Al-Hadis বাংলা

Al-Hadis বাংলা হে আল্লাহ্ আপনি আমাদের সকলের গুনাহ্ মাফ করে দিও।
(1)

12/12/2024

সিরিয়ার যে শহরে ঈসা (আ.) আসবেন ও দাজ্জালকে হত্যা করবেন ।
শাম অঞ্চলকে বলা হয় নবী-রসুলদের ভূখণ্ড। এই ভূখণ্ডের সঙ্গে কেয়ামতপূর্ব অনেক ঘটনা জড়িয়ে আছে। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছেন। বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন হচ্ছে ‘মুলকে শাম’।
হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) সূত্রে বর্ণিত হাদিসে আছে। তিনি বলেন, আমি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই, যারা ইবরাহিম (আ.)-এর হিজরত ভূমিতে (শাম দেশে) অবস্থান করবে। আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে (তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে, সেখানেই ফিতনা লেগে থাকবে)।’ (আবু দাউদ ২৪৮২)
সিরিয়ায় ঈসা (আ.) এর আগমন ও দাজ্জালকে হত্যা
হজরত নাউওয়াস ইবনে সামআন (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে। তার অনিষ্টতার পর আল্লাহ ঈসা (আ.)-কে দামেস্কের পূর্ব দিকের শুভ্র মিনারে অবতরণ করাবেন। ঈসা (আ.) দাজ্জালকে হত্যা করবেন শামের বাবে লুদ নামক স্থানে। (মুসলিম: ২৯৩৭)

শামের কল্যাণের সঙ্গে উম্মতের কল্যাণ
হজরত মুয়াবিয়া ইবনে কুররা (রা.) সূত্রে বর্ণিত হাদিসে আছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শামভূমি ফ্যাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে, তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে, তারা কেয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না। (তিরমিজি ২১৯২)

শেষ ৯০ দিনে আনফলো করেছে ৪২ জন 😭। এই পেইজে নায়ক, নায়িকা অথবা খারাপ কিছু পোষ্ট করি? আনফলো করতেই হবে। শুধু এইটুকু বলবো আল...
05/09/2024

শেষ ৯০ দিনে আনফলো করেছে ৪২ জন 😭। এই পেইজে নায়ক, নায়িকা অথবা খারাপ কিছু পোষ্ট করি? আনফলো করতেই হবে। শুধু এইটুকু বলবো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমীন 🤲।

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
22/07/2024

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আরবি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ সবাইকে হেফাজত রাখুন এবং নেক হায়াৎ দান করুন। 🤲 আমিন 🤲
07/07/2024

আরবি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ সবাইকে হেফাজত রাখুন এবং নেক হায়াৎ দান করুন। 🤲 আমিন 🤲

20/06/2024

Address

N5
Savar

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hadis বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Hadis বাংলা:

Videos

Share