26/11/2024
বর্তমান যুগে বিজ্ঞানের জয়যাত্রা ঐহিক সুখভোগের পথ প্রশস্ততর ও সুগম করে যাচ্ছে, কিন্তু মানুষের অন্তর্জগতে একটি বিরাট শূন্যতার সৃষ্টি হচ্ছে। এ শূন্যতা নিঃস্ব করে তুলছে মানুষের অন্তঃকরণকে। মানুষ হচ্ছে চঞ্চল, অস্থির ও অশান্ত। বহির্জগৎ সুখ ও পরিতৃপ্তির উদ্দেশ্যে যতই ইন্ধন সংগ্রহ করে যাচ্ছে, মানুষের অন্তর ততই চঞ্চল থেকে চঞ্চলতর হয়ে যথার্থ শান্তি ও তৃপ্তিলাভে বঞ্চিত হচ্ছে।
মনঃসংযমই চিত্তের প্রশান্তিলাভের কারণ। স্মরণাতীতকাল থেকে সুফিসাধকবৃন্দ এ শিক্ষা দিয়েই মনের একাগ্রতালাভের পদ্ধতি বিষয়ে সুস্পষ্ট আলোকপাত করে যাচ্ছেন।
খাজাজী