Kite মানে ঘুড়ি

Kite মানে ঘুড়ি Man Man Come and Man Man go.Life is Nothing 🥀 মানুষ জীবনে একবার আসে, একবার ই চলে যায়। জীবন মানুষের কিছুই না!!🥀🫰

নিজের লেখার মতো অনেককিছুই ছিলো, কিন্তু বলতে চাই না মানুষ না আজকাল উপহাস করে উপেক্ষা করে।

তুমি চলে যাওয়ার পর মৃত্যুকে খুব কাছ থেকে জেনে এসেছি। জেনেছি স্বপ্নকে চাপা দিতে গিয়ে নিজেকে কতোটা চাপা মাটি দিতে হয়, অদৃশ...
15/12/2024

তুমি চলে যাওয়ার পর মৃত্যুকে খুব কাছ থেকে জেনে এসেছি। জেনেছি স্বপ্নকে চাপা দিতে গিয়ে নিজেকে কতোটা চাপা মাটি দিতে হয়, অদৃশ্য কবরে জীবন্ত লা.শে.র।
সুখী হওয়ার বিপরীতে দুঃখ পেলে কতোটা যন্ত্রণা সয়ে মানুষ ভিতরে ভিতরে নিজের মৃত্যু নিজেই কামনা করে পাপ জমিয়ে পাপী হয়।

আমাকে ছাড়া সুখী হবে বলে, তুমি যেদিন আমার হাত ছেড়ে চলে গেলে সেদিনের পর থেকে আর কখনো নিজেকে মানুষ বলে মনে হয়নি।
কখনো পাহাড় কখনো নদী কখনো বা প্রখর রোদে মরুভূমির তপ্ত বালি হয়ে জন্ম দিতে হয়েছে নিজেকে তোমার সুখের বিপরীতে।

তুমি চলে যাওয়ার পর বুকের ভেতর মেঘ পুষি, বৃষ্টি পুষি, কালবৈশাখী ঝড় পুষি। আলোর বিপরীতে অন্ধকার দেখে দু-চোখ। সেই যে তোমাকে কল্পনা করে পাওয়ার আনন্দ হাসি মুখ, সেই হাসি খুশিকে অভিশপ্ত লাইনে দেখেছি, তোমাকে চাওয়ার অনুষদে হারিয়ে ফেলার পর।

কি ছিলে তুমি, কি থেকে কি হয়ে গেলো! এতো খুশি এত স্বপ্ন এত আশা এক নিমিষেই শেষ হয়ে গেলো। একটা মানুষকে দিব্বি হেটে যেতে দেখছে সবাই, অথচ মানুষটা কে সেদিন তুমি খুন করে চলে গেছো, যে খুনের অপরাধ নেই! রাষ্টের আইন অনুযায়ী চিহ্নিত খু.নি নও তুমি। 💔

10/12/2024

নভেম্বর-ডিসেম্বর এই দুইটা মাস মন কেমন করা একটা সময়।

নিঃসঙ্গ মানুষের মনে হয় তার নিঃসঙ্গতা বাড়তেছে । মায়ায় পড়ে যাওয়া মানুষের মনে হয় মায়া বাড়তেছে। টেনশন করা মানুষের মনে হয় টেনশন বাড়তেছে ।

জীবনে যা কিছু মায়া , যা কিছু চাওয়া পাওয়ার , যা কিছু হারাইছি , সবকিছুরে ঘিরে অনুভূতির তীব্রতা টের পাই এই নভেম্বর ডিসেম্বর মাসে ।

কি এক অদ্ভুত বিষণ্ণতা ভেসে থাকে বিকেল থেকে সন্ধ্যার আবহাওয়ায় । মনে হয় কোথাও একটা শূন্যতা ঝুলে আছে । কোথায় ঝুলে আছে তা বোঝা যায় না ।

তারপর একটা সময় মনে হয় আসলে বয়স বাড়তেছে... জীবন পাল্টাইতেছে ।

01/12/2024

আমি চিরকাল স্থীর থাকতে চেয়েছি। অথচ আমাকে নেয়নি কেউ। না ঘর, না পথ, না পর্বত, না সিন্ধু, না ঢেউ, না তরঙ্গ, না কেউ, না কেউ।

