শেরপুর ২৪ BD

শেরপুর ২৪ BD Media, Entertainment, news & Sports

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আ...
02/09/2024

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চি‌ব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে

বিস্তারিত ইত্তেফাক ওয়েবসাইটে...

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৬০ রংপুর, ০৫ সেপ্টেম্বর – রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখ...
05/09/2022

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৬০

রংপুর, ০৫ সেপ্টেম্বর – রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করছেন। এ পর্যন্ত দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

উদ্ধার কাজে স্থানীয়রাও সহযোগিতা করছেন। দুর্ঘটনা কবলিত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুত্রঃ দেশে বিদেশে
০৫ সেপ্টেম্বর ২০২২

https://www.facebook.com/114957138614134/posts/5067980203311778/
20/08/2022

https://www.facebook.com/114957138614134/posts/5067980203311778/

নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ শিকারে যাওয়া অন্তত ৩০ টি ট্রলার-ফিশিং বোট এবং তিন শত...

 -2022এশিয়া কাপের জন্য 🇧🇩 বাংলাদেশ দল
14/08/2022

-2022
এশিয়া কাপের জন্য 🇧🇩 বাংলাদেশ দল

 -2022Bangladesh SquadKakilakura UP New Generation কাকিলাকুড়া ইউনিয়নের নতুন প্রজন্ম
14/08/2022

-2022
Bangladesh Squad

Kakilakura UP New Generation কাকিলাকুড়া ইউনিয়নের নতুন প্রজন্ম

08/08/2022

#অভিনব_পদ্ধতিতে_নকল_মোবাইল_ফোন_তৈরি ্বর_পরিবর্তন

✍️দুই বছর আগে জামালপুরের বকশিগঞ্জ এলাকা থেকে কাজের সন্ধানে ঢাকায় আসেন মো. স্বপন (২৬)। প্রথমে মতিঝিলে একটি অফিসে পিয়নের চাকরি নেন।

✍️সেখানকার এক কর্মীর মোবাইল ফোন মেরামত করতে গিয়ে সখ্য গড়েন এক মেকানিকের সঙ্গে। পরে পিয়নের কাজ ছেড়ে শিখতে শুরু করেন মোবাইল সার্ভিসিং।

✍️স্বল্প সময়ে মোবাইল সার্ভিসিংয়ের আদ্যোপান্ত শিখে নেন স্বপন। এরপর ইউটিউবে এ সম্পর্কিত নানা কারিগরি দেখে অর্জন করেন মোবাইল তৈরির জ্ঞান।

✍️তারপর থেকেই অভিনব পদ্ধতিতে নকল মোবাইল ফোন তৈরি শুরু করেন। আইএমইআই নম্বর পরিবর্তনের হাতেখড়িও নেন ইউটিউব থেকেই।

✍️প্রতিদিন অন্তত ৫০টি মোবাইল তৈরি করতেন স্বপন। মোবাইলগুলো সিলার ও হিটার মেশিনের সহায়তায় প্যাকেজিং করতেন। প্যাকেটের গায়ে চায়না, ভিয়েতনাম, ফিনল্যান্ডে তৈরির ট্যাগ লাগিয়ে বিক্রি করতেন। এতে তার ৫০০ থেকে ৮০০ টাকা খরচ হতো। নকল মোবাইল বিক্রি করতেন ১৫০০ থেকে ২ হাজার টাকায়। আয় হতো হাজার থেকে ১৫০০।

✍️বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে খুচরা বিক্রেতারা স্বপনের কাছ থেকে নকল মোবাইল কিনে নিতেন। কিন্তু এ ব্যবসায় বেশিদিন স্থায়ী করতে পারেননি স্বপন। আটক হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) কর্তৃক।

✍️সোমবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে নিজের কারখানা থেকে নকল মোবাইল ও আইএমইআই নম্বরসহ তাকে আটক করে র‌্যাব। জব্দ করা হয় ভুয়া আইএমইআই নম্বর। ১৪৯৫ টি মোবাইল, ৩৩৭০টি নকল ব্যাটারি, ১২০টি হেড-ফোন, ৩৮৫টি চার্জার ক্যাবল, ১ হাজার ১৫৫টি মোবাইল চার্জার, একটি সিলার মেশিন, একটি হিট গান মেশিন, ৪৩টি এলসিডি মনিটর, ১০টি ইলেকট্রিক সেন্সর, ১৩টি আইএমইআই কাটার মেশিন। বিপুল পরিমাণ আইএমইআই স্টিকার ও ভুয়া বারকোডও জব্দ করেছে র‌্যাব।

