23/03/2022
৮ বছর অপেক্ষার পর তাসকিনের ৫, বিষে নীল দক্ষিণ আফ্রিকা
তাসকিন আহমেদের ৫ উইকেট শিকারে সেঞ্চুরিয়নে গুড়িয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বড় স্কোরের স্বপ্ন। অভিষেকেই ৫ উইকেট শিকারের পর নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ পরিণত তাসকিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেলেন দ্বিতীয়বারের মতো ৫ উইকেট। তবে অভিষেক ম্যাচে ৫ উইকেট পেয়ে সেদিন ভারতের কাছে হারলেও, আজ জয়ের স্বপ্ন টাইগারদের চোখে। ৩৫ রান খরচায় তাসকিন নিয়েছেন ৫ উইকেট।
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী ম্যাচে তাসকিনের পেস ও বাউন্সে রীতিমতো যেন প্রমাদ গুনেছে বাভুমা বাহিনী। এই স্পিডস্টারের দুই স্পেলেই মূলত গুড়িয়ে গেছে প্রতাপশালি প্রোটিয়া ব্যাটিং অর্ডার। রাবাদাকে ফিরিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে প্রথমবারের মতো ম্যাজিক ফিগার ৫ উইকেট শিকার করলেন বাংলার এই পেস সেনসেশন। পেস, বাইন্স, সুইং, স্ক্র্যাম্বল্ড সিম- কী ছিল না আজ তাসকিনের অস্ত্রাগারে! সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ বাউন্সারে কাইল ভেরাইন্না ও ইয়ানেমান মালানকে বোকা বানান তাসকিন।
প্রিটোরিয়াসকেও ক্রিজে থিতু হতে দেননি তাসকিন। প্রোটিয়া এই ব্যাটারের উইকেটই উপড়ে ফেলেন তিনি। ২৯তম ওভারে তিনি ফিরিয়ে দেন দলের অন্যতম ব্যাটিং ভরসা ডেভিড মিলারকেও ছেঁটে ফেলেন এই স্পিডস্টার। ততক্ষণে অবশ্য দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মেরুদণ্ডই ভেঙে দিয়েছেন তিনি। একই ওভারে রাবাদাকে সাজঘরের পথ দেখান তিনি। আর তাতেই প্রোটিয়াদের বিপক্ষে ৫ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি বোলার হওয়ার গৌরব অর্জন করা হয়ে যায় এ সপ্তাহেই আইপিএলে ডাক পাওয়া এই পেসারের। তিনিই। আর ৮ বছর পর স্বপ্নের ৫ উইকেটের দেখা পেলেন স্পিডস্টার।
ভারতের বিপক্ষে ২০১৪ সালে অভিষেকে ৫ উইকেট নিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। ২০১৬ সালে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর থেকে বদলে যাওয়া তাসকিনের শুরুটা দেখে বাংলাদেশ। তবে মূল লড়াইটা শুরু হয় ২০১৯ বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর। ইনজুরি আর অফফর্মের কারণে ছিলেন না পাদপ্রদীপের নিচে। গেল দুই বছরে লড়াইটা চালিয়েছিলেন তাসকিন নিজের সাথেই। যেভাবে ফিরেছেন, তাতে যে কোনো পেসারের জন্য অনুপ্রেরণার নাম হতে পারেন তাসকিন আহমেদ।