Md. Delwar Hossain - মোঃ দেলোয়ার হোসেন

  • Home
  • Md. Delwar Hossain - মোঃ দেলোয়ার হোসেন

Md. Delwar Hossain - মোঃ দেলোয়ার হোসেন A Muslim is a person who surrenders his will to Allah.

মেট্রোরেলে ব্যবহৃত ৭০-৮০ কেজি ওজনের বিয়ারিং খুলে গিয়ে, ছুটে এসে পড়ে লোকটার মাথায়। তাৎক্ষণিক স্পটেই সে মারা যায়😭😭========...
27/10/2025

মেট্রোরেলে ব্যবহৃত ৭০-৮০ কেজি ওজনের বিয়ারিং খুলে গিয়ে, ছুটে এসে পড়ে লোকটার মাথায়। তাৎক্ষণিক স্পটেই সে মারা যায়😭😭
========================================

লোকটা মেট্রোরেলের পাশের ফুটপাতে বসে চা খাচ্ছিল। কল্পনাতেও তিনি ভাবতে পারেননি যে, ওই এক কাপ চা শেষ হওয়ার আগেই, বের হয়ে যাবে তার প্রাণবায়ু।

চা তখনও শেষই হলো না। মেট্রোরেলে ব্যবহৃত বিয়ারিং প্যাড, যেগুলো কম্পন রোধ করা বা কমানোর জন্য ব্যবহার করা হয়েছে, এমন একটা বিয়ারিং প্যাড খুলে গিয়ে, ছুটে এসে পড়ে লোকটার মাথায়।

একটা বিয়ারিং প্যাডের ওজন কতো জানেন? ৭০-৮০ কেজির মতো।

হয়তো-বা ঘরে ফিরছিল বেচারা। ঘরে হয়তো অপেক্ষা করে ছিল তার মা-বা, স্ত্রী আর সন্তানেরা। তাদের এই অপেক্ষা আর কোনোদিন শেষ হবে না!

আচ্ছা, আমাকে বলতে পারেন কেউ, এই ঢাকা শহর, এবং এই দেশটা এতো অনিরাপদ কেন? মৃত্যু তো স্বাভাবিক ব্যাপারই। কিন্তু এভাবে, এই দেশে কেন ইট খুলে এসে, মেট্রোর বিয়ারিং প্যাড খুলে এসে, গার্মেন্টসে আগুন লেগে এতো হাজারে হাজারে মানুষেরা মারা যাবে?

মেট্রো পিলারে এই যে কম্পনরোধী এতো ভারি ওজনের বিয়ারিং প্যাড ব্যবহার করা হলো, মেট্রোর নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, তারা কি জানেন না—এই প্যাডগুলো খুলে পড়ার একটা ঝুঁকি থেকেই যায়? নিশ্চয় জানেন। এটা তো রকেট সায়েন্স না। জানার পরেও, কেন তারা রেগুলার বেইসিসে, প্রত্যেকদিন মেট্রো চালু হওয়ার আগে এইসব জিনিস চেক, ক্রসচেক করে সেইফটি এনশিউর করে মেট্রো চালু করেন না, যেভাবে একটা বিমানের ১০০ ভাগ সেইফটি মেজারমেন্ট এনশিউর করে বিমান উড্ডয়ন করে? কেন প্রত্যেকটা বিয়ারিং প্যাডকে ক্লোজ সিসিটিভি পর্যবেক্ষণের আওতায় রাখা হয়নি?

কোনদিন, ঠিক কোনদিন এই দেশে আমরা একটু নিরাপদে হাঁটতে পারব? কোনদিন আমরা নিশ্চিত হতে পারব যে—বাইরে বেরুলে একটা গাড়ি এসে আমাকে পিষে দিয়ে যাবে না, মাথায় একটা ইট এসে পড়বে না, মেট্রোর বিয়ারিং প্যাড এসে থেঁতলে দিয়ে যাবে না?

ঢাকা শহরটা বড্ড অবিশ্বাসের শহর হয়ে পড়েছে। - লেখা আরিফ আজাদ।

দাঁড়িপাল্লার নির্বাচনী গান। গানটি শুনুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন👇
23/10/2025

দাঁড়িপাল্লার নির্বাচনী গান। গানটি শুনুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন👇

: DARIPALLAR NIRBACHONI GAANSINGER: MD. DELWAR HOSSAINLYRIC & TUNE: ABDULLAH AL MAMUNVIDEO & EDIT...