✍️সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

✍️কর্নেল আরিফ জানান, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বপনের মোবাইল কিনতেন। এসব মোবাইলে সিম ঢোকালে ‘বিটিআরসির ডাটাবেজে হ্যান্ড সেটটি নিবন্ধিত নয়’ মেসেজ পেতেন গ্রাহকরা। বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিত নকল মোবাইলগুলোয়। অভিযোগ আসলে এসব মোবাইল গ্রাহকের কাছ থেকে নিয়ে সার্ভিসিং করে ফিরিয়ে দেওয়া হতো।

✍️তিনি জানান, শো-রুম থেকে কেনার সময় মোবাইলগুলো ঠিক দেখতেন ক্রেতারা। কিন্তু শো-রুম থেকে বের হয়ে আসার পর থেকেই সমস্যা শুরু হতো। অনেক সময় নষ্ট মোবাইল সার্ভিসিংয়ে দিয়ে অনেক গ্রাহক আর সেটি নিতেন না। তখন মোবাইলটি ঠিক করে আরেক কাস্টমারের কাছে বিক্রি করতেন স্বপন।

✍️কর্নেল আরিফ আরও জানান, এ পর্যন্ত স্বপনের চক্রটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দশ হাজারের বেশি মোবাইল বিক্রি করেছে। এর মাধ্যমে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

আটক স্বপন পঞ্চম শ্রেণি পাস; কিন্তু প্রযুক্তিগতভাবে দক্ষ। গত এক বছর ধরে নিজের কারখানা পরিচালনা করছেন তিনি। কোনো লাইসেন্সও নেই তার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা মোবাইলের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ নিয়ে আসত।

✍️স্বপনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার অন্যান্য কর্মচারীদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ

তথ্যসূত্রঃ বাংলানিউজ
০৮.০৭.২০২২

মহাখালী হতে বিভিন্ন জেলার বাস ভাড়ার নতুন তালিকা
08/08/2022

মহাখালী হতে বিভিন্ন জেলার বাস ভাড়ার নতুন তালিকা

https://m.facebook.com/story.php?story_fbid=414063124076735&id=100064191512680Kakilakura UP New Generation কাকিলাকুড়া ই...
29/07/2022

https://m.facebook.com/story.php?story_fbid=414063124076735&id=100064191512680
Kakilakura UP New Generation কাকিলাকুড়া ইউনিয়নের নতুন Kakilakura UP New Generation কাকিলাকুড়া ইউনিয়নের নতুন প্রজন্ম



Health Care & Beauty স্বাস্থ্য পরিচর্যা এবং সৌন্দর্য

🩺🩺টাটা হাসপাতালের প্রতিষ্ঠা নিয়ে কিছু কথা

🩺♦️১৯৫২ সালে Indian Cancer Research Centre একটি গবেষনা প্রতিষ্ঠান গড়ে তোলে, যার নাম দেয়া হয় Cancer Research Institute (CRI) । ১৯৫৭ সালে স্বাস্থ্য মন্ত্রনালয় এই হাসপাতালের দ্বায়িত্ব নেয় এবং নতুন নামকরন হয় টাটা মেমোরিয়াল সেন্টার।

🩺♦️পরবর্তীতে ১৯৬২ সালে এক যুগান্তকারী পদক্ষেপের ফলে Tata Memorial Hospital এবং Cancer Research Institute এক হয়ে যায়। এর ফলে এই হাসপাতাল ভারতের চিকিৎষা সেবায় এক নতুন দিগন্ত সূচনা করে।

♦️♦️টাটা মেমোরিয়াল হাসপাতালের বিশেষত্বঃ

🩺♦️১) এই হাসপাতালে ১৯৮৩ সালে ভারতের প্রথম বোন মেরো ট্রান্সফার করা হয়।

🩺♦️২) প্রতি বছর এই হাসপাতালে প্রায় ১৮৫০০ অপারেশন হয়ে থাকে।

🩺♦️৩) প্রতি বছর প্রায় ৬০০০ রোগী এই হাসপাতালে রেডিওথেরাপি চিকিৎষা নিয়ে থাকে।

🩺♦️৪) প্রতিদিন প্রায় ১৩০০ রোগী এই হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎষা নিয়ে থাকে।

🩺♦️৫) ২০১৪ সাল থেকে এই হাসপাতালে চিকিৎষা কাজে রোবট সংযুক্ত করা হয়। এ পর্যন্ত প্রায় ৫০ টি অপারেশন রোবটের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

♦️♦️এই হাসপাতালে ক্যান্সারের কি কি বিভাগ রয়েছে?

