ভূমি পরিমাপ ও দলিল বিষয়ক সেবা Land Survey & Deed writer Service

  • Home
  • Bangladesh
  • Savar
  • ভূমি পরিমাপ ও দলিল বিষয়ক সেবা Land Survey & Deed writer Service

ভূমি পরিমাপ ও দলিল বিষয়ক সেবা Land Survey & Deed writer Service শুধু হোয়াটস এপ বা ইমুর মেসেজের মাধ্যমে ভূমি বিষয়ক সকল সেবা নেয়া যাবে। 01832421046 imo & whats app

ভর্তি চলছে! ভর্তি চলছে!ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান "ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট " ...
04/06/2024

ভর্তি চলছে! ভর্তি চলছে!
ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান

"ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট " এর উত্তরা (ঢাকা) ইউনিটে নতুন ব্যাচে ভর্তি চলছে!

কেন্দ্র : দি ব্রিলিয়ান্ট কলেজ,উত্তরা সেক্টর #০৬,রোড-০৩,
হাউজ-০৪, উত্তরা মডেল টাউন,ঢাকা-১২৩০।

প্রশিক্ষক: সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক(এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

মোবাইলঃ 01952-865793
01824-516105

ক্লাস শুরু আগামী ২১জুন ২০২৪ ইং,শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায়।

মাত্র তিনমাসের প্রশিক্ষণ শেষে আপনি পাবেন সরকার স্বীকৃত সার্টিফিকেট ; যা দিয়ে দেশের যেকোন স্থানে স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে পারবেন।

এছাড়াও পরবর্তীতে পরীক্ষা দেয়ার মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নেয়ার সুযোগ আছে।

কোর্সটিতে রয়েছে প্রাকটিক্যাল সুবিধা; ফলে সরাসরি জমিতে গিয়ে পরিমাপ শিখতে পারবেন।

কোর্সটি সম্পন্ন করার পর জমির বিভিন্ন পরিমাপ,জমির কাগজপত্র এবং জমিসংক্রান্ত যেকোনো পরামর্শ প্রদান করতে পারবেন।

তাছাড়াও কোর্টে এডঃ কমিশনার,সিভিল কোর্ট কমিশনারসহ সেটেলমেন্ট, রাজস্ব,বনবিভাগ,সাব-রেজিষ্ট্রি অফিস,পৌরসভা,হাউজিং প্রকল্প ও রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে শর্ত ও প্রয়োজনীয়তা সাপেক্ষে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।

চাকুরীজীবি,ছাত্র,শিক্ষক,আইনজীবী ও অন্যান্য পেশার লোকেরা সহজেই অংশগ্রহন করতে পারবেন এই কোর্সে।

*কেন্দ্র: দি ব্রিলিয়ান্ট কলেজ,উত্তরা,সেক্টর #০৬,রোড-৩, হাউজ-০৪,উত্তরা মডেল টাউন। ঢাকা-১২৩০।

*ক্লাশ প্রতি সপ্তাহে ০১দিন-শুক্রবার

* ক্লাস শুরু আগামী ২১জুন ২০২৪ ইং শুক্রবার সকাল ৯.৩০
ঘটিকায়।

* ভর্তির জন্য প্রয়োজন হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এর ফটোকপি,শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।

*ভর্তি ফিঃ ২০০০/=টাকা মাত্র।

যোগাযোগঃ সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক( এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

প্রশিক্ষক ও শাখা পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট.

মোবাইলঃ 01952-865793
01824-516105

রিমন স্যারের নতুন ব্যাচে ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্সে ভর্তি চলছে!! হাজারো দক্ষ সার্ভেয়ার (আমিন) গড়...
17/05/2024

রিমন স্যারের নতুন ব্যাচে

ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্সে ভর্তি চলছে!!

হাজারো দক্ষ সার্ভেয়ার (আমিন) গড়ার কারিগর, দেশের প্রতিটা থানা উপজেলায় রিমন স্যারের একাধিক ছাত্র রয়েছে যারা দক্ষ সার্ভেয়ার হিসেবে , সরাসরি মাঠ পর্যায়ে কাজ করে চূড়ান্ত মাত্রায় সফল হয়েছেন, দক্ষতা ও সুনামের সহিত নিজ নিজ অবস্থানে কাজ করে যাচ্ছেন।

রিমন স্যারের BD Land Surveyor
ইউটিউব ও প্লে স্টোর এপ ব্যাবহার কারী প্রায় ১৫ লক্ষাধিক।

