👉👉 মসজিদুল আকসা মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দনের নাম। মক্কা-মদীনার পরে এই মসজিদের নাম শুনলে আমরা যতটা আপ্লুত হই, অন্য কোনো মসজিদের নাম শুনলে ততটা হই না। এটা আমাদের প্রথম কিবলা।
ইসলামের ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে এই মসজিদকে ঘিরে। শুধু তাই নয়, কেয়ামতের আগে অসংখ্য বিস্ময়কর ঘটনা সংঘটিত হবে এই মসজিদ ও তার আশপাশের অঞ্চলে।
মসজিদুল আকসা আমাদের অনুপ্রেরণার নাম। মসজিদুল আকসার কথা ভাবলেই আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে খলিফা ওমর (রা.) ও সালাহুদ্দীন আইয়ুবীর গৌরবোজ্জ্বল বিজয়ের ইতিহাস।
মসজিদুল আকসার সঙ্গে জড়িয়ে আছে রাসুলের (সা.) মেরাজের স্মৃতি। নানা কারণেই মসজিদুল আকসার প্রসঙ্গ এলে আমরা আবেগতাড়িত হই, আমাদের চোখ সজল হয়ে ওঠে।
কুরআন-সুন্নাহর দলিলের আলোকে মসজিদুল আকসার ১১টি অনন্য তাৎপর্য ও বৈশিষ্ট্য রয়েছে, যা একদিকে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে, পাশ
🕋 "নিশ্চয় আমি তা নাজিল করেছি কদরের রাতে। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতে ফেরেশতাগণ ও রূহসমূহ নাজিল হয় তাদের রবের অনুমতিক্রমের প্রত্যেক দিক থেকে। সেখানে সূর্যোদয় পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে।"
📖 (সুরা কদর : ১-৫)।
🕋 হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সো:) ইরশাদ করেন, তোমাদের নিকট রমজান মাস উপস্থিত। এটা এক অত্যন্ত বরকতময় মাস। আল্লাহ তা’য়ালা এ মাসে তোমাদের প্রতি সাওম ফরজ করেছেন। এ মাসে আকাশের দরজাসমূহ উন্মুক্ত হয়ে যায়, এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এ মাসে বড় বড় শয়তানগুলোকে আটক রাখা হয়। আল্লাহর জন্যে এ মাসে একটি রাত আছে, যা হাজার মাসের চেয়েও অনেক উত্তম। যে লোক এ রাত্রির মহা কল্যাণলাভ হতে বঞ্চিত থাকল, সে সত্যিই বঞ্চিত ব্যক্তি। 📖 (সুনানুন নাসায়ী:২১০৬)
মাওলানা লুৎফর রহমান আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
🤲 হে আল্লাহ্, তাকে ক্ষমা করুন এবং তাকে দয়া করুন। শান্তিতে রাখুন এবং তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুন। তার কবর প্রশস্থ করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে, তাকে গুনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করে দিন— যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয়। তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান, পরিবার ও সঙ্গী দান করুন, হে মাবুদ, তাকে জান্নাতে দাখিল করুন, তাকে কবর আর দোজখের আজাব থেকে রক্ষা করুণ।🤲
📖 (মুসলিম, হাদিস: ২/৬৩৪)
🤲🤲 মাওলানা লুৎফর রহমান আল্লাহর জিম্মায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
পৃথিবীতে কেউ স্থায়ী নয়। আমাদের প্রত্যেককে নির্ধারিত সময়ে স্বল্পক্ষণের দুনিয়াকে বিদায় জানাতে হবে। মৃত্যু হচ্ছে একটা শ্বাশত ব্যাপার। একে অস্বীকার করার কোন উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার রাহমাত বর্ষিত হোক সেই মানুষের উপরে যার মৃত্যু হাজির হয়ে তাকে চমকে দেয়ার আগে থেকেই তিনি কথা কম বলেন, কুরআন অধ্যয়ন করেন , অতীতের সময়ের কথা ভেবে কান্নাকাটি করেন, অবিরত চোখ বুলাতে থাকেন কুরআন ও হাদিসে এবং আল্লাহর ইবাদাত করে। "প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি। আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে"। 📖 (সূরা আম্বিয়া, আয়াতঃ ৩৫)।
🤲🤲 হে আল্লাহ্! তাকে ক্ষমা করুন এবং তাকে দয়া করুন। শান্তিতে রাখুন এবং তার থাকার স্থানটিকে মর্যাদাশীল