🩺♦️বছরের পর বছর ধরে এই টাটা মেমোরিয়াল হাসপাতাল ভারতের ক্যান্সার রোগীদের জন্য আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়ে আছে। এই হাসপাতালের কয়েকটি বিভাগে ক্যান্সারের চিকিৎষা করা হয়ে থাকে। আসুন দেখে নিই, ক্যান্সার চিকিৎষার জন্য কি কি বিভাগ রয়েছে।

♦️• Surgical oncology;

♦️• Head and neck cancer;

♦️• Gynecological oncology;

♦️• Plastic and reconstructive surgery.

♦️রোগী হিসেবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

♦️🩺আসুন টাটা মেমোরিয়াল হাসপাতালে অনলাইনে রেজিস্ট্রেশন করার ধাপগুলি দেখে নিই।

🩺♦️১) প্রথমেই টাটা মেমোরিয়াল হাসপাতালের সাইটে (ক্লিক করুন) প্রবেশ করুন।

🩺♦️২) নিচের ডানপার্শে Online Registration এ ক্লিক করুন।

🩺♦️৩) নতুন পেজ চালু হলে সেখানে New Registration এ ক্লিক করুন।

🩺♦️৪) সকল দরকারী তথ্য দিয়ে সাবমিট করুন।

🩺♦️৫) User Name ও Password ঠিক করুন।

🩺♦️৬) পরবর্তীতে ব্যবহারের জন্য User Name ও Password সংরক্ষন করে রাখুন।

আজ এখানে আমরা ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ন হাসপাতাল সম্পর্কে আলোচনা করলাম। এই টাটা মেমোরিয়াল হাসপাতাল দীর্ঘদিন যাবত ভারতের জনগনের জন্য উন্নত ধরনের ক্যান্সার চিকিৎষা দিয়ে আসছে। তাই আমাদের যে কোন প্রিয়জনের চিকিৎষার ক্ষেত্রে আমরা সহজেই এই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎষার কথা বিবেচনা করতে পারি। এতে করে আমাদের সময়, অর্থ দুটোই সাশ্রয় হবে। সেই সাথে রোগী সময়মত চিকিৎষা সেবা পেয়ে সুস্থ্য হবার সম্ভাবনা বেড়ে যাবে। সেই সাথে ক্যান্সার চিকিৎষার আধুনিক চিকিৎষা সেবা লাভ করবে।

আজ আমরা ভারতে খুবই উন্নতমানের ক্যান্সারের চিকিৎষা হয় এমন হাসপাতাল সম্পর্কে জানতে পারলাম। এতে করে অনেক দরিদ্র রোগী এই হাসপাতালে চিকিৎষা নিয়ে মরন ব্যাধি ক্যান্সার হতে রক্ষা পেতে পারে। তাই আমাদের উচিত সবাই কে এই লেখাটি শেয়ার করা।

https://m.facebook.com/story.php?story_fbid=412951557521225&id=100064191512680
27/07/2022

https://m.facebook.com/story.php?story_fbid=412951557521225&id=100064191512680

জনশুমারি ও গৃহগণনা ২০২২
বাংলাদেশের মোট জনসংখ্যার পরিসংখ্যান-২০২২
শেরপুর ২৪ BD

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। গত এক দশকে দেশে জনসংখ্যা বেড়েছে ২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন। জনশুমারি ও গৃহগণনায় দেশের জনগোষ্ঠীর এ ফলাফল মিলেছে।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এক অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বিবিএসের প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

ভারত থেকে এলো ২৫ লাখ লিটার অপরিশোধিত তেলhttps://www.facebook.com/171095556403174/posts/2159960087516701/
23/07/2022

ভারত থেকে এলো ২৫ লাখ লিটার অপরিশোধিত তেল

https://www.facebook.com/171095556403174/posts/2159960087516701/

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় পর থেকেই বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট শুরু হয়েছে। জ্বালানি তেলের এই সংকটের ক....

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fbangladesh%2Fdistrict%2Fc4jivg4wd5&h=AT1Nz6raLyz4KYMQ...
23/07/2022

https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fbangladesh%2Fdistrict%2Fc4jivg4wd5&h=AT1Nz6raLyz4KYMQn8mujInuf2Y9I8MeoIfr3SLDoN-Lm0CtJQNrZGMax_A4K91SEIYwiZZE9zf76KytK00Fhc1hL-HXW1VSDcajdwjsDAp0TUrSkCoHBbhPCu3-jOyNwJMJnhhcE8K5_K454AMBl6qK

হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার কথা এখন অনেক শোনা যায়। এবার পুকুরের ওপর বাসরঘর বানিয়ে ফুলশয্যা করার ঘটনা ঘটেছে .....

