12/12/2024
গত ৮ নভেম্বর নোয়াখালী টিভি থেকে ‘মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআন ‘সিনা‘য় ধারন করলেন সাত বছরের বিস্ময় বালক হাবিব’ প্রতিবেদনটি প্রচারের পর দেশব্যাপী অলোড়ন সৃষ্টি হয় এবং প্রশংসিত হয় প্রতিবেদনটি ও নোয়াখালী টিভি। এ অসামান্য কৃতিত্ব স্বরুপ বেগমগঞ্জের সুরেরগোপুলের বাইতুল কুরআন ইন্টা.হিফজ মাদরাসা কর্তৃপক্ষ আজ নোয়াখালী টিভির সেনবাগ দক্ষিন প্রতিনিধি শাহারিয়ার অরুপ কে সম্মানিত করেছেন্ এবং দিয়েছেন একটি মুল্যবান সম্মাননা ক্রেস্ট।