Mahbub Rahman

Mahbub Rahman Md. Mahbubur Rahman, a worker of peoples republic of Bangladesh. Love to research truth.

08/12/2024

পরিশ্রম ধন আনে পূণ্যে আনে সুখ, আলস্য দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ!!

সত্য কি! চিত্রায়িত কমসম দেখলেই সত্য, কিন্তু এর অন্তরালেও যে সত্য লুকায়িত থাকবে পারে-এটা ভেবে দেখার মত প্রজ্ঞা থাকা কি সম...
01/12/2024

সত্য কি! চিত্রায়িত কমসম দেখলেই সত্য, কিন্তু এর অন্তরালেও যে সত্য লুকায়িত থাকবে পারে-এটা ভেবে দেখার মত প্রজ্ঞা থাকা কি সমীচীন নয়? বাগানে শোভিত পুষ্প দর্শনে নেত্র যেমন প্রশান্তিতে ভরে উঠে, হৃদয় উদ্বেলিত হয়, এটি সৃষ্টিতে যার অপরিসীম কুদরত, তাঁকে অনুভবে যে প্রশাস্ত, তা একমাত্র প্রজ্ঞাশীলদেরই থাকতে পারে।

পদলেহন করে কালিয়া-কোপ্তা খাওয়ার চেয়ে পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে ডাল-ভাত খাওয়ার পরিতৃপ্তি ঢেড় বেশি!! কিন্তু এটা করতেও ...
01/12/2024

পদলেহন করে কালিয়া-কোপ্তা খাওয়ার চেয়ে পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে ডাল-ভাত খাওয়ার পরিতৃপ্তি ঢেড় বেশি!! কিন্তু এটা করতেও বিবেকবোধকে কাজে লাগাতে হয়, পদলেহন নয়!!

01/12/2024

শিক্ষিত হওয়ার চেয়ে বা পীর হওয়ার চেয়েও অধিক গুরুত্বপুর্ণ হলো “মানুষ হওয়া”! আর তা হলেই সামগ্রিক কল্যাণ সাধিত হবে!

29/10/2024

লিখব বলে হলো না লেখা, কবে শুরু হবে তবে নব দিগন্তের পথ চলা !! ভরসা আল্লাহর উপর! আশাকরি তারাতারি শুরু হবে-ইনশা আল্লাহ!

21/10/2024

আপনি যে পদেই থাকুন না কেনো, মনে রাখবেন, আপনার কর্মের জন্য যেন পদটি কলঙ্কিত না হয়! এর খেসারত কিন্তু সুদুরপ্রসারী!

20/10/2024

The Top Custodians are now at the Custody! It is the unfate reality. It is a very important learning to the laterer, if they feel.

14/10/2024

ছিলেম মাগুর, হলেম কই, দিনে দিনে আরও বা কি হই!!

08/10/2024

থ্যাচচ্-কি ঠুনকো বোধগম্যতা নিয়ে সার্ভিসে এসেছেন!! বাউন্ডারি না বুঝেই ছক্কার দাবী!!!! --বিষয়: তরঙ্গ!!

অন্যের ক্ষতি করা খুবই সহজ একটা কাজ!! কখনো কারও কোনো উপকার করেছেন? অন্যের ক্ষতি করলে নিজের অবশ্যম্ভাবি ক্ষতির জন্য প্র...
26/09/2024

অন্যের ক্ষতি করা খুবই সহজ একটা কাজ!! কখনো কারও কোনো উপকার করেছেন? অন্যের ক্ষতি করলে নিজের অবশ্যম্ভাবি ক্ষতির জন্য প্রস্তুত থাকেন!!

তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন!অতিগোপনে তদন্ত চলছে
24/09/2024

তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন!
অতিগোপনে তদন্ত চলছে

21/09/2024

কাউকে অন্যায়ভাবে বঞ্চিত করেছেন-?? Revenge of Nature -এর জন্য প্রস্তুত থাকেন!! কোটি কান্না করেও কোনো লাভ হবে না!!

03/09/2024

অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা অনন্তর টিম টাইগারদের!! পাকিস্তানকে বাংলাওয়াশের জন্য!!

