেশিন। বিপুল পরিমাণ আইএমইআই স্টিকার ও ভুয়া বারকোডও জব্দ করেছে র‌্যাব।

✍️সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

✍️কর্নেল আরিফ জানান, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বপনের মোবাইল কিনতেন। এসব মোবাইলে সিম ঢোকালে ‘বিটিআরসির ডাটাবেজে হ্যান্ড সেটটি নিবন্ধিত নয়’ মেসেজ পেতেন গ্রাহকরা। বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিত নকল মোবাইলগুলোয়। অভিযোগ আসলে এসব মোবাইল গ্রাহকের কাছ থেকে নিয়ে সার্ভিসিং করে ফিরিয়ে দেওয়া হতো।

✍️তিনি জানান, শো-রুম থেকে কেনার সময় মোবাইলগুলো ঠিক দেখতেন ক্রেতারা। কিন্তু শো-রুম থেকে বের হয়ে আসার পর থেকেই সমস্যা শুরু হতো। অনেক সময় নষ্ট মোবাইল সার্ভিসিংয়ে দিয়ে অনেক গ্রাহক আর সেটি নিতেন না। তখন মোবাইলটি ঠিক করে আরেক কাস্টমারের কাছে বিক্রি করতেন স্বপন।

✍️কর্নেল আরিফ আরও জানান, এ পর্যন্ত স্বপনের চক্রটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দশ হাজারের বেশি মোবাইল বিক্রি করেছে। এর মাধ্যমে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

আটক স্বপন পঞ্চম শ্রেণি পাস; কিন্তু প্রযুক্তিগতভাবে দক্ষ। গত এক বছর ধরে নিজের কারখানা পরিচালনা করছেন তিনি। কোনো লাইসেন্সও নেই তার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা মোবাইলের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ নিয়ে আসত।

✍️স্বপনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার অন্যান্য কর্মচারীদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ

তথ্যসূত্রঃ বাংলানিউজ
০৮.০৭.২০২২

মহাখালী হতে বিভিন্ন জেলার বাস ভাড়ার নতুন তালিকা
08/08/2022

মহাখালী হতে বিভিন্ন জেলার বাস ভাড়ার নতুন তালিকা

https://m.facebook.com/story.php?story_fbid=412951557521225&id=100064191512680
27/07/2022

https://m.facebook.com/story.php?story_fbid=412951557521225&id=100064191512680

জনশুমারি ও গৃহগণনা ২০২২
বাংলাদেশের মোট জনসংখ্যার পরিসংখ্যান-২০২২
শেরপুর ২৪ BD

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। গত এক দশকে দেশে জনসংখ্যা বেড়েছে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন। জনশুমারি ও গৃহগণনায় দেশের জনগোষ্ঠীর এ ফলাফল মিলেছে।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এক অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বিবিএসের প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

Address

Sherpur
2100

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেরপুর ২৪ BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category