![রাত অনেকের জন্য উষ্ণ কম্বলে আরাম নয়, বরং কঠিন এক পরীক্ষা। যারা পথের ধারে শীতল বাতাসের সঙ্গে লড়াই করে, তাদের কষ্ট আমরা ...](https://img4.medioq.com/472/211/1140749464722112.jpg)
22/12/2024
রাত অনেকের জন্য উষ্ণ কম্বলে আরাম নয়, বরং কঠিন এক পরীক্ষা। যারা পথের ধারে শীতল বাতাসের সঙ্গে লড়াই করে, তাদের কষ্ট আমরা ক'জনই বা অনুভব করি? গরম কাপড়ের অভাবে, খাবারের অভাবে শীতের রাত তাদের জন্য হয়ে ওঠে বেদনায় ভরা।
নিঃশব্দ এই রাতে তারা হয়তো আকাশের তারা গুনে সময় কাটায়, আর অপেক্ষা করে একটি উষ্ণ সকালের।
শীতের এই কষ্ট কারও জীবনে স্থায়ী না হয়—এটাই হোক আমাদের প্রত্যাশা।