সুপ্রভাত বইঘর - Suprovath Boighor

সুপ্রভাত বইঘর - Suprovath Boighor অনলাইন বুকশপ

19/12/2024

বইয়ের যত্ন কীভাবে নিবেন?

1. বইয়ের যত্নের জন্য প্রথমেই শেলফ বানিয়ে নিন। এতে রোদ, বৃষ্টি ও ধুলাবালি থেকে শখের বই নিরাপদ থাকবে।

2. মাঝে মাঝে বইগুলো শেলফ থেকে নামিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে বই পোকা কাটা, ধুলো জমে, দুর্গন্ধ হওয়া থেকে সুরক্ষিত থাকবে।

3. ছোটবেলা থেকে শিশুদের বই পড়ার অভ্যাসের সাথে সাথে বইয়ের যত্ন নেয়াটা শেখান।

4. শেলফের প্রত্যেকটি তাকে একটি বা দুটি করে ন্যাপথলিন দিন।

5. এলোমেলো বা গাদাগাদি করে বই না রেখে বিষয় অনুযায়ী বইয়ে লেবেল লাগান। তারপর লেভেল অনুযায়ি সাজিয়ে রাখুন।

6. অনেকে বই পড়তে নিয়ে ছিড়ে ফেলে, অযত্নে রেখে নষ্ট করে। ফেরত দেয় না। তাই কাকে বই দিচ্ছেন (যেমন আমি কাউকে বই ধার দিই না) সেটা ভেবে দিবেন।

7. খাবার আগে যেমন হাত ধুয়ে নিতে হয়, তেমনই বই পড়ার আগেও হাত পরিষ্কার করে নিবেন। বই ও মন দুইটাই ভালো থাকবে।

8. খাওয়ার সময় অনেকেই বই পড়তে পছন্দ করেন। যেমন আমি। তবে খাওয়ার সময় বই পড়লে খুব সাবধানে পড়বেন। কারণ এক ফোঁটা তরকারির ঝোল সারাজীবনের আফসোস।

9. কিছুদিন পর পর পেইন্ট ব্রাশ দিয়ে ধুলো পরিষ্কার করুন। এতে সময় লাগবে কম, পরিষ্কার করতেও ইজি হবে।

10. বইয়ের পাতা দ্রুত নষ্ট করতে না চাইলে বইয়ের পাতা কখনও ভাঁজ করে রাখবেন না। বুর্কমার্ক, নন-স্টিকি নোট, কলম বা পেন্সিল ইউজ করতে পারেন।

11. বইয়ের ছেঁড়া পাতা ছিঁড়ে গেলে ভুলেও আইকা ব্যবহার করবেন না। স্বচ্ছ টেপ বা বইয়ের জন্য আলাদা আঠা পাওয়া যায় সেটা ইউজ করুন।

12. বই র‍্যাক থেকে বই বের করার সময় স্পাইনের মাঝখানটা ধরে বের করুন। এতে বই ছিঁড়ে যাবে না।

13. ভুলেও জানালার কাছে শেলফ রাখবেন না। কারণ শুধু ঝড়-বৃষ্টিতেই বই নষ্ট হয় না। গরম বা ঠান্ডা বাতাসেও বই নষ্ট হয়।

14. বইগুলোকে ভিটামিন ডি খাওয়াতে কিছুদিন পরপর রোদে দিন। বই হলেও ওদেরও তো জীবন আছে।

15. যদি ম্যাসিভভাবে বইয়ে পোকা আক্রমণ করে। তবে ডাইক্লোরো ডাইফিনাইল জাতীয় ক্যামিকেল ইউজ করতে পারেন। তবে অবশ্যই খুব কেয়ারফুলি করবেন। এরপর ভালোভাবে শেলফ ও হাত পরিষ্কার করে ফেলবেন। বাচ্চাদেরকে বইয়ের কাছে যেতে দিবেন না।

