21/12/2024

ই-পেপার

সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি
খেলা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমের খেলা নিয়ে যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম
100Shares







ছবি: সংগৃহীত
জাতীয় দলের জার্সিতে তামিম ইকবালকে সবশেষ দেখা গেছে এক বছরেরও বেশি সময় আগে। আর চলতি বছরে ভারত সফরের পর আর জাতীয় দলে দেখা মেলেনি সাকিব আল হাসানের। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দুজনের খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
শনিবার (২১ ডিসেম্বর) মিরপুরে এ প্রসঙ্গে গণমাধ্যমের সামনে কথা বলেছেন বোর্ড প্রধান। বোর্ড সভা শেষে তিনি বলেছেন, ‘সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএল খেলবে কি না সেটাও সেই জানাবে।’
তবে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর না নেওয়ায় এই অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবেন বলে জানান বিসিবি সভাপতি।
তামিমের প্রসঙ্গেও একই সুরে কথা বলেন বিসিবি সভাপতি, ‘তামিমের ব্যাপারে বলব নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয়, তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর। আমি আগেও বলেছি যে, কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই এভেইলেবল।’
প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। তবে এই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান সফরে ভারত অনীহা জানানোয় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের চূড়ান্ত সূচি এখনো ঘোষণা করা হয়নি।