26/11/2024

শুভ সকাল।
আসুন একে অপরকে ,ফলো দেই ফলো নেই।🤝❤️

25/11/2024

শুভ রাত্রি 🥀🤝

আলহামদুলিল্লাহ বলুন❤️
25/11/2024

আলহামদুলিল্লাহ বলুন❤️

20/11/2024

ছেলেদের হুডি গিফ্ট দিলে মেয়েদের চুল পড়া বন্ধ হয় আর চেহেরা ফর্সা হয়!🙂

20/11/2024

Brazil1-1 Uruguay

17/11/2024

যাদের রুচি আছে তাদের টাকা নাই,যাদের টাকা আছে তাদের রুচি নাই!শালার দুনিয়াটা ই আনফেয়ার🤝🙂

13/11/2024

আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করেনা সেই মানুষটা আপনার না! তাকে অযথা বিরক্ত করা বাদ দেন! সে ভাল থাকুক, আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন!🖤🌸

13/11/2024
12/11/2024

অসুস্থ শহরের ব্যস্ততম সব কোলাহল পেরিয়ে এসেছি
দুপাশে হাত বাড়ালেই যেন বানভাসী সব শোক
ধোঁয়াটে রঙের দিনগুলোতে হেঁটে যাচ্ছে মানুষ
কোথায় যাচ্ছে কেউ জানে না,
সবার বুকপকেটে চিরকুট
আর তাতে বদলাচ্ছে নিত্যনতুন সব ঠিকানা...

আমার ওসব নেই,
আমি ঘুম থেকে উঠলে হলুদ রঙের আলোয় সেজে ওঠে সূর্য
অসুস্থ শহরের মাঝ বরাবর সদর্পে হেঁটে যায়,
আঁতুড়ঘরের ভেতর যে দারূন শুভ্রতা, সেই শুভ্রতা ছড়িয়ে দেয় চারপাশে,
যেটুকু অসুখ আছে সেটুকুও মনে হয় সামান্য...

ধোঁয়াটে রঙের একটা দিন; রোজ লাল চোখ বের করে; আমাকে দেখে,
হাত বাড়ায়,নখ বাড়ায়, দাঁত বাড়ায়,
কিন্তু ছুঁতে পারেনা...

11/11/2024

চল্লিশের পরে মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তার সঙ্গ। প্রয়োজনে বা বাধ্য হয়ে যে সম্পর্কগুলো আমরা টেনে নিয়ে যাই সেটা অন্য বিষয়। কিন্তু মনের স্বস্তি, নিখাঁদ ভাললাগার চাপবিহীন সঙ্গ খুব জরুরী আমাদের জীবনে। আমাদের বন্ধু, প্রিয়জন কিংবা ভাললাগার মানুষগুলো সমান ভাবনা, মানসিকতার না হলে প্রতিদিনের যাপিত জীবন দারুণ ভাবে বিঘ্নিত হয়, জীবনীশক্তি নষ্ট হয়।

প্রত্যেকের জীবন থেকে টক্সিক মানুষগুলো সরিয়ে ফেলা উচিৎ ধীরে ধীরে। দ্বিমুখী আচরণের লোকজনের সাথে তৈরী করা উচিৎ নিরাপদ দূরত্ব। জীবনের আয়ু আর ক'দিন! তাই প্রতিটি মুহুর্তকে গুরুত্ব দিয়ে তার সঠিক ব্যবহার খুব জরুরী।

গত দু বছর ধরে আমি ব্যক্তিগত ভাবে এই বিষয়টা খুব শক্ত হাতে মেইনটেইন করি। বিশেষ করে পলিশড সোসাইটির চকচকে ডাবল স্ট্যান্ডার্ড মানুষগুলো থেকে নিজেকে দূরে রাখি যে কোন মূল্যে, বলতে পারেন ভয় পাই এমন মানুষদের। নিজের জন্য আরামদায়ক বলয় তৈরী করে নিতে পারলে জীবন অনেক সুন্দর। আপনিও তৈরী করে নিন, চোখ বন্ধ করে ভাবুন -- কোন কোন সম্পর্ক বা মানুষগুলো আপনাকে রিচার্জ করে, প্রাণশক্তি দেয়! অহেতুক চাপ তৈরী করেনা মনে। তাদের ঘিরে বাঁচুন, ভাল থাকবেন নিশ্চিত । 🙂

ছুটির দিনের শুভেচ্ছা সবাইকে ❤️

09/11/2024

বিচ্ছেদ গান সবার ভাল লাগবে আশা করি।

Address

Shaistaganj
3301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kite মানে ঘুড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Shaistaganj

Show All