অনলাইন ও অফলাইনে ২ জগতে স্যার সমান হারে অবাদান রেখেছেন,

হাজারের ও বেশি শালিশে সফল সীমানা নির্ধারণ এর কাজ করেছেন, এত কিছুর পরেও স্যার এখনো গুছিয়ে ক্লাস করান এবং প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ টা দেন।

কেন্দ্র: ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস

মোল্লা মার্কেট (১ম তলা), হেমায়েতপুর বাস স্ট্যান্ড এর দক্ষিণ পাশে, সাভার, ঢাকা।

ক্লাস হবে আধুনিক ও মানসম্মত স্কুল
এ এম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ,
আলমনগর বাসস্ট্যান্ড , হেমায়েতপুর সাভার, ঢাকা,

শুধু ভর্তির জন্য যোগাযোগঃ

সার্ভেয়ার আনোয়ার হোসেন
( সিনিয়র প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).

মোবাইলঃ 01790-503376

প্রথম ক্লাস: 24 মে, 2024 রোজ শুক্রবার সকাল 10.30 টায় ক্লাস শুরু হবে।

প্রথম ক্লাসে ক্লাস করেও ভর্তি হতে পারবেন।

মোট কোর্স ফি ৬০০০ টাকা ,

ভর্তি ফি ২,০০০ বাকি ৪০০০ পরিক্ষার সময় দিতে পারবেন।

মাত্র ৬ মাসে এ ভূমি জরিপ শিক্ষার একটি বাস্তবমুখি পদক্ষেপ ।

[ কোর্স শেষে আমিনশীপ সরকার স্বীকৃত সারর্টিফিকেট প্রদান করা হবে ]

যা দিয়ে দেশের যে কোন যায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করা যাবে।

ক্লাসঃ প্রতি সপ্তাহে ১ দিন শুক্রবার

ক্লাস শুরু হবে সকাল ১০.৩০ টা থেকে

ফলে চাকরিজীবি, ছাত্র, শিক্ষক, এডভোকেট, ও অন্যান্য পেশার লোকেরা ও খুব সহজে অংশগ্রহণ করতে পারবে।

ভর্তির যোগ্যতা; সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাশ উচ্চতর ডিগ্রিধারিগণ ও অংশগ্রহণ করতে পারবে।


যারা যায়গা জমির পরিমাপ এবং দলিলপত্র, ম্যাপ ও খতিয়ান ও জমির আইন বিষয়ে শিখতে আগ্রহী তাদের জন্য " ভূমি জরিপ প্রশিক্ষন কোর্স "।

এই কোর্স শেষে জমি সংক্রান্ত যে কোন জামেলা হতে মুক্ত থাকা যাবে।

কোর্সটি তে মোট 40 টি পাঠ্যক্রম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
ক্লাসের মধ্যে সিএস এসএ, বিএস ম্যাপ মেপে দেখানো হয়।

দলিলপত্র, ম্যাপ ও খতিয়ানএর বাস্তবমুখি এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।

কোর্সটিতে রয়েছে প্রাক্টিক্যাল ক্লাসের সুবিধা।

সরাসরি ফিল্ডে গিয়ে জমির পরিমাপ করা শিখানো হয়।

যারা স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ।

কারণ আমাদের ইন্সটিটিউট এর ছাত্ররা খুবই দক্ষতা ও সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করছে।

বড় বড় হাউজিং সোসাইটি, বিল্ডার্স কোম্পানি তে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করতে পারবেন।

" ডিগ্রীর চেয়ে কর্মের মর্যাদা কম নয় "



শুধু ভর্তির জন্যঃ
সার্ভেয়ার আনোয়ার হোসেন
( সিনিয়র প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).

মোবাইলঃ 01790-503376

কোর্স করাবেন সবার প্রিয়,

জনাব মোঃ রিমন খান স্যার
সিভিল কোর্ট কমিশনার
জেলা জজ আদালত, ঢাকা

প্রশিক্ষক পরিচালক,
ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট।

পরিচালক, BD Land Surveor অনলাইন প্লাটফর্ম,

ডিজিটাল মেশিন দিয়ে   ভূমি সমস্যার  সমাধান।গত ১ মাসে যে সকল যায়গায় আমাদের টিম  ভূমি সংক্রান্ত শালিশ নিষ্পত্তিতে সহায়তা কর...
08/05/2024

ডিজিটাল মেশিন দিয়ে ভূমি সমস্যার সমাধান।

গত ১ মাসে যে সকল যায়গায় আমাদের টিম ভূমি সংক্রান্ত শালিশ নিষ্পত্তিতে সহায়তা করে,

