City University Textile Club - CUTC

City University Textile Club - CUTC Welcome to the official page of City University Textile Club CUTC. Since 5 April 2009 City University Textile Club (CUTC) started its journey. Md.

Sumon Gazi, a Student of BSTE along with a group of bright highly dynamic students made this dream happen. Since the birth of this club, it is committed to achieving its goal and until now the club is successful on its journey. The performance of this club has already got the appreciation from the heart of City University family. In addition, the club seeks to help its members become the most qual

ified applicants for the Textile program. The primary commitment of City University Textile Club (CUTC) is therefore to help its members improve these skills through extensive training programs and intervarsity (including international) competitions.

সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে সিভি রাইটিং এর উপর বিশেষ সেমিনার Next level CVs: Your pat...
08/09/2024

সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে সিভি রাইটিং এর উপর বিশেষ সেমিনার Next level CVs: Your path to career success ও টেক্সটাইল ক্লাবের ৫ম সাধারণ সভা।
সিভি রাইটিং এর উপর সেমিনারটি নিবেন নূরে আলম সিদ্দিক, লেকচারার, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিটি ইউনিভার্সিটি।

তারিখ:১০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
সময়: দুপুর ৩.০০
ভেন্যু: সিটি ইউনিভার্সিটি ৩১৯ নম্বর কক্ষ

05/09/2024
আলহামদুলিল্লাহ সিটি ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রমে মাননীয় প্রো-ভিসি স্যারের তত্ত্বাবধানে আরিফ স্যারের ন...
26/08/2024

আলহামদুলিল্লাহ
সিটি ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রমে মাননীয় প্রো-ভিসি স্যারের তত্ত্বাবধানে আরিফ স্যারের নেতৃত্বে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রান সামগ্রির প্রথম চালান রওনা হয়েছে,
আমরা আপনাদের সকলের দোয়া প্রার্থী।

Volunteers Squad 💥
13/05/2024

Volunteers Squad 💥


সিটি ইউনিভার্সিটি ৪র্থ সমাবর্তন - ২০২৪
10/05/2024

সিটি ইউনিভার্সিটি ৪র্থ সমাবর্তন - ২০২৪

27/04/2024
Assalamu 'alaykum, We are delighted to notify you that on March 22, 2024, the City University Textile Engineering Alumni...
15/03/2024

Assalamu 'alaykum,

We are delighted to notify you that on March 22, 2024, the City University Textile Engineering Alumni Association will host the next Iftar and Mahfil. Everyone from the first City University batch is invited to the Iftar Mahfil. You are all invited. Through the Iftar-Mahfil, all of us will unite in this gathering.
It is open to all engineers to attend. Blessings to you all from the Almighty Allah (SWT).💚❤️

✅Hurry Up!! Limited seats are available!! RMG & Textile সেক্টরে একাডেমিক নলেজের পাশাপাশি নেটওয়ার্কিং, সফট স্কিলে দক্ষতা,...
11/10/2023

✅Hurry Up!! Limited seats are available!!
RMG & Textile সেক্টরে একাডেমিক নলেজের পাশাপাশি নেটওয়ার্কিং, সফট স্কিলে দক্ষতা, কর্পোরেট লিডারশীপ ও একটি প্রফেশনাল সিভি ক্যারিয়ারে সফলতা নিশ্চিত করে। গুরত্বপূর্ণ টপিকে ট্রেইনিং সেশন, ক্যারিয়ার গ্রুমিং, প্রফেশনাল সিভি রাইটিং, কর্পোরেট লিডারশীপ গঠন ও প্রফেশনালদের সাথে নেটওয়ার্কংয়ের সুযোগ তৈরি করে দিচ্ছে RMG & Textile Career Summit-2023.

✅ ট্রেনিং শেষে থাকবে সার্টিফিকেট।
আসন সংখ্যা সীমিত!

দেশ সেরা সকল কর্পোরেট ট্রেইনার ও এক্সপার্ট এর মাধ্যমে করানো হবে সেশন।

✅সর্বমোট ৫ টি টপিকে-
1. Training on Merchandising & Supply Chain Management
2. Training on " Industrial Engineering"
3. Corporate Behaviour & Soft skills
4. Professional CV Writing
5. Masterclass Hacks for Job Interview
6. Panel Discussion on " Wet process, Apparel Engineering, Fabric Engineering & Yarn Engineering department Job opportunities.

✅সকল পার্টিসিপ্যান্টস এর জন্য গিফট হিসেবে থাকবে-
১. সার্টিফিকেট
২. টিশার্ট
৩. কলম
৪. প্যাড
৫. দুপুরের খাবার
৬. নেটওয়ার্কিংয়ের সুযোগ

গুরুত্বপূর্ণ এই ট্রেইনিং সেশনে ও আয়োজনে যুক্ত হতে এখনি রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।
✅রেজিষ্ট্রেশন লিংকঃ
https://forms.gle/9zcT6ow9e7hw8eyMA

রেজিষ্ট্রেশন ফি: ৫৫০ টাকা মাত্র

✅রেজিষ্ট্রেশন প্রসেস:
প্রথমে 01729335343 নম্বরে বিকাশ/নগদ থেকে ৫৫০ টাকা সেন্ড মানি করতে হবে এবং ট্রানজেকশন আইডি রেকর্ড রেখে গুগল ফর্ম ফিলাপ করতে হবে।
২৪ ঘন্টার মধ্যে কনফার্মেশন মেইল পেয়ে যাবেন।

যুক্ত হোন আমাদের এই আয়োজনে ও নিজেকে টেক্সটাইল সেক্টরের লিডার হিসাবে পরিনত করুন।



We’re excited to announce that the RMG & Textile Career Summit-2023 participants Registration is On Going to all aspirin...
25/09/2023

We’re excited to announce that the RMG & Textile Career Summit-2023 participants Registration is On Going to all aspiring textile students & Professionals around the Country.

Total 5 Training topics-
1. Training on Merchandising & Supply Chain Management

2. Training on "Industrial Engineering"

3. Corporate Behavior & Soft skills

4. Professional CV Writing & Interview Hacks

5. Panel Discussion on "Wet process, Apparel Engineering, Fabric Engineering & Yarn Engineering department Job opportunities.

All registered participants will get:
1. Professional Certificate
2. Launch
3. T-shirt
4. Pad, Pen and Event badge

This Mega will be held on November 10 (Friday), City University Campus Auditorium Hall, Khagan, Savar, Dhaka.

The Trainings at City University are designed to provide a challenging, stimulating and rewarding factory & corporate experience that will enable you to achieve personal excellence through the study of RMG & Textile Industry.

Why you are waiting ?

Apply now to begin your journey into the world of RMG & Textile Engineering.
Registration Fee: 550 Tk only.

Appy Now:
🔗https://forms.gle/9zcT6ow9e7hw8eyMA
Find out more about the programmes that RTCS offers:
🔗https://facebook.com/events/s/rmg-textile-career-summit-2023/666298765420136/

Last Date of Registration: 30 September 2023

২৯ শে আগস্ট ২০২৩ সিটি  ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব আয়োজিত অল ওভার প্রিন্টিং ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হ...
31/08/2023

২৯ শে আগস্ট ২০২৩ সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব আয়োজিত অল ওভার প্রিন্টিং ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয় সিটি ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস অডিটোরিয়ামে। উক্ত সেমিনারের কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন শওকত হোসেন সোহেল স্যার। আরো উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অফ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সম্মানিত ডিন প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির স্যার, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সম্মানিত হেড জনাব ডক্টর এ কে এম সাইফুল ইসলাম স্যার, এছাড়া উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্ণব বসাক, ও লেকচারার সুমন চন্দ্র পাল স্যার।

সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল উক্ত সেমিনারে। বর্তমান সময়ের শিক্ষার্থীদের আগ্রহের একটি সেক্টর হল প্রিন্টিং। সদ্য বেরিয়ে যাওয়া টেক্সটাইল গ্রাজুয়েটদের প্রথম পছন্দ প্রিন্টিং। কেননা এই সেক্টরে এখনো অনেক নন টেকনিক্যাল লোক কাজ করেন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য অনেক বেশি সুযোগ রয়েছে। টেক্সটাইল গ্রাজুয়েটরা এই সেক্টরে দ্রুততম সময়ে পদোন্নতি লাভ করার কারণে এই সেক্টর এখন শিক্ষার্থীদের জন্য ট্রেন্ডিং এ পরিণত হয়েছে । উক্ত সেমিনারের মূল বিষয়বস্তু ছিল প্রিন্টিং সম্পর্কে শিক্ষার্থীদের বেসিক ধারণা প্রদান ও ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে তাদের জানানো।যার ফলে শিক্ষার্থীরা যখন প্রিন্টিং এ ক্যারিয়ার গড়তে যাবেন তারা যেন অতি দ্রুত সবকিছু সহজেই শিখে যেতে পারেন। ইন্ডাস্ট্রিতে ভালো করতে গেলে উক্ত বিষয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা আবশ্যক অন্যথায় ক্যারিয়ার ডেভলপ করে না। যিনি উক্ত সেমিনার নিয়েছেন তিনি এই বিষয়ে প্রতিনিয়ত দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে সেমিনার করে থাকেন ও ইউনিফিল কম্পোজিট লিমিটেড এর চিফ ডিজাইনার ও CAD ম্যানেজার। সোহেল স্যার সহজ ও প্রাণবন্ত ভাষায় উক্ত সেমিনারের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের প্রিন্টিং এ নানান কিছু শিখিয়েছেন ও এর প্রতি আগ্রহ জন্মিয়েছেন। তিনি প্রিন্টিং এর বিভিন্ন মেশিন ও কার্যক্রম সম্পর্কে সকলকে ধারনা দেন এবং ভিডিওর মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরেন। কিভাবে একটি অর্ডার থেকে ডিজাইন ডেভেলপ করে কাপড় ডেলিভারি পর্যন্ত সকল প্রসেস সম্পর্কে ধারণা দেন। অতঃপর সিটি ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি এর ক্যাম্পাস এম্বাসেডর মাহামুদুল হাসান সাজিদ তাদেরকে জানান কিভাবে বিভিন্ন অরগানাইজেশন এ কাজ করার মাধ্যমে নিজের স্কিল ডেভেলপমেন্ট করা যায় এবং নেটওয়ার্কিং গড়ে তোলা যায়। আমরা বিভিন্ন অরগানাইজেশনে কেন ভলান্টিয়ার হিসেবে কাজ করব সে বিষয়েও ধারণা দান করেন।

সিটি ইউনিভার্সিটি তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি কিভাবে কাজ করে যাচ্ছে এবং নতুন যারা আছেন তারা কিভাবে এইখানে যুক্ত হতে পারেন সে সম্পর্কেও সম্মুখ ধারণা প্রদান করে। পড়ন্ত বিকেলে সেমিনার শেষে সকলে মিলে একটি গ্রুপ ছবি ও ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন জনাব প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির স্যার সম্মাননা স্মারক শওকত হোসেন সোহেল স্যার কে তুলে দেওয়ার মাধ্যমে সেমিনারে সমাপ্তি ঘোষনা করা হয়।

"City University Textile Club" Presents "All Over Printing Design And Development "আগামী ২৯ আগষ্ট ২০২৩ রোজ মঙ্গলবার বেলা...
27/08/2023

"City University Textile Club" Presents
"All Over Printing Design And Development "
আগামী ২৯ আগষ্ট ২০২৩ রোজ মঙ্গলবার বেলা ১০ ঘটিকায় সিটি ইউনিভার্সিটি অডিটোরিয়াম এ একটি সেমিনার আয়োজন করা হয়েছে। টেক্সটাইল এর সকলকে উক্ত সেমিনার এ থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে।বিশেষ করে সিনিয়র শিক্ষার্থীদের অবশ্যই থাকতে হবে।

Note : সফলভাবে উক্ত সেমিনার শেষে ওয়াশিং এর উপর একটি সেমিনার আয়োজন করা হবে।
আশা করবো সকলে পাশে থাকবেন।
ধন্যবাদ।

Address

Khagan
Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when City University Textile Club - CUTC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share