Md Limon Mia

Md Limon Mia ইউটিউব চ্যানেল

https://shorturl.at/cEGJ9

25/08/2024

আবেগে মৌমাছির চাকে ঢিল মেরেছে,,
বিবেক ফিরে এসেছে দৌড়াচ্ছে।।
আনসার বাহিনী নিজের বিপদ নিজে ডেকে আনলো🙂

22/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!
পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।
স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে
ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।
ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।
নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।
মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।
মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।
এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি।

🥲
08/08/2024

🥲

কী বিপদ...

আপার ভবন 🙂
06/08/2024

আপার ভবন 🙂

05/08/2024

আলহামদুলিল্লাহ্

10/06/2024

আচ্ছা স্টোরিতে নিয়মিত সুন্দর ছবি দিলে কি প্রেমের প্রস্তাব পাওয়া যায় নাকি 🙂

আহ কি মুভি 🙂12th Fail এর পর আরেক টা মাস্তারপিস 🖤🖤🖤🖤
03/06/2024

আহ কি মুভি 🙂
12th Fail এর পর আরেক টা মাস্তারপিস
🖤🖤🖤🖤

15/05/2024

পুরুষের যৌনতাকে সম্মান কর।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য।

পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে যে শতশত রিয়্যাক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্পবসনা হয়ে যে সেলিব্রেটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকূলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালবাসে, সমীহ করে চলে।

পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রূক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটতো। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতোটাই ডমিনেটিং হতো যে নারীজাতি তথা মানবজাতি বিলুপ্ত হয়ে যেতো। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারীবিদ্বেষী।

সুতরাং, ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো। স্থান-কাল-পরিস্থিতিভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি।

লেখায় ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
শেয়ার বা কপি করার অনুমতি রইলো। ধন্যবাদ।। 🥰

14/05/2024

- আপনার পরিবার জানে না, যে আপনি আপনার দৈনন্দিন জীবনে বা আপনার চাকরি/ব্যবসায় কতটা অসুবিধা এবং চাপের মধ্য দিয়ে যান।

- এবং আপনার বস/কাজ জানে না আপনার জীবন এবং আপনার বাড়ির পরিস্থিতি কেমন।

- আপনার বন্ধু, প্রিয়জন এবং প্রিয়জনরা আপনার উপরে থাকা নতুন এবং পুরানো দায়িত্বগুলির আকার বুঝতে পারবে না।

- আপনার সঙ্গী সর্বদা আপনার কাছ থেকে ভালবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছে এবং আপনি যে চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তার সাথে যতই কথা বলুন এবং ব্যাখ্যা করুন না কেন তা তিনি কখনই বুঝতে পারবেন না।

সর্বশেষে, আপনি ছাড়া কেউ আপনাকে বুজতে পারে না.. আপনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা কেউ বুঝবে না এবং প্রশংসাও করবে না।

এই জন্যই জীবন রহস্যময় এবং সুন্দর।

তাই চালিয়ে যান.. সংগ্রাম করেন.. এবং বাঁচেন..

14/05/2024

যখন আমি বুঝলাম,যে তারে বুঝাইয়া লাভ নাই,
তখন আমি নিজেকেই বুঝাইলাম!🤫

12/05/2024

যেদিন থেকে আমি আমার জীবন থেকে এক্সপেক্টেশন শব্দটাকে বাদ দিতে পেরেছি সেদিন থেকে আমার জীবন সহজ হয়ে গেছে। কারো কাছ থেকে কিছু আশা করা ছেড়ে দিন। আই রিপিট, এক্সপেক্টেশন ছেড়ে দিন। জীবন সহজ হয়ে যাবে। কোনো কিছুতে যত বেশি আশা রাখবেন ততো বেশি হতাশ হবেন। জীবনে যেটাই পাবেন সেটাকে বোনাস হিসেবে নেবেন। দেখবেন হতাশা কেটে গেছে..!!🖤🌸