17/10/2025

অল্প কথায় অনেক শিক্ষা 👇

14/10/2025

বন্দিদশায় থাকাকালে ইজরাইলিরা মানসিকভাবে ভেঙে দেওয়ার এক নিষ্ঠুর মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে— বারবার তাকে বলেছিল যে, তার পুরো পরিবার নিহত হয়েছে কিন্তু আজ, যখন সে গাজায় নিজের ঘরে ফিরে সিঁড়ি বেয়ে উপরে উঠল, তার স্ত্রী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল, আর তার সন্তানরা ও বাবা-মা—সবাই জীবিত—অবাক, স্বস্তি ও আনন্দে সে দাঁড়িয়ে রইল।

---

মাঝে মাঝে মানুষের অন্তর পরিষ্কারের জন্য কান্নার প্রয়োজন, এইজন্য এই ভিডিওটা দেখেন আর কান্না করেন। তাদের জন্য দোয়া করেন, শুকরিয়া আদায় করেন আর জিকির করেন।

09/10/2025

লিরিকস👇

ও...ও..ও... আ...আ...আ...।।
এই দেশ আমার বাংলাদেশ,
আমার ভালোবাসা,
খুনের দামে পেলাম এ দেশ,
লাখো শহীদের স্বপ্ন আশা।

শত সম্ভাবনা এ দেশের বুকে,
সন্ত্রাস দূর্নীতি যদি দেই রুখে।।
দেশ প্রেম সততায় ভালোবাসা মমতায়।।
মিলনের সুর হোক প্রাণের ভাষা। ঐ
এই দেশ আমার বাংলাদেশ,
ও...ও..ও... আ...আ...আ...।।

শাহজালাল আর খানজাহানের দেশ,
তিতুমীর শরীয়তুল্লাহর দেশ,
শাহমাখদুম শাহপরাণের দেশ,
কত বিপ্লবী কত সাধকের দেশ।।
স্বাধীনতার এই সূবর্ণ ক্ষণে,
সম্প্রীতি বন্ধন আনো প্রাণে প্রাণে।।
হানাহানি ভুলবো সম্মুখে চলবো।।
আল্লাহতে রাখিবো শেষ ভরসা।

এই দেশ আমার বাংলাদেশ,
আমার ভালোবাসা,
খুনের দামে পেলাম এ দেশ,
লাখো শহীদের স্বপ্ন আশা।
ও...ও..ও... আ...আ...আ...।।

গানঃ এই দেশ আমার বাংলাদেশ,
কথা ও সুরঃ তাফাজ্জল হোসাইন খাঁন।
গানের সত্বাধিকারঃ বাংলাদেশ সংগীত কেন্দ্র
কন্ঠেঃ খোকসা সাংস্কৃতিক সংসদ - খোসাস এর
শিল্পীঃ মোঃহাফিজুর রহমান পিয়াস
সম্পাদনায়ঃ Md. Delwar Hossain

09/10/2025

এই আচরণ অগ্রহণযোগ্য এবং ইমামের সাথে আক্রমণাত্মকভাবে কথা বলা সম্পূর্ণ ভুল। এই আচরণ অগ্রহণযোগ্য, এবং ইমামের সাথে আক্রমণাত্মকভাবে যোগাযোগ করা সম্পূর্ণ ভুল। শেখ ওয়ালিদ আল শামসান ব্যাকআপ ইমাম হিসেবে দেরিতে ছিলেন এবং সালাহ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তাই পুলিশের সেই এনকাউন্টারে হস্তক্ষেপ করার পূর্ণ অধিকার ছিল।
সারা বিশ্ব থেকে যে সমস্ত মুসলিমরা হজ্জের উদ্দেশ্যে মক্কা-মদিনায় গমন করেন অনেকেই কৌতূহল বশত ইমামের কাছাকাছি যেয়ে সীমারেখার বাইরে গিয়ে দুঃখজনক আচরণ করেন, সেখানকার নিরাপত্তা বাহিনী যথেষ্ট ধর্য্যের সাথে সেইগুলি নিয়ন্ত্রণ করেন। কিন্তু তারাওতো মানুষ তাই ধৈর্য্যচ্যূতি ঘটার আগেই নিজেকে সংযত করুন।

This behaviour is unacceptable and is totally wrong to approach the imam aggressively. This behavior is unacceptable, and it is completely wrong to approach the imam aggressively. Sheikh Waleed Al Shamsan was late as a backup imam and Salah has already begun, so the police had every right to intervene in that encounter. Many Muslims from all over the world who travel to Mecca and Medina for Hajj, out of curiosity, go near the Imam and behave sadly beyond the limits, the security forces there control them with enough patience. But they are also human beings, so control yourself before you lose your patience.

