সূরা মারইয়াম-এর অন্তর জুড়ানো তেলাওয়াত (বাংলায় উচ্চারণ ও অনুবাদসহ)
হযরত আবু যার রাযিঃ বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ-এর খেদমতে হাজির হইলাম এবং আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে অসিয়ত করুন। তিনি বলিলেন, অধিক সময় চুপ থাকিও (বিনা প্রয়োজনে কোন কথা যেন না হয়) ইহা শয়তানকে দূর করে এবং দ্বীনের কাজে সাহায্যকারী হয়। হযরত আবু যার রাযিঃ বলেন, আমি আরজ করিলাম, আমাকে আরো কিছু অসিয়ত করুন। তিনি এরশাদ করিলেন, অতিরিক্ত হাসি হইতে বাঁচিয়া থাকিও। কেননা এই অভ্যাস অন্তরকে মুর্দা ও চেহারার নূরকে খতম করিয়া দেয়। (বায়হাকী)
facebook.com/ahadith.muntakhab
youtube.com/@Muntakhab_Ahadith
instagram.com/kmdkanon
tiktok.com/@Muntakhab_Ahadith
#অহেতুক_কথা_ও_কাজ_থেকে_বিরত_থাকা
#মুন্তাখাব_হাদীস
#দাওয়াত_ও_তাবলীগ
হযরত হোযাইফা ইবনে ইয়ামান (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, সেই যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই আমর বিল মারুফ নহী আনিল মুনকার (সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ) করিতে থাক। নতুবা অতিসত্বর আল্লাহ তায়ালা তোমাদের উপর এমন আযাব পাঠাইয়া দিবেন। অতঃপর তোমরা দোয়া করিলেও আল্লাহ তায়ালা তোমাদের দোয়া কবুল করিবেন না।
(তিরমিযী)
facebook.com/ahadith.muntakhab
youtube.com/@Muntakhab_Ahadith
instagram.com/kmdkanon
tiktok.com/@Muntakhab_Ahadith
#দাওয়াত_ও_তাবলীগ
#মুন্তাখাব_হাদিস
হযরত আবু দারদা (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি (ঘুমাইবার জন্য) নিজের বিছানায় আসে এবং তাহার নিয়ত এই হয় যে, রাত্রে উঠিয়া তাহাজ্জুদ পড়িব। কিন্তু ঘুম প্রবল হওয়ার কারণে সকালে চোখ খোলে। তাহার জন্য তাহাজ্জুদের সওয়াব লিখিয়া দেওয়া হয় এবং তাহার ঘুম তাহার রবের পক্ষ হইতে তাহার জন্য দানস্বরূপ হয়।
(নাসাঈ)
facebook.com/ahadith.muntakhab
youtube.com/@Muntakhab_Ahadith
instagram.com/kmdkanon
tiktok.com/@Muntakhab_Ahadith
#এখলাসে_নিয়ত
#মুন্তাখাব_হাদীস
#দাওয়াত_ও_তাবলীগ
হযরত মাহমূদ ইবনে লবীদ রাযিঃ হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, আল্লাহ তায়ালা যখন কোন সম্প্রদায়কে ভালবাসেন তখন তাহাদিগকে (মুসীবতে ফেলিয়া) পরীক্ষা করেন। অতঃপর যে ছবর করে তাহার জন্য ছবরের ছওয়াব লেখা হয় আর যে ছবর করে না, তাহার জন্য বে-ছবরী লেখা হয়। (অতঃপর সে আফসোসই আফসোস করিতে থাকে।)
(মুসনাদে আহমদ, মাজমায়ে যাওয়ায়েদ)
facebook.com/ahadith.muntakhab
youtube.com/@Muntakhab_Ahadith
instagram.com/kmdkanon
tiktok.com/@Muntakhab_Ahadith
#একরামে_মুসলিম
#মুন্তাখাব_হাদিস
#দাওয়াত_ও_তাবলীগ
হযরত আবদুল্লাহ ইবনে বুসর রাযিঃ হইতে বর্ণিত আছে, এক সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, শরীয়তের হুকুম তো অনেক রহিয়াছে (যাহার উপর আমল করা জরুরী, কিন্তু) আমাকে এমন কোন আমল বলিয়া দিন যাহা আমি নিজের অযীফা বানাইয়া লইব। তিনি এরশাদ করিলেন, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহ তায়ালার যিকিরে সিক্ত থাকে। (তিরমিযী)
facebook.com/ahadith.muntakhab
youtube.com/@Muntakhab_Ahadith
instagram.com/kmdkanon
tiktok.com/@Muntakhab_Ahadith
#জিকির
#মুন্তাখাব_হাদিস
#দাওয়াত_ও_তাবলীগ
হযরত আবু হোরায়রা রাযিঃ হইতে বর্ণিত, একবার গরীব মুহাজিরগণ রাসূলুল্লাহ সাঃ-এর খেদমতে উপস্থিত হইয়া আরয করিলেন, ধনীগণ উচ্চ মরতবা ও চিরস্থায়ী নেয়ামতসমূহ লইয়া গেল। তিনি জিজ্ঞাসা করিলেন, তাহা কিরূপে? তাহারা বলিলেন, তাহারা আমাদের ন্যায় নামায পড়ে আমাদের ন্যায় রোযা রাখে, উপরন্তু তাহারা সদকা খয়রাত করে আমরা তাহা করিতে পারি না। তাহারা গোলাম আযাদ করে আমরা তাহা করিতে পারি না। রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিলেন, আমি কি তোমাদিগকে এমন জিনিস বলিয়া দিব না? যাহাতে তোমরা তোমাদের অপেক্ষা অগ্রগামীদের মরতবা হাসিল করিয়া লও এবং তোমাদের অপেক্ষা কম মরতবাওয়ালাদের উপর অগ্রগামী থাক। আর কেহ তোমাদের অপেক্ষা উত্তম হইবে না যতক্ষণ সে এই আমল না করিবে? তাহারা আরয করিলেন, অবশ্যই বলিয়া দিন। তিনি বলিলেন, প্রত্যেক নামাযের পর সুবহানাল্লাহ, আলহামদুল্লিাহ ও আল্লাহু আকবার তেত্রিশবার
হযরত আবু আবদুর রহমান জুহানী রাযিঃ বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাঃ-এর নিকট বসিয়াছিলাম। এমন সময় দুইজন আরোহীকে আসিতে দেখা গেল। রাসূলুল্লাহ সাঃ তাহাদেরকে দেখিয়া বলিলেন, ইহাদেরকে কিন্দা এবং মাযহিজ গোত্রের মনে হইতেছে। অবশেষে তাহারা যখন রাসূলুল্লাহ সাঃ-এর খেদমতে উপস্থিত হইলেন তখন তাহাদের সহিত গোত্রের আরো অন্যান্য লোকজনও ছিল। বর্ণনাকারী বলেন, তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি বাইয়াতের জন্য রাসূলুল্লাহ সাঃ-এর নিকটবর্তী হইলেন। যখন তিনি তাঁহার হাত মোবারক নিজের হাতে লইলেন তখন আরজ করিলেন, হে আল্লাহর রসূল! যে ব্যক্তি আপনার সহিত সাক্ষাৎ করিল, আপনার উপর ঈমান আনিল এবং আপনাকে সত্য বলিয়া স্বীকার করিল এবং আপনার অনুসরণও করিল, বলুন, সে কি পাইবে? তিনি এরশাদ করিলেন, তাহার জন্য মোবারক হউক। ইহা শুনিয়া সে ব্যক্তি (বরকত লওয়ার জন্য) তাঁহার হাত মোবারকের উপর নিজের হাত বুলা