28/04/2024

আপনি জীবনে অন্তত একবার হলেও সত্যিকার অর্থেই কাউকে ভালোবাসবেন। এবং সে গু'ন্ডা, বদ'মাস, লুই'চ্চা মা'গী, বে'শ্যা, চিটিংবাজ যাই হোক, তাও আপনি তারে ভালো ই বাসবেন। সে আপনার হোক বা না হোক। আপনি তারে ভালো ই বাসবেন। আপনি স্বীকার করেন আর নাই করেন, আপনি তারেই ভালো ই বাসবেন। সে আপনাকে ধ্বংশ করে দিলেও আপনি তারে ভালো ই বাসবেন। এই ভালোবাসাটা আপনার নি:শ্বাসের মতো। বাতাস বিষাক্ত, দুষিত হলেও নিবেন। তাকে আপনি সারাজীবন ভুলে থাকতে পারবেন কিন্তু সে আপনার সাথেই থাকবে! হটাৎ হটাৎ বিস্মৃত,পরিচিত কোন দৃশ্য,গন্ধ, সুরে সে আপনার মস্তিকে ভেষে উঠব। সে জেগে উঠবে। সে বেজে উঠবে! আপনি তাকে ভুলে যাবেন, কিন্তু ফেলতে পারবেন না! আমৃত্যু।

আলহামদুলিল্লাহ ।অবশেষে তার দেখা 🙂🖤💪
03/04/2024

আলহামদুলিল্লাহ ।
অবশেষে তার দেখা
🙂🖤💪

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছে...
29/03/2024

আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।

বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খোজতো। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷

আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম,জ্বিনা যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।

এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে সেগস করি,ফুর্তি করি,আবাসিক হোটেলে যাই। যাই করিনা ক্যান।

ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়।
তো এই সমাজে ডিভোর্স হবে না। ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে

18/03/2024

ভুল করে আসা ___?___ ভুলে যাওয়া যায় না কেনো সহজে🙂

ক্ষুদ্র উদ্যোক্তাদের বিরুদ্ধে এমন আচরনের প্রতিবাদ জানাই🙂
17/03/2024

ক্ষুদ্র উদ্যোক্তাদের বিরুদ্ধে এমন আচরনের প্রতিবাদ জানাই🙂

23/02/2024

কখনো কখনো গুরুত্বেই
দূরত্ব বেড়ে যায় !

19/02/2024

ভাল্লাগেনা 😁

স্পর্শ তে অনেক দূরে  শুধু অনুভবে কিংবা কল্পনাতেই কাছে 🙂🖤🥀...
14/02/2024

স্পর্শ তে অনেক দূরে
শুধু অনুভবে কিংবা কল্পনাতেই কাছে
🙂🖤🥀...

এমন একটা গালফ্রেন্ডের অভাবে আমি সফল হতে পারছি না ,পিলিজ কেও এমন একটা গালফেন্ডের,সন্ধান দেও 🙂🥹
05/02/2024

এমন একটা গালফ্রেন্ডের অভাবে আমি সফল হতে পারছি না ,পিলিজ কেও এমন একটা গালফেন্ডের,সন্ধান দেও 🙂🥹

আহা 🙂🖤
03/02/2024

আহা 🙂🖤

সবকিছুরেই পরিমান বৃদ্ধি পেলে তার মান কমে যায়! যেমন ধরুন আগে নাটক সিনেমা করে ,বা বই লেখক, কিংবা হতে পারে উচ্চ পর্যায়ের কো...
30/01/2024

সবকিছুরেই পরিমান বৃদ্ধি পেলে তার মান কমে যায়! যেমন ধরুন আগে নাটক সিনেমা করে ,বা বই লেখক, কিংবা হতে পারে উচ্চ পর্যায়ের কোন পদবিওয়ালা চাকরিজীবী! ইত্যাদি এমন কেও আমজনতার কাছে অনেক মূল্যায়ন পেত কিন্তু সময়ের পরিবর্তে এখন তা বৃদ্ধির ফলে সবেই অনেকের কাছে সস্থা হয়ে গেছে ! ব্যাক্তিগত মতামত 🙂🙂

25/01/2024

আড়ং থেকে ৬০০ টাকার পণ্য কিনে ১০০ টাকা দিয়ে বললাম ৪০০ টাকা ফেরত দেন। কাউন্টারে বসে থাকা লোকটা বললো ভাই এটাতো ১০০ টাকার নোট।
আমি বললাম ভাই ১০০টাকার নোটটি মনে মনে নিজেকে ১০০০ টাকার নোট মনে করে, আমি মেনে নিয়েছি আপনিও মেনে নেন। আর মানতে কষ্ট হলে দেন সার্জারী করে দেই বলেই পাশে থাকা কলম দিয়ে ১০০ এর পাশে আরেকটা ০ (শূন্য) বসিয়ে দিলাম।