 #শেরপুর_জেলায়_মোট_শিক্ষা_প্রতিষ্ঠান_এমপিওভুক্ত-১৫ টি✍️✍️২০২১-২০২২ অর্থবছরে ঘোষনাকৃত ২৭১৬ টি নতুন এমপিও ভুক্ত হওয়া শিক্ষ...
06/07/2022

#শেরপুর_জেলায়_মোট_শিক্ষা_প্রতিষ্ঠান_এমপিওভুক্ত-১৫ টি

✍️✍️২০২১-২০২২ অর্থবছরে ঘোষনাকৃত ২৭১৬ টি নতুন এমপিও ভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শেরপুর জেলায় মোট ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে।

✍️✍️এর মধ্যে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নকলা উপজেলার পিসলাকুড়ি জুনিয়র হাইস্কুল, নালিতাবাড়ী উপজেলার আলহাজ্ব আব্দুল খালেক জুনিয়র স্কুল ও শহীদ স্মৃতি জুনিয়র হাই স্কুল, ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর জুনিয়র হাইস্কুল ও গান্ধিগাও জুনিয়র হাইস্কুল রয়েছে।

✍️✍️মাধ্যমিক বিদ্যালয় হিসেবে নকলা উপজেলার কায়দা আর্দশ হাইস্কুল, নালিতাবাড়ী উপজেলার খলভাংগা মকবুল হোসেন হাইস্কুল ও ঝিনাইগাতী উপজেলার শালচূড়া হাইস্কুল রয়েছে। তবে উচ্চমাধ্যমিক বিদ্যালয় হিসেবে নতুন এমপিও ভূক্তির তালিকায় কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই ।

✍️✍️উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে নতুন হওয়া এমপিও ভূক্ত প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হয়েছে শেরপুর সদর উপজেলার নিজাম উদ্দিন মডেল কলেজ, নালিতাবাড়ী উপজেলার হাজী নূরল হক নন্নী পুড়াগাওঁ মৈত্রী কলেজ ও শ্রীবরদী উপজেলার #কাকিলাকুড়া_মালেকুন্নেচ্ছা_হযরত_আলী কলেজ ।

✍️✍️ডিগ্রি কলেজ হিসেবে নকলা উপজেলার চন্দ্রকোণা কলেজ ও শেরপুর সদর উপজেলার ডা: সেকান্দার আলী কলেজ তালিকা ভূক্ত হয়েছে।

✍️✍️এদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে শেরপুর জেলার কোন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নাম তালিকাভূক্ত হয়নি তবে ভোকেশনাল এস এস সি বিভাগে জেলার শ্রীবরদী ‍উপজেলার শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এমপিও ভুক্ত তালিকায় রয়েছে।

✍️✍️এদিকে সারাদেশে নতুন এমপিওভুক্তির জন্য ২ হাজার ৭১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এসব প্রতিষ্ঠানের এমপিও জুলাই মাস থেকে কার্যকর হবে। বুধবার এমপিওভুক্তির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

✍️✍️জানা গেছে, নির্বাচিত ২ হাজার ৭১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতার ২ হাজার ৫১টি স্কুল ও কলেজ আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় ৬৬৫টি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমপিওভুক্তির তালিকায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।

নতুন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকানতুন করে ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। আজ বুধবার ...
06/07/2022

নতুন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

নতুন করে ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

এর আগে ২০১৯ সালে ২ হাজার ৭০০–র বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা করেছিল সরকার ।

এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন।

বিস্তারিত ⤵️⤵️

http://www.shed.gov.bd/site/notices

স্ত্রী-শশুর শাশুড়িসহ ৪ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেপ্তার----------------------------------------------------------...
24/06/2022

স্ত্রী-শশুর শাশুড়িসহ ৪ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেপ্তার
------------------------------------------------------------------------------------

শেরপুরের শ্রীবরদীতে জামাইয়ের নৃশংস হামলায় স্ত্রী-শশুর শাশুড়িসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু্ইজন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ঘাতক জামাই মিন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পটল গ্রামে এই ঘটনা ঘটে। রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সকালে কাকিলাকুড়া এলাকা থেকে ঘাতক স্বামী মিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। ঘাতক মিন্টু গারামারা এলাকার হাইমুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী গেরামারা গ্রামের হাইমুদ্দিনের ছেলে পেশায় হাঁস-মুরগী বিক্রেতা মিন্টু মিয়ার (৪০) সঙ্গে প্রায় ১৬ বছর আগে মনিরা বেগমের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

সাত-আটদিন আগে মনিরার ভাই শাহাদতের বিয়ে হয়। ছেলের বিয়ের অনুষ্ঠানে মেয়ের জামাইকে দাওয়াত করেননি মনু মিয়া। এ নিয়ে ভীষণ রেগে যান মিন্টু মিয়া। রাগে-ক্ষোভে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তিনি বোরকা পড়ে ধারাল দা নিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে ঢুকেই তিনি শাশুড়িকে কোপাতে থাকেন। তার চিৎকার শুনে মনিরা এগিয়ে এলে তাকেও কোপান মিন্টু। এরপর কায়দায় মনিরার চাচা মাহমুদকেও আক্রমণ করেন তিনি। এমন আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে পড়েন বাড়ির লোকজন। তারা মিন্টুকে বাধা দিতে এলে তাদের উপর হামলা করে পালিয়ে যায় মিন্টু।

তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে সবাইকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনু মিয়া(৫৫) মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, বকশীগঞ্জ হাসপাতালে নিহত তিনজনের মরদেহ সুরৎহাল করা হয়েছে। যেহেতু বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি দেখানো হয়েছে, এজন্য শুক্রবার জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনু মিয়া (৫৫) মারা যান তারও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। রাতভর অভিযান চালিয়ে ঘাতক স্বামী মিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেটে বন্যা পরিস্থিতিতে উদ্ধারকাজের জন্য ২টি হেলিকপ্টার মোতায়ন করেছে বিমানবাহিনী। সিলেট ও সুনামগঞ্জে এসব হেলিকপ্টার রেস...
18/06/2022

সিলেটে বন্যা পরিস্থিতিতে উদ্ধারকাজের জন্য ২টি হেলিকপ্টার মোতায়ন করেছে বিমানবাহিনী। সিলেট ও সুনামগঞ্জে এসব হেলিকপ্টার রেসকিউ মিশন পরিচালনা করবে।

একইসাথে কোস্টগার্ডের দুটি ভেসেল, বাংলাদেশ নৌবাহিনীর ৩৫ জন ডুবুরি ও স্পিডবোট উদ্ধার কাজে যোগ দিয়েছে । সীমান্তবর্তী এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যগণ।

সেনাবাহিনীর পক্ষ হতে, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এসব নম্বরে বিনামূল্যে ফোন দিয়ে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার জন্য বলা হচ্ছে |

টোল ফ্রি নম্বরগুলো হচ্ছে:

01769177266, 01769177267, 01769177268, 01852788000, 01852798800, 01852804477, 01987781144, 01993781144, 01995781144, 01513918096, 01513918097, 01513918098
শেরপুর ২৪ BD

সিলেটে বন্যা: সেনাবাহিনীর পর যুক্ত হলো নৌবাহিনীর বোটবন্যাকবলিত দেশের পূর্বাঞ্চলে বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা। সিলেট-স...
18/06/2022

সিলেটে বন্যা: সেনাবাহিনীর পর যুক্ত হলো নৌবাহিনীর বোট

বন্যাকবলিত দেশের পূর্বাঞ্চলে বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা। সিলেট-সুনামগঞ্জে বিদ্যুৎহীন প্রায় দুই লাখ পরিবার। এই দুই জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। পরিস্থিতি মোকাবেলায় সিলেটে সেনা মোতায়েন হয়েছে আগেই। তারপর পরিস্থিতি মোকাবেলায় যোগ দিয়েছে নৌবাহিনীর বোট ও ডুবুরি দল। বন্ধ আছে ওসমানী বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা।

এছাড়া আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুর এবং নেত্রকোণার কিছু এলাকায়। অন্যদিকে তিস্তায় পানি বাড়তে থাকায় খুলে দেওয়া হয়েছে ব্যারেজের সবকটি গেট।

সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র রয়েছে আমাদের। কিন্তু উদ্ধার করে নিয়ে আসার মতো যানবাহন পর্যাপ্ত পরিমাণে নেই।

প্রশাসনের অনুরোধে সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সিলেট ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল হামিদুল হক বলেন, আটটি উপজেলায় আমরা সেনা মোতায়েন করেছি। সেনাসদস্যরা পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া, বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্বাচন এবং উদ্ধারকৃতদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা, চিকিৎসা সহায়তা দেওয়া, খাদ্য গোডাউন, পাওয়ার স্টেশন এবং অন্যান্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা, সীমিত পরিসরে খাদ্য এবং সুপেয় পানি সরবরাহ করা প্রভৃতি কাজ করবেন বলে জানান তিনি।

সীতাকুণ্ডে শহীদ ফায়ারসার্ভিস সদস্যদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও
07/06/2022

সীতাকুণ্ডে শহীদ ফায়ারসার্ভিস সদস্যদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও

✍️✍️কর্মস্থলে কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক, দায়িত্বরত সন্তানের অকাল মৃত্যুতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। ✍️...
05/06/2022

✍️✍️কর্মস্থলে কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক, দায়িত্বরত সন্তানের অকাল মৃত্যুতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।

✍️✍️✍️সীতাকুণ্ডের কন্টেইনার ডিপো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি জানাই গভীর সমবেদনা।

26/05/2022

গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন)

