To presenting the hindu culture, spiritual knowledge and mythological stories activities in online platform. সনাতন ধর্মের শাস্ত্রীয় তত্ত্ব ও পৌরানিক কাহিনী এবং হিন্দু সংস্কৃতিকে সনাতন ধর্মাবলম্বী সবার সামনে সঠিকভাবে তুলে ধরার জন্য এই ফেসবুক পেজের মূল উদ্দেশ্য।
Objectives of this Page.
1. To speed up the hindu culture, spiritual knowledge and mythological stories Activities Hindu Preaching in onl
ine platform.
2. to educate the audience more about the balanced approach of hindu religion.
3. To raise mass awareness about the beauty of hindu religion teachings.
তাই অন্তিমে ও বলি আমি আমার ধর্মের জন্য গর্বিত। আমাদের সনাতন ধর্ম - আমাদের গর্ব। সনাতন ধর্ম একমাত্র সত্য ধর্ম । আমরা সনাতন। আমরা গর্বিত। ঈশ্বরকে ধন্যবাদ তিনি আমাদের সনাতন কূলে জন্ম দিয়েছেন। আমাদের ধর্মেই সব আছে , নীতি শিক্ষা বা সদাচার শিক্ষার জন্য অন্য ধর্মের অনুকরণ বা আদর্শ গ্রহণ না করলেও চলবে। আমরা সেই ভৃগু, শুক্র, বিশ্বামিত্র, বশিষ্ঠ, পুলস্ত, কশ্যপ আদি মহান ঋষি মুনিদের বংশধর। ঋষি রক্ত আমাদের শিরায় শিরায় বইছে। সেই মহান আচার্য গণ আমাদের জন্য বিবিধ জ্ঞান ভাণ্ডার রেখে গেছেন। আমরা সেই জ্ঞানকে গ্রহন করবো।
কি নেই আমাদের ধর্মে ? বেদান্ত জ্ঞান , রামায়ন ও মহাভারত এর সদাচার শিক্ষা , পুরান এর মানবিক শিক্ষা , গীতার জীবন দর্শন , চন্ডীর শক্তি তত্ত্ব ।
তার সাথে আছে ভারতীয় দর্শন এমনকি চার্বাক নামক নাস্তিক দর্শন কেও আমরা আমাদের সংস্কৃতি তে স্থান দিয়েছি। আয়ুর্বেদ দিয়েছে চিকিৎসা বিজ্ঞান । গাছ গাছড়ার থেকে ঔষধ । যোগা দিয়েছে যোগাসন , প্রানায়াম- শরীর সুস্থ রাখার এক পদ্ধতি। এই ধর্ম এত বিশাল ও ব্যপক সব কিছুই আছে । এমনকি রতি শাস্ত্রের ওপর ঋষি বাৎস্যায়ন, বাভ্র রচনা করেছেন গ্রন্থ। যেহেতু ‘ধর্ম , অর্থ , কাম , মোক্ষ’ কে চতুর্বিধ ফল বলা হয়। সব এখানেই পাওয়া যাবে। তাই যে সব হিন্দু গণ অন্য ধর্মের মতামত নিয়ে সদাচার শিখতে যান – তারা গঙ্গার জল ফেলে দূরে ডোবার জল আনতে যান। পতিত পাবনী গঙ্গা থাকতে কেন আমরা সাধারন জল দিয়ে কলসি ভরবো?
