Mominur Rahman-Momin

Mominur Rahman-Momin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mominur Rahman-Momin, Video Creator, Savar.
(3)

বাংলাদেশ গৌরবময় ইতিহাস,ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে আনার চেষ্টা মাত্র।

"সত্যপথের তীর্থ-পথিক! ভয় নাহি, নাহি ভয়,
শান্তি যাদের লক্ষ্য, তাদের নাই নাই পরাজয়!"

03/06/2024

সাভার উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল টুর্নামেন্ট ২০২৪। নাবিল একাদশ vs বিকাশ এফসি।

ফুল কে ভালোবাস - যত্ন নাও -❤️
02/06/2024

ফুল কে ভালোবাস - যত্ন নাও -❤️

02/06/2024
আমরা যা কিছু খাই বা পান তা ঐ এক আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা নিয়ামত, তাই সর্ব অবস্থায় মহান আল্লাহ্ শুকরিয়া আদায় করা উচিৎ -...
13/05/2024

আমরা যা কিছু খাই বা পান তা ঐ এক আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা নিয়ামত, তাই সর্ব অবস্থায় মহান আল্লাহ্ শুকরিয়া আদায় করা উচিৎ - আলহামদুলিল্লাহ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি),কাশিমপুর, গাজীপুর মহানগর। প্রতিষ্ঠা করা হয় - ১৯৬৭ সাল কার্যক্রম শুরু হয় ১৯৯০ সাল...
12/05/2024

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি),
কাশিমপুর, গাজীপুর মহানগর।
প্রতিষ্ঠা করা হয় - ১৯৬৭ সাল কার্যক্রম শুরু হয় ১৯৯০ সাল। উদ্যান মোট ভূমি আয়তন ৬৩.৬৭ একর। অর্ধশতাধিক কর্মকর্তা দ্বারা পরিচালিত হয় এই উদ্যান।
এই উদ্যান দর্শনার্থী জন্য উন্মুক্ত।

২০১৮ সালে জানুয়ারি -তে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান।
11/05/2024

২০১৮ সালে জানুয়ারি -তে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

11/05/2024

সনাতন ধর্মাবলম্বীদের চড়ক পূজা অনুষ্ঠান।

এই অনুষ্ঠান চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো। প্রচলিত রয়েছে, ১৪৮৫ খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজোর প্রচলন করেন। রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়কপুজো কখনও রাজ-রাজড়াদের পুজো ছিল না। পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল।

এই পূজার অপর নাম নীল পূজা। গম্ভীরাপূজা বা শিবের গাজন। শিব কে তুষ্টি করার জন্য এই পূজা করেন।

১৮৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে বন্ধ করলেও গ্রামবাংলার যে সব অঞ্চল মূলত কৃষিপ্রধান সেখানেই চড়কপূজা উৎসব হিসেবে পালিত হয়ে আসছে।

গাজীপুর উপজেলা  চা বাগান বাজার " মাঠা জন্য প্রসিদ্ব একটি বাজার,তুরাগ নদী সংযোগ - কালিয়াকৈর নদী তীরে অবস্থিত এই বাজার।
11/05/2024

গাজীপুর উপজেলা চা বাগান বাজার " মাঠা জন্য প্রসিদ্ব একটি বাজার,তুরাগ নদী সংযোগ - কালিয়াকৈর নদী তীরে অবস্থিত এই বাজার।

শুভ সকাল - ১যিলক্বদ১৪৪৫ হি. ইয়াওমুল জুম'আআলম- ইস্তেগফার সাথে বেশি বেশি দূরুদ শরীফ পাঠ করা।
10/05/2024

শুভ সকাল -
১যিলক্বদ১৪৪৫ হি. ইয়াওমুল জুম'আ
আলম- ইস্তেগফার সাথে বেশি বেশি দূরুদ শরীফ পাঠ করা।

জন্মেছি এই বাংলাদেশে, এই বাঙালি বেশেসবাই আছি পাশাপাশি, এই ভাটির দেশে।ভাটির দেশে। ভাটির দেশে।তোমার আমার অঙ্গে মাখা, একি ধ...
09/05/2024

জন্মেছি এই বাংলাদেশে, এই বাঙালি বেশে
সবাই আছি পাশাপাশি, এই ভাটির দেশে।
ভাটির দেশে। ভাটির দেশে।
তোমার আমার অঙ্গে মাখা, একি ধূল মাটি
এই মাটিতেই সাজিয়েছি, সংসার পরিপাটি।
সংসার পরিপাটি ।
আমার আর কিছু নাই, কেহ নাই।

09/05/2024

আশুলিয়া থানা, ইয়ারপুর ইউনিয়ন ধনাইদ গ্রামে
মরহুম হাজী করীম বক্স - সম্পর্কে আমাদের পূর্বপুরুষ
আনুমানিক - ১৭৮৫ সালে এই মসজিদ নির্মাণ করেন,যার কাজ শেষ হয় ১৮০৫ সালে। তিনি এলাকা মানুষের কথা ভেবে একটি পুকুর খনন করেন। তিনি একজন ধার্মিক ব্যাক্তি ছিলে। বর্তমান তার উত্তরসরি
তালুকদার বংশ নামে পরিচিত।

মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি।

বিঃদ্রঃ বর্তমানে ৪ তলা, ২ মিনার বিশিষ্ট একটি নতুন মসজিদ ভবন নির্মাণ করা হয়েছে। প্রথম ২ তালা সম্পন্ন। যদিও পুরাতন মসজিদ ভেঙ্গে ফেলা হয়েছে।

Address

Savar
1341

Telephone

+8801913458305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mominur Rahman-Momin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mominur Rahman-Momin:

Videos

Share

Category