Islamic culture

Islamic culture আমাদের পেইজে আপনাকে স্বাগতম। যে ভালো কাজে সাহায্য করে সে তার সাওয়াব পেয়ে থাকে । আল হাদিস আল ।
(27)

19/09/2024

গীবত ঋণের চেয়েও মারাত্মক।
ঋণ পরিশোধ করা যায়। কিন্তু গীবত পরিশোধ করা যায় না।

12/09/2024

ভাষা সুন্দর ব্যাকারণে,
আর মানুষ সুন্দর আচারণে।

22/08/2024

আমাদের দেশের গর্ব সেনাবাহিনী।

22/08/2024

ও ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায়
তুলে দাও, আমার পেটে ৯ মাসের বাচ্চা।
এক আপুর আর্তনাদ"😭
#বন্যা #নোয়াখালী #কুমিল্লাহ #ফেনী

22/08/2024

কি দৃ*শ্য দেখলাম আল্লাহ 😭
হে আল্লাহ আপনি দ্রুত হেফাজত করুন, আমিন।

13/07/2024

বাবার চাকরি ছেলে পাবে, ছেলের পরে নাতি।
চাষার ছেলে চাষাই রবে, কোটায় গড়বে জাতি।

"কোটা প্রথা নিপাত যাক "
"মেধাবীরা মুক্তি পাক"

Mother is our biggest support ❤️
21/06/2024

Mother is our biggest support ❤️

21/06/2024

সফলতা, আর দুঃখের কথা ফেসবুকে না বলাই ভালো।
কারণ সফলতায় মানুষ হিংসা করে।
আর দুঃখ, কষ্ট দেখে সুযোগ খোঁজে আঘাত করে।

06/04/2024

বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম ২৪৬ জন।মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন

" বাবা,তোমাদের না ১০০ বরযাত্রী আনার কথা ছিলো? "

বললাম " বাবা আমি পরিবারের ছোট ছেলে।সবার শখ বিয়েতে আসবে।কিকরে না বলি বলুন তো? "

" সে নাহয় ঠিক আছে।আগে থেকে বললে ভালো হতো।এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরী হবে।সবার আয়োজন করে একসাথে খেতে দিবো "

" বাবা আপনি টেনশন করবেন না।আমি বলে দিবো "

বিয়েতে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব কাউকে আনা বাদ রাখিনি।সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দেই!

বিয়ে হয়ে গেলো।বছর ফিরতে স্ত্রীর ডে"লিভা"রি।হসপিটালে আমার রুদ্ধশ্বাস! এ নে"গেটিভ র"ক্তের অভাব।আত্নীয়-স্বজন অনেকের সাথে র"ক্ত মিলে যায়,তারা বাহানা দিয়ে এড়িয়ে গেলো।

রিক্সায় উঠে রওনা হলাম কলেজ গুলোর উদ্দেশ্য।সেখানে র"ক্ত জোগাড় করার সেচ্চাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে।ওদের বললে যদি কোনো উপায় হয়!

আমার ছটফটানি দেখে রিক্সাওয়ালা মামা বললো " মামা এতো ঘাবড়াইছেন কেন? কার কি হইছে? "

" র"ক্ত লাগবে।জোগাড় হয়নি, স্ত্রীর ডে"লিভা"রি "

" কি র"ক্ত লাগবো? "

" এ নে"গেটিভ "

" মামা আমার তো এই র"ক্ত। আমার কাছে র"ক্ত নিবেন? "

শেষমেশ রিকশাওয়ালা মামার র"ক্ত দিয়েই স্ত্রীর ডে"লিভা"রি হলো।মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম?কাদের আপন ভাবতাম?এই বি*পদের দিনে আমি একা! কেউ নাই।

রিকশাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম।বাড়িতে ভালোমন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই।সে আপনজন "

গল্প : অনুধাবন

06/04/2024

“গীবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায়। গীবত পরিশোধ করা যায় না।”
—সুফয়ান ইবনে উয়াইনা (রহ.)

18/02/2024

রাস্তার পাশে জমি থাকলে অনেক দাম। আবার রাস্তার পাশে বাড়ি থাকলেও অনেক দাম। কিন্তু রাস্তায় থাকা মানুষগুলার দাম নাই কেন ভাই

09/02/2024

- পরিবর্তনের স্নিগ্ধ বাতাস আবার ফিরে আসুক, ভেঙে পড়া হৃদয় টা আবার রবের দিকে ফিরোক!💔

07/02/2024

ক্যান্সারে আক্রান্ত এক যুবকের শেষ ফেসবুক স্ট্যাটাস ছিল __

“যদি তোমার একটা সুস্থ শরীর থাকে, তবে রবের কাছে আর কোন বিষয়ে অভিযোগ করো না”♡

04/02/2024

বিষাক্ত সাপও ততোটা বিষাক্ত নয়..!
যতোটা বিষাক্ত ঐ ব্যাক্তি?
যে শুধু মাত্র প্রয়োজনে সম্পর্ক করে!

03/02/2024

পোঁকা আর ধোঁকা দুটু আলাদা হলেও
গুণ কিন্তু একই
পোঁকা মাটির ফসল নষ্ট করে।
আর ধোঁকা মানুষের জীবন নষ্ট করে।

অল্পতেই সবাই গল্প হয়ে যায়..🦋
18/01/2024

অল্পতেই সবাই গল্প হয়ে যায়..🦋

03/01/2024

👉এক দিকে হাজারো ইচ্ছে 💥আর অপর দিকে কুল্লু নাফসিন যা ইকাতুল মাওত!😭😭

03/01/2024

দান বীর হতে হলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না।
উদার মনের প্রয়োজন হয়।

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when Islamic culture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic culture:

Videos

Share