08/10/2025

বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত: ভিডিও বার্তায় জানালেন শহিদুল আলম || ৮ অক্টোবর ২০২৫
========================================

দেশের বিশিষ্ট আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম জানিয়েছেন, তিনি বর্তমানে গাজামুখী একটি মানবিক সাহায্যবাহী ফ্লোটিলার অংশ হিসেবে ভূমধ্যসাগরে অবস্থান করছিলেন, যেখান থেকে ইসরাইলি দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। আজ (বুধবার, ৮ অক্টোবর ২০২৫) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও বার্তায় খোদ এ তথ্য নিশ্চিত করেন তিনি।

ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে ধরে নিতে হবে আমরা সাগরে বাধাগ্রস্ত হয়েছি এবং আমি ইসরাইলি দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইলি, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি সক্রিয়ভাবে সহযোগিতা করছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাই, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।’

এর আগে, ৫ অক্টোবর রাতে শহিদুলের ফেসবুকে হুবহু একই বক্তব্যসহ একটি বার্তা পোস্ট হয়েছিল। তবে পরদিন তিনি নিজেই জানান, ‘ভয়ের জন্য দুঃখিত। এটি একটি প্রস্তুত স্ক্রিপ্ট ছিল; যদি আমরা ইসরাইলি বাহিনীর দ্বারা আটক হই, তখন প্রচার করার জন্য তৈরি করা হয়েছিল। ভুলবশত সেটি আগেই আপলোড হয়ে গিয়েছিল।’

সে সময় বিষয়টি ‘ভুল বোঝাবুঝি ও আগেভাগে স্ক্রিপ্ট প্রকাশ’ বলে ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি কমান তিনি। তবে আজকের ভিডিও বার্তাটি ইঙ্গিত করে, এবার আর কোনো স্ক্রিপ্ট নয়; আসলেই তাকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

শহিদুল আলম গাজাগামী ফ্লোটিলা অভিযানের অংশ নেন, যেটি ইসরাইলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। এ মিশনের অংশ হিসেবে তিনি বিশ্ব গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকার ও বার্তা দিয়েছেন, যেখানে তিনি ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন।

28/09/2025

শিক্ষকরা সচেতন না হলে আমাদের বাচ্চাদের শিক্ষা সফরে নেন কেন? বিদেশ বিভূঁইয়ে আমাদের বাচ্চারা হারিয়ে গেলে কোথায় যাবে? যদি এই সমস্ত বাচ্চারা কোনো দালালের খপ্পরে পড়ে! BAF SHAHEEN স্কুলের এই বোনটি বেইজিং এ হারিয়ে যায়। তারা ১৭ জন শিক্ষার্থী নিয়ে ৩ দিনের কোনও একটা প্রগ্রামে বেইজিং এ গিয়েছিল। সে কিছু কিনতে গেলে বাকিদের থেকে হারিয়ে যায়। আন্তর্জাতিক কোনও প্রোগ্রামে আসলে শিক্ষকদের আরও যত্নবান হওয়া উচিৎ।

©️ ভিডিওটি চীনে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করা এক ফেসবুক হোল্ডারের কাছ থেকে নেওয়া। ভিডিওটি এক চাইনিজের ধারণ করা।

28/09/2025

"সত্যিকারের সৌন্দর্য মুখে নয়,
পোশাকে নয়,
বরং অন্তরের তাকওয়ায়,
যার অন্তর আল্লাহর ভয়ে কাঁপে, সেই মানুষই সবচেয়ে বেশি সুন্দর।"

25/09/2025

এটি আসলে কোথাকার ভিডিও বোঝা যাচ্ছে না। আবার সত্য কতটুকু সেটিও বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে কবর দেওয়ার পরে যখন সবাই বুঝতে পারলো বেঁচে আছে, তখন কবর খুঁড়ে আবার জীবিত বের করলো। তবে প্রশ্ন রয়েছে অনেক।

Address


Telephone

+8801716002896

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Delwar Hossain - মোঃ দেলোয়ার হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Delwar Hossain - মোঃ দেলোয়ার হোসেন:

  • Want your business to be the top-listed Media Company?

Share