Moralnews24.com

Moralnews24.com Education Entertainment Inspiration
www.moral-news24.com Moral News is a leading Bangla Newspaper published from Bangladesh.

It covers news from Bangladesh, India ( Specially from Bengali speaking areas) and also from rest of the world.

17/10/2024

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নৌকা বাইচ

#শিবচর #মাদারীপুর #গ্রাম #ঐতিহ্য

11/07/2024

বিয়ের জন্য পাত্রী বিক্রি করা হয় যে বাজারে!

09/06/2024
26/04/2024

বৃষ্টি নিয়ে হযরত মুসা (আ.) এর আমলের একটি অ'লৌকিক ঘটনা
#বৃষ্টি

31/03/2024

নায়াগ্রা জলপ্রপাতটি কানাডা ও আমেরিকার সীমান্তে অবস্থিত। আমেরিকার বুক চিরে বয়ে যাওয়া নায়াগ্রা নদী পতিত হয়েছে কানাডায়। ফলে কানাডা থেকে নায়াগ্রার সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। নায়াগ্রা জলপ্রপাতের তিন ভাগের এক ভাগ আমেরিকায়। এর নাম ‘আমেরিকান ফলস’। বাকি দুই ভাগ কানাডায়। যার নাম ‘কানাডিয়ান ফলস’।

18/03/2024

মেয়েরা তার প্রিয় মানুষটার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিতে পারে। কথাটা আসলে তাদের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। কিন্তু সবচেয়ে বড় ভুলটা যেখানে করে সেটা হলো তারা মানুষ নির্বাচনে ভুল করে সবচেয়ে বেশি। ফলে নিজেকে কারো হাতে সপে দেওয়ার পরে তাদের হুশ হয়। কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে যায়। কোনো ভালো ছেলে যখন একের অধিকবার কোনো মেয়েকে নক দেয় তখন সে বিরক্ত হয়ে যায়। এমনকি অপমান করতেও দিধাবোধ করে না। একটা আদর্শ ছেলের পক্ষে সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। ফলে আত্মসম্মানের স্বার্থে সে নিজেকে সরিয়ে নেয়। কিন্তু একটা খারাপ ছেলের কাছে সেটা কোনো ব্যাপারই না। সে লেগে থাকে। তখন মেয়েটি ভাবতে শুরু করে এই হলো আসল প্রেমিক যে কিনা আমার এত অপমান সহ্য করেও সরে যায়নি। বরং অনেক কেয়ারিং। সুতরাং তার গলাতেই মালা পড়ালে জীবন সুখের হবে। মানুষ বাঁচেই বা কয়দিন। যদি একটা কেয়ারিং ছেলেই-বা জীবনে না পাওয়া যায় তাহলে জীবনের মূল্যই বা কি রইল। যখন প্রেম বা বিয়ে হয়ে যায় তখন তার আসল রূপ বের হতে থাকে। আসলে মানুষ অভিনয় বেশিদিন করতে পারে না। তখন মেয়েটির মোহভঙ্গ হয়। তাছাড়া বিশেষ করে বিয়ের ক্ষেত্রে বিষয়টা আরও জটিল হয়। কারণ বিয়ের কিছুদিন যেতেই আবেগের মৃত্যু হয়। বাস্তবতা তখন জীবন্ত হয়। তখন প্রয়োজন হয় একটা ভালো মনের মানুষের যেকিনা সবকিছু ছাপিয়ে আগলে রাখে। কিন্তু তখন আর সময় থাকে না। তখন শুধু আফসোস ছাড়া আর কিছু করার থাকে না।
-রেদোয়ান মাসুদ

23/01/2024

অপেক্ষা করো একটা সুন্দর মুহূর্তের। যে দিনটি তোমার জীবনেও আসবে। তবে ভুলে যেও না তোমার জীবনের চরম বিপর্যয়ের দিনগুলো। যখন তুমি কাউকেই পাশে পাও নি। একে একে সবার দরজায় কড়া নেড়ে যখন তুমি অবহেলা নিয়ে ফিরেছিলে। খাবার টেবিলে যখন তোমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিলো। যখন তুমি পুরো একটা রাত ঘুমাতে পারতে না সেই দিনগুলোকে মনে রেখো। প্রতিশোধ নয়, তাদেরকে ক্ষমাই করে দিও। তবুও সেই দিনগুলোকে মনে রেখো।

01/01/2024

মানুষ একটা সময় গিয়ে সঙ্গীর জন্য খুব আফসোস করে। কারণ সময়ের সাথে কাছের মানুষগুলোর সাথে যোগাযোগ কমে যায়। যেই মানুষটা গর্ব করতে বলত তার কাউকে দরকার নাই অথবা তার অনেক মানুষ আছে সেও একটা সময় এসে বড় একা হয়ে যায়। কারণ অনেক মানুষের মাঝে নিজের বলতে কেউ থাকে না। -রেদোয়ান মাসুদ
#প্রেমিকা #রেদোয়ান_মাসুদ #ভালোবাসা #সুখ #বিয়ে #প্রেম #প্রেমিক #বিবাহ

13/12/2023

বিয়ের আগে যে প্রশ্নগুলো সঙ্গীকে করবেন
মানুষ সামাজিক জীব। বিয়ের মাধ্যমেই তারা সামাজিক বন্ধনে আবদ্ধ হয়। তাই এ সম্পর্কে দুজনের মনের মিল থাকা অত্যন্ত জরুরি। তবে বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই জীবনসঙ্গীর ভাল-মন্দ সম্পর্কে জেনে নেওয়া উচিত। জেনে নিন বিয়ের পূর্বে আপনার জীবনসঙ্গীকে যে প্রশ্নগুলো অবশ্যই করবেন-
# #বিয়ে #বিবাহ #মধুচন্দ্রিমা #প্রেমিক #প্রেমিকা #ভালোবাসা #প্রেম #ডেটিং

07/12/2023

যে কারণে স্বর্ণের চেয়েও দামি হাতির দাঁত

স্বর্ণের চেয়েও হাতির দাঁতের দাম অনেক বেশি। বিষয়টা শুনে অবাক লাগলেও এটাই সত্য। ঐ যে একটা প্রবাদ আছে না ‘হাতি মরলেও একলাখ বাঁচলেও একলাখ। বিষয়টা কিছুটা সেকমই। বর্তমান সময়ে ঘর সাজাতে হাতির দাঁতের তৈরি জিনিস ব্যবহার করা হয়ে থাকে। যা দিন দিন বেড়েই চলছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাতে তৈরি এসব শোপিস সংগ্রহ করে বাসাবাড়িতে রাখেন। তবে ১৯৮৯ সাল থেকে সারাবিশ্বে হাতির দাঁত অর্থাৎ, ‘আইভরি’ বিক্রি নিষিদ্ধ। কারণ, হাতির দাঁত সংগ্রহ করতে গিয়ে হাতির বিলুপ্ত হয়ে যেতে পারে।

#হাতি #দাঁত #আইভরি #গহনা #স্বর্ণ #সোনা

04/12/2023

শীত আসলেই কেন এত বিয়ের হিড়িক পড়ে?
শীত মানেই বিয়ের আয়োজন। কথাটা উপমহাদেশে যেন নিয়ম হয়ে গেছে। কিন্তু কেন? বিয়ে তো যেকোনো সময়ই করা যায়। তাহলে এই শীতকে কেন এই অঞ্চলের মানুষেরা বিয়ের উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছে? তাছাড়া শীত এলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে ও মধুচন্দ্রিমা নিয়ে নানা হাস্যরস শুনতে পাওয়া যায়। এমনকি শীতের সময় কোলবালিশ ও লেপ কাঁথার ছবি দিয়েও তারা তাদের ওয়ালে নানা কথা লিখে থাকেন। চলুন তাহলে আজ আমরা জেনি নিই শীতকালে কেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বিয়ের হিড়িক পড়ে-
#বিয়ে #শীত #শীতের #বিবাহ #মধুচন্দ্রিমা

28/11/2023

যে দেশে শহর ছেড়ে গ্রামে যাচ্ছে মানুষ
এক সময় মানুষের গ্রাম ভালো লাগেনি বলে গড়েছিল নতুন নতুন শহর। যা এখনো অব্যাহত আছে। আর তাতে উজাড় হয়ে গেছে বনের পর বন। কিন্তু আধুনিক এই যুগে সেই স্বপ্নের শহর ছেঁড়ে চলে যাচ্ছে গ্রামে। কথাটা শুনে অবাক লাগলেও এটাই সত্য। ইউরোপসহ পৃথিবীর উন্নত অনেক দেশে শহরমুখির প্রবণতা দেখা গেলেও ঠিক উল্টো ঘটনা ঘটছে জার্মানিতে। দেশটিতে শহর ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছেন অনেকে।
#গ্রাম #শহর #জার্মান

26/11/2023

তিনবার তাজমহল বিক্রি করেছিলেন যেই প্রতারক!
তাজমহল বিশ্বের অনযতম একটি আকর্ষন। যাকে অনেকে ভালোবাসার প্রতীক হিসেবেও চেনে। অথচ সেই তাজমহলও নাকি বিক্রি হয়ে গিয়েছি। তাও আবার একবার নয়। বারে বারে তিনবার। শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই সত্য। নটবরলাল মানে এক ব্যক্তি এই ঘটনাটিই ঘটিয়েছিলেন। কে দেখতে একজন সাধারণ মানুষ মনে হলেও ভারতের ইতিহাসে তাকে সর্বকালের সেরা প্রতারক হিসেবে আখ্যায়িত করা হয়। নিজের বুদ্ধিমত্তা দিয়ে বহু লোককে ঘোল খাইয়েছে তিনি। তাইতো তাকে ঠগবাজের ওস্তাদও বলা হয়ে থাকে। তবে তার আসল নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব।
#তাজমহল #বিশ্ব #ঐতিহ্য

19/11/2023

অপু বুবলির কাহিনীর শেষ কোথায়?
বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলিকে নিয়ে থামছে না আলোচনা। দুজনের সম্পর্ক যেন দা কুমড়ার চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। মন্তব্য আর পালটা মন্তব্যে গরম করে রাখছেন সোশ্যাল মিডিয়া। তাছাড়া ডিভোর্সের কথা বললেও চিত্রনায়িক শাকিব খান সাবেক দুই স্ত্রীকেই সঙ্গ দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলে তাহলে এই দুই স্ত্রীর মুখ কেন বন্ধ করতে পারছেন না তিনি? নিত্যনতুন এই দুই তারকার দ্বন্দে বিরক্ত সিনেমা প্রেমীরা। তাদের প্রশ্ন একটাই সাকিবের সবেক দুই স্ত্রীর দ্বন্দের শেষ কোথায়? নাকি এভাবেই চলবে কাঁদা ছুড়াছুড়ি?

#শাকিব #অপু #বুবলি #ফারজানা #নায়ক #শাকিব_খান #নায়িকা #বিনোদন #ঢালিউড #সিনেমা #মুভি #মুন্নী

16/11/2023

রাস্তায় প্রেমিকার হাত ধরে হাঁটলেই শা'স্তি হয় যেই দেশে

প্রেমিকাকে নিয়ে রাস্তায় হাটলে নাকি শা'স্তি দেওয়া হয়। যদিও মনে হতে পারে এটা কোনো সিনেমার গল্প বা সিনেমায় দেখানো আইন। কিন্তু না এটাই বাস্তব। বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে এখনো এই আইন রয়েছে। সেখানে আপনি আপনার গার্ল ফ্রেন্ডের হাত ধরে হাটাচলা করতে পারবেন না। কিন্তু কে না চায় তার প্রিয়জনের হাত ধরে একটু হাটতে? দুজন একান্তে একটু সময় কাটাতে? কিন্তু ইচ্ছে করলেও সেটা করা যায় না। এই অধুনিক যেগে এসে এই ধরণের কথা বিশ্বাস করা সত্যিই অনেক কঠিন। তবে এমনই এক আজব আইন আছে এশিয়ারই একটি দেশে।