১, চাদপুর জেলার হাজীগঞ্জ থানার রান্ধনীমোড়া গ্রামে,

২, টাংগাইলের কালিহাতি চারান গ্রামে

৩, সাভার উপজেলার নিমেরটেক গ্রামে

৪, কুমিল্লা -দেবীদ্বার বড় শালঘর

৫, ধামরাই থানার সীতি মৌজা

৬, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামে

এছাড়াও আরও ৮-১০ টি শালিশ নিষ্পত্তি তে সহায়তা করা হয়।

আমাদের BD Land Survey টিম সমগ্র বাংলাদেশে সরাসরি গিয়ে,

ডিজিটাল টোটাল স্টেশন মেশিন ও
কম্পিউটারের মাধ্যমে ভূমি পরিমাপ

ও সীমানা নির্ধারণ সংক্রান্ত সমস্যার সমাধান দিয়ে থাকি।

মোবাইল: 01790-503376

আমাদের রয়েছে উন্নত মানের প্রফেশনাল সার্ভে টিম যা রিমন স্যারের সরাসরি তত্বাবধানে পরিচালিত।

ইউটিউব: BD Land Surveyor

প্রায় পোনে ৩ লক্ষ সাবক্রাইবার

গুগল প্লে স্টোর কন্সোল এপ্স:

BD Land Surveyor

সব মিলিয়ে ১০ লক্ষাধিক ব্যাবহার কারি।

সারা দেশে সুনামের সাথে বিগত ১ যুগে কয়েক হাজার ভূমি সংক্রান্ত শালিশ নিষ্পত্তির অভিজ্ঞতা রয়েছে।

ডিজিটাল সার্ভে টোটাল স্টেশন সহ ফি ৮-১২ হাজার, নির্ভর করবে কাজের ধরণ ও দূরত্বের উপর।

সাভার উপজেলা প্রশাসনের চাহিদা মোতাবেক, নিমেরটেক গ্রামে ( জামুর)  মৌজাতে সরকারি  রাস্তা ও জমির মালিক দের সীমানা নির্ধারণ ...
17/04/2024

সাভার উপজেলা প্রশাসনের চাহিদা মোতাবেক,

নিমেরটেক গ্রামে ( জামুর) মৌজাতে
সরকারি রাস্তা ও জমির মালিক দের সীমানা নির্ধারণ করা হয়৷

LGED দ্বারা প্রস্তাবিত ড্রেন ও সুয়ারেজ লাইন নির্মার্ণের জন্য ডিজিটাল মেশিন দিয়ে সীমানা নির্ধারণ করা হয়।

প্রচন্ড রোদের মধ্যে ও সুন্দর ভাবে গুছিয়ে কাজটি করতে পেরেছি।

এই নিয়ে হাজারের ও বেশি জটিল কাজ সফলভাবে নিজের হাতে সমাধান করলাম।

এখন চাইলেও আগের মত মাঠে যেতে পারি না। একা মানুষ সব দিক সামাল দেওয়া অনেক কঠিন।

তাই, নিজের হাতে একটা টিম করেছি

" ময়নামতি এডভান্স সার্ভে এন্ড টেকনোলজি "
টিম,

যাদের কাজ সারাদেশে ডিজিটাল সার্ভে করে সঠিক সমাধান করা এবং নতুন করে দক্ষ ডিজিটাল সার্ভেয়ার তৈরি করা।

১. রিমন স্যার
01832- 421046
01317- 833396
01734-547706

২. মোহাম্মদ ইসরাইল
01811811182

৩. আনোয়ার হোসেন
01790-503376

৪. সাজ্জাদুল ইসলাম রাতুল
01739-324906.

পারলে হোয়াইটস এপে মেসেজ কইরেন।

এর বাইরে আর কোনো কর্মকর্তা নেই, লেনদেন করলে নিজ রিস্কে করবেন। এর দায়বার রিমন স্যার নিবেন না।

ভর্তি চলছে! ভর্তি চলছে!ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান "ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট " ...
14/09/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!
ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান

"ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট " এর উত্তরা (ঢাকা) ইউনিটে নতুন ব্যাচে ভর্তি চলছে!