16. ড্যাম্প হতে পারে এমন কোনো দেয়ালে ভুলেও শেলফ তৈরি করবেন না।

17. টাকা গোনার মতো করে বইয়ের পাতা ওল্টানোর সময় কখনো আঙ্গুলে থুতু লাগাবেন না। এটা যেমন আপনার জন্য স্বাস্থ্যকর না। তেমনই বইয়ের জন্যও ভালো না।

18. উঁচু তাক থেকে বই নামানোর সময় ছুঁড়ে নিচে ফেলবেন না। এতে বই দ্রুত নষ্ট হয়ে যাবে।

19. বারান্দায় বুক শেলফ রাখলে সবসময় ট্রান্সপারেন্ট পলেথিন দিয়ে ঢেকে রাখবেন।

20. বই কেনার সময় পেপার কোয়ালিটি দেখে কিনবেন।


এই নিয়মগুলো মেনে চললে আশাকরি আপনার বই আপনার সাথে বন্ধুর মতো থাকবে সবসময়য়। নষ্ট হবে না। আপনিও কষ্ট পাবেন না।
তাই শখের বইয়ের যত্ন নিন, বই আপনার মন ভালো রাখবে।
Mohiuddin Faroqi
সংগৃহীত

চরিত্র মানবজীবনের অমূল্য সম্পদ। পরিবার ও সমাজে সুন্দর পরিবেশ গড়ে তুলতে, উত্তম চরিত্রের ভূমিকা অনন্য। একজন চরিত্রবান মুম...
10/12/2024

চরিত্র মানবজীবনের অমূল্য সম্পদ। পরিবার ও সমাজে সুন্দর পরিবেশ গড়ে তুলতে, উত্তম চরিত্রের ভূমিকা অনন্য। একজন চরিত্রবান মুমিন ব্যক্তি পারেন একটি সমাজ ও পরিবারকে বদলে দিতে। পারেন সমাজকে অন্যায়-অবিচার থেকে মুক্ত করে সত্য ও ন্যায়ের পথে ধাবিত করতে।

কবি বলেন, ‘যুগ জামানা উলটে দিতে চাই না অনেকজন, এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ।’

চারিত্রিক গুণ দিয়েই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেরেছেন একটি বর্বর জাতিকে আদর্শ জাতিতে পরিণত করতে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমানের দিক থেকে মুমিনদের মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ ওই ব্যক্তি, যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী।’ (সুনানে আবু দাউদ: ৪৬৮২)

অর্থাৎ, ইমানের পূর্ণতা চরিত্রের সৌন্দর্যের ওপর নির্ভরশীল। যে যত সুন্দর চরিত্রের অধিকারী হবে, তার ইমান তত বেশি পূর্ণাঙ্গ হবে। চরিত্রের উৎকর্ষ ছাড়া একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। জীবনের সর্বক্ষেত্রে সফল হতে হলে উত্তম চরিত্র ও আদর্শের কোনো বিকল্প নেই।

উপমহাদেশের বিখ্যাত আলিম শাইখ মনজুর নোমানী রহ. হাদিসের বিশাল ভান্ডার থেকে সর্বসাধারণের উপযোগী করে বিষয়ভিত্তিক এক হাজার হা...
07/12/2024

উপমহাদেশের বিখ্যাত আলিম শাইখ মনজুর নোমানী রহ. হাদিসের বিশাল ভান্ডার থেকে সর্বসাধারণের উপযোগী করে বিষয়ভিত্তিক এক হাজার হাদিস নির্বাচিত করেছেন খুব সুনিপুণভাবে। তারই ভাষান্তরিত রূপ হলো—‘নবিজির হাদিসের দরসে৷’ প্রায় এক হাজার পৃষ্ঠার বই দুটিতে রয়েছে মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় হাদিস।

প্রয়োজনীয়তার বিবেচনায় হাদিসগুলোকে তিনি অধ্যায়ভিত্তিক উল্লেখ করেছেন৷ ফলে প্রতিটি অধ্যায় যেন নবিজির একেকটি দরসে রূপান্তরিত হয়েছে৷ হাদিসগুলোকে সহজভাবে বুঝার জন্য প্রতিটি হাদিসে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যা। হাদিসের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ থেকে ব্যাখ্যাগুলো যুক্ত করা হয়েছে৷ নিশ্চিত থাকুন, বইটি পড়লে সুখপাঠ্য একটি বই মনে হবে ইনশা আল্লাহ।