#গল্পঃ আমার একটা নেশা জাতীয় অভ্যাস আছে, সেটি হচ্ছে পাখি পালন। আমার ঘরে কিছু কোকাটেল, ও বাজরিগর জাতীয় পাখি রয়েছে। আমি খুব পরম স্নেহে ওদেরকে লালন-পালন করি। প্রত্যেকদিন সকালে অফিসের উদ্দেশ্যে যখন যাত্রা করি ওরা বুঝতে পারে সারাদিন থাকবো না, তাই কিচিরমিচির ডেকে পায়চারী করে আর কিছু একটা বলে! যখন অফিস থেকে ঘরে ফিরি, তখন ওরা বোঝে এখন ঘরে ফিরেছে, ওরা কি যে আনন্দ করে বোঝাতে পারবো না! ওদের আনন্দ দেখে আমি কিভাবে ওদের উত্তর দিব খেয় হারিয়ে ফেলি! আজ হঠাৎ মনে হলো, আজ ওদের আল্লাহর প্রশংসা শোনাবো। যখনই গাইতে শুরু করেছি ওরা ঠিকই বসে থাকে নাই, বরং আমার কন্ঠে আল্লাহর প্রশংসা শুনে জবাব দিয়েছে। একটু খেয়াল করে শুনুন বুঝতে পারবেন। পাখিগুলি অন্যদিন দেখাবো। গল্পটি এখানেই শেষ হলো।
গানঃ সাগর নদী আর পাহাড় বনে,
কথা ও সুর: ফারুক আল মামুন
সাগর নদী আর পাহাড় বনে
পাখিদের গুনগুন গুঞ্জরণে
ভেসে আ
👉👉 ভিডিওটিতে শিক্ষণীয় বিষয় হচ্ছে, "প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ডানে-বামে খরচ হবে ঠিকই কিন্তু আপনার নিজের কোনও কাজে আসবেনা।" 👇👇
📖📖 ইসলামে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দিয়ে মানবসেবার তাগিদ দেওয়া হয়েছে। মনে রাখবেন, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ বাহ্যিক দৃষ্টিতে নিজের হলেও, সেটা আসলে আপনার নিজের নয়। কারণ আল্লাহতালা বলেছেন, ‘আর তাদের ধন-সম্পদে আছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার। (সুরা: জারিয়াত, আয়াত: ১৯)।
📖📖 পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, ‘লোকেরা তোমাকে জিজ্ঞেস করে, আমরা আল্লাহর পথে কী ব্যয় করব? বলে দাও, যা কিছু তোমাদের প্রয়োজনের অতিরিক্ত হয়।’ (সুরা : বাকারা, আয়াত : ২২০)।
📖📖 আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, একবার আমরা রাসুল (সা.)-এর সঙ্গে এক সফরে ছিলাম। এ সময় এক ব্যক্তি সওয়ারিতে আরোহণ করে তাঁর কাছে এলো এবং ডানদিকে ও বামদিকে তাকাতে লাগল। তখন রাসুল (সা.) বলেন, যার কাছে আরোহণের ক
📖📖 অসাধারণ তেলাওয়াতঃ- আল আহযাব, ৩৫।
اِنَّ الۡمُسۡلِمِیۡنَ وَ الۡمُسۡلِمٰتِ وَ الۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡقٰنِتِیۡنَ وَ الۡقٰنِتٰتِ وَ الصّٰدِقِیۡنَ وَ الصّٰدِقٰتِ وَ الصّٰبِرِیۡنَ وَ الصّٰبِرٰتِ وَ الۡخٰشِعِیۡنَ وَ الۡخٰشِعٰتِ وَ الۡمُتَصَدِّقِیۡنَ وَ الۡمُتَصَدِّقٰتِ وَ الصَّآئِمِیۡنَ وَ الصّٰٓئِمٰتِ وَ الۡحٰفِظِیۡنَ فُرُوۡجَہُمۡ وَ الۡحٰفِظٰتِ وَ الذّٰکِرِیۡنَ اللّٰہَ کَثِیۡرًا وَّ الذّٰکِرٰتِ ۙ اَعَدَّ اللّٰہُ لَہُمۡ مَّغۡفِرَۃً وَّ اَجۡرًا عَظِیۡمًا ﴿۳۵﴾
নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সওম পালনকারী পুরুষ ও সওম পালনকারী নারী, যৌনাঙ্গ হিফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হিফাজতকারী নারী, আল্লাহ্কে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী ------ তাদের জন্য আল্লাহ্ রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান।
🇵🇸🇵🇸 ভাবছেন সন্তানকে আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছে অথবা সান্তনা দিচ্ছে! না, সে তাঁকে সান্তনা দিচ্ছেনা। ইসরায়েলের গোলার আঘাতে শিশু সন্তানটি আগেই চিরতরে ঘুমিয়ে গেছে। গাজা স্ট্রিপে ফিলিস্তিনের এক অসহায় বাবা তার শহীদ শিশু সন্তানকে বাহুতে আগলে রেখে শেষ আলিঙ্গণ করছে।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মৃত্যুঃ ১৪ই আগষ্ট ২০২৩।
🧭 "বিদায় হে প্রিয় রাহবার"
📖 সোনার পাখিরা, একে একে উড়ে যায়
ভেঙ্গে ভেঙ্গে হৃদয়ের, সকল বাঁধন
👉👉 আল্লাহ পাককে নিয়ে আমার দেখা সবচেয়ে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য কসম ছিলো এটা -
🤲🤲 'আল্লাহ তোমার ইজ্জতের কসম! তোমার সম্মানের কসম! ১৯৭১ সনের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই....""
—আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। তার এমন শপথবাক্য সন্দেহাতীতভাবে বিশ্বাস করি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন
👉👉 আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব আজ সোমবার (১৪/০৮/২০২৩ ইং) রাত ৮:৪০ মিনিটে মারা গেছেন।