DM Hira Moni

DM Hira Moni Assalamu Alaikum, I'm student. I'm learning freelance for develope my cereer.

শীতকাল একটি পর্দাশীল ঋতু.....আলহামদুলিল্লাহ.....🖤🌺
09/12/2023

শীতকাল একটি পর্দাশীল ঋতু.....
আলহামদুলিল্লাহ.....🖤🌺

09/12/2023

তোমাদের কেউ যদি জানত যে, "জাযাকাল্লাহু খাইরান" বলার ভেতর কী প্রাপ্তি রয়েছে, তাহলে একজন আরেকজনের চেয়ে সেটা বেশি বলত।

উমর ইবনুল খাত্তাব (রা.)

ইবনু আবি শায়বাহ : ০১/৪৩৬

08/12/2023

জুম'আর দিন অধিক বারাকাহময়।
সর্বোচ্চ দরূদ পাঠ হোক

#সল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লাম🖤🌺

02/12/2023

চালাক বা বুদ্ধিমান মানুষ কখনই নিজেকে বুদ্ধিমান বলে বেড়ায় না...!!
বরং, তারা কাজের মাধ্যমে বুঝিয়ে দেয় যে তাদের মধ্যে বুদ্ধি আছে...!!

অন্যদিকে, বোকারা মনে করে তারা বুদ্ধিমান..!!
আর, সেটা প্রমাণ করার জন্য কত কিছুই বলে...!
কিন্তু, প্রকৃত পক্ষে যার যত বেশী বুদ্ধি সে তত বেশীই নিরব...!!
🖤🌺

আজ সকালেই ভূমিকম্প হলো..!ভাবছিলাম, গুনাহ বেড়ে গেছে, তাই বুঝি এমন হচ্ছে..?অথচ, এই কথাটাই আজ থেকে শত বছর আগে ইমাম ইবনুল কা...
02/12/2023

আজ সকালেই ভূমিকম্প হলো..!
ভাবছিলাম, গুনাহ বেড়ে গেছে, তাই বুঝি এমন হচ্ছে..?
অথচ, এই কথাটাই আজ থেকে শত বছর আগে ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) লিখে গেছেন।
তিনি আরও বিস্তারিত বলেছেন..............

#ভূমিকম্প

01/12/2023

জীবনকে উপভোগ করার ১২টি উপায়-

১. নিজের সিদ্ধান্ত নিজেই নিন।
২. নিজের ব্যক্তিস্বাধীনতার সাথে কখনো আপস করবেন না।
৩. নিজের মতামত ও ইছাকে প্রাধান্য দিন।
৪. আবেগের ঊর্ধ্বে উঠুন।
৫. ভুল মানুষের সাথে জীবন অতিক্রান্ত না করে সঠিক বন্ধু নির্বাচন করুন।
৬. নিজের জন্য বিনোদনের যথেষ্ট সময় রাখুন।
৭. জীবনে ভুল বলে কিছু নেই; তবে যাহাই ঘটুক না কেন, ঘুরে দাঁড়াতে হবে।
৮. একলা পথচলা শিখুন।
৯. কারো প্রতি নির্ভরশীলতা পরিহার করুন।
১০. নিজের চলার পথ নিজেই তৈরি করুন।
১১. নিজেকে অন্যের ব্যবহৃত জিনিস বানাবেন না।
১২. নিজের লক্ষ্যে সর্বদা অটুট রাখা।

আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম-শাইখ! আমি বই পড়ি। কিন্তু শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।শাইখ আমার দিকে একটি খেজুর...
30/11/2023

আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম-
শাইখ!
আমি বই পড়ি।
কিন্তু শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।

শাইখ আমার দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন-
এটা চিবিয়ে খাও। আমি তাই করলাম।

শাইখ: এখন শারিরীক কোন বৃদ্ধি টের পাচ্ছো?
আমি: না তো!

শাইখ: তুমি অনুভব না করলেও খেজুরটি
(এর সারাংশটুকু)
কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত, মাংস, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হয়েছে।
ঠিক এমনিভাবে আমরা যখন কোন বই পড়ি তখন তা আমাদের অগোচরেই আমাদের ভাষাকে শক্তিশালী করে,
জ্ঞানকে সমৃদ্ধ করে,
চরিত্রকে শুদ্ধ করে,লেখনী ও বাচনভঙ্গি উন্নত করে।

-শাইখ সালমান আল আওদাহ (হাফি.)

29/11/2023

আজকের খবরের কাগজ আগামী কালকের টয়লেট পেপার।🤗🧐

তাই বলছি খারাপ সমালোচনার দিকে মন না দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। কারন সমালোচনা করাই হয় আপনাকে সফলতা রাস্তা বের করার জন্য..... 😊🫵




27/11/2023

7 Steps to Happiness...


゚viral

এক লোক আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরতে না ধর...
26/11/2023

এক লোক আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায় ৷

এবং এটি লোকটির যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হয়। লোকটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবার জ্বলন্ত শিখায় পড়ে যায়।

এই মুহুর্তে লোকটি চারদিকে তাকাতে গিয়ে একটি ধাতব লাঠি খুঁজে পায় ৷ আগুনের শিখা থেকে সাপটিকে বাঁচাতে তিনি লাঠিটি ব্যবহার করেন ৷

আরেকজন ব্যক্তি, যিনি ঘটনাটি দেখছিলেন তিনি লোকটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন: "এই সাপটি আপনাকে কামড়ালো! আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন?"

লোকটি জবাব দেয়: "সাপের স্বভাব কামড়ানো, তবে এটি আমার স্বভাব পরিবর্তন করবে না, আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা৷"

কারো আঘাতের কারণে আপনার স্বভাবের পরিবর্তন করবেন না। আপনার মনের পবিত্রতাকে হারাবেন না।সাবধানতার সাথে কাজ করতে শিখুন.!'❤️

এইটাই আমার নবীর সুন্নত ।

24/11/2023

★★°°নিজেকে পরিবর্তন করা কঠিন...
তবে অসম্ভব কিছু না°°★★

 #আমরা সচারচরই 𝐎𝐌𝐆 শব্দটা ব্যবহার করি। (𝐨𝐦𝐠 এইরকম ভাবে)কিন্তু আমরা  কি জানগ এর অর্থ কি? এর মাধ্যমে আমরা  কাকে ডাকছি? "𝐎𝐌...
23/11/2023

#আমরা সচারচরই 𝐎𝐌𝐆 শব্দটা ব্যবহার করি। (𝐨𝐦𝐠 এইরকম ভাবে)

কিন্তু আমরা কি জানগ এর অর্থ কি?
এর মাধ্যমে আমরা কাকে ডাকছি?

"𝐎𝐌𝐆"-এর পূর্ণরূপ হলো.. 𝐎𝐡 𝐌𝐲 𝐆𝐨𝐝! (হে আমার "ঈশ্বর" বা "হে আমার ভগবান"।)
আমরা অনেকেই মনে করি "𝐎𝐌𝐆" অর্থ "আল্লাহ্"।
এটি একটি চরম ভুল। "আল্লাহ্" শব্দের কোনো ভাষাতেই অনুবাদ হয়না। "আল্লাহ্" সব ভাষাতেই "আল্লাহ্" এটি এক ও অদ্বিতীয়!
আর "𝐆𝐎𝐃" অর্থঃ "ঈশ্বর" বা "ভগবান"
সুতরাং, "𝐎𝐌𝐆" বলা স্পষ্ট শিরক!

#আল্লাহুম্মাগফিরলী

22/11/2023

"কখনো এটা ভেবো না কে কখন
কোথায় কেন বদলে গেল..!!

শুধু ভেবো এবং দেখো...
ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল..!!"
🖤🌺

21/11/2023

মানুষের অনেকগুলো সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় কথা না বলা।❤️🌺

ট্রাই করে দেখতে পারেন.......🙂
20/11/2023

ট্রাই করে দেখতে পারেন.......🙂

20/11/2023

কাঁচ ভাঙ্গার আওয়াজ দ্রুতই মিলিয়ে যায়। কাঁচের ভাঙ্গা টুকরা থেকে যায়। অসাবধানে ধরলে জখম করে।
কথার ধ্বনিও মিলিয়ে যায়, আঘাতটুকু থেকে যায়।

---শাইখ আতিক উল্লাহ

19/11/2023

আত্মসম্মানবোধ মানে, অহংকারপূর্ণ নাকউঁচু স্বভাব নয়,

আত্মসম্মানবোধ মানে-
যা কিছু আমাকে ছোট করে, তা থেকে দূরে থাকা!

~আতিক উল্লাহ (হাফি.)

08/11/2023

মানুষের প্রশংসা পেতে হলে তাকে আগে মারা যেতে হবে।কারণ মৃত্যু ব্যক্তির প্রশংসা সবাই করে।

আহ্ জীবন

মজলুমদের আকুতি আল্লাহ কবুল করবেন...ইন শা আল্লাহ....🖤🌺
19/10/2023

মজলুমদের আকুতি আল্লাহ কবুল করবেন...
ইন শা আল্লাহ....🖤🌺




আপনি ন্যায়ের পক্ষে দাড়াতে না পারলে অন্তত অন্যায়ের পক্ষে তালি বাজাবেন না....🖤
15/10/2023

আপনি ন্যায়ের পক্ষে দাড়াতে না পারলে অন্তত অন্যায়ের পক্ষে তালি বাজাবেন না....🖤




14/10/2023

জীবন যখন মেলে না পরিকল্পনার সাথে, স্বপ্ন ভাঙার চাপা ব্যাথায় কেঁদে ওঠে মন! মনকে তখন সান্ত্বনা দিও, তোমার চেয়ে তোমার রবের পরিকল্পনাই উত্তম..!🖤🌺

~শামছুন্নাহার রুমি

সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে,, তাহলেই জীবনে সাফল্য ধরা দিবে।
12/10/2023

সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে,, তাহলেই জীবনে সাফল্য ধরা দিবে।

ইন শা আল্লাহ..... 🖤🌺
11/10/2023

ইন শা আল্লাহ..... 🖤🌺

সময় অপচয় করিও না। অন্যথায় সময় তোমাকে নষ্ট করে দিবে।
11/10/2023

সময় অপচয় করিও না। অন্যথায় সময় তোমাকে নষ্ট করে দিবে।

দুঃখ আছে বলেই আনন্দকে এতো দারুনভাবে অনুভব করা যায়......🌺🖤   #আরিফআজাদ
10/10/2023

দুঃখ আছে বলেই আনন্দকে এতো দারুনভাবে অনুভব করা যায়......🌺🖤





#আরিফআজাদ

সাফল্য একটা যাত্রা....🖤🌺
09/10/2023

সাফল্য একটা যাত্রা....🖤🌺

ঠিক কথা...ময়লা তো আমরা করি,,, তাই আমরাই ময়লাওয়ালা....😐
08/10/2023

ঠিক কথা...

ময়লা তো আমরা করি,,, তাই আমরাই ময়লাওয়ালা....😐

সাগর পাড় একটা ঝিনুক থেকেও যেমন মুক্তা পাওয়ার সম্ভাবনা থাকে.....তেমনি একজন সাধারণ মানুষও তার কর্ম-দক্ষতা দিয়ে অসাধারণ হয়ে...
07/10/2023

সাগর পাড় একটা ঝিনুক থেকেও যেমন মুক্তা পাওয়ার সম্ভাবনা থাকে.....
তেমনি একজন সাধারণ মানুষও তার কর্ম-দক্ষতা দিয়ে অসাধারণ হয়ে উঠতে পারে.....🖤🌸

#বাস্তব #মুক্তা

সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তারা চোখের জল ঝরায়...🖤🌸
06/10/2023

সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তারা চোখের জল ঝরায়...🖤🌸



06/10/2023

হাজারও মোটিভেশনাল লেকচারের চেয়ে বাস্তব জীবনের ঘটনাই আপনাকে বেশি মোটিভেটেড করবে....🙂
আল্লাহর ওপর ভরসা রাখুন....🤲🖤
প্রতিটি দুর্ঘটনার পর ভালো কিছুর জন্য অপেক্ষা করুন...🖤
প্রতিটি প্রাপ্তির জন্য কৃতজ্ঞ হোন..!🤲🌺
অপ্রাপ্তি গুলোর ব্যাপারে মনে করুন, ওগুলো আসলে আপনার প্রাপ্যই ছিল না...!🙂

মনে রাখবেন, "একটি দুর্ঘটনা, হাজারও সম্ভাবনা..!"
তাই, প্রতিটি "শেষ" থেকে আবার নতুন করে "শুরু" করুন। 😊

কখনোই ভেঙে পড়বেন না....!
সাহস হারাবেন না....!
স্বপ্ন দেখতে ভুলবেন না....!

"অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন..!!" [কুরআন, ৯৩ : ৫]

ইনশা'আল্লাহ্...🖤

If you spend your whole life waiting for the storm,, You’ll never enjoy the sunshine..... 🖤🌸
05/10/2023

If you spend your whole life waiting for the storm,,
You’ll never enjoy the sunshine..... 🖤🌸

ইন শা আল্লাহ..... 🖤🌸
04/10/2023

ইন শা আল্লাহ..... 🖤🌸

Have a Relax সবাই সবার কাজে লেগে যান ✊
01/10/2023

Have a Relax
সবাই সবার কাজে লেগে যান ✊

Anything is POSSIBLE... But only if you Believe....
16/09/2023

Anything is POSSIBLE... But only if you Believe....

15/09/2023

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল।
হঠাৎ,, তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে একটি পুকুরে ঝাপ দিলো।
মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোনো পানি ছিল না।
গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে,
"কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই মরব রে।"

গরু হেসে বলে,,
"তোমার কি মালিক আছে?"

বাঘ রেগে বলে,,,
"বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক।"

গরু বলে,,
"তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে।"

বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল‼️

ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক
এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল।
গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।
✅মূলকথাঃ আমরা যারা মালিকের (আল্লাহ) উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো, আমাদের মালিক (আল্লাহ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন।
হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।
ইন শা আল্লাহ.. 🥰💝🤲

নিঃসন্দেহে আল্লাহর প্রতি সদা সতর্কদের জন্যই রয়েছে চূড়ান্ত "সফলতা"             #বাস্তব     #ব্যর্থতা
15/09/2023

নিঃসন্দেহে আল্লাহর প্রতি সদা সতর্কদের জন্যই রয়েছে চূড়ান্ত "সফলতা"
#বাস্তব #ব্যর্থতা

15/09/2023
07/09/2023

অশিক্ষিত মানুষ চেনার সহজ উপায় হচ্ছে- তারা আপনাকে আপনার টাকা বা ক্ষমতা দ্বারা মূল্যায়ন করতে চাইবে, আপনার যোগ্যতা বা গুণ দিয়ে নয়। তারা আপনার চাকরিকে টাকা দিয়ে মূল্যায়ন করতে চাইবে, সম্মান বা মর্যাদা দিয়ে নয়।

~ Gazi Mizanur Rahman sir

Address

Senbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when DM Hira Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DM Hira Moni:

Videos

Share