লিংকডইন এর উপর একদম স্পেসিফিক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে লিখা, সেই সাথে প্রয়োজনীয় স্ক্রিনশট, চেকলিস্ট ও স...
07/12/2024

লিংকডইন এর উপর একদম স্পেসিফিক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে লিখা, সেই সাথে প্রয়োজনীয় স্ক্রিনশট, চেকলিস্ট ও সামারি। ডিটেইলড গাইডলাইন নিয়ে লিখা বই “লিংকড-ইনে ক্যারিয়ার”।

এই বইটা যাদের জন্য –
১/ যারা জব মার্কেট এ ঢুকবে,
✔ তারা যেনো একটা সুন্দর গাইডলাইন পায়

২/ যারা ফ্রিল্যান্সিং করে
✔ তারা যেনো এখান থেকে ক্লায়েন্ট পায়

৩/ যারা জব করতেসে
✔ তারা যেনো আরো ভালো অপরচুনিটি পায়

‘আল্লাহর আইন পরিবর্তনে পৃথিবীর কী ক্ষতি হলো’ বইটিতে লেখক ড. উমার সুলায়মান আল-আশকার ইসলামী শরী‘আহ আইন এবং জাহেলী তথা মান...
07/12/2024

‘আল্লাহর আইন পরিবর্তনে পৃথিবীর কী ক্ষতি হলো’ বইটিতে লেখক ড. উমার সুলায়মান আল-আশকার ইসলামী শরী‘আহ আইন এবং জাহেলী তথা মানবরচিত আইনের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন। শরী‘আহ আইন হলো আল্লাহ প্রদত্ত, যা মানুষের জন্য পরিপূর্ণ এবং স্বভাবসিদ্ধ। অন্যদিকে, জাহেলী আইন মানুষের তৈরি, যা অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিবেকবিরুদ্ধ।

শরী‘আহ আইন সকল মানুষের জন্য ন্যায়বিচার, সাম্য এবং মর্যাদা নিশ্চিত করে। বৈষম্য, অবিচার এবং নিপীড়ন দূর করে এবং একটি সুষ্ঠু সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করে। অন্য দিকে মানবরচিত ত্রুটিপূর্ণ আইন, যা গুটিকয়েক মানুষের স্বার্থ রক্ষা করে, ফলে সমাজ ও রাষ্ট্রে বৈষম্য এবং অবিচার সংঘটিত হয়।

সম্মানিত লেখক অতি সাবলীল ভাষায় বিষয়গুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। ইনশাআল্লাহ বইটি পাঠকদের শরী‘আহ আইনের সৌন্দর্য ও গুরুত্ব বুঝতে সাহায্য করবে।

*** ইসলাম: ভালো কিছু করি ***পকেটসাইজের ছোট্ট তুলতুলে আদুরে বইটির বৈশিষ্ট্য: # সহজ সাবলীল ভাষা। # ছোট ছোট চুমুকতুল্য লেখা...
05/12/2024

*** ইসলাম: ভালো কিছু করি ***

পকেটসাইজের ছোট্ট তুলতুলে আদুরে বইটির বৈশিষ্ট্য:

# সহজ সাবলীল ভাষা।

# ছোট ছোট চুমুকতুল্য লেখা।

# ইসলামের মৌলিক আকীদা।

#সহজ সহজ আমল।

# সুন্দর সুন্দর আখলাক।

আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলা যায়, কোনো শিশুকে বইটা ভালোভাবে একবার বুঝিয়ে দিতে পারলে, শিশুটির মধ্যে ‘ইসলাম’ সম্পর্কে কোনো অস্পষ্টতা থাকবে না ইন শা আল্লাহ।

দেশের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ কোটি। মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী সংখ্যা প্রায় ১ কোটি। সবমিলিয়ে সাড়ে ৩ কোটি শিক্ষার্থীকে সামনে রেখে রচিত হয়েছে এই বইটি। প্রতিবছর ৩ কোটি শিক্ষার্থীর হাতে বইটা তুলে দিতে চায় প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আযহার।

রাব্বুল আলামীন আমাদের তাওফিক দান করুন। আমীন।

মাকতাবাতুল আযহার শীঘ্রই কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের জন্যও ‘ইসলাম’ নামে আরেকটি বই প্রকাশ করতে যাচ্ছে। ১০০ পৃষ্ঠার বইটাতে সহজ ভাষায় ইসলামের মৌলিক বিষয়গুলো আলোচিত হবে। ইন শা আল্লাহ।

অমুসলিম ভাইদের ইসলাম সম্পর্কে জানানোর ক্ষেত্রেও বইটা সহায়ক ভূমিকা পালন করবে। ইন শা আল্লাহ।

সীরাতুর রাসূল সা. গ্রন্থটির বৈশিষ্ট্য:এক. এর ভাষা প্রাঞ্জল, ঝরঝরে, আবেদনময় ও হৃদয়স্পর্শী। কোথাও অস্পষ্টতা বা দুর্বোধ্যতা...
26/11/2024

সীরাতুর রাসূল সা. গ্রন্থটির বৈশিষ্ট্য:

এক. এর ভাষা প্রাঞ্জল, ঝরঝরে, আবেদনময় ও হৃদয়স্পর্শী। কোথাও অস্পষ্টতা বা দুর্বোধ্যতার ছাপ নজরে পড়ে না।

দুই. এর বর্ণনাধারা নদীর স্রোতধারার মতোই গতিশীল ও নির্বিঘ্ন। শিরোনামগুলির পারস্পরিক মিল অকৃত্রিম ও আকর্ষণীয়।

তিন. এই গ্রন্থে সীরাতের সহীহ বর্ণনাসমূহ গল্পের মালায় গেঁথে মনোরম ও উপাদেয় শৈলীতে উপস্থাপন করা হয়েছে। হাদীসের শব্দমালা সম্পূর্ণ অক্ষত রেখে সীরাতকে আকর্ষণীয় গল্পে উপস্থাপন করার ক্ষেত্রে বোধ হয় এই গ্রন্থই প্রথম।

চার. পাশাপাশি প্রতিটি বিষয়ে চিন্তা ও শিক্ষার দুয়ার খোলা হয়েছে। দাওয়াতি তৎপরতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্যের গূঢ় রহস্য উন্মোচনের চেষ্টা করা হয়েছে। চেষ্টা করা হয়েছে এ পথে বর্তমান দাঈদের ব্যর্থতার কারণ চিহ্নিত করার।

পাঁচ. এই গ্রন্থের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এখানে বে-সনদ কোনো বর্ণনা ঠাঁই পায়নি। এমনকি সকল দুর্বল বর্ণনা-তা যতোই জনশ্রুত হোক-সযত্নে পরিহার করা হয়েছে। সুতরাং সম্মানিত পাঠক নির্দ্বিধায় আস্থা রাখতে পারেন যে, এই গ্রন্থে বর্ণিত প্রত্যেকটি হাদীস সনদের ক্ষেত্রে বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতার মানে উত্তীর্ণ। মূল গ্রন্থের টীকায় লেখক প্রত্যেকটি হাদীসের সনদ সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করেছেন।

দুআ, মুনাজাত নিয়ে হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর মুনাজাতে মাকবুল একটি অন্যন্য কিতাব। এটি এমনভাবে সাজানো য...
25/11/2024

দুআ, মুনাজাত নিয়ে হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর মুনাজাতে মাকবুল একটি অন্যন্য কিতাব। এটি এমনভাবে সাজানো যে সাত দিনের রুটিনে সবগুলো দুআ একবার করে পড়া হয়ে যাবে।

এর সাথে দরূদ যুক্ত করেছেন মাওলানা শফিকুর রহমান জালালাবাদী হাফি. যাতে ৭ দিনের রুটিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর শতাধিক দরূদও আপনার পড়া হয়ে যাবে।