কেন্দ্র : দি ব্রিলিয়ান্ট কলেজ,উত্তরা সেক্টর #০৬,রোড-০৩,
হাউজ-০৪, উত্তরা মডেল টাউন,ঢাকা-১২৩০।

প্রশিক্ষক: সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক(এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

মোবাইলঃ 01952-865793
01824-516105

ক্লাস শুরু আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায়।

মাত্র তিনমাসের প্রশিক্ষণ শেষে আপনি পাবেন সরকার স্বীকৃত সার্টিফিকেট ; যা দিয়ে দেশের যেকোন স্থানে স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে পারবেন।

এছাড়াও পরবর্তীতে পরীক্ষা দেয়ার মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নেয়ার সুযোগ আছে।

কোর্সটিতে রয়েছে প্রাকটিক্যাল সুবিধা; ফলে সরাসরি জমিতে গিয়ে পরিমাপ শিখতে পারবেন।

কোর্সটি সম্পন্ন করার পর জমির বিভিন্ন পরিমাপ,জমির কাগজপত্র এবং জমিসংক্রান্ত যেকোনো পরামর্শ প্রদান করতে পারবেন।

তাছাড়াও কোর্টে এডঃ কমিশনার,সিভিল কোর্ট কমিশনারসহ সেটেলমেন্ট, রাজস্ব,বনবিভাগ,সাব-রেজিষ্ট্রি অফিস,পৌরসভা,হাউজিং প্রকল্প ও রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে শর্ত ও প্রয়োজনীয়তা সাপেক্ষে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।

চাকুরীজীবি,ছাত্র,শিক্ষক,আইনজীবী ও অন্যান্য পেশার লোকেরা সহজেই অংশগ্রহন করতে পারবেন এই কোর্সে।

*কেন্দ্র: দি ব্রিলিয়ান্ট কলেজ,উত্তরা,সেক্টর #০৬,রোড-৩, হাউজ-০৪,উত্তরা মডেল টাউন। ঢাকা-১২৩০।

*ক্লাশ প্রতি সপ্তাহে ০১দিন-শুক্রবার

* ক্লাস শুরু আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং শুক্রবার সকাল ৯.৩০
ঘটিকায়।

* ভর্তির জন্য প্রয়োজন হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এর ফটোকপি,শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।

*ভর্তি ফিঃ ২০০০/=টাকা মাত্র।

যোগাযোগঃ সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক( এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

প্রশিক্ষক ও শাখা পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট.

মোবাইলঃ 01952-865793
01824-516105

ময়নামতি ল্যান্ড  সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট" এর কেরানীগঞ্জ শাখায় - আমিনশীপ ট্রেনিং কোর্স এ ভর্তি চলছে!! কেন্দ্র: ...
06/08/2023

ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট" এর কেরানীগঞ্জ শাখায় - আমিনশীপ ট্রেনিং কোর্স এ ভর্তি চলছে!!

কেন্দ্র: কেরানিগঞ্জ মডেল টাউন ব্লক- A
বুদ্ধি প্রতিবন্ধী হাই স্কুল ,কদমতলী , কেরানিগঞ্জ ,ঢাকা

ভর্তির জন্য যোগাযোগঃ
সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন ( প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).
মোবাইলঃ 01744-384479

উদ্ভোদন ক্লাস 18 আগষ্ট ২০২৩ রোজঃ শুক্রবার সকাল ১০.০ টায়। প্রথম ক্লাসে ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। ক্লাস সপ্তাহে ১ দিন ৩ ঘন্টা করে।

কোর্স টির কো-অর্ডিনেটর হিসেবে থাকবেন সকলের শ্রদ্ধাভাজন সার্ভেয়ার জগতের প্রিয় মুখ সিভিল কমিশনার জনাব মোঃ রিমন খান।

রিমন স্যার উদ্ভোদনী ক্লাস, প্র‍্যাক্টিকাল ক্লাসসহ, বেশ কয়েকটি ক্লাস করাবেন।

নতুন করে নতুন ব্যাচে ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স এ ভর্তি চলছে !!

ভূমি জরিপ প্রশিক্ষণ বা সার্ভে আমিনশীপ ট্রেনিং
৬ মাসে এ ভূমি জরিপ শিক্ষার একটি বাস্তবমুখি পদক্ষেপ ।

সরাসরি ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট দ্বারা পরিচালিত।
[ কোর্স শেষে আমিনশীপ সরকার স্বীকৃত সারর্টিফিকেট প্রদান করা হবে ]

যা দিয়ে দেশের যে কোন যায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করা যাবে।

ক্লাসঃ প্রতি সপ্তাহে ১ দিন , শুক্রবার ৩ ঘন্টা , সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

ফলে চাকরিজীবি, ছাত্র, শিক্ষক, এডভোকেট, ও অন্যান্য পেশার লোকেরা ও খুব সহজে অংশগ্রহণ করতে পারবে।

ভর্তির যোগ্যতা; সর্বনিম্ন অষ্টম শ্রেণি উচ্চতর ডিগ্রিধারিগণ ও অংশগ্রহণ করতে পারবে।

ভর্তি শুরু- ০৬ আগষ্ট, ২০২৩ হতে

উদ্ভোদন ক্লাস 18 আগষ্ট ২০২৩ রোজঃ শুক্রবার সকাল ১০.০ টায়।

যারা যায়গা জমির পরিমাপ এবং দলিলপত্র, ম্যাপ ও খতিয়ান ও জমির আইন বিষয়ে শিখতে আগ্রহী তাদের জন্য " ভূমি জরিপ প্রশিক্ষন কোর্স "।

এই কোর্স শেষে জমি সংক্রান্ত যে কোন জামেলা হতে মুক্ত থাকা যাবে।
"
কোর্সটি তে মোট ৩৫ টি পাঠ্যক্রম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
প্রতিটা ক্লাসে শীট দেওয়া হয়। ক্লাসের মধ্যে সিএস এসএ, বিএস ম্যাপ মেপে দেখানো হয়।

দলিলপত্র, ম্যাপ ও খতিয়ানএর বাস্তবমুখি এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
কোর্সটিতে রয়েছে প্রাক্টিক্যাল ক্লাসের সুবিধা।

সরাসরি ফিল্ডে গিয়ে জমির পরিমাপ করা শিখানো হয়।
"
কাঠের পরিমাপ, মাটির পরিমাপ, স্বর্নের, রডের সহ খতিয়ান, ম্যাপ ও দলিল, ভূমি আইন এর বাস্তবমুখি।
শিক্ষা দেওয়া হয়!! প্রয়োজন স্থানীয় ভূমি অফিস ভিজিটিং / পরিদর্শন করানো হয়।
"
যার জমি রয়েছে তার এ সংক্রান্ত জ্ঞান থাকলে হাজার হাজার টাকা সেভ করা সম্বভ এবং জমি বিষয়ে হয়রানি থেকে মুক্তি পাওয়া সম্বভ।

কারণ বাংলাদেশের ভূমি ব্যাবস্থা সবচেয়ে দূর্ণীতি গ্রস্থ নিজের কাজ নিজে করতে পারবেন।

যাদের জমি নেই তারাও ইচ্ছা রাখে এক খন্ড জমির। যে জমিটা কিনবে সেটার মধ্য যদি ভেজালে থাকে তাহলে এর পরিণিতি খুবই ভয়াবহ হয়।

আপনি যেই পেষার ই হন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এডভোকেট ভূমি বিষয়ে আপনার জ্ঞান লাগবেই।
কারণ জমির দাম সবসময় উর্ধগামি সারাজীবন এর জমানো টাকা দিয়ে কেউ চাইবে না ভেজাল যুক্ত জমি কিনতে।

একটি জমি কিনার আগে কোন কোন কাগজ পত্র লাগবে কিভাবে কাগজপত্র চেক করবেন।

কিভাবে বর্তমান থেকে ১৮৪০ -১৯৪০ পর্যন্ত মালিকানা র ধারাবাহিকতা যাচায় করবেন!!
"
যারা স্থানীয় আমিন হিসেবে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ।

কারণ আমাদের ইন্সটিটিউট এর ছাত্ররা খুবই দক্ষতা ও সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করছে।

বড় বড় হাউজিং সোসাইটি, বিল্ডার্স কোম্পানি তে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করার সুযোগ।

পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য, বিমানবাহিনী সদস্য, ব্যাংক কর্মী, এডভোকেট, প্রভাষক, অধ্যাপক সহ বিভিন্ন পেষার কর্মজীবী মানুষ এই স্বল্প মেয়াদি কোর্সে অংশগ্রহণ করেছেন ।

" ডিগ্রীর চেয়ে কর্মের মর্যাদা কম নয় "

সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন ( প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).

মোবাইলঃ 01744-384479

কোর্স কো অর্ডিনেটর,
মোঃ রিমন খান
সিভিল কোর্ট কমিশনার
জেলা জজ আদালত, ঢাকা
ব্যাবস্থাপক ও প্রধান নির্বাহী, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড BD Land Surveyor .

রিমন স্যারের নতুন ব্যাচে ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্স এ ভর্তি চলছে!! উদ্ভোদন ক্লাস  ০৪ জুন ২০২৩ রোজ...
31/07/2023

রিমন স্যারের নতুন ব্যাচে ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্স এ ভর্তি চলছে!!

উদ্ভোদন ক্লাস ০৪ জুন ২০২৩ রোজঃ শুক্রবার বিকাল
৩.০ টায়। প্রথম ক্লাসে ভর্তি হওয়া যাবে ।

কেন্দ্র: ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস, হেমায়েতপুর বাস স্ট্যান্ড, মোল্লা মার্কেট (২য় তলা), সাভার, ঢাকা- ১৩৪০

ভর্তির জন্য যোগাযোগঃ
সার্ভেয়ার মোঃ আক্তারুজ্জামান ( প্রশিক্ষক পরিচালক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).

মোবাইলঃ 01818 - 071700 .
01689-164402

নতুন করে নতুন ব্যাচে ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স এ ভর্তি চলছে !!

ভূমি জরিপ প্রশিক্ষণ বা সার্ভে আমিনশীপ ট্রেনিং
মাত্র তিন মাস এ ভূমি জরিপ শিক্ষার একটি বাস্তবমুখি পদক্ষেপ ।

সরাসরি ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট দ্বারা পরিচালিত।
[ কোর্স শেষে আমিনশীপ সরকার স্বীকৃত সারর্টিফিকেট প্রদান করা হবে ]

যা দিয়ে দেশের যে কোন যায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করা যাবে।

ক্লাসঃ প্রতি সপ্তাহে ১ দিন , শুক্রবার ৩ ঘন্টা , সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।


ফলে চাকরিজীবি, ছাত্র, শিক্ষক, এডভোকেট, ও অন্যান্য পেশার লোকেরা ও খুব সহজে অংশগ্রহণ করতে পারবে।

ভর্তির যোগ্যতা; সর্বনিম্ন অষ্টম শ্রেণি উচ্চতর ডিগ্রিধারিগণ ও অংশগ্রহণ করতে পারবে।

ভর্তি শুরু- ০১ জুন ২০২৩ হতে

উদ্ভোদন ক্লাস ০৪ জুন ২০২৩ রোজঃ শুক্রবার বিকাল
৩.০ টায়। ( ৩ ঘন্টা প্রতিদিন )

যারা যায়গা জমির পরিমাপ এবং দলিলপত্র, ম্যাপ ও খতিয়ান ও জমির আইন বিষয়ে শিখতে আগ্রহী তাদের জন্য " ভূমি জরিপ প্রশিক্ষন কোর্স "।

এই কোর্স শেষে জমি সংক্রান্ত যে কোন জামেলা হতে মুক্ত থাকা যাবে।
"
কোর্সটি তে মোট ৩৫ টি পাঠ্যক্রম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
প্রতিটা ক্লাসে শীট দেওয়া হয়। ক্লাসের মধ্যে সিএস এসএ, বিএস ম্যাপ মেপে দেখানো হয়।

দলিলপত্র, ম্যাপ ও খতিয়ানএর বাস্তবমুখি এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
কোর্সটিতে রয়েছে প্রাক্টিক্যাল ক্লাসের সুবিধা।

সরাসরি ফিল্ডে গিয়ে জমির পরিমাপ করা শিখানো হয়।
"
কাঠের পরিমাপ, মাটির পরিমাপ, স্বর্নের, রডের সহ খতিয়ান, ম্যাপ ও দলিল, ভূমি আইন এর বাস্তবমুখি।
শিক্ষা দেওয়া হয়!! প্রয়োজন স্থানীয় ভূমি অফিস ভিজিটিং / পরিদর্শন করানো হয়।
"
যার জমি রয়েছে তার এ সংক্রান্ত জ্ঞান থাকলে হাজার হাজার টাকা সেভ করা সম্বভ এবং জমি বিষয়ে হয়রানি থেকে মুক্তি পাওয়া সম্বভ।

কারণ বাংলাদেশের ভূমি ব্যাবস্থা সবচেয়ে দূর্ণীতি গ্রস্থ নিজের কাজ নিজে করতে পারবেন।

যাদের জমি নেই তারাও ইচ্ছা রাখে এক খন্ড জমির। যে জমিটা কিনবে সেটার মধ্য যদি ভেজালে থাকে তাহলে এর পরিণিতি খুবই ভয়াবহ হয়।

আপনি যেই পেষার ই হন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এডভোকেট ভূমি বিষয়ে আপনার জ্ঞান লাগবেই।
কারণ জমির দাম সবসময় উর্ধগামি সারাজীবন এর জমানো টাকা দিয়ে কেউ চাইবে না ভেজাল যুক্ত জমি কিনতে।

একটি জমি কিনার আগে কোন কোন কাগজ পত্র লাগবে কিভাবে কাগজপত্র চেক করবেন।

কিভাবে বর্তমান থেকে ১৮৪০ -১৯৪০ পর্যন্ত মালিকানা র ধারাবাহিকতা যাচায় করবেন!!
"
যারা স্থানীয় আমিন হিসেবে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ।

কারণ আমাদের ইন্সটিটিউট এর ছাত্ররা খুবই দক্ষতা ও সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করছে।

বড় বড় হাউজিং সোসাইটি, বিল্ডার্স কোম্পানি তে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করার সুযোগ।

পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য, বিমানবাহিনী সদস্য, ব্যাংক কর্মী, এডভোকেট, প্রভাষক, অধ্যাপক সহ বিভিন্ন পেষার কর্মজীবী মানুষ এই স্বল্প মেয়াদি কোর্সে অংশগ্রহণ করেছেন ।

" ডিগ্রীর চেয়ে কর্মের মর্যাদা কম নয় "

সার্ভেয়ার মোঃ আক্তারুজ্জামান ( প্রশিক্ষক পরিচালক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).

মোবাইলঃ 01818 - 071700 .
01689-164402

#আমিনশীপ
#ভূমি_জরিপ_প্রশিক্ষণ
#ময়নামতি_ল্যান্ড_সার্ভে

আজ মিরপুর থানার নন্দারভাগ ,পাইকপাড়া ,ছোট সায়েক ,বড় সায়েক চারটি মৌজা জয়েন্ট করে অত্যান্ত জটিল কিছু জমির   সীমানা বিরোধ নি...
31/05/2023

আজ মিরপুর থানার নন্দারভাগ ,পাইকপাড়া ,ছোট সায়েক ,বড় সায়েক চারটি মৌজা জয়েন্ট করে অত্যান্ত জটিল কিছু জমির সীমানা বিরোধ নিষ্পত্তি করা হয় ।

আজকের মাপের জায়গা টেকনিক্যাল ও মাজাররোড বাস স্ট্যান্ড এর মধ্যভর্তি যায়গায় হওয়াতে জমির সঠিক সীমানা নির্ধারণ করাটা সব পক্ষের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিলো ।
ঢাকা ওয়াসা , মিরপুর বাংলা কলেজ , সড়ক ও জনপদ
জমির সাথে সংযুক্ত ছিলো ।

আমি ইউরো- বাংলা বিল্ডার্স লিমিটেডের পক্ষে যুক্ত ছিলাম । অত্যন্ত দক্ষতার সাথে আজকে জমির সীমানা নির্ধারণ করা হয় ।

প্রধান জরিপকারক MD Rimon Khan
সিভিল কোর্ট কমিশনার
জেলা জজ আদালত, ঢাকা

সারা দেশে জমি সংক্রান্ত শালিশ বা বিরোধ নিষ্পত্তির জন্য হোয়াটস অ্যাপে যোগাযোগ করতে পারেন ।

সারাদেশের যেকোনো স্থানে আমাদের মাধ্যমে ভূমি পরিমাপ ও সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে পারবেন । একটি জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য উভয় পক্ষের লোকজনের উপস্তিতি থাকতে হবে + স্থানীয় ব্যাক্তিবর্গের উপস্থিতি থাকতে হবে।

পক্ষ , বিপক্ষের আমিন উপস্থিত হয়ে সীমানা নির্ধারণ বা খুটি ঠিক করে দিবে। এতে করে ২ পক্ষের মধ্য চলমান বিরোধ খুব সহজে সমাধান করা সম্ভব।
আমাদের রয়েছে কয়েক শতাধিক বিচার শালিশ নিষ্পত্তির অভিজ্ঞতা।

01832421046 imo & whats app

সরাসরি হোয়াটস অ্যাপ মেসেজ লিংক-
wa.me/8801832421046

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান "ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট "...
29/05/2023

ভর্তি চলছে! ভর্তি চলছে!
ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান

"ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট " এর যাত্রাবাড়ী (ঢাকা) ইউনিটে নতুন ব্যাচে ভর্তি চলছে!

কেন্দ্রঃ জে.বি. মেমোরিয়াল হাই স্কুল
৬ নং ধলপুর যাত্রাবাড়ী, ঢাকা- ১২০৪

প্রশিক্ষক সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক(এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

মোবাইলঃ 01952-865793
01824-516105

ক্লাস শুরু আগামী ০২ জুন ২০২৩ ইং শুক্রবার বিকাল ৩ ঘটিকায়।

মাত্র তিনমাসের প্রশিক্ষণ শেষে আপনি পাবেন সরকার স্বীকৃত সারটিফিকেট ; যা দিয়ে দেশের যেকোন স্থানে স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে পারবেন।

এছাড়াও পরবর্তীতে পরীক্ষা দেয়ার মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নেয়ার সুযোগ আছে।

কোর্সটিতে রয়েছে প্রাকটিক্যাল সুবিধা; ফলে সরাসরি জমিতে গিয়ে পরিমাপ শিখতে পারবেন।

কোর্সটি সম্পন্ন করার পর জমির বিভিন্ন পরিমাপ,জমির কাগজপত্র এবং জমিসংক্রান্ত যেকোনো পরামর্শ প্রদান করতে পারবেন।

তাছাড়াও কোর্টে এডঃ কমিশনার,সিভিল কোর্ট কমিশনারসহ সেটেলমেন্ট, রাজস্ব,বনবিভাগ,সাব-রেজিষ্ট্রি অফিস,পৌরসভা,হাউজিং প্রকল্প ও রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে শর্ত ও প্রয়োজনীয়তা সাপেক্ষে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।

চাকুরীজীবি,ছাত্র,শিক্ষক,আইনজীবী ও অন্যান্য পেশার লোকেরা সহজেই অংশগ্রহন করতে পারবেন এই কোর্সে।

*কেন্দ্রঃ জে.বি. মেমোরিয়াল হাই স্কুল
৬ নং ধলপুর যাত্রাবাড়ী, ঢাকা- ১২০৪

*ক্লাশ প্রতি সপ্তাহে ০১দিন-শুক্র

* ক্লাস শুরু আগামী ০২ জুন ২০২৩ ইং শুক্রবার সকাল ৩
ঘটিকায়।

* ভর্তির জন্য প্রয়োজন হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এর ফটোকপি,শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।

*ভর্তি ফিঃ ২০০০/=টাকা মাত্র।

যোগাযোগঃ সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক( এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

প্রশিক্ষক ও শাখা পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট.

মোবাইলঃ 01952-865793
01824-516105

ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান ময়নামতি ল্যান্ড  সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এ- আমিনশীপ ট্রেনিং কোর্স ...
27/05/2023

ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এ- আমিনশীপ ট্রেনিং কোর্স এ ভর্তি চলছে!!

কেন্দ্র: কেরানিগঞ্জ মডেল টাউন ব্লক- A
বুদ্ধি প্রতিবন্ধী হাই স্কুল ,কদমতলী , কেরানিগঞ্জ ,ঢাকা

ভর্তির জন্য যোগাযোগঃ
সার্ভেয়ার মোঃ আক্তারুজ্জামান ( প্রশিক্ষক পরিচালক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট). মোবাইলঃ 01818 - 071700 .

প্রশিক্ষক সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন
মোবাইলঃ 01744-384479

নতুন করে নতুন ব্যাচে ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স এ ভর্তি চলছে !!

ভূমি জরিপ প্রশিক্ষণ বা সার্ভে আমিনশীপ ট্রেনিং
মাত্র তিন মাস এ ভূমি জরিপ শিক্ষার একটি বাস্তবমুখি পদক্ষেপ ।

সরাসরি ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট দ্বারা পরিচালিত।
[ কোর্স শেষে আমিনশীপ সরকার স্বীকৃত সারর্টিফিকেট প্রদান করা হবে ]

যা দিয়ে দেশের যে কোন যায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করা যাবে।

ক্লাসঃ প্রতি সপ্তাহে ১ দিন , শুক্রবার ৩ ঘন্টা , সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

ফলে চাকরিজীবি, ছাত্র, শিক্ষক, এডভোকেট, ও অন্যান্য পেশার লোকেরা ও খুব সহজে অংশগ্রহণ করতে পারবে।

ভর্তির যোগ্যতা; সর্বনিম্ন অষ্টম শ্রেণি উচ্চতর ডিগ্রিধারিগণ ও অংশগ্রহণ করতে পারবে।

ভর্তি শুরু- ১৯ মে ২০২৩ হতে

উদ্ভোদন ক্লাস ০২ জুন ২০২৩ রোজঃ শুক্রবার সকাল ১০.০ টায়।

যারা যায়গা জমির পরিমাপ এবং দলিলপত্র, ম্যাপ ও খতিয়ান ও জমির আইন বিষয়ে শিখতে আগ্রহী তাদের জন্য " ভূমি জরিপ প্রশিক্ষন কোর্স "।

এই কোর্স শেষে জমি সংক্রান্ত যে কোন জামেলা হতে মুক্ত থাকা যাবে।
"
কোর্সটি তে মোট ৩৫ টি পাঠ্যক্রম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
প্রতিটা ক্লাসে শীট দেওয়া হয়। ক্লাসের মধ্যে সিএস এসএ, বিএস ম্যাপ মেপে দেখানো