অণুগল্প।। ট্রান্স-মানি।।

Copied

18/01/2024

mon khule hasun 🙂😀🤣

সুন্দরের সংজ্ঞা দুরত্ব 🖤🙂
07/01/2024

সুন্দরের সংজ্ঞা দুরত্ব 🖤🙂

নিজের অবস্থান কিংবা দরিদ্রতার ভীত  কাটানোর জন্য কিংবা মনশান্তির জন্য বেশ  দারুন একটা মুভি🖤 নতুন বছর, মোটিভেশন দরকার হলে ...
02/01/2024

নিজের অবস্থান কিংবা দরিদ্রতার ভীত কাটানোর জন্য
কিংবা মনশান্তির জন্য বেশ দারুন একটা মুভি🖤
নতুন বছর, মোটিভেশন দরকার হলে দেখতে পারেন।
স্ট্রাগল,হার্ডওয়ার্ক কি 🙂🙂
12th FAIL (2023)
১) প্রথমে একটা লক্ষ নির্ধারণ করতে হবে।
২) কখনো আফসোস করবেন না এটা ভেবে যে আপনি দরিদ্র পরিবারের তাই আপনাকে দিয়ে এটা হবেনা।
৩)কোনো কাজকে ছোট করে দেখা যাবেনা সেটা হোক লাইব্রেরী পরিষ্কার করা বা আটা মেশিনে কাজ করা।
৪) বারবার ফেইল বা সফল না হলে হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে।

😊😏🙄
18/12/2023

😊😏🙄

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।সব...
02/12/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!
ভালো থাকবেন প্রতিবেশীরা...!
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...!
পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!
তবু ও বলছি সমাজ কি বললো...!
প্রতিবেশী কি বললো সেটা শুনে,
নিজের ছেলে মেয়েকে অপমান করে,
মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!
মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের নয়
(প্রতিবেশীর নয়)...….....!!!!
সংগৃহীত

আমার বিয়ের ৪ বছর হলো, সম্পর্কের বিয়ে আমার বাড়িতে শুরুতে মানেনি পরে  ২ বছর পর মত দেয়, বাড়িতে বউ নিয়ে আসার কিছু দিন পর বউ ...
23/11/2023

আমার বিয়ের ৪ বছর হলো, সম্পর্কের বিয়ে আমার বাড়িতে শুরুতে মানেনি পরে ২ বছর পর মত দেয়, বাড়িতে বউ নিয়ে আসার কিছু দিন পর বউ এর সাথে ঝামেলা শুরু হয়, বউ তেমন কাজ করতে পারেনা গ্রামের বাড়ি তাই অনেক কাজ সে বলে সে অসুস্থ শুয়ে থাকে, প্রায় সমায় এমন দেখে সবাই বুঝতে পরে সে কাজ করতে চায় না, আমি তাকে বুঝাই যে আমাদের মেনেনিয়েছে এজন্য তাদেরকে খুশি করার জন্য তাদের কথা মত চলা দরকার, সে বলে আমি পারবোনা আমার শরীর ভালো না, আমার ঘুম পায়, এগুলো নিয়ে মাঝে মাঝে বাড়িতে ঝগড়া লাগে বাড়িতে বাবা -মা ছাড়া আর কেউ নেই, ছোট্ট ভাই মেসে থাকে, সে বাবা মার সাথে তর্ক করে তারা ওকে গালি দিলে সেও দেয় বলে আমাকে গালি দেন কেন আমি ও দেব, সমস্যা কারনে বাবা বললো তুমি বউকে নিয়ে বাসা নিয়ে অন্য কোথাও থাক, আমি বাসা নেই ছোট চাকরি বেতন কম আমার বাড়ি থেকে কোন কিছু দেয় না,চলতে কষ্ট হয় এখন সে এই ভাবে কষ্ট করে চলতে পারেনা ওর বাবা মার কাজথেকে টাকা নেয় নিজের খরচ এর জন্য, আমাকে বার বার খোটা দেয় কেমন স্বামী এটা সেটা দিতে পারিনা যা তা ভাবে খোটা দেয় ওর বাবা মাকে নিষেধ করি টাকা দিয়েন না, তারা আমার কথা শোনেনা, আমি অনেক চেষ্টা করে যাচ্ছি সংসার টা করার জন্য ওর মুখের ভাষা আচরণ কোনটা ভালো করতে পারছি না, আমি আর পারছিনা

সংগৃহীত।

29/10/2023

• কি খুঁজছো, আপন মানুষ.?🙂🤍
• আকাশের দিকে তাকাও 'সৃষ্টিকর্তা ছাড়া কাউকে আপন মনে হবে না..!❤️‍🩹🌸

Address

Savar
1340

Telephone

+8801993544583

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Limon Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Limon Mia:

Videos

Share

Nearby media companies