দাজ্জাল ও শেষযুগের ফিতনা সম্পর্কে বিভিন্ন ভাষায় অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে। কিন্তু মানাজির আহসান গিলানি রহ. রচিত এই গ্রন...
15/11/2024

দাজ্জাল ও শেষযুগের ফিতনা সম্পর্কে বিভিন্ন ভাষায় অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে। কিন্তু মানাজির আহসান গিলানি রহ. রচিত এই গ্রন্থটি সংশ্লিষ্ট বিষয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি রচনা।

বক্ষ্যমাণ গ্রন্থে লেখক সুরা কাহাফের বিষয়বস্তুর আলোকে দাজ্জালি ফিতনার প্রকাশিত ও প্রকাশিতব্য ধরণ-প্রকৃতিগুলো অভিনব পদ্ধতিতে বুঝিয়ে দিয়েছেন। এর সাথে দাজ্জালপ্রবণ সভ্যতা-সংস্কৃতি এবং তার ধারকবাহকদের বৈশিষ্ট্য ও পরিচিতি তুলে ধরেছেন।

সুরা কাহাফে বর্ণিত ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ মুমিনদের কর্মপন্থার আলোকে বর্তমান ও ভবিষ্যতে মুমিনদের সুরক্ষিত থাকার পদ্ধতিও বাতলে দিয়েছেন তিনি। লেখকের পাণ্ডিত্য ও ব্যতিক্রমধর্মী সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ এ গ্রন্থে ভিন্ন মাত্রা যোগ করেছে।

মাকতাবাতুল আযহার থেকে প্রকাশিত শায়খ আতীক উল্লাহর নতুন বই- দ্য গ্রেট গেইম।বিস্তারিত জানতে ও শর্ট পিডিএফ পড়ে দেখতে ক্লিক ক...
06/11/2024

মাকতাবাতুল আযহার থেকে প্রকাশিত শায়খ আতীক উল্লাহর নতুন বই- দ্য গ্রেট গেইম।

বিস্তারিত জানতে ও শর্ট পিডিএফ পড়ে দেখতে ক্লিক করুন কমেন্টে দেয়া লিংকে।

মাসিক আলকাউসার নভেম্বর ২০২৪ সংখ্যার প্রচ্ছদে চেয়ার, লাঠি, ছেঁড়া একটি পাতা দিয়ে কী বার্তা দেয়া হয়েছে?
02/11/2024

মাসিক আলকাউসার নভেম্বর ২০২৪ সংখ্যার প্রচ্ছদে চেয়ার, লাঠি, ছেঁড়া একটি পাতা দিয়ে কী বার্তা দেয়া হয়েছে?

31/10/2024

বিয়ের আগে যেসব বই পড়া জরুরি —

• বিয়ের আগে ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি
• বিয়ের এপিঠ ওপিঠ
• বিবাহ পাঠ
• কুররাতু আইয়ুন (১-২)
• আদর্শ দ্বীনি পরিবার
• আপবিথী
• অনলি ফর ম্যান
• সুখী সংসারের সাতকাহন
• মিলনতত্ত্ব
• প্রেমময় দাম্পত্য জীবন
• মুহস্বানাত
• মুহসিনীন
• পার্ফেক্ট কাপল
• লাভ এন্ড রেস্পেক্ট
• ফিমেল মাইন্ড
• অন্দরমহল
• পর্দা গাইডলাইন
• মা হওয়ার দিনগুলোতে
• সারেন্ডার্ড ওয়াইফ
• মখমলী ভালোবাসা
• আদর্শ দাম্পত্য জীবন

ফিলিস্তিনের বঞ্চিত এক জনপদ গাজা। এখানকার মানুষগুলোর অপরাধ—তারা মুসলিম এবং হামাস নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দা। ১৯৪৮ সালে ইস...
30/10/2024