#প্রেমিক #প্রেমিকা #শাস্তি #প্রেম #আইন #ভালোবাসা #ডেটিং
#তুর্কমেনিস্তান

14/11/2023

যে খাবার খেলে ঘুমের ১২ টা বেজে যাবে
ঘুম হলো বিধাতার একটি বড় নিয়ামত তা একমাত্র সেই বুঝতে পারে যার ঘুম হয় না। তাইতো অনেকে বলে থাকেন বিছানায় মাথা দিলেই যার চোখে ঘুম চলে আসে সেই হলেন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। শুধু এখানেই শেষ নয় শারীরিক সুস্থতার জন্যও আমাদের স্বাভাবিক ঘুমের প্রয়োজন। চিকিতসা বিজ্ঞানের মতো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য প্রতিদিন কমপক্ষে ৭ ঘন্টা ঘুমের দরকার হয়। এখন প্রশ্ন হলো ঘুম তো সবাই দেয় ও দিতে চায়। উত্তর হলো অনেকেই আছেন ঘুম দিতে চান কিন্তু কম হয় না। এমনকি ঘন্টার পর ঘন্টা বিছানায় মাথা রেখেও ঘুম হয় না। তাইতো আমাদের জানা উচিত কোন ধরণের খাবার খেলে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে-

#ঘুম #নিদ্রা #স্বাস্থ #খাবার #অনিদ্রা

12/11/2023

অতিরিক্ত লবণ খেলে কি হয়?
অতিরিক্ত কোনো কিছুই ভালো না। হোক ভালোবাসা অথবা অথবা ভিন্ন কিছু। তেমনিভাবে লবন খেতে মজাদার হলেও অতিরিক্ত খাওয়া শরীরের জন্য মা’রা’ত্ম’ক ক্ষ’তিকর। খাবার যত মজা করেই রান্না হোক না কেন লবণ পরিমাণমতো না হলে সেই খাবার পানাসে কিংবা বিস্বাদ লাগে। তবে খাবারের স্বাদের পাশাপাশি আমাদের শারীরিক গঠনের জন্য পরিমিত পরিমান লবণের প্রয়োজন। কিন্তু বেশি উপকার পাওয়ার আশায় অতিরিক্ত লবণ খেলে হিতে বিপরীত হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের মতে, অতিরিক্ত লবণ খেলে হাড়, কিডনি ও হার্টের সমস্যা বাড়তে পারে। তাছাড়া কাঁচা লবন খেলে আরও মা’রাত্মক ক্ষতি হতে পারে। তাই সবারই উচিত পরিমিত পরিমান লবন খাওয়া। আসুন আজ জেনে নিই অতিরিক্ত লবন খেলে কি ধরনের ক্ষতি হতে পারে-
#লবন #উপকারিতা #স্বাস্থ

07/11/2023

শেখ সাদীর ৩০ টি উপদেশ
পারস্যের মহাকবি শেখ সাদি ছিলেন মধ্যযুগের গুরুত্বপূর্ণফার্সি কবিদের অন্যতম। তিনি ইরানের সুপ্রসিদ্ধ ‘সিরাজ’ নগরীতেজন্মগ্রহণ করেন। কৈশরের আগেই বাবা মারা যান। এ কারণে তার ছেলেবেলা কেটেছিল অনেককষ্টে। শেখ সাদি মানুব সমাজের জন্য কল্যাণমূলক ও শিক্ষনীয় অসংখ্য উপদেশ দিয়ে গেছেন।তার সেই উপদেশ আজও মানুষের মনে দাগ কেটে যায়। চলুন তাহলে আজ জেনে নিই শেখ সাদির ৩০টি উপদেশ-

#শেখসাদি #শেখ_সাদি #উক্তি #বাণী #উপদেশ

Address

16/A Shaikh Saheb Bazar Road
Shahzadpur
1211

Alerts

Be the first to know and let us send you an email when Moralnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moralnews24.com:

Videos

Share

Category

Nearby media companies