হযরত ইমরান ইবনে হাত্তান (রহঃ) বলেন, আমি হযরত আবু যার রাযিঃ এর খেদমতে হাজির হইলে তাহাকে দেখিলাম, একটি কালো কম্বল জড়াইয়া একা মসজিদে বসিয়া আছেন। আমি আরজ করিলাম, হে আবু যার! এই নির্জনতা ও একাকিত্ব কেমন? অর্থাৎ আপনি সম্পূর্ণ একা এবং সবলোক হইতে আলাদা হইয়া থাকা কেন অবলম্বন করিলেন? তিনি জবাব দিলেন, আমি রাসূলুল্লাহ সাঃ-কে এরশাদ করিতে শুনিয়াছি, মন্দ লোকের সংশ্রবে বসার চাইতে একা থাকা ভাল। সৎ লোকের সংশ্রবে বসা একা থাকার চাইতে উত্তম। কাহাকেও ভাল কথা বলিয়া দেওয়া চুপ থাকার চেয়ে উত্তম। মন্দ কথা বলার চেয়ে চুপ থাকা উত্তম। (বায়হাকী)
facebook.com/ahadith.muntakhab
youtube.com/@Muntakhab_Ahadith
instagram.com/kmdkanon
tiktok.com/@Muntakhab_Ahadith
#অহেতুক_কথা_ও_কাজ_থেকে_বিরত_থাকা #মুন্তাখাব_হাদিস
হযরত আবু বাকরাহ রাযিঃ বর্ননা করেন, রাসূলুল্লাহ সাঃ (১০ই জিলহজ্জ মিনাতে খোতবার শেষে) এরশাদ করিয়াছেন, আমি কি তোমাদিগকে আল্লাহ তায়ালার পয়গাম পৌঁছাইয়া দিয়াছি? আমরা আরজ করিলাম, জ্বি হাঁ। আপনি পৌঁছাইয়া দিয়াছেন। তিনি এরশাদ করিলেন, আয় আল্লাহ! আপনি (ইহাদের স্বীকারোক্তির উপর) সাক্ষী হইয়া যান। অতঃপর তিনি এরশাদ করিলেন, যাহারা এখানে উপস্থিত আছে তাহারা ঐসমস্ত লোকদের নিকট পৌঁছাইয়া দিবে যাহারা এখানে উপস্থিত নাই। কারণ, অনেক সময় দ্বীনের কথা যাহাকে পৌঁছানো হয় সে, যে পৌঁছাইয়া দেয় তাহার অপেক্ষা বেশী স্মরণ রাখিতে সক্ষম হয়। (বোখারী)
facebook.com/ahadith.muntakhab
youtube.com/@Muntakhab_Ahadith
instagram.com/kmdkanon
tiktok.com/@Muntakhab_Ahadith
#দাওয়াত_ও_তাবলীগ #মুন্তাখাব_হাদিস
হযরত সা'দ (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, আল্লাহ তায়ালা এই উম্মতের সাহায্য (তাহার যোগ্যতার ভিত্তিতে করেন না, বরং) দুর্বল ও ভগ্নাবস্থাপন্ন লোকদের দোয়া, নামায এবং তাহাদের এখলাসের কারণে করেন। (নাসাঈ)
facebook.com/ahadith.muntakhab
youtube.com/@Muntakhab_Ahadith
instagram.com/kmdkanon
tiktok.com/@Muntakhab_Ahadith
#ekhlase_niyot
#muntakhab_hadith
#dawat_o_tablig
হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন, কেয়ামতের দিন শহীদকে আনা হইবে এবং তাহাকে হিসাব-কিতাবের জন্য দাঁড়া করানো হইবে, অতঃপর সদকাকারীকে আনা হইবে এবং তাহাকেও হিসাবের জন্য দাঁড় করানো হইবে অতঃপর ঐ সমস্ত লোকদিগকে আনা হইবে যাহারা দুনিয়াতে বিভিন্ন মুসীবতে গ্রেফতার ছিল। তাহাদের জন্য কোন মীযানও (পাল্লা) স্থাপন করা হইবে না কোন আদালতও কায়েম করা হইবে না। অতঃপর তাহাদের উপর এত ছওয়াব ও নেয়ামত বর্ষণ করা হইবে যে, যাহারা দুনিয়াতে নিরাপদে ছিল তাহারা এই (উত্তম সওয়াব ও পুরষ্কার) দেখিয়া আকাঙ্খা করিতে থাকিবে (হায়! দুনিয়াতে) আমাদের চামড়া যদি কাঁচি দ্বারা কাটা হইত (এবং ইহার উপর আমরা ছবর করিতাম)!
(তাবারানী, মাজমায়ে যাওয়ায়েদ)
facebook.com/ahadith.muntakhab
youtube.com/@Muntakhab_Ahadith
instagram.com/kmdkanon
tiktok.com/@Muntakhab_Ahadith
#ekrame_muslim
#muntakhab_hadis
#dawat_o_tablig