১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg

প্রাকৃতিক বনাঞ্চল সৃষ্টি হচ্ছে শেরপুর গারো পাহাড়ে ✍️✍️🌲শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড় ফের প্রাকৃতিক বনে পরিনত হচ্ছে। ময়...
16/04/2022

প্রাকৃতিক বনাঞ্চল সৃষ্টি হচ্ছে শেরপুর গারো পাহাড়ে


✍️✍️🌲শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড় ফের প্রাকৃতিক বনে পরিনত হচ্ছে। ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জের আওতাধীন পাহাড়ি বনে বিলুপ্তপ্রায় গাছ দিয়ে সৃজন করা হচ্ছে দীর্ঘ মেয়াদী বন বাগান। বর্তমানে সবুজে সবুজে ছেঁয়ে গেছে গারো পাহাড়। জেলার পর্যটন এলাকা হিসেবে এখানে প্রতিদিন যোগ হচ্ছে নতুন মাত্রা। প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ অবলোকন করতে দুর-দুরান্ত থেকে ভ্রমণ পিয়াসীসহ অনেক পর্যটক ছুটে আসছেন গারো পাহাড়ে।

✍️✍️🌲বন বিভাগ সুত্রে জানা গেছে, স্থানীয় অধিবাসীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে বিগত ১৯৮৯-৯০ অর্থবছরে প্রাকৃতিক বন কেটে ন্যাড়া করে সৃজন করা হয় সামাজিক বন। এতে আকাশমনি, মিনজুরি ও ইউকিলিপটাচ গাছ লাগানোর ফলে গারো পাহাড়ের জলবায়ু ও বন্যপশু পাখিসহ জীববৈচিত্র হুমকীর মুখে পড়ে। বিলুপ্ত হতে থাকে প্রাকৃতিভাবে বেড়ে ওঠা বনজ গাছপালা।

✍️✍️🌲২০০০ সাল থেকে পাহাড়ে পর্যাপ্ত খাদ্য না পেয়ে বন্যহাতির দল লোকালয়ে তান্ডব চালাতে থাকে। এরপর থেকে বন বিভাগ জীববৈচিত্র রক্ষা করতে ২০১৭-১৮ অর্থ বছর থেকে এসব পাহাড়ে পর্যায়ক্রমে বিলুপ্তপ্রায় 🌲🌲গর্জন, ছাতিয়ান, হরিতকি, বহেরা, সোনালু, পলাশ, জারুল, ঢেউয়া, কাঞ্চন, জলপাই, শাল, পিতরাজ, অর্জুন, অশোক, আমলকি, আগর, কদম, কাঠবাদাম, কৃষ্ণচুড়া, কাঞ্চন, করছ, কামরাঙ্গা, গোলাপজাম, গাব, গামার, চিকরাশি, চালতা, চাম্পাফুল, চাপালিশ, জাম, জাম্বুরা, জগ্যডুমুর, ঢাকিজাম, তেঁতুল, তেলসুর, বড়ই, তুন, দেবদারু, নিম, নাগেশ্বর, পানিয়াল, বাজনা, বকুল, মহুয়া, রক্তচন্দন, রাবার, লোহাকাঠ শিলকড়ই, শিমুল, শিরিষ ও হলুদ 🌲🌲গাছ লাগানো হয়েছে। এছাড়া এসব বনভুমিতে প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রজাতির পাহাড়ি গাছ বেড়ে উঠছে।

✍️✍️ 🌲বন বিভাগের মধুটিলা রেঞ্জের বাতকুচি, সন্ধ্যাকুড়া ও সমেশ্চুড়া বনবিটে মোট বনভুমি রয়েছে ৪ হাজার ২৩৫.২৮ একর। এরমধ্যে বিভিন্ন অর্থবছরে এ পর্যন্ত ৩৪৫ হেক্টর বনভুমিতে দীর্ঘ মেয়াদী মিশ্র বাগান সৃজন করা হয়েছে। ফলে গারো পাহাড় এখন প্রাকৃতি বনে পরিনত হতে চলেছে। এতে প্রাকৃতিক পরিবেশ ফিরে আসবে। আগের মতো গারো পাহাড়ে বাঘ, ভাল্লুক, শূকর, হাতি, হরিণ, বনমোরগ ও শিয়াল-শকুনসহ বিভিন্ন জাতের বন্যপশু পাখির অভয়াশ্রম তৈরি হবে। সেইসাথে পরিবেশ রক্ষায় স্থানীয় জলবায়ু বিশেষ ভুমিকা রাখবে।