ফিলিস্তিনের বঞ্চিত এক জনপদ গাজা। এখানকার মানুষগুলোর অপরাধ—তারা মুসলিম এবং হামাস নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দা। ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকেই দুর্দশার শুরু ফিলিস্তিনিদের। গাজাবাসীর দুর্দশা যেন একটু বেশিই। পান থেকে চুন খসলে তাদের ওপর নেমে আসে গুলি-বোমা-হত্যা।

এই গাজারই একজন অধিবাসী সদ্যবিবাহিতা ডা. সাবাহ কারিম। প্রতিদিন ভোরে ফজর নামায আদায় করে বেরিয়ে পড়েন পাথর সংগ্রহের কাজে। তিনি নিজেও অংশগ্রহণ করেন ‘পাথর ছোঁড়া যুদ্ধে’।

স্থানীয় এক সাংবাদিক জিজ্ঞেস করল, আপনি তো ডাক্তার। তার ওপর নববধূ। আপনি কেন ফুলের বিছানা ছেড়ে পাথরযুদ্ধে অংশগ্রহণ করছেন? জবাবে তিনি কী বলেছেন জানেন? তিনি বলেছেন-

‘আমি ইসলামের প্রথম শহিদ হযরত সুমাইয়া রা.-এর উত্তরসূরি। এই নিষ্ঠুর পৃথিবীতে ফুলের বিছানা আমার জন্য নয়। আমার ফুলের বিছানা হবে জান্নাতে’।

নিজেকে ইসলামের প্রথম শহিদ হযরত সুমাইয়া রা.-এর উত্তরসূরি মনে করেন—এমন সব বীরঙ্গনা নারীদের নিয়েই এ বই। যার পরতে পরতে জড়িয়ে আছে উৎসাহ ,আত্ম-উন্নয়ন ও ইতিহাসের কালিমা।

📕 বই : আমি শহিদ সুমাইয়ার উত্তরসূরী
📕 প্রকাশক : মাকতাবাতুস সাহাবা
✒ লেখক : জুয়াইরিয়া কাজিমা
📑 পৃষ্ঠাসংখ্যা : ২০৮
💰 মুদ্রিত মূল্য : ৩৬০৳
💰 ৫০% ছাড়ে বিক্রয়মূল্য : ১৮০৳

সংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক্সে।

অথবা কল করুন: 01977488271, 01977488272, 01977488273

অথবা ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/bookDetails/106669

মাকতাবাতুস সাহাবা কতৃক প্রকাশিত সব বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByPublication/69992

জুয়াইরিয়া কাজিমা কতৃক লিখিত বইগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByAuthor/70007

‘ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণ!’ বইটিতে যৌবন বয়সে ঘটে যাওয়া প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে...
28/10/2024

‘ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণ!’ বইটিতে যৌবন বয়সে ঘটে যাওয়া প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে।

কয়েকজন আদর্শ যুবকের কালজয়ী অবস্থান শিরোনামে অতীতের কিছু চমৎকার ঘটনা, যুবকদের অহেতুক কর্মকাণ্ড এবং এসব থেকে পরিত্রাণের উপায়, সময়ের সদ্ব্যবহার, সৎ সঙ্গের সন্ধান, প্রেম-ভালোবাসার ইতিকথা, জীবনসঙ্গিনী নির্বাচনের পদ্ধতি, জিনা ব্যভিচারের ক্ষতি, নেশা, মাদকাসক্তের ব্যাপারে হুঁশিয়ার, ঈমান-আত্মশুদ্ধি, দুনিয়াবিমুখতা, মা-বাবার প্রতি সদাচার, দৃষ্টির হিফাজত মোটকথা একজন যুবক তার যৌবনে যত রকমের পরীক্ষা, যত উত্থান পতনের মধ্য দিয়ে যায়, সব বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়েছে এই বইতে।

এগুলো প্রত্যেক যুবকের জানা প্রয়োজন। অন্ধকারে চলতে থাকা যুবকদেরকে আলোর দিশা দিয়েছেন।

📕 বই : ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণ
📕 প্রকাশক : রুহামা পাবলিকেশন
✒ লেখক : উসতাজ হাসসান শামসি পাশা
📑 পৃষ্ঠাসংখ্যা : ২৭২
💰 মুদ্রিত মূল্য : ৪১৪৳
💰 ৩০% ছাড়ে বিক্রয়মূল্য : ২৯০৳

সংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক্সে।

অথবা কল করুন: 01977488271, 01977488272, 01977488273

অথবা ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/bookDetails/75810

রুহামা পাবলিকেশন কতৃক প্রকাশিত সব বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByPublication/6423

উসতাজ হাসসান শামসি পাশা কতৃক লিখিত ও বাংলায় অনূদিত বইগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByAuthor/9695

আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা বিষয়ক বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByCategory/15459

বাতায়ন পাবলিকেশনের সদ্য প্রকাশিত তিনটি বই। রাজনীতিসচেতন সবার জন্য অবশ্যপাঠ্য।
25/10/2024

বাতায়ন পাবলিকেশনের সদ্য প্রকাশিত তিনটি বই। রাজনীতিসচেতন সবার জন্য অবশ্যপাঠ্য।

মাকতাবাতুল হাসানের নতুন বই- উসমানি সালতানাতের ইতিহাস (৪ খণ্ড)------------------------------------বাংলা ভাষায় উসমানি সালত...
25/10/2024

মাকতাবাতুল হাসানের নতুন বই- উসমানি সালতানাতের ইতিহাস (৪ খণ্ড)
------------------------------------
বাংলা ভাষায় উসমানি সালতানাতের ইতিহাসবিষয়ক বিভিন্ন গ্রন্থ পাওয়া যাবে। তবে মাকতাবাতুল হাসানের গ্রন্থটি অন্যান্য গ্রন্থের তুলনায় অনন্য ও ব্যতিক্রম। কারণ—

১. এ গ্রন্থটি প্রখ্যাত ইতিহাসগবেষক ড. রাগিব সারজানির ‘কিসসাতুদ দাউলাতিল উসমানিয়া’র অনুবাদ। ইতিহাসকে পাঠকের সহজ উপলব্ধিতে নিয়ে আসা, ইতিহাস নিংড়ে সবরকম শিক্ষা ও নির্দেশনা উপস্থাপন করা ও পাঠককে চেতনাদীপ্ত করে তোলার জন্য ড. রাগিব সারজানির কুশলতা সর্বজনবিদিত। তার বিস্তৃত গবেষণা, অনেক সূক্ষ্ম, জটিল বিষয়সমূহের অনবদ্য সাবলীল বিশ্লেষণই তাকে অনন্য করে তুলেছে।

২. ড. রাগিব সারজানি এ গ্রন্থটি রচনা করেছেন ১৭৫৫টি উৎসগ্রন্থ সামনে রেখে। এর মধ্যে ১২২৩টি ইংরেজি গ্রন্থ। ৪৪৯টি আরবি গ্রন্থ। এ ছাড়া রয়েছে প্রাচীন ও আধুনিক তুর্কি, ফরাসি, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, স্পেনীয়, আলবেনীয়, বসনীয়, রোমানীয়, সার্বীয়, ক্রোয়েশীয়, হাঙ্গেরীয়, পোলিশ ও ফারসি ভাষায় রচিত ৮৩টি গ্রন্থ।

৩. আমাদের জানামতে উসমানি সালতানাতের ইতিহাস বিষয়ে এটিই সর্ববৃহৎ, সবচেয়ে বিশ্লেষণাত্মক ও সমৃদ্ধতর গ্রন্থ।

📕 বই : উসমানি সালতানাতের ইতিহাস (৪ খণ্ড)
📕 প্রকাশক : মাকতাবাতুল হাসান
✒ লেখক : ড. রাগিব সারজানি
📑 পৃষ্ঠাসংখ্যা : ১৮৯৬
💰 মুদ্রিত মূল্য : ৩৯০০৳
💰 ৫০% ছাড়ে বিক্রয়মূল্য :১৯৫০৳

সংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক্সে।

অথবা কল করুন: 01977488271, 01977488272, 01977488273

অথবা ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/bookDetails/106336

মাকতাবাতুল হাসান কতৃক প্রকাশিত সব বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByPublication/424

ড. রাগিব সারজানি কতৃক লিখিত ও বাংলায় অনূদিত বইগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByAuthor/423

ইসলামি ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByCategory/19467

পথিক প্রকাশনের এই বই দুটি কার কার সংগ্রহে আছে?১. ভালোবাসার বসতবাড়ি২. তুমিও হবে পৃথিবীর একজন সফল পুরুষ
25/10/2024

পথিক প্রকাশনের এই বই দুটি কার কার সংগ্রহে আছে?

১. ভালোবাসার বসতবাড়ি
২. তুমিও হবে পৃথিবীর একজন সফল পুরুষ

ইত্তিহাদ পাবলিকেশনের নতুন বই- আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস------------------------------------বক্ষ্যমাণ গ্...
24/10/2024

ইত্তিহাদ পাবলিকেশনের নতুন বই- আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস
------------------------------------
বক্ষ্যমাণ গ্রন্থে সংক্ষিপ্ত অথচ সমৃদ্ধভাবে আলোচিত হয়েছে আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস। জাজিরাতুল আরবে এই দুই ধর্মের যাত্রা কীভাবে শুরু হয়, তারা কতটুকু সফল হয়, কোন গোত্রগুলো তাদের ধর্ম গ্রহণ করে, তাদের প্রধান কেন্দ্রগুলোর অবস্থান, জাহেলি যুগে আরবদের মধ্যে ইহুদি-খ্রিষ্টান ধর্মানুসারী গোত্রগুলোর প্রভাব এবং ইসলাম-পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলির আদ্যোপান্ত-এ গ্রন্থে বিবৃত হয়েছে। ইসলাম আগমনের পূর্বে ও পরে তাদের সামাজিক অবস্থান কেমন ছিল, কুরআনে তাদের সম্পর্কে কী বলা হয়েছে, সেগুলোও আলোচনায় বিধৃত হয়েছে।

যারা নবীজির সিরাত বুঝতে চান, নবীজির দাওয়াতি মিশন ও কার্যপরিধি সম্পর্কে বাস্তব ধারণা পেতে চান, তাদের জন্য গ্রন্থটি অত্যন্ত জরুরি। নবীজির সময় গোটা আরবে, বিশেষত মক্কা ও মদিনায় ইহুদি-খ্রিষ্টানদের প্রভাব কেমন ছিল, ইসলামের আগমন তাদের জন্য কতটা অস্বস্তিকর ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিজ্ঞচিত পন্থায় তাদের মাঝে দাওয়াতি কাজ করেছেন, কখনো কখনো তাদের প্রতি কেন কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন-এ গ্রন্থটি তা জানার দ্বার খুলে দেবে বলে আমরা বিশ্বাস করি।

📕 বই : আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস
📕 প্রকাশক : ইত্তিহাদ পাবলিকেশন
✒ লেখক : মাওলানা মুজিবুল্লাহ নদভি রহ
📑 পৃষ্ঠাসংখ্যা : ১০৪
💰 মুদ্রিত মূল্য : ২৪০৳
💰 ৫০% ছাড়ে বিক্রয়মূল্য : ১২০৳

সংগ্রহ করতে মেসেজ দিন আমাদের ইনবক্সে।

অথবা কল করুন: 01977488271, 01977488272, 01977488273

অথবা ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/bookDetails/106183

ইত্তিহাদ পাবলিকেশন কতৃক প্রকাশিত সব বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByPublication/4385

ইসলামি ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক বই সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://suprovathboighor.com/website/booksByCategory/19467

Address

ডাঃ সুফী স্বরণী রোড, ১০০ ফিট রোড সংলগ্ন, নতুন বাজার ভাটারা, ঢাকা, বাংলাদেশ
Shahzadpur

Alerts

Be the first to know and let us send you an email when সুপ্রভাত বইঘর - Suprovath Boighor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুপ্রভাত বইঘর - Suprovath Boighor:

Share