03/09/2024

দু’দিন আগে দুই জন পুলিশ সদস্যের সাথে কথা। তারা জোর দিয়ে বলার চেষ্টা করছে, ড. ইউনুস সরকার ৩ মাসের বেশি টিকতে পারা কঠিন। এবং ছাত্র-সমন্বয়কদের প্রতি মারাত্নক বিরক্তি শুনলাম তাদের কথায়। আরও বলছিল, শহিদ ইয়ামিন না কি পুলিশের সাজোয়াযানের উপরে উঠে পুলিশ কে হামলা করেছিল। পরে আত্নরক্ষার জন্য পুলিশ ঢাকনা লাগিয়ে সাজোয়াযানের ভেতরে চলে যায় এবং এরই এক পর্যায়ে ইয়ামিন কে গুলি করে। আল্লাহই জানেন কতজন পুলিশ সদস্যের মনোভাব এখনও এই অমানুষ গুলোর মতো!! অনুশোচনা যে এদের কবে হবে..........................................??

03/09/2024

পেশাদার আমলা??? না কি দল দাশ, বিগত দেড় যুগের পদলেহনকারী কামলা????? বাক স্বাধীনতা মুক্তি পাক!

03/09/2024

বিনা অপরাধ সত্ত্বেও যেসব বিচারক কথিত আসামীদের রিমান্ড দিত এবং পুলিশকে অমানুষিক নির্যাতন করার সুযোগ দিত, তাদের বিচার করবে কে????

02/09/2024

স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি খোলা চিঠিঃ আস সালামু আলাইকুম স্যার। আপনাকে পরামর্শ দেওয়ার মত ধৃষ্টতা আমার নেই। কিছু মতামত দিতে চাই। বিক্ষিপ্তভাবে যে সব তথ্য পাওয়া যাচ্ছে, এতে মনে হয় অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত কাজে যোগদান করেননি এবং অদূর ভবিষ্যতেও যোগদান করবে বলে মনে হয় না। সেক্ষেত্রে মতামত হলো অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের আপোদকালীন হিসেবে চুক্তি ভিত্তিক- বিভিন্ন পদে পুলিশে নিয়োগ করানো যেতে পারে। এতে একটি প্রশিক্ষিত দেশপ্রেমিক বাহিনী পাওয়া যাবে এবং অতি সামান্য সময়ে পুলিশের প্রশিক্ষণ দিয়েই তাদের প্রস্তুত করানো যাবে। পাশাপাশি ২য় সারির সৈনিক হিসেবে পরিচিত বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)-এর প্রাক্তন (যাদের অস্ত্র চালানোসহ বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে) ও হালনাগাদ সদস্যদের আপোদকালীন হিসেবে পুলিশ বাহিনীতে নিয়োজিত করা যেতে পারে। এক্ষেত্রেও সামান্য প্রশিক্ষণেই এসকল শিক্ষিত (হোক সরকারি চাকুরিজীবী প্রাক্তন বিএনসিসি’র সদস্যও হোক না কেন) দেশপ্রেমিক হিসেবে পুলিশের দায়িত্ব পালনে সক্ষম হবে। আর তা না হলে নতুন পুলিশ নিয়োগ দেয়া হলে সেটা বেশ সময় সাপেক্ষ এবং নব্য নিয়োগকৃতদের দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ দিয়ে তারপর তাদের কাজে দিতে হয়, যে সময় এই মুহুর্তে সরকারের কাছে আছে বলে মনে হয় না। আপনার কাছে অনুরোধ, এই তথ্যটি আপনার পছন্দ হলে এটি আপনি পরামর্শ হিসেবে সরকারের কাছে তুলে ধরতে পারেন।

24/08/2024

প্রায় ২৫ বছর পূর্বের দেলাওয়ার হোসাইন সাঈদি হুজুরের অমর বানী” সময় আসবে এমন, ইঁদুরের গর্তও খুঁজে পাবে না লুকানোর জন্য”- এটি সত্য!

Address

Bpatc, Savar, Dhaka
Savar
1343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahbub Rahman:

Share