Islamic culture

Islamic culture আমাদের পেইজে আপনাকে স্বাগতম। যে ভালো কাজে সাহায্য করে সে তার সাওয়াব পেয়ে থাকে । আল হাদিস আল ।
(36)

26/12/2023

🐕‍🦺কুকুর কে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ী পাহাড়া দিবে!🤷‍♂️ আর মানুষ কে উপকার করেন দেখবেন সব থেকে মোটা বাশটাই আপনাকে দিবে।

25/12/2023

পুরুষ যতই ধনী হোক, যত বড় নেতা হোক, তাকে শ্বশুরবাড়িতে চিনে নারীর পরিচয়ে, নাছিমার জামাই!

24/12/2023

ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল।
কিন্তু তারা জানেনা এই গুণটি অর্জন করা কত কঠিন।

23/12/2023

২০ বছর বয়সে এসেও, না পারলাম নিজের রুমটা মনের মতো সাঁজাতে, না পারলাম বাবা-মাকে কিছু দিতে, না পারলাম স্ক্রিনশট দেওয়া নিজের পছন্দের জিনিস গুলো কিনতে, না পারলাম স্বপ্নগুলো পূরণ করতে, না পারলাম কারো প্রিয় হতে.!😔💔🥀

জীবনটাই অগোছালো আমার.!😥🥀

20/12/2023

মামা ঝাল মুড়ি দেন ঝাল ছাড়া.! 🥵

20/12/2023

- উপার্জন করতে শিখো, নয়তো অযোগ্য ব্যক্তিরাও কথা শোনাবে!💔

20/12/2023

"১ টাকায় ৫ টা চকলেট" পাওয়া থেকে "৫ টাকায় ১ টা চকলেট" পাওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂

বন্ধুদের "নিচে আয়" থেকে "অনলাইন আয়" বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂

"মা আর পাঁচ মিনিট ঘুমাতে দাও" বলা থেকে নিজ হাতে "অ্যালার্ম ব/ন্ধ" করার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!🙂

"খেলনা ভে/ঙে যাওয়ার ক/ষ্টে কেঁদে বুক ভাসিয়ে" দেওয়া থেকে "মন ভে/ঙে চু/র/মা/র" হওয়ার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!💔🙂

"চল আগে দেখা করি তারপর প্ল্যান করি" বলা থেকে "আগে প্ল্যান করি তারপর দেখা করি" বলার মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!

"আমি বড় হতে চাই" বলতে বলতে "আমি শৈশবে ফিরে যেতে চাওয়ার" সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম!

আমরা অনেক বড় হয়ে গেছি, বড় হচ্ছি বুঝার আগেই অনেক বড় হয়ে গেলাম!🙂

19/12/2023

- প'র'কী'য়া অ'শ্লী'ল'তার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে
- থাকার চেয়ে বড় সততা আর কিছু নেই ♥️

17/12/2023

পৃথিবীতে কতো সুন্দর সুন্দর মুখ.!
"কিন্তু"
কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা
বড়ই কঠিন.!🙂🤟

17/12/2023

- মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কাছে অসংখ্য টাকা-পয়সা না থাকলেও 🤍

- সুন্দর একটা মন থাকে 🤍

16/12/2023

পৃথিবীতে কোনো সন্তানই তার মা - বাবার - কাছে ভারী মনে হয়না?
কিন্তু বৃদ্ধকালে মা - বাবা অনেক সন্তানের কাছেই ভারী
হয়ে যায় 💔. হায়রে সমাজ💔🙂

16/12/2023

ফুলকে নাকে নিয়ে সুখতে হয় আর পচা গন্ধ এমনি এমনি নাকে এসে লাগে যোগ্য লোককে কাছে ডেকে নিতে হয় আর অযোগ্য লোক আপনা আপনি কাছে এসে তেল মাখে

16/12/2023

আজ দেশপ্রেমিকরা জোড়ায় জোড়ায় ঘুরবে! 🐸

16/12/2023

ট্যুর দেওয়ার বয়সে , রিকশা ভাড়া দেওয়ার টাকা নাই।

যে দেহে আজ সাজসজ্জার বাহার। সে দেহ-ই হবে একদিন পোকামাকড়ের আহার !
14/12/2023

যে দেহে আজ সাজসজ্জার বাহার। সে দেহ-ই হবে একদিন পোকামাকড়ের আহার !