✍️✍️🌲বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় গারো পাহাড়ের মধুটিলা রেঞ্জে ইতোমধ্যে বেতবাগানসহ ৪০০ হেক্টর বন ভুমিতে মিশ্র বাগান সৃজন করা হয়েছে। বন ভুমিতে পর্যায়ক্রমে দীর্ঘ মেয়াদী মিশ্র বাগান সৃজন করা হবে। এসব মিশ্র বাগানে ঔষধী গাছসহ বিলুপ্তপ্রায় ৫০/৬০ প্রজাতির বিভিন্ন গাছ লাগানো হয়েছে।

✍️✍️🌲এতে গারো পাহাড় আস্তে আস্তে আগের মতো প্রাকৃতিক বনে পরিনত হবে। পাশাপাশি গারো পাহাড় থেকে কোটি কোটি টাকার বনজ সম্পদ আহরনসহ প্রাকৃতি পরিবেশ ও জলবায়ু রক্ষা পাবে।

 #শুভ  #নববর্ষ_১৪২৯
13/04/2022

#শুভ #নববর্ষ_১৪২৯

https://www.facebook.com/319446754901978/posts/1938149703031667/
01/04/2022

https://www.facebook.com/319446754901978/posts/1938149703031667/

#সম্পদ #সম্পদশালী
👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧

👩‍👧‍👧✍✍️আমার দাদার ১০০ বিঘা জমি ছিলো। আমার বাবার ১০ বিঘা।

👩‍👧‍👧✍️এর কারণ এই নয় যে বাবারা ১০ ভাই ছিলেন। কারণ এই যে, বাবা জানতেন দাদা তার জন্য ১০ বিঘা জমি রেখে যাবেন। তাই তিনি ঘুম আর খাওয়া ছাড়া পরিশ্রমের কোনো কাজ করেনি।

👩‍👧‍👧✍️যে বাবা-মা সন্তানের জন্য নিরাপদ পরিমান সম্পদ রেখে যান তাদের সন্তানদের আমি দিনে দিনে নিঃশেষ হতে দেখেছি। জমিদারের ৩য় জেনারেশন তাই না খেয়ে মরে।

👩‍👧‍👧✍️নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসতর করে।
আপনি ভাবছেন আপনার রেখে যাওয়া অর্থ আপনার সন্তানকে নিরাপদ আগামী দেবে? ভুল। আপনার অর্থ আপনার ৫ বছরের বাচ্চাকে দামী খেলনা দাবী করার মানসিকতা দেবে। ক্লাস টেনে পড়তেই সে চাইবে আই ফোন। ইন্টারে বাইক। অনার্সে গাড়ি, বিস্তর পকেটমানি, সেশন গ্যাপ দেয়ার অধিকার, দামী ঘড়ি আর শুধু জাংক ফুডেই মাসে ১০ হাজার টাকা।

👩‍👧‍👧✍️আপনি না দিলে সে বিরক্ত হবে, আপনাকে কৃপন আর সন্তানের ইমোশোনের গুরুত্ব না দেয়া হার্টলেস বাবা-মা মনে করবে।

👩‍👧‍👧✍️আমি বিশ্বাস করি পৃথিবীটা পরকালের হাশরের ময়দানের মতোই হওয়া উচিত। যার যার পাপ পূর্ণের মতোই যার যার অর্থ, পরিশ্রমের প্রাপ্তি তার হওয়া উচিত।
আপনার কিছু স্বপ্ন ছিলো! আপনি কলেজে পড়ার সময় ভেবেছিলেন দুটো মেয়ের পড়ার খরচ চালাবেন, আমেরিকা না হোক অন্তত নেপাল ঘুরে আসবেন, হজ্বে যাবেন। সেই স্বপ্ন আপনি ভুলে গেছেন সন্তানের নিশ্চিত ভবিষ্যতের ভাবনায়।

👩‍👧‍👧✍️আপনার এই ত্যাগ সন্তানের কাছে শুধুই দায়িত্ব পালন। অপরাধ সন্তানের নয় কিন্তু। ভুল আপনার। আপনি তাকে জানিয়েছেন 'যা আমার তার সবই তোমার'!

👩‍👧‍👧✍️আমি তা করিনি, করবো না। যা আমার তা শুধুই আমার। আমার মৃত্যুর পর তারা পেলেও পেতে পারে, নাও পেতে পারে৷ আমার যদি কঠিন কোনো অসুখ হয় আমি ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট নেবো সমস্ত প্রোপার্টি বিক্রি করে। মাত্র ৫ দিন বেশি বেঁচে থাকার জন্য হলেও এটা আমি করব। আমার সন্তানেরা সেটা জানে। তাই তাদের কোনো নিশ্চয়তা নেই। তাই তারা সারভাইভ করা শিখছে, আমি শিখিয়েছি।