এই ধর্ম সব সদাচারের স্রষ্টা। আচার্য শঙ্কর বেদান্ত জ্ঞান দিয়েছেন । মহাপ্রভু দিয়েছেন ভক্তি, ক্ষমা, ভালোবাসার আদর্শ। ক্ষমা শীলতা শিখতে হলে এখানেই শেখা যাবে । অন্য মত নিতে হবে না। ঠাকুর রামকৃষ্ণ দেব এসেছেন। তিনি বেদান্ত, বৈষ্ণব , তন্ত্র কে এক সুতোয় গেঁথে দেখিয়েছেন- সব সনাতন পথ সত্য। তাঁর শিষ্য স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন ‘নিজের অন্তরের সুপ্ত শক্তিকে জাগরণের তত্ত্ব’। আমি হিন্দু । আমি গর্বিত। গর্ব করে বল আমি হিন্দু। ভারতের দেব দেবী সত্য। তেঁনারা আমার পূজ্য। সেবা , ত্যাগ , ব্রহ্মচর্যের , হিন্দুত্বের কথা এই সন্ন্যাসী গোটা বিশ্ব মাঝে প্রচার করেছিলেন । স্বামী প্রনবানন্দ মহারাজ আশ্রম স্থাপন পূর্বক হিন্দু ধর্মের বিরাট দর্শন , ত্যাগের ভাবনা , দেশ ও ধর্মের প্রতি কর্তব্য , নিষ্ঠা , সদাচার শেখালেন। স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ এলেন। তিনি ভক্তি , তন্ত্র , জ্ঞান সাধনা করে সমস্ত ব্রহ্মজ্ঞান আমাদের জন্যই রেখে গেলেন। এসেছেন লোকনাথ বাবা। এসেছেন ঠাকুর সীতারাম ওমকার নাথ , এসেছেন তারাপীঠ ভৈরব বামাদেব , এসেছেন রাম ঠাকুর। এমন অনেক মহা মানব, মনিষী বৃন্দ এসে আমাদের ধর্মের মাধ্যমে আমাদের সদাচার শেখালেন । ভিন্ন মত নিয়ে নয়। গুরুদেব সুধীন কুমার মিত্র শাক্ত সাধনা করেছেন। তিনি দেখালেন এই সনাতন ধর্মের সাথে মানব ধর্মের কোন ভেদ নেই । কারন আমাদের সনাতন ধর্ম মানবিক মূল্যবোধ শেখায় , অপরকে এমনকি ভিন্ন ধর্মী কেও কাছে এনে ভালোবাসার শিক্ষা দেয়। এর দাম হিন্দু দের যদিও অনেক ক্ষতি পূরণ দিয়ে দিতে হয় বারংবার।
তাই অন্তিমে বলি আমি আমার ধর্মের জন্য গর্বিত। আপনারা যারা নিষ্ঠাবান হিন্দু আছেন- তাঁরাও গর্ব করেন । আমরা ভিন্ন ধর্মী দের উপাসনা লয় ভাঙ্গি না। আমরা কারোর পেছনে লাগি না। আমরা বিশ্বাস করি নিজেও ভালো থাকি , অপর কেউ ভালো রাখি। কেউ পর নয় , তাই বারংবার আঘাত খেয়েও আমরা ফুল, মিষ্টি দেই। এখানেই আমাদের জয়। সব শিক্ষা আমাদের ধর্মেই আছে। তাই আসুন জেনে নিই নিজ ধর্ম সম্বন্ধে। তাই সেই সনাতন ধর্মের জ্ঞান ও সনাতন সংস্কৃতিকে সনাতন ধর্মাবলম্বী সবার সামনে সঠিকভাবে তুলে ধরার জন্য এই ফেইজবুক পেইজের মূল উদ্দেশ্য।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে সন্তান ধর্মীয় শিক্ষায় পারদর্শী হয় সেই সন্তানটি তার পিতামাতা এবং সমাজ সবার জন্যই মঙ্গলকর হয়ে উঠে। সুতারাং, পরিশেষে বলব আপনি আপনার নিজ নিজ সন্তানকে ছোট থেকে সনাতন ধর্মীয় শিক্ষা প্রদান করুন।
"হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্।
কলৌ নাস্ত্যৈব নাস্ত্যৈব নাস্ত্যৈব গতিরন্যথা।। ॥
অর্থাৎ - এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই।