বিজ্ঞান সংবাদ - Science News

বিজ্ঞান সংবাদ - Science News Country's first Sci-Tech Daily News Portal "বিজ্ঞান সংবাদ - Science News" aims to keep you updated wi

জোতির্বিজ্ঞানের অন্যতম আকর্ষণের নাম কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। সেই ১৯৭১ সালে আবিষ্কার হওয়া প্রথম ব্ল্যাক হোল Cygnus X-1...
30/08/2024

জোতির্বিজ্ঞানের অন্যতম আকর্ষণের নাম কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। সেই ১৯৭১ সালে আবিষ্কার হওয়া প্রথম ব্ল্যাক হোল Cygnus X-1 থেকে শুরু করে বিশ বছরের দীর্ঘ গবেষণার ফসল ২০১৭ সালে প্রকাশ পাওয়া প্রথম ব্ল্যাক হোলের স্থির চিত্র সবই ছিলো আলোচনার শীর্ষে। আর সেই পালে হাওয়া লাগাতে নতুন সংযোজন এক লুকায়িত দানবের খোঁজ পেয়েছে ইউরোপের একদল মহাকাশ গবেষক। সম্প্রতি মঙ্গলবার ইউরোপ স্পেস এজেন্সি(Europe Space Agency) জানায়, আমাদের অতি নিকটে মাত্র ২০০০ আলোকবর্ষ (Light Year) দূরে সূর্যের ভরের প্রায় ৩৩ গুণ একটি স্টেলার (Stellar) ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া গেছে যা শুধু আমাদের গ্যালাক্সিই নয় বরং অনতিদূর সকল গ্যালাক্সিতে পাওয়া এযাবৎ কালের সর্ববৃহৎ স্টেলার(Stellar) ব্ল্যাক হোল।

Gaia Space Observatory'র আবিষ্কৃত তৃতীয় স্টেলার ব্ল্যাক হওয়ায় এর নাম রাখা হয়েছে "Gaia BH3"! আর এটি নিয়ে তারা এতটাই উচ্ছাসিত যে পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই এই সংবাদ প্রচার করা হয়েছে যাতে অন্যান্য মহাকাশ গবেষণাকারীরা এটি নিয়ে আরো যুগান্তকারী গবেষণা করতে পারে!

এইচ.আই.ভি বা এইডস আমাদের সকলের কাছেই পরিচিত একটি রোগের নাম, যা রোগীর ইমিউন সিস্টেমকে নষ্ট করে মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি ...
29/08/2024

এইচ.আই.ভি বা এইডস আমাদের সকলের কাছেই পরিচিত একটি রোগের নাম, যা রোগীর ইমিউন সিস্টেমকে নষ্ট করে মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি করে। এই রোগে আক্রান্ত রোগীদের অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়, যা দেহে ভাইরাসের প্রতিলিপি সৃষ্টিতে বাধা দেয় এবং ইমিউন সিস্টেমকে মেরামত করে অন্যান্য জটিল পরিস্থিতি এড়াতে সহায়তা করে। সাধারণত এইচ.আই.ভি আক্রান্ত ব্যক্তির প্রতিদিন ১ টি থেকে ৪ টি করে ট্যাবলেট গ্রহণ করতে হয়।

বিশ্বের বিভিন্ন দেশে এইচ.আই.ভি মহামারি আকারে দেখা দিলেও সম্প্রতি এক গবেষণায় দেখা যায় অধিকাংশ রোগীই এই রোগের ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখে না। এর প্রধান কারণ হলো এই রোগের চিকিৎসা ব্যয়বহুল। গত ৩ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদি চিকিৎসা ক্যাবেনুভা টিকা পাওয়া যাচ্ছে, যা প্রতি মাসে দুইবার করে নিতে হয়, এই চিকিৎসার জন্য খরচ হয় ৩৯,০০০ ডলারেরও বেশি। যা স্বল্প আয়ের দেশগুলোর জন্য এক বিরাট ব্যাপার।

তবে সম্প্রতি দীর্ঘ-কার্যকরী Cabotegravir এবং Rilpivirine এর ইন্ট্রামাসকুলার ইনজেকশন একটি অভিনব, দীর্ঘ-কার্যকরী অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এ আর টি) এর সংমিশ্রণ, যা এইচ.আই.ভি আক্রান্ত ব্যক্তিদের জন্য কার্যকরী প্রতিরোধ ব্যবস্থাজনিত চিকিৎসা হিসাবে অনুমোদিত হয়েছে। Cabotegravir এবং Rilpivirine এর দীর্ঘমেয়াদি ডোজ প্রতিদিন একবার ওষুধ গ্রহণ থেকে প্রতি মাসে একবার, পরবর্তীতে প্রতি দুই মাসে একবার ইনজেকশন নেয়া যেতে পারে।

আশা করা যাচ্ছে, সামনে ৫-১০ বছরের মাঝে এই রোগকে মহামারি আকার থেকে সহজে নিরাময়যোগ্য রোগ হিসেবে নিয়ে আসা সম্ভব হবে এই ওষুধগুলোর মাধ্যমে।

আরো বিস্তারিত জানুন কমেন্টে ⬇️

সম্প্রতি আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত জুনো (Juno) মিশন এর মাধ্যমে বৃহস্পতির উপগ্রহ আইও (Io) এর জমিনে বিশা...
28/08/2024

সম্প্রতি আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত জুনো (Juno) মিশন এর মাধ্যমে বৃহস্পতির উপগ্রহ আইও (Io) এর জমিনে বিশাল আকার লাভার হ্রদ এর ছবি তোলা হয়েছে যাতে ব্যবহার করা হয়েছে ইনফ্রারেড প্রযুক্তি। সৌরজগতে সবচেয়ে বেশি আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে ধরা হয় এই উপগ্রহকেই।

নাসার মতে, সেখানে প্রায় ৩ শতাংশ এলাকা জুড়েই গলিত লাভার হ্রদ রয়েছে। নাসার এই মিশন থেকে লাভার হ্রদের চিত্র ও তথ্য নিয়ে গবেষকরা Nature Communications Earth and Environment এ জার্নালও প্রকাশ করেছেন।

আরো বিস্তারিত জানুন কমেন্টে ⬇️

আমাদের মাঝে এমন হাজারো লোক আছে যাদের প্রতিদিন এক কাপ চা বা কফির ক্যাফেইন পেটে না পড়া পর্যন্ত সকালই হয় না। কাজে মন না লাগ...
28/08/2024

আমাদের মাঝে এমন হাজারো লোক আছে যাদের প্রতিদিন এক কাপ চা বা কফির ক্যাফেইন পেটে না পড়া পর্যন্ত সকালই হয় না। কাজে মন না লাগা বা আলসেমি লাগলে, আবার খাও ক্যাফেইন। একদম শরীর, মন চাঙ্গা করে কার্যক্ষমতা বৃদ্ধি করে তোলার মূলমন্ত্র যেন ক্যাফেইন। কিন্তু যে ক্যাফেইন আমাদের চাঙ্গা করে তোলে, সেই ক্যাফেইন জ্বালানি কোষের কার্যক্ষমতাও বাড়াতে পারে তা কি জানতেন?

আপনাদের জন্য দুইটি প্রশ্ন।প্রথম প্রশ্নে যদি জিজ্ঞেস করি, "ক্যালকুলেটর" কী? তাহলে অনেকেই হয়তো বলবেন, ক্যালকুলেটর একটি ইলে...
27/08/2024

আপনাদের জন্য দুইটি প্রশ্ন।

প্রথম প্রশ্নে যদি জিজ্ঞেস করি, "ক্যালকুলেটর" কী? তাহলে অনেকেই হয়তো বলবেন, ক্যালকুলেটর একটি ইলেকট্রনিক যন্ত্র যা বিভিন্ন গাণিতিক হিসাব-নিকাশ করতে ব্যবহৃত হয়, এর মাধ্যমে জটিল গাণিতিক সমস্যাও সহজে সমাধান করা যায়। বেশ ভালো, সহজ এই প্রশ্নের উত্তর দেয়াটাও সহজ।

এবার দ্বিতীয় প্রশ্নে যদি জিজ্ঞেস করি, "হৃদরোগ ক্যালকুলেটর কী?" এবার কিছুটা থতমত খাওয়াই লাগবে। অদূর ভবিষ্যতে আপনিও হয়তো ব্যবহার করতে পারবেন এই ক্যালকুলেটর, তাহলে চলুন জেনে নেয়া যাক কী এই জিনিস! 😄

Gen-Z দের অনেক ভালো গুণ থাকলেও একটা বদ অভ্যাস হলো কারণে অকারণে 'meal skip' করা। কেউ ওজন কমানোর জন্য করেন, কেউ হয়তো ব্যস্...
26/08/2024

Gen-Z দের অনেক ভালো গুণ থাকলেও একটা বদ অভ্যাস হলো কারণে অকারণে 'meal skip' করা। কেউ ওজন কমানোর জন্য করেন, কেউ হয়তো ব্যস্ততার কারণে খেতেই ভুলে যান! আবার কেউ সকালের খাবার দুপুরে, আর দুপুরের খাবার রাতে খান। আর junk food নির্ভরতা তো আছেই। সম্প্রতি গবেষকরা বলেছেন খাবারে অনিয়ম থেকে বেড়ে যেতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি!

চলুন জেনে নেয়া যাক এই অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে আমাদের ঠিক কতটা স্বাস্থ্য ক্ষতি হচ্ছে।

বাংলাদেশে প্রতিবার বন্যার পরপরই দেখা দেয় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, ২০২৪ সালে যে তা আরো ভয়াবহভাবে দেখা দিতে পারে তা আর ব...
24/08/2024

বাংলাদেশে প্রতিবার বন্যার পরপরই দেখা দেয় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, ২০২৪ সালে যে তা আরো ভয়াবহভাবে দেখা দিতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু রোগের প্রাদুর্ভাব প্রতিবার আসে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে বায়োকেমিস্ট্রির কিছু জ্ঞান কাজে লাগিয়ে এখন থেকেই যদি পদক্ষেপ নেয়া যায়, তাহলে বন্যা পরবর্তী রোগের প্রাদুর্ভাব অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব, সাথে কমতে পারে রোগীর সংখ্যাও। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারি আমরা সবাই, বিশেষ করে ত্রাণ সামগ্রীতে কাজ করা স্বেচ্ছাসেবীরা। তো চলুন বিস্তারিত জেনে বন্যার এই সময় থেকেই সচেতনতা ও সঠিক পদক্ষেপ নেয়ার মাধ্যমে পরবর্তী পরিস্থিতি তে বুদ্ধির সাথে মোকাবেলা করা শুরু করি!

বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের ফলে প্রায় প্রতি বছরই বন্যায় প্লাবিত হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। বাংলাদেশের ভৌগোলিক অবস্...
21/08/2024

বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের ফলে প্রায় প্রতি বছরই বন্যায় প্লাবিত হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও নদী বিধৌত হওয়ার ফলে বন্যা মোকাবেলা করা অনেকটা দুরুহ ব্যাপার। কিন্তু প্রতিবার বাংলাদেশে বৃষ্টিপাতই কি একমাত্র কারণ বন্যার?

কমেন্টে বিস্তারিত জানার পাশাপাশি জানিয়ে দিন আপনার মতামতও!

বিজ্ঞানের অগ্রযাত্রায় কম্পিউটারের কর্মদক্ষতা ও গতিশীলতা প্রতিনিয়ত বেড়েই চলছে। কিন্তু মানব মস্তিষ্কের সাথে কম্পিউটারের...
21/08/2024

বিজ্ঞানের অগ্রযাত্রায় কম্পিউটারের কর্মদক্ষতা ও গতিশীলতা প্রতিনিয়ত বেড়েই চলছে। কিন্তু মানব মস্তিষ্কের সাথে কম্পিউটারের পার্থক্য চিরন্তন। তবুও মানব মস্তিষ্কের সাথে কম্পিউটারের সংযোগ তৈরি করার জন্য চলছে বিজ্ঞানীদের নানান চেষ্টা। কিন্তু আদৌ কী তা সম্ভব?

উত্তর জানতে চেক করুন প্রথম কমেন্ট।

একবিংশ শতাব্দীতে এসে 'পৃথিবী কি ঘুরে?' এ জাতীয় প্রশ্ন করা নিশ্চয়ই অমূলক। কিন্তু 'পৃথিবী ঠিক কত গতিতে ঘুরছে?' এই প্রশ্ন ক...
20/08/2024

একবিংশ শতাব্দীতে এসে 'পৃথিবী কি ঘুরে?' এ জাতীয় প্রশ্ন করা নিশ্চয়ই অমূলক। কিন্তু 'পৃথিবী ঠিক কত গতিতে ঘুরছে?' এই প্রশ্ন করাই যায়।

প্রশ্নেরই আরো নিখুঁত উত্তর খুঁজলেন জার্মানির একদল গবেষক। নিখুঁতভাবে পৃথিবীর ঘূর্ণনের যন্ত্র বানালেন তারা।

আইনস্টাইন এবং আপেক্ষিকতা পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। মহাকাশ নিয়ে আগ্রহী সকলেই আইনস্টাইন এবং অপেক্ষিকতা এই দুইটি শব্দ অন্ত...
19/08/2024

আইনস্টাইন এবং আপেক্ষিকতা পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। মহাকাশ নিয়ে আগ্রহী সকলেই আইনস্টাইন এবং অপেক্ষিকতা এই দুইটি শব্দ অন্তত একবার হলেও শুনেছেন। কখনও কী মনে প্রশ্ন জাগে বিংশ শতাব্দীর সেরা এই আবিস্কার কি একেবারেই নিখুঁত? হয়তো না। কারণ There is no absolute except Almighty। তবে খুঁতটা কোথায়? চলুন জেনে আসি জগৎ মাতানো আবিস্কারের ত্রুটি সম্পর্কে (প্রথম কমেন্টে)।

বলুন তো, শেষ কবে তারায় ভরা আকাশ দেখেছেন?কবিতার উপমা কিংবা গানের কথায় তারায় ভরা আকাশের প্রশংসা হয়েছে কতোই না! ফেইসবুকের ক...
19/08/2024

বলুন তো, শেষ কবে তারায় ভরা আকাশ দেখেছেন?

কবিতার উপমা কিংবা গানের কথায় তারায় ভরা আকাশের প্রশংসা হয়েছে কতোই না! ফেইসবুকের ক্যাপশনেও নক্ষত্রের হাসিতে ছেয়ে যাওয়া রাতের আকাশ দিব্যি উপজীব্য হয়ে থাকে। কিন্তু এসব থেকে মুখ তুলে একবারের জন্য ব্যস্ত এই নগরের রাতের আকাশের দিকে কি কখনো তাকিয়েছেন?
দেখুন তো চারদিকে আলোয় ঝলমলে এই রাতের শহরে বসে আকাশে কয়টা তারা গুনতে পারেন?

আমরা কি তারায় ভরা আকাশ দিন দিন হারিয়ে ফেলছি? মহাকাশের এত এত নক্ষত্রের আলো দিন দিন কোথায় চলে যাচ্ছে?

বিস্তারিত জানুন কমেন্ট।

২০২২ সালে আফ্রিকার দেশগুলোতে ছড়ানো এমপক্স বর্তমানে হয়ে উঠেছে বিশ্বস্বাস্থ্য উদ্বেগের অন্যতম কারণ। আফ্রিকার গন্ডি ছাড়িয়ে ...
19/08/2024

২০২২ সালে আফ্রিকার দেশগুলোতে ছড়ানো এমপক্স বর্তমানে হয়ে উঠেছে বিশ্বস্বাস্থ্য উদ্বেগের অন্যতম কারণ। আফ্রিকার গন্ডি ছাড়িয়ে এবার পাকিস্তান এবং সুইডিশেও দেখা মিলেছে এমপক্সে আক্রান্ত রোগীর। এরই সাথে জনসাধারণের মনে প্রশ্ন জেগে উঠেছে, ভয়াবহ এই এমপক্স রোগ মহামারীর আকার ধারণ করবে কিনা। যদি একই প্রশ্ন আপনার মনেও জেগে থাকে এবং এমপক্সের আদ্যোপান্ত জেনে যদি নিজে সচেতন এবং অন্যদেরকেও সচেতন করে তুলতে চান, তাহলে কমেন্টে আপনার জন্যই রয়েছে বিস্তারিত।

ক্যাফেতে বসে মামুন আর সুমন গল্প করছিল। পরেরদিন দুপুরে মামুনের হঠাৎ মনে পরলো তার পাশের টেবিলের ভদ্রলোক ক্যাটক্যাটে হলুদ র...
18/08/2024

ক্যাফেতে বসে মামুন আর সুমন গল্প করছিল। পরেরদিন দুপুরে মামুনের হঠাৎ মনে পরলো তার পাশের টেবিলের ভদ্রলোক ক্যাটক্যাটে হলুদ রঙের শার্ট এর সাথে টিয়া রঙের চশমা পরে বসেছিলেন!

মনোবিজ্ঞানের ভাষায় কোনো ঘটনাকে বিশদ ভাবে মনে রাখা কে বলা হয় এপিসোডিক মেমোরি।

মামুন জানতে পারে ইউরেশিয়ান জে পাখির ও এপিসোডিক মেমোরি আছে। তাহলে তারাও কি মানুষের মতোই বুদ্ধিমান? নাকি তাদের মেমোরি তেও ভিন্নতা রয়েছে?

02/08/2023
23/07/2023
19/04/2023

ভারতের ৯ম-১০ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছে ডারউইনের বিবর্তন তত্ত্ব!

বিশেষ দ্রষ্টব্য: আলজাজিরার তথ্য মতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে সম্পূর্ণ ভাবে ডারউইনের এই তত্ত্ব বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের কারিকুলার বোর্ডের তথ্য অনুযায়ী মূলত কোভি*ডের কারণে বইগুলো থেকে বিভিন্ন তথ্য বাদ দেওয়া হয়েছে। ২৩-২৪ শিক্ষাবর্ষে আবার আগের বই ফিরিয়ে আনা হতে পারে। সে ক্ষেত্রে ডারউইনের তত্ত্ব আবার ফিরিয়ে আনা হবে কিনা সে বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই!

08/03/2023

সম্পর্কটা হোক সহমর্মিতা ও সহঅবস্থানের❤️‍🔥

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

#নারীদিবস

05/02/2023

আপনাদের এই ছোট্ট প্লাটফর্মের খবর শীর্ষস্থানীয় ছোট বড় প্রায় সব পত্রিকায় স্থান পেয়েছে। বাকি ছিল প্রথম আলো, অনেক আশা ছিল হয়তো আমাদের নিয়ে কোন একদিন নিউজ হবে।

সেটা আজকে হয়েছে। কমিক বুক নিয়ে যতগুলো সংবাদ হয়েছে, একটিও কোন সাংবাদিককে জানানো লাগেনি। আপনাদের ব্যাপক সাড়া থেকেই তাদের একের পর এক সংবাদমাধ্যমের আগ্রহ থেকে সংবাদ প্রকাশ ও টেলিভিশনে প্রচার।

এর থেকে বড় অর্জন আমাদের জন্য কি ই বা হতে পারে? আজকের প্রথম আলো পড়ে দেখবেন। সাথে আরও আনন্দের সাথে জানাচ্ছি AI কমিক বুকটি আপনারা ১ লক্ষ মানুষ ডাউনলোড করে ফেলেছেন।

টিমের সদস্য বিশেষত Annoy Debnath সহ সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আহবান থাকবে এই কমিক বুকের দ্বিতীয় পার্ট যেন আরও চিত্তাকর্ষক হয়।

#প্রথমআলো #কমিক #সাইফাই #কৃত্রিম #বুদ্ধিমত্তা।

05/10/2022

রসায়নে এবছর যৌথভাবে নোবেলবিজয়ী হয়েছেন ক্যারোলিন আর.বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে.ব্যারি শার্পলেস। ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়ন নিয়ে গবেষণার জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস ক্যারোলিন আর. বার্টোজি,মর্টেন মেলডাল এবং কে.ব্যারি শার্পলেসকে নোবেল পুরষ্কার ২০২২ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যারি শার্পলেস এবং মর্টেন মেলডাল রসায়নের একটি কার্যকরী ফর্মের ভিত্তি স্থাপন করেছেন যেখানে আণবিক বিল্ডিং এর ব্লকগুলো দ্রুত এবং দক্ষতার সাথে একত্রিত হয়। ক্যারোলিন আর.বার্টোজি ক্লিক রসায়নকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জীবন্ত প্রাণীতে এটি ব্যবহার শুরু করেছেন। এটি ব্যারি শার্পলেসের ২য় নোবেল পুরষ্কার।

#নোবেল #রসায়ন

02/10/2022

এমপি, মন্ত্রী, মূলধারার গণমাধ্যমগুলো একচেটিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছে। তারা একটু ও তাঁদের তথ্যের উৎস কোথা এলো তা খুঁজে দেখেনি।

#গুজব #গুজব_খণ্ডন #নোবেল #প্রাইজ #রায়ান_সাদি

29/07/2022

মৌচাকের ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত, সাবানের ছোট ছোট ফেনা, অসংখ্য ছিদ্রযুক্ত প্রাণী কিংবা ছোট খাটো কোনো গর্ত দেখার কারণে যদি আপনার অস্বস্তিবোধ থেকে শুরু করে গুরুতর মাইগ্রেন, প্যানিক অ্যাটাক, হৃদস্পন্দন বৃদ্ধি পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনি খুব সম্ভবত ট্রাইপোফোবিয়া নামক এক ধরনের ফোবিয়ায় আক্রান্ত। খুব সহজ কথায় বলতে গেলে, ট্রাইপোফোবিয়া হলো নির্দিষ্ট কিছু চাক্ষুষ বৈশিষ্ট্যর কারণে তৈরি ভয় মূলত বিভিন্ন গঠনের ক্ষুদ্র গর্ত দেখার কারণে তৈরি ভয়।

ইউনিভার্সিটি অব এসেক্সের তথ্যমতে, এটি সবচেয়ে কমন বা সাধারণ ফোবিয়ার মধ্যে একটি। এক রিসার্চে দেখা যায় যে, অংশগ্রহণকারীদের মধ্যে ১৬% এই ফোবিয়ার ভুক্তভোগী ছিলেন। ট্রাইপোফোবিয়া শব্দটি গ্রীক থেকে এসেছে : τρῦπα , trŷpa , যার অর্থ "গর্ত" এবং φόβος , ফোবোস , যার অর্থ "ভয়"। ধারণা করা হয়, ২০০৫ সালে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর থেকেই ট্রাইপোফোবিয়া শব্দটির জন্ম হয়। এই ফোবিয়াটি খুব বেশি প্রচারিত না হওয়ার কারণে ভুক্তভোগীদের অধিকাংশই একা এই ফোবিয়ায় ভুগছেন বলে ধারণা করে থাকেন, একই কারণে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ট্রাইপোফোবিয়াকে ট্রিগার করে এমনসব ছবির দেখাও মিলে প্রায়শই। তবে মনে রাখা উচিত, এই ফোবিয়ায় আক্রান্তরা এইসব ছবি দেখে মারাত্মক অস্বস্তিকর পরিস্থিতিতে পরে যান। ট্রাইপোফোবিয়া প্রায়ই একটি স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়া(an autonomic nervous system response) হিসেবে সামনে আসে । যে আকারগুলো ট্রাইপোফোবিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাদের মধ্যে রয়েছে গুচ্ছ গর্তযুক্ত জিনিস যেমন ফল এবং বুদবুদ, কিংবা পোকামাকড় দ্বারা তৈরি গর্ত এবং ক্ষতস্থানে সৃষ্ট গর্ত। আবার রোগাক্রান্ত টিস্যুতে গর্ত যেমন কুকুর বা অন্য প্রাণীতে কীটপতঙ্গ দ্বারা সৃষ্ট গর্ত । এই আকার-আকৃতিগুলো দেখে, কেউ কেউ দাবি করেন যে তাদের শরীর কাঁপছে, তাদের ত্বকে কিছু হামাগুড়ি দিচ্ছে/ crawling করছে অথবা প্যানিক অ্যাটাক অনুভব করছেন, ঘামছেন, বুক ধড়ফড় করছে বা বমি বমি ভাব বা চুলকানি অনুভব করছেন ।অন্যান্য উপসর্গগুলির মধ্যে রয়েছে গুজ বাম্পস, অস্বস্তি বোধ করা, এবং দৃষ্টিশক্তির অস্বস্তি যেমন চোখে ঝাপসা দেখা, দৃষ্টি বিভ্রম ইত্যাদি।

ট্রাইপোফোবিয়া ভয় অথবা ঘৃণা কিংবা উভয়েরই প্রতিক্রিয়া হিসেবে প্রকাশিত হতে পারে। যারা ট্রাইপোফোবিয়ায় আক্রান্ত তাদের মধ্যে ঘৃণার (disgust) অনুভূতি বেশ প্রখর থাকে ।

ট্রাইপোফোবিয়া নিয়ে গবেষণা এখনও বেশ সীমিত, তবে কেন এটি ঘটে সে সম্পর্কে বেশ কিছু তত্ত্ব রয়েছে। সবচেয়ে জনপ্রিয় তত্ত্বগুলোর মধ্যে একটি হলো বিবর্তনীয় কারণ। ধারণা করা হয় যে, রোগ বা বিপদের সাথে সম্পর্কিত জিনিসগুলোর একটি বিবর্তনীয় প্রতিক্রিয়া হলো ট্রাইপোফোবিয়া। যেমন- রোগাক্রান্ত ত্বক, পরজীবী এবং অন্যান্য সংক্রামক অবস্থা ইত্যাদির সাথে গর্ত বা বাম্পের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায় ( যেমনঃ ক্ষতস্থানের গর্ত, বিভিন্ন প্রাণীর দেহে পরজীবি)। এইসব ঘটনা ট্রাইপোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ট্রিগার হিসেবে কাজ করে, এগুলো ভয়ের চেয়ে বেশি ঘৃণা অনুভব করার প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ।

আরেকটি তত্ত্ব পরামর্শ দেয় যে গুচ্ছ গর্তের সাথে কিছু বিষাক্ত প্রাণীর চামড়া এবং আবরণের প্যাটার্নের সাথে মিল থাকায় ট্রাইপোফোবিক লোকেরা অচেতন মনে এই প্যাটার্নগুলোকে মিলিয়ে ফেলে ফলে এই নিদর্শনগুলোকে ভয় পেতে থাকেন।

এই ধারণা সমর্থন করে এমন কিছু গবেষণাও আছে। ২০১৩ সালের একটি গবেষণায় দেখা গেছে যে ট্রাইপোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা কীভাবে এই শর্ত অনুযায়ী তাদের এই ফোবিয়া আক্রান্ত হওয়ার প্রমাণ হিসেবে নির্দিষ্ট কিছু উদ্দীপনায় সাড়া দেয়। একটি মৌচাক ( সাধারণ ট্রাইপোফোবিক  বস্তু) দেখার সময়, যাদের ট্রাইপোফোবিয়া নেই তারা মধু বা মৌমাছির মতো জিনিসগুলোর কথা ভাবেন। গবেষকরা বিশ্বাস করেন যাদের ট্রাইপোফোবিয়া আছে তারা অচেতন মনে মৌচাককে বিপজ্জনক জীবের সাথে তুলনা করে ফেলে যেমন র‍্যাটলস্নেকের সাথে মৌচাকের প্যাটার্নগত মিল রয়েছে। যদি তারা এ সম্পর্কে নাও জানেন তবুও তারা তাদের ঘৃণা বা ভয়ের অনুভূতির কারণে ট্রাইপোফোবিয়ার শিকার হতে পারেন ।
ট্রাইপোফোবিয়ার কোনো চিকিৎসা নেই। কিন্তু এক্সপোজার থেরাপি ( যা ফোবিয়া চিকিৎসার জন্য ব্যবহার করা হয়) একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হতে পারে।

পুরুষদের চেয়ে নারীরা ট্রাইপোফোবিয়ায় বেশি আক্রান্ত হয়ে থাকে। যেহেতু,, অধিকাংশ ট্রাইপোফোবিয়া ভুক্তভোগী জানেনই না যে তিনি এটি দ্বারা আক্রান্ত তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করার ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত। আমাদের আপলোড করা ট্রাইপোফোবিক ছবি যেন কারো ট্রাইপোফোবিয়াকে ট্রিগার করে না বসে এদিকে লক্ষ্য রাখা উচিত।

স্টিফেন কুইন্টেন্ট নামে পরিচিত ৫টি ভিন্ন গ্যালাক্সি বা ছায়াপথ গোষ্ঠির তোলা সবচেয়ে পরিষ্কার ছবি এটি। ১৯৪৬ সালে মুক্তি পাও...
12/07/2022

স্টিফেন কুইন্টেন্ট নামে পরিচিত ৫টি ভিন্ন গ্যালাক্সি বা ছায়াপথ গোষ্ঠির তোলা সবচেয়ে পরিষ্কার ছবি এটি। ১৯৪৬ সালে মুক্তি পাওয়া ''It's Wonderful life' নামে হলিউডের একটি বিখ্যার মুভিতে ফিচার করা হয়েছিল এই গ্যালাক্সিগুলোকে৷ আর এত বছর পর এসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রথমবারের মত গ্যালাক্সিগুলোকে নতুন ভাবে প্রকাশ করলো৷ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা এখন পর্যন্ত সবচেয়ে বড় ছবি এটি৷ চাঁদের ব্যাসের এক-পঞ্চমাংশের সম-পরিমাণ জায়গা দখল করে আছে ছবিটি৷
১৫০ মিলিয়নের বেশি পিক্সেল দিয়ে গঠিত ছবিটি প্রায় ১০০০টি ছবি একসাথে জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে। ওয়েবের তোলা এই ছবিগুলো মহাবিশ্বের শুরুর সময়ের দিকে গ্যালাক্সিগুলোর মিথষ্ক্রিয়া কীভাবে গ্যালাক্সিগুলোর বিবর্তনে সাহায্য করেছিল সেটি জানতে সাহায্য করবে!
#জেমস_ওয়েব #টেলিস্কোপ #নাসা #মহাবিশ্ব #ছায়াপথ #জেমস_ওয়েব #টেলিস্কোপ #নাসা #মহাবিশ্ব #ছায়াপথ #স্পেস #স্পেস

 #এপেন্ডিক্স
11/07/2022

#এপেন্ডিক্স

02/06/2022

ঊনবিংশ শতাব্দীর সত্তরের দশকে বর্তমান বাংলাদেশ অংশের খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ প্রভৃতি জায়গায় কামান দাগার মতো বিকট শব্দ শোনা যায় ৷ এই শব্দের উৎস নির্ণয় করা সম্ভব হয়নি ৷ এই শব্দ বাংলাদেশে Barishal Guns নামে পরিচিত ৷ কবি সুফিয়া কামাল তাঁর পূর্বপুরুষদের কাছে এই শব্দের কথা শুনেছেন বলে উল্লেখ করেছেন ৷ এই রকম শব্দ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শোনা গেছে ৷ একে সাধারণভাবে ইংরেজিতে Sky Quake বলে ৷ যুক্তরাষ্ট্রে এটা সেনেকা গানস, আর্থকুয়েক বুমস (শব্দে মাটি কেঁপে উঠতো) ইত্যাদি নামে পরিচিত ৷

শব্দটা ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, উরুগুয়ে প্রভৃতি দেশে শোনা গেছে ৷ এছাড়া ২০২০ সালে ব্রাজিল, উরুগুয়ে, ইন্দোনেশিয়া ও মেক্সিকোতে এমন শব্দ শোনা গেছে ৷

আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি তবে রাজশাহীতে ২০১৪ সালের ২৮ নভেম্বর রাতে সাড়ে দশটার দিকে এই রকম প্রকট শব্দ শুনেছি ৷ এমন বিকট শব্দ আগে কখনও শুনিনি ৷ পাড়ার লোকজন রাস্তায় বেরিয়ে এসেছিল শব্দ শুনে ৷

এটার অনেক ব্যাখ্যা অনেকেই দিয়েছেন যেমন, বাতাসের উল্কাজ্বলে উঠে বিস্ফোরিত হওয়া, সূর্যের সৌরশি়খার ফলে বায়ুমণ্ডলে চার্জিত কণিকা প্রবেশ করার ফলে সৃষ্ট শকওয়েভ, মাটি ফাটিয়ে গ্যাস বেরিয়ে আসা, সেনাবাহিনীর যুদ্ধবিমানের ফলের সৃষ্ট সনিক বুম ইত্যাদি তবে কোনোটাই ঘটনার ব্যাখ্যার সাথে পুরোপুরি মেলে না।

রাশিক আজমাইন - টিম সায়েন্স বী

সময় কী আমরা আসলেই বুঝি? বিস্তারিত জানতে পড়ুনঃ https://rb.gy/nm5cif
27/03/2022

সময় কী আমরা আসলেই বুঝি?
বিস্তারিত জানতে পড়ুনঃ https://rb.gy/nm5cif

আপনি দূরের জিনিস পরিষ্কার ভাবে দেখতে পান?বিস্তারিত পড়ুনঃ https://rb.gy/kttnoy
24/03/2022

আপনি দূরের জিনিস পরিষ্কার ভাবে দেখতে পান?

বিস্তারিত পড়ুনঃ https://rb.gy/kttnoy

কীভাবে কাজ করে এই প্রযুক্তি? জানতে পড়ুনঃ https://rb.gy/65ifhy
14/03/2022

কীভাবে কাজ করে এই প্রযুক্তি? জানতে পড়ুনঃ https://rb.gy/65ifhy

কিন্তু কীভাবে? জানতে পড়ুনঃ https://rb.gy/vyt8do
10/03/2022

কিন্তু কীভাবে? জানতে পড়ুনঃ https://rb.gy/vyt8do

মাছ আবার মাটিতে হাটতে পারে নাকি? জানতে পড়ুনঃ https://rb.gy/ectotl
02/03/2022

মাছ আবার মাটিতে হাটতে পারে নাকি? জানতে পড়ুনঃ https://rb.gy/ectotl

Address

Science Bee
Savar
1342

Alerts

Be the first to know and let us send you an email when বিজ্ঞান সংবাদ - Science News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিজ্ঞান সংবাদ - Science News:

Share