👩‍👧‍👧✍️আমি শুধু তাদের পড়া আর চিকিৎসা নিয়ে কোনো প্রকার কার্পণ্য করিনি, করবো না। অভিভাবক হিসেবে, একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষ যাকে আমি এ ধরণীতে এনেছি তার প্রতি আমার এটুকুই দায়িত্ব। তারপর সে পৃথিবীর সন্তান। তারপর তাকে আরো লক্ষ সন্তানের সাথে দৌঁড় দিতে হবে, নিজের জায়গা নিজেকে তৈরী করতে হবে। যদি পারে সে তবেই জীবনের আনন্দ সে জানবে।
আমার রেখে যাওয়া অর্থ দিয়ে সুখে থাকা আর অন্যের আন্ডারওয়্যার পরে ইজ্জত ঢাকা একই জিনিস৷

👩‍👧‍👧✍️আমার সন্তানেরা অন্তত এইটুকু বুঝুক, এইটুকু মেরুদণ্ড তাদের হোক।

👩‍👧‍👧✍️সত্যিই যদি সন্তানের ভালো চান তবে তাকে বুঝতে দিন সে একজন পূর্ণ মানুষ। তার দায়িত্ব তার। আপনি তার নির্দিষ্ট দায়িত্ব পাওয়া একজন আপনজন। সন্তানকে আন্তরিকতা দেখান, অর্থ নয়।

👩‍👧‍👧👩‍👧‍👧 👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧👩‍👧‍👧

হাতির উপদ্রপ ঠেকাতে শ্রীবরদী গারো পাহারে কুল চাষ https://youtu.be/ketNHBkQz7o
27/03/2022

হাতির উপদ্রপ ঠেকাতে শ্রীবরদী গারো পাহারে কুল চাষ

https://youtu.be/ketNHBkQz7o

হাতির আক্রমন ঠেকাতে শেরপুর গারো পাহাড় সীমান্তে বেড়েছে কাঁটাজাতীয় ফল, কুল চাষ। অন্য ফসল চাষ করে লোকসান গুনে এবার ম....

 #মহান_স্বাধীনতা_দিবস
26/03/2022

#মহান_স্বাধীনতা_দিবস

22/03/2022

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার দেশের বৃহত্তম ১৩২০ মেগাওয়াট পায়রা ...
21/03/2022

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার দেশের বৃহত্তম ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

পরিবেশ বান্ধব আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তির সাহায্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করার মাধ্যমে বাংলাদেশ ‘মুজিব বর্ষে’ দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করে আরেকটি মাইলফলক অর্জন করেছে। ‘মুজিব বর্ষ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ।
কভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবে বাংলাদেশসহ সমগ্র বিশ্ব থমকে দেওয়ার পর এটিই সশরীরে প্রধানমন্ত্রীর প্রথম কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন।

পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্গত রামনাবাদ নদীর পাশে দুই দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এক হাজার একর জমিতে নির্মিত হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে আল্ট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের ১৩ তম দেশে পরিণত হয়েছে।

পাওয়ার প্ল্যান্টের প্রথম ৬৬০ মেগাওয়াট ইউনিটটি ২০২০ সালের মে মাসে বাণিজ্যিকভাবে চালু হয়, ৪০০ কেভি পায়রা-গোপালগঞ্জ পাওয়ার ট্রান্সমিশন ব্যবহার করে এবং দ্বিতীয়টি ২০২১ সালের ডিসেম্বরে উৎপাদন শুরু করে।

১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়াও, আরেকটি পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ চলছে এবং সরকারের আরও একটি ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট এবং এখানে পায়রায় একটি সোলার সিস্টেম পাওয়ার প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আজ ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের নামফলক উন্মোচন করেন এবং শান্তির প্রতীক ১৩২০টি পায়রা উড়ান এবং প্লান্টের সেন্ট্রাল কন্ট্রোল রুম ঘুরে দেখেন।

এর আগে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র সংলগ্ন হেলিপ্যাডে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে প্রধানমন্ত্রী কয়লা জেটিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন রঙে সজ্জিত ২০০ জেলে সুসজ্জিত নৌকা থেকে পতাকা উড়িয়ে ও গান বাজিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানায়। পরে, প্রধানমন্ত্রীকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানে ‘মেমেন্টো’ উপহার দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং অনুষ্ঠানে বক্তৃতা করেন।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের মহাপরিচালক (ডিজি) ইঞ্জিনিয়ার এ এম খুরশেদুল আলম।

ছবি : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া

✍️নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।✍️ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, ...
20/03/2022

✍️নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।

✍️ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন।

✍️আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ।

✍️তেমনি পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন।

✍️জীবন নাটকের চেয়ে নাটকীয়।

সংগৃহীত

Address

Sherpur
2100

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেরপুর ২৪ BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like