15/12/2024
তুমি চলে যাওয়ার পর মৃত্যুকে খুব কাছ থেকে জেনে এসেছি। জেনেছি স্বপ্নকে চাপা দিতে গিয়ে নিজেকে কতোটা চাপা মাটি দিতে হয়, অদৃশ্য কবরে জীবন্ত লা.শে.র।
সুখী হওয়ার বিপরীতে দুঃখ পেলে কতোটা যন্ত্রণা সয়ে মানুষ ভিতরে ভিতরে নিজের মৃত্যু নিজেই কামনা করে পাপ জমিয়ে পাপী হয়।
আমাকে ছাড়া সুখী হবে বলে, তুমি যেদিন আমার হাত ছেড়ে চলে গেলে সেদিনের পর থেকে আর কখনো নিজেকে মানুষ বলে মনে হয়নি।
কখনো পাহাড় কখনো নদী কখনো বা প্রখর রোদে মরুভূমির তপ্ত বালি হয়ে জন্ম দিতে হয়েছে নিজেকে তোমার সুখের বিপরীতে।
তুমি চলে যাওয়ার পর বুকের ভেতর মেঘ পুষি, বৃষ্টি পুষি, কালবৈশাখী ঝড় পুষি। আলোর বিপরীতে অন্ধকার দেখে দু-চোখ। সেই যে তোমাকে কল্পনা করে পাওয়ার আনন্দ হাসি মুখ, সেই হাসি খুশিকে অভিশপ্ত লাইনে দেখেছি, তোমাকে চাওয়ার অনুষদে হারিয়ে ফেলার পর।
কি ছিলে তুমি, কি থেকে কি হয়ে গেলো! এতো খুশি এত স্বপ্ন এত আশা এক নিমিষেই শেষ হয়ে গেলো। একটা মানুষকে দিব্বি হেটে যেতে দেখছে সবাই, অথচ মানুষটা কে সেদিন তুমি খুন করে চলে গেছো, যে খুনের অপরাধ নেই! রাষ্টের আইন অনুযায়ী চিহ্নিত খু.নি নও তুমি। 💔