14/12/2023

সেকেন্ডে সেকেন্ডে মাথা গরম হয়, কিন্ত রাতভর কম্বলের তলে থেকে পা গরম হয়না🙂

14/12/2023

রিলেশন করলে নামাযের সাথে করুন। ইনশাআল্লাহ কোনদিনও ঠকবেন না।

13/12/2023

- শীতকালে সবই সুন্দর!😊🌼

- শুধু গরীবদের অসহায়ত্ব শীতের কাঁপুনি ছাড়া!🥺💔

মায়ের কোন তুলনা হয়না ।
12/12/2023

মায়ের কোন তুলনা হয়না ।

12/12/2023

-এই শীতে Funny পোস্ট বন্ধ করা হোক এখন থেকে 😒

কারন😠

_ অনেকেরই ফাঁটা ঠোঁটে হাসতে কষ্ট হয়.!😬🤦‍♀️

12/12/2023

রাত গভীর হওয়ার সাথে সাথে ঠান্ডার পরিমাণ বাড়তেছ
😥🤲🤲
আল্লাহ আপনি পথশিশু,পথবাসী কে হেফাজত করুন আমিন 🤲🤲

12/12/2023

লক্ষ্যে পৌছানো না পর্যন্ত আগে থেকে কোনকিছু কাউকে বলতে নেই মানুষের নজর লেগে যায়!🖤

12/12/2023

অশ্লীল পোস্ট আর অশ্লীল story দিয়ে নিজেকে smart ভাবা,
ছেলে, মেয়েদের পারিবারিক ও ধর্মীয় শিক্ষার বড় অভাব।।💯

11/12/2023

আম্মুর শাড়ির আঁচলের কোণে দুই-পাচঁ টাকার নোট যখন গিট্টুতে থাকতো,সে সময়টা ছিল আমাদের জীবনে সবচেয়ে সেরা ও সুন্দর মুহুর্ত। আমাদের জীবনে প্রথম সেইফ ব্যাংক এখান থেকেই শুরু ছিল!❤

11/12/2023

হায়াৎ সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত, তবুও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত! – বুখারী ৫৮৫

11/12/2023

একদিন গভীর রাতে দুইজন মিলে একসাথে তাহাজ্জুদ নামাজ পড়বো ইনশাআল্লাহ 😊

⇨পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে- এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে! ঠিক তখনই দেশের...
11/12/2023

⇨পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে- এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে! ঠিক তখনই দেশের কোন প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে ১০০টাকার তিনটা নোট নিয়ে বলে- ধন্যবাদ সমাজকে! এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে।

⇨রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়! ঠিক তখনই দেশের কোন প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে! প্রশ্নের বিপরীতে তার জবাব- পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে!

⇨কোন নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়! ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরীব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দ্বারে দ্বারে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে!
প্রশ্নের বিপরীতে তার জবাব- "মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব"?

⇨ এই জায়গায় এসে মনীষীদের দুটি উক্তি লিখতে আমার বড্ড ইচ্ছে হয়-

→ সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে; একটা রাস্তা খুঁজে পাবে আর না করতে চাইলে পাবে শুধুই অজুহাত!

→ পৃথিবীটা ঠিক তেমনি; যেভাবে আমরা দেখি!

⇨সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নাই, কিন্তু আমরা সে রাস্তাটা খুঁজে নিতে আগ্রহী নই বরং সব সময় ভাগ্যকে দোষারোপ করি!

⇨কোটিপতি সন্তানটার কাছে মা হয়ত বোঝা! কিন্তু গরীব ছেলেটির কাছে 'মা'ই সব আর এখানে এসে দ্বিতীয় উক্তিটি একদম মিলে যায়! ঐ যে, পৃথিবী ঠিক তেমনি; যেভাবে আমরা দেখি!!!🫰

11/12/2023

“সিনেমা দেখতে গিয়ে অতি আবেগে কেউ কান্দে মিডিয়া সেটি দেখায়, কিন্তু বাজার করতে গিয়ে সাধারণ মানুষ বাস্তবে কান্দে সেটি
দেখায় না“

10/12/2023

- টাকা পয়সা হাতের ময়লা 🫠

- আর আমার হাত সবসময় পরিষ্কার থাকে 🙂

10/12/2023

বিকাশে হাজারে ২০ টাকা দিতে পারি,
আর যাকাতের হাজারে ২৫ টাকা দিতে কি আমাদের খুবই মায়া লাগে।
আল্লাহ আমাদের কে বুঝার তাওফীক দিন।

10/12/2023

অল্প ভুলেই মানুষ হেড়ে যায়, অথচ হাজার ভুলের পরে ও মহান আল্লাহ তায়ালা মাফ করে দেয়।

10/12/2023

পাহাড় পরিমাণ কষ্ট নিয়েও হাসিমুখে,☺
-আলহামদুলিল্লাহ্ বলাটা রবের প্রতি অগাধ বিশ্বাসের নমুনা!🌸❤

আলহামদুলিল্লাহ..!🖤🥰

10/12/2023

হোক না সাদা কালো বা র'ঙ্গিন জীবন তো একটাই ! 🖤🙂✨🖇️

10/12/2023

মানুষ ধনী হলে ভুলে যায় সেও গরিব ছিলো

তেমনি Teacher ও ভুলে যায় সেও student ছিলো

09/12/2023

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"

খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"

বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"

খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"

খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"

খলিফা বললেন, "বলো।"

বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"

-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"

শরীর থেকে পানি বের করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অঙ্গ তাহলো কিডনি। করাচির এক ডাক্তারকে (কিডনি বিশেষজ্ঞ) একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, "বিজ্ঞান এখন এতো উন্নত, আপনারা একজনের কিডনি অন্যের শরীরে প্রতিস্থাপন করেন তাহলে কৃত্রিম কিডনি তৈরি করতে পারছেন না কেন?"

ডাক্তারের উত্তরটি ছিলো খুবই আশ্চর্যজনক।

তিনি বলেছিলেন, "সায়েন্সের এই উন্নতি সত্ত্বেও কৃত্রিম কিডনি তৈরি করা খুব কঠিন। কারণ আল্লাহ তায়ালা কিডনির ভেতরে যে চালনি যুক্ত করেছেন তা খুব সুক্ষ্ম এবং পাতলা। এখনো পর্যন্ত এমন যন্ত্র আবিষ্কার হয়নি যা এমন সুক্ষ্ম ও পাতলা চালনি তৈরি করতে পারে। আর যদি কোটি কোটি টাকা ব্যয় করে চালনি তৈরি করাও হয় তবুও কিডনির ভেতর এমন একটি জিনিস আছে যা তৈরি করা আমাদের ক্ষমতার বাইরে। জিনিসটি হলো একটি মস্তিষ্ক (sensor)। এই মস্তিষ্ক ফায়সালা করে যে, এই মানুষের শরীরে কতটুকু পানি রাখা চাই আর কতটুকু ফে

09/12/2023

এক রাজা একদিন দেখতে চাইলেন
তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?
স্বামীর... নাকি
স্ত্রীর।
তিনি রাজ্যে ঘোষণা করলেন...
যার ঘরে বউ এর কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে।
আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া।
পরের দিন সমস্ত রাজ্য বাসী হাজির,
সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগলো...
রাজা ভাবলেন সন্ধ্যে হয়ে গেল এখনো কি এমন একজন কেও পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে!
এমন সময় একজন এলো লম্বা চওড়া স্বাস্থ্য, ইয়া বড় গোঁফ। সে এসে বললো,
"আমার ঘরে আমারই কথা চলে।"
রাজা বেজায় খুশি হলেন তিনি বললেন,
"যাও, আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম।"
লোকটা ঘোড়া নিয়ে চলে গেলো।
রাজা খুশি মনে বললেন
"যাক অন্ততপক্ষে একজন তো পাওয়া গেলো"।
কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বললো,
"রাজা মশাই আমাকে ঘোড়াটা পাল্টে দিন,
আমার বউ বললো যে কালো রং অশুভ,
সাদা শান্তির প্রতীক, তাই সাদা ঘোড়া দিন।"
রাজা রেগে গেলেন...
"তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখুনি আমার সামনে থেকে বিদায় হও।"
রাতের বেলা মন্ত্রী এলো, বললো"রাজা মশাই, সবাই তো আপেলই নিলো! আপেলের বদলে আপনি যদি অন্তত পাঁচ কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হত।"
রাজা বললেন, "আমি ও সেটাই ভেবেছিলাম কিন্তু বড় রানী বললো আপেলই ভালো হবে।"
মন্ত্রী শুধালো, "রাজা মশাই আপনাকেও কি একটা আপেল কেটে দেবো?"
রাজা লজ্জিত হয়ে বললেন,
"সে কথা থাক, আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এখন কেন দিতে এসেছো এই রাতের বেলায়??"
মন্ত্রীর লাজুক উত্তর,
"আগামীকাল সকালেই বলতাম কিন্তু আমার বউ বললো এখনই যাও আর রাজামশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো যাতে করে পরের বারে চাল দেওয়ার ঘোষণা দেন উনি।"
রাজা স্বস্তির হাসি হেসে বললেন,
"আপেলটা তুমি নিয়ে যাবে?
নাকি ঘরে পাঠিয়ে দেবো?"

09/12/2023

২২বছর বয়সী এক যুবক ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিলো“বাবা, দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে” বাবা হাসছিলো এবং পাশের সিটে বসা দুই মেয়ে যুবকটির এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভুতি নিয়ে দেখছিল।
হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল-“ বাবা, দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে”।
মেয়ে দুটি আর নিরব থাকতে পারলো না, বৃদ্ধ বাবাকে বলে ফেললো-“আঙ্কেল আপনি
আপনার ছেলেকে কেন কোন ভালো ডাক্তারকে দেখাচ্ছেন না?
উত্তরে যুবকটির বাবা হেসে বললো-‘আজই আমি দেখিয়েছি, এখন আমরা হাসপাতাল থেকেই আসছি, আমার ছেলে জন্ম থেকেই অন্ধ, আজকেই সে তার চোখের আলো ফিরে পেয়েছে, আজকেই আমার ছেলে সবকিছু নতুন করে দেখতে পাচ্ছে।
শিক্ষাঃ- পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা হয়তো আপনাকে চমকে দিতে পারে!

© Minhajul Abadin

09/12/2023

পাকিস্থানের কোনো একটি স্কুলের একজন শিক্ষক ক্লাসে ছাত্রদের প্রশ্ন করেছিলেন
কারা নামাজ পড়েনা..??
প্রথম ছাত্র উত্তর দিল~
মৃত ব্যক্তি◑◑◑
যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি নামাজ পড়েনা
দ্বিতীয় ছাত্র উত্তর দিল~
যে ব্যক্তি নামাজ পড়তে পারেনা
☞অর্থাৎ যে ব্যক্তি পাগল বা প্রতিবন্ধী
তৃতীয় ছাত্র উত্তর দিল~
যে ব্যক্তি অমুসলিম
অমুসলিম ব্যক্তি নামাজ পড়েনা.....এবার শিক্ষক চিন্তায় পড়ে গেলো.....?
এই তিনটা উত্তর এর মধ্যে আমি কোনটায় আছি
আমি কী মারা গেছি??
আমি কী পাগল, প্রতিবন্ধী নামাজ
পড়তে পারিনা??
নাকি আমি অমুসলিম??
একজন মুসলিম ও অমুসলিমের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজ
আমরা যারা নিজেকে মুসলিম দাবি করি কিন্তু নামাজ পড়িনা..!!
চলুন একটু ভেবে দেখি,,,
আমরা আজও কী প্রকৃত মুসলিম হতে পেরেছি..??
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক
আমাদের সবাইকে হেদায়েত দান করুক
আল্লাহ আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুক
🤲আমীন 🤲

09/12/2023

বিপদে পড়ে হতাশ হবেন না। আল্লাহকে ডাকুন। তিনিই কারো না কারো মাধ্যমে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when Islamic culture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic culture:

Videos

Share