আল্লাহর পথে চলি

আল্লাহর পথে চলি Assalamualaikum

--মা ১০ টা বছর হলো তোমার মুখটা দেখিনা! এখন দেশে চলে যাই প্লিজ?মা : তুই এতো নাটক জানিস । এখন মুখ দেখার দরকার নেই।  ছেলে :...
12/08/2023

--মা ১০ টা বছর হলো তোমার মুখটা দেখিনা! এখন দেশে চলে যাই প্লিজ?

মা : তুই এতো নাটক জানিস । এখন মুখ দেখার দরকার নেই।

ছেলে : মা তোমাকে দেখার জন্যে এই মন ব‍্যকুল হয়ে আছে।

মা : দেশে আসে কি করবি হ‍্যা! আরো ৩/৪ বছর থাক তোর ছোট বোনটার বিয়েটা শেষ হোক আগে?

ছেলে : যাই না মা প্লিজ! আমার আর ভালো লাগেনা এই প্রবাস জীবন।

মা : আশ্চর্য তুই দেশে এসে কি করবি শুনি।

ছেলে : এতো দিনে যতো টাকা ইনকাম করছি ওই গুলা দিতে একটা ব‍্যবসা করবো।

মা : কিসের টাকা হ‍্যা। তোই ওই টাকা আছে নাকি শুনি।

ছেলে : নেই মানে। আমি যে ১০ বছর টাকা পাঠাইলাম সেই টাকা কি করলে তোমরা।

মা : কি আবার করবো। তোকে বিদেশ পাঠাইছি মানুষের কাছে টাকা ধার নিয়ে। সেই টাকা শোধ করছি। আবার আমরা খাইছি। তোর ছোট ভাইকে একটা বাড়ি করে দিছে।

ছেলে : ওহ! কিন্তু মা তুমি যে বলেছিলে তোর একটি টাকা ও নষ্ট হয়নি। সব টাকা আমানত ভাবে আছে।

মা : বলছি তা বলছি।

ছেলে : আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। মা তোমার শরীর কেমন আছে। সুস্থ আছো তো। ঠিক ভাবে ওষুধ খাচ্ছো তো।

মা: হ‍্যা ভালো আছি। এখন ফোন কাট পরে কথা হবে।

ছেলে : মা তুমি জিঙ্গেস করবে না আমি কেমন আছি।

মা : বিদেশে কেউ খারাপ থাকে নাকি। সবাই তো ভালোই থাকে। এখানে জিঙ্গেস করার কি আছে।

ছেলে : ওহ সেটাও তো একটি কথা।

মা : আচ্ছা ফোন রাখ কাজে যা এখন!

ছেলে : মা আর একটু কথা বলিনা। প্লিজ? আমার ফোন কাটতেই ইচ্ছে করতেছে না। বলিনা আর একটু কথা।

মা : তোর কোন কাজ নেই দেখে আমার ও কজ নেই।

ছেলে : ওমা এমন করো কেনো। তোমার সন্তানের সাথেই তো কথা বলতেছো। বলোনা আর একটু কথা।

--ছেলের এই কথাটি শেষ হতে না হতেই মোবাইটি টু টু টু টু টূ কেটে যায়। আর বুঝার শেষ নেই ছেলের যে মা বিরক্ত হয়েছে।

--তাই ফোনটি কেটে দিয়েছে?

--মন খারাপ করে ছেলে কাজে চলে যায়। তো কাজে এসে দেখে আজ পামওয়েল তৈলের গাছ পরিষ্কার করতে হবে।

--মন দিয়ে গাছটি পরিক্ষার করতেছে হটাৎ একটি মারাত্মক বিষধর সাপ বের হয়ে তার পায়ে কামর দেয়। ছেলেটি বুজতে না পেরে কাজ করেই যাচ্ছে। যখন সেই সাপের বিষটা পুরা শরীরের এ বিস্তার হয়। তখন ছেলেটি বুজতে পারে তাকে সাপ কামর দিয়েছে। কিন্তু সেই সময় আর ছেলেটির কিচ্ছুটি করার ছিলো না। এর ঠিক ১০ মিনিট পরেই মারাত্মক বিষের প্রভাবে ছেলেটি মা-রা যায় সেখানেই!!

--এর পরে কিছু প্রবাসি তার ফোনে মায়ের ফোনে কল দেয় ওর ফোন নিয়ে।

--ফোনটি রিসিভ করার সাথে সাথেই ওই দিকে থেকে আওয়াজ আসতেছে।

--এই তোকে বলছি না এতো ফোন দিবিনা। বিদেশে শুখে আছিস তো কাজ কাম নেই তেমন। সব সময় ফোন দিতে হবে দেশে ।

--এই কথাটি শুনেই একজন এই পাশ থেকে বলে উঠে।

--খালা আম্মা আপনাকে আর কেউ ডিস্টাপ করবেনা। আপনার টাকা বানানোর মেশিন টা আজ পরিপূর্ণ ভাবে নষ্ট হয়েছে। আপনার সন্তান মা-রা গিয়েছে। আমার লাশ পাঠানোর ব‍্যবস্তা করতেছি। অন্তাত্ত তার মৃ'ত দেহ টাকে দেশের মাঠিতে কবর দিয়েন।

--কি হয়েছে আমার ছেলের!

--আপনার সন্তান আর এ পৃথিবীতে নেই। ও কে সাপ কামর দিয়ে ছিলো সেখানেই মা-রা গিয়েছে।

--এই কথাটি শুনেই মা কান্না করতে থাকে।

--আর এই দিকে কিছু প্রবাসি মিলে তার মৃ'ত দেহটায় টেপ পেছিয়ে দেশে পাঠিয়ে দেয়।

( আমরা এই প্রবাসিকেই ঘৃনা করি। এই প্রবাসিকেই নাটকবাজ বলি। এরাই নকি অযোগ্য মানুষ । আমি হাসিব বলি এটাই হলো দেশের খাটি সোনা। এরাই দেশের রত্ন। এটাই দেশের একটি শক্তি! )

ভালোবাসা নিও প্রিয় প্রবাসি ভাইয়েরা আমার 💝

★সত্য ঘটনা অবলম্বনে★
★সমাপ্ত★

যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন

মোঃ মোবারক ইসলাস সবুজ

নারীর কাছেই একজন পুরুষের মানসিক শান্তি থাকে।নারী চাইলেই একজন পুরুষকে দুনিয়ায় জান্নাতের সুখ দিতে পারে। আবার চাইলেই একজন প...
11/08/2023

নারীর কাছেই একজন পুরুষের মানসিক শান্তি থাকে।
নারী চাইলেই একজন পুরুষকে দুনিয়ায় জান্নাতের সুখ দিতে পারে। আবার চাইলেই একজন পুরুষের জীবন নরক করে দিতে পারে।

নারীকে তুমি যতবেশি ভালোবাসবে নারী তার চেয়ে শতাধিক ভালোবাসা ফিরিয়ে দিবে। আর নারীকে অবহেলা করলেই নারী পথরের চেয়েও কঠিন রূপ ধারণ করবে।

নারী হলো কাদা যুক্ত মাটির মতো।
কাদা মাটি দিয়ে যেমন নানা রকম
আসবাবপত্র তৈরি করা যায়।
নারীকে ঠিক ভালোবেসে যেমন ভাবে
গড়বে, নারী ঠিক সেভাবেই তৈরি হবে।

লেখা: মোঃ মোবারক ইসলাস সবুজ

নওগাঁর বদলগাছীতে মাতাজী-বদলগাছী সড়কের চাকরাইল নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নজিপুর থেকে...
01/08/2023

নওগাঁর বদলগাছীতে মাতাজী-বদলগাছী সড়কের চাকরাইল নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নজিপুর থেকে নওগাঁগামী সামনের বাসকে ওভারটেক করেত গিয়ে পিছনের বাসটি খাদে পড়ে। বাসে ২৫/৩০ জন যাত্রী ছিল। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এবং বাসের ভিতরে যাত্রী আটকা পড়ে প্রাণহানীর আশংকা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে...

---এই দেহের স্বাদ নিতে হলে টাকা দিতে হবে বাবু?--হুম দিবো! চল আমার সাথে বাসায়। মন ভরে ভালোবাসা দিবো তোকে। --ঠিক আছে চলেন।...
26/07/2023

---এই দেহের স্বাদ নিতে হলে টাকা দিতে হবে বাবু?

--হুম দিবো! চল আমার সাথে বাসায়। মন ভরে ভালোবাসা দিবো তোকে।

--ঠিক আছে চলেন। বাবু তোর বউ নেই ঘরে।

--বউ থাকলে কি তোরে নিয়ে আসতাম বল। তুই আজ আমার বউ হয়ে থাকবি রাতে।

--বাবু , আরেকটি কথা আমি কিন্তু আগে টাকা নিমু! তার পরে তোরে ভালোবাসা দিমু।

--আগে টাকা নিবি কেনো বল?

--আসলে বাবু আমার মা খুব অসুস্থ ছোট একটা বোন আছে ভাই আছে। ওদের খাওয়াইতে হয় পরাইতে হয়। তাই আগে চাইছি।

--এই সব খারাপ কাজ করে তোর পরিবারের মানুষ কে ও খাওয়াস।

--কি করমু বাবু বল? কেউ কাজ দেয়না।

--আচ্ছা তোর পরিবারের লোক জানে তুই এই কাজ করিশ!

--নারে বাবু জানে না। ওদের বলি আমি একটা বাসায় কাজ করি। জানিস বাবু আমার ইচ্ছে আমার ভাই বোনদের অনেক বর সাহব করবো। ঠিক তোর মতো?

--তাই। আচ্ছা এই নে এখানে ৫ হাজার টাকা আছে যা আগে বিকাশে পাঠাই দিয়ে আয়।

--এতো টাকা তো না। আমার সাথে থাকতে হলে ১ হাজার টাকাই যথেষ্ট?

--তোরে ভালো লাগছে তাই দিছি। নিয়ে নে পুরাটা।

--এই কথাটি শুনেই মেয়েটি খুশি হয়ে যায়। সাথে সাথে একটি বিকাশের দোকানে গিয়ে টাকা টা পাঠিয়ে দেয়।

--বাবু কাজ শেষ চল এখন তোর বাসায়! তুই আজ আমাকে খুশি করেছিস আমি ও তোরে আজ খুশি করবো।

--আচ্ছা একটা কথা বল তুই মুখে মাক্স পরে আছিস কেনো মাস্কটা খুল?

--না এখন না। আগে বাসায় চল সেখানে গিয়ে দেখিস আমাকে ?

-- এর পরে লোকটি ও আর কোন রকমে কথা না বাড়িয়ে সোজা বাসায় চলে আসে মেয়েটিকে নিয়ে।

--এখন তো মাক্সটা খুল দেখি একটু ভালো করে।

--যখনি মেয়েটি মাক্স খুলে। সাতে সাথে ছেলেটি / লোকটি অবাক হয়ে যায়। কারন এতো সুন্দর মেয়ে এই কাজ করে।

--কি বাবু এই ভাবে তাকিয়ে আছিস কেনো।

--তুই এতো সুন্দর মেয়ে এই নোংরা কাজ করিশ।

-- কি আর করবো বাবু সব পরিস্থিতি। আল্লাহ্ যে কখন কাকে কোথায় আনবে কেউ জানে না। এই সব বাদ দে তোর কাজ তুই কর।

--এর পরে লোকটি আর কিছু না বলে। মেয়েটীর শরী-রের স্বাদ নিতে থাকে।

( হ‍্যা এটাই হলো পতিতালয়ের মেয়েদের জীবন কাহিনি )

🚫কেউ খারাপ চোখে দেখবেন না। শুধুমাত্র বাস্তবতা তুলে ধরলাম 🚫



#অনু_গল্প_ ( #পতিতা )

কাহিনী ও লেখা : মোঃ মোবারক ইসলাস সবুজ

স্যার একটা কথা কমু?-কি বল?-আইজ আমারে সাড়ে ১২ টায় ছুটি দেবেন?-কেন? কি করবি?-বাসায় গিয়া ভাত খামু। পেটে খুব ক্ষিধা।-কেন ...
26/07/2023

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সাড়ে ১২ টায় ছুটি দেবেন?
-কেন? কি করবি?
-বাসায় গিয়া ভাত খামু। পেটে খুব ক্ষিধা।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বী না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে পারি না।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে স্কুল ছুটির পর গেলে কচু রাইন্ধা রাখবে। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?

হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।

তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে।

এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার! সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন?? তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই।

ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর।

গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজ এ অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন। তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না।

ঐ গরীব লোক গুলোর অপরাধ কি?

অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।

আসুন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এদের পাশে দাড়াই। আমাদের টাকা থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি।

আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন।

MD MOBARAK ISLAM SOBUJ

❤️বোন আজ তোমাদের কিছু বাস্তব কথা বলি ❤️পুকুরের পানি সবাই  ব্যবহার করে কিন্তু কেও খায় না, আলু সব তরকারির সাথে মেশে কিন্তু...
23/07/2023

❤️বোন আজ তোমাদের কিছু বাস্তব কথা বলি ❤️
পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেও খায় না, আলু সব তরকারির সাথে মেশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না,মিষ্টির দোকানে মাছি অতিরিক্ত থাকে কিন্তু প্রয়োজন শেষে কেউ থাকেনা, ওইটা দোকানদারের কোন ওয়েটি টুইট না,খোসা সহ একটি কলার দাম 5 টাকা যখন ওই খোসাটা ফেলে দেবে তখন ওই কলা টা কেউ ফ্রী ও নেবে না,তখন কলা টা মশা মাছির খাবার হবে,বোন তোমা কে এটা আমি বলতে চাই,তোমার দেহটাকে এমন করো না,যে সবাই পুকুরের পানির মত ব্যবহার করে,তোমার মন টা কে আলুর মতো করো না সবাই মিসবে বাট কেউ পছন্দ করবে না, তুমি তোমার মন টা কে মিষ্টির দোকানের মতো করিওনা,সবাই মাছি হয়ে ঢুকবে আবার কুদা শেষে বের হয়ে যাবে,বেপর্দা হীন ভাবে চলাফেরা করো না সবাই তাকিয়ে মজা নিবে কিন্তু কেউ সম্মান দিবে না, বধু হিসাবে কেও মেনে নিবেনা,তুমি তোমার শরীল কে কলার মতো খুলে দিও না, মাশা মাছির মতো সবাই খেয়ে চলে যাবে, কাও কে ফ্রী দিলে ও নিবে না, তুমি আজ জাদের সাতে কথাবলে মজা নেও বা দেও, তারাও তোমা কে বেবোহার করে সেসে ফেলে দিবে, লোকাল বাছে সবায় উঠে কিন্তু কেও শেষ পর্যন্ত থাকে না, যে তোমাকে আজ খারাপ বানাচ্ছে, সে কাল তোমাকে বলবে চরিত্র খারাপ হয়ে গেছে,
বোন বর্ত মান পরিস্থিতি খুই খারাপ, হে আল্লাহ আপনি আমার বোন দের কে হেফাযোত করুন।
আমিন

মোঃ মোবারক ইসলাস সবুজ 🥰🥰...!

শিক্ষনীয় গল্পঃএকদিন গাধা বাঘকে বলল — "ঘাসের রং নীল। "বাঘ উত্তর দিল — "না, ঘাসের রং সবুজ। "কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচ...
22/07/2023

শিক্ষনীয় গল্পঃ

একদিন গাধা বাঘকে বলল — "ঘাসের রং নীল। "

বাঘ উত্তর দিল — "না, ঘাসের রং সবুজ। "

কিছুক্ষনের মধ্যেই দু'জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।

রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল — " মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?"

সিংহ উত্তর দিল -- " হ্যাঁ, ঘাসের রং নীল।"

গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —" বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।"

সিংহ তখন ঘোষণা করল --" বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।"

গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — " ঘাসের রং নীল, ঘাসের রং নীল।"

বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল —" মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।"

সিংহ বলল —" ঠিক, ঘাসের রং সবুজ।"

বাঘ জিজ্ঞাসা করল —" তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?"

সিংহ উত্তর দিল —" তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ।"

শিক্ষাঃ মুর্খের সাথে কখনো তর্কে যেওনা।

মোঃ মোবারক ইসলাস সবুজ 🥰🥰🥰

24/03/2023
11/03/2023

Yousuf Zulekha Bangla Dubbing Episode 5 _ (ইউসুফ জুলেখা) পর্ব - ৫ _ নতুন পর্ব প্রতি দিন রাত ৯-৩০ মিনিটে সারা হবে

10/03/2023

Yousuf Zulekha Bangla Dubbing Episode 4 _ (ইউসুফ জুলেখা) পর্ব - ৪ _

09/03/2023

Yousuf Zulekha Bangla Dubbing Episode 3 _ (ইউসুফ জুলেখা) পর্ব - ৩ ,, নতুন পর্ব প্রতি দিন রাত 9-30 মিনিটে সারা হবে

08/03/2023

Yousuf Zulekha Bangla Dubbing Episode 2 _ (ইউসুফ জুলেখা) পর্ব - ২ _ নতুন পর্ব প্রতি দিন রাত ৯-৩০ মিনিটে সারা হবে

07/03/2023

Yousuf Zulekha Bangla Dubbing Episode 1 _ (ইউসুফ জুলেখা) পর্ব - ১ _ প্রতি দিন রাত 9-30 মিনিটে নতুন পর্ব পাবেন !

আল্লাহ্ আমাদের সবাইকে তুমি সঠিক পথ ধরে চলার তৌফিক দান করুন -- আমিন..........
25/01/2023

আল্লাহ্ আমাদের সবাইকে তুমি সঠিক পথ ধরে চলার তৌফিক দান করুন -- আমিন..........

14/01/2023

আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওম্মত,, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও,,, আমিন

Address

Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল্লাহর পথে চলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category