Zakir Hossain Joy

Zakir Hossain Joy Assalamu Alaikum! I'm Zakir Hossain Joy. I'm a professional freelancer and It's my personal fb page.
(1)

02/04/2024

বাংলাদেশ ক্রিকেট দলকে গালাগালি করার জন্য একজন ভালো হিন্দু ভাইকে ম্যানশন দিন। যিনি ইফতারের আগ পর্যন্ত গালাগালির দায়িত্ব নিবেন। ইফতার পরে বাকিটা আমি দেখতেছি...😶

31/03/2024

ইফতারের পর একটা হ্যান্ডসাম সময় আব্বার সাথে কাটিয়েছি, তার অসম্মতি শর্তেও কিছু কেনাকাটা করে দিয়েছি জোর করে। অনেকবার ভাবছি আব্বাকে জড়িয়ে ধরে বলবো আব্বা তোমায় ভীষণ রকমের ভালোবাসি আমি! কিন্তু হয়নি অনেক সাহস জমিয়ে আর অনেক চেষ্টা করেও পারিনি বলতে জড়িয়ে ধরতে।
চলে আসার সময় তার চোখে মুখেও মলিনতা মায়া ভরা ছলছল চোখজোড়া দেখলাম।

আসলে বাবারা এমনই, মায়েরা সবসময় সবার কদর পেলেও বাবারা এইদিক থেকে অবহেলিত মানেন না মানেন!
কষ্ট হচ্ছিলো আবার জড়িয়ে ধরার আফসোসও হচ্ছিলো 😢

বাবা আমি তোমায় ভীষণ রকমের ভালোবাসি 🖤🖤😢

"রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”
ভালো ও সুস্থ থাকুক পৃথিবীর সকল বাবা-মা🖤

05/03/2024

আমার খারাপ সময়টা একান্তই তো আমার, আমি কারোরই সহানুভূতি চাইনা। এই অন্ধকার রাত কাঁটিয়ে ঠিকই ভোরের নতুন সূর্য্যের আলোয় ফিরবো ইনশাআল্লাহ🤲
তাই আমাকে আমার মতো থাকতে দ্যান🙏

সুদিন কিংবা দুর্দিন.... আজীবন আমার ব্যালটে একতরফা সিল মারায় তোমাকে অভিনন্দন 💕
02/03/2024

সুদিন কিংবা দুর্দিন.... আজীবন আমার ব্যালটে একতরফা সিল মারায় তোমাকে অভিনন্দন 💕

সুদিন আসে না কোনো মূল্য ছাড়া—এই পৃথিবীতে,বসন্তের স্বপ্ন দেখা পাতা তাই ঝরে পড়ছে শীতে।
07/02/2024

সুদিন আসে না কোনো মূল্য ছাড়া—এই পৃথিবীতে,
বসন্তের স্বপ্ন দেখা পাতা তাই ঝরে পড়ছে শীতে।

মানুষ থেকেই মানুষ আসেবিরুদ্ধতায় ভীড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শির-দাঁড়ায়!
23/01/2024

মানুষ থেকেই মানুষ আসে
বিরুদ্ধতায় ভীড় বাড়ায়,
তুমিও মানুষ আমিও মানুষ
তফাৎ শুধু শির-দাঁড়ায়!

It's one of the most trending place in our bangladesh right now🥰
26/12/2023

It's one of the most trending place in our bangladesh right now🥰

~এই জীবনে নিজের বলতে কিছুই নেই 🖤জুম্মা মোবারক 🕋🕌
22/12/2023

~এই জীবনে নিজের বলতে কিছুই নেই 🖤
জুম্মা মোবারক 🕋🕌

23/11/2023

আপনার প্রতি আমার সকল অনুভূতির মৃত্যু হোক!💔😥🥀
২৩/১১/২৩🖤

23/10/2023

কতো মায়াতেই না বেঁধেছি তোমাকে,
কখনো ভুল করেও ছেড়ে যেও না তুমি আমাকে 🖤❣️

15/10/2023

একজন থাকুক যার সমস্ত কিছু জুড়ে কেবল আমি থাকবো, যে কখনো মানুষের ভীড়ে হারিয়ে যাবেনা!🖤

মোদের রক্তে বাঁচুক প্রাণ রক্ত হোক ভালোবাসার দান 🩸রাত বরাবর ১টা কিন্তু রক্ত যোদ্ধাদের কাছে রাত-দিন, ঝড়বৃষ্টি বলতে কিছু নে...
13/10/2023

মোদের রক্তে বাঁচুক প্রাণ
রক্ত হোক ভালোবাসার দান 🩸

রাত বরাবর ১টা কিন্তু রক্ত যোদ্ধাদের কাছে রাত-দিন, ঝড়বৃষ্টি বলতে কিছু নেই।

আলহামদুলিল্লাহ! ১০তম বার শেষ করলাম 🖤

11/10/2023

আলহামদুলিল্লাহ,❤️
শুকরিয়া🖤
অভিশপ্ত ৩য় বর্ষ পার করলাম।
আর একটা বছর আল্লাহ কোনোরকম পার কইরা দিও🤲 জীবনে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের চারপাশে হিসু দিতেও যাবোনা😥
এজীবন সেশনজটেই খেয়ে দিবে😔

05/10/2023

ব্যর্থতা চিরকাল আঁকড়ে ধরে রাখতে পারবে না,
একদিন ছেড়ে যাবেই। মানষিক ভাবে ভেঙে পড়া,নিজের সাথে নিজের যুদ্ধ চলা সব একদিন সফল হয়ে যাবে।শুধু থেকে যাবে পৃথিবীর বাজারে, প্রিয়জনদের রূপ। দুঃসময়ে পাশে না থাকার আঘাত, এরিয়ে যাওয়া, উপেক্ষা করে চলে যাওয়া কাছের মানুষদের থেকে পাওয়া দারুণ ক্ষত।💔😥

03/10/2023

একসঙ্গে আকাশ দেখা হলো না
এই দুঃখে আকাশ এখনও একা😶

30/09/2023

শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়,
তাহলে আমি তোমাকে প্রতিটা মূহুর্তে ভালোবাসি প্রিয় 🥀

24/09/2023

And all i love, i loved alone. 💔🥀🙃

Life is very easy, no need to rush. Because tolerance is a form of wisdom💪🖤💔
20/09/2023

Life is very easy, no need to rush.
Because tolerance is a form of wisdom💪🖤💔

14/09/2023

কাউকে জড়িয়ে ধরলে একদম শক্ত করে জড়িয়ে ধরবেন🖤যতক্ষণ ইচ্ছে হয় ধরে রাখবেন।💔🥀

Address

Savar Cantonment Dhaka
Savar
1344

Alerts

Be the first to know and let us send you an email when Zakir Hossain Joy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakir Hossain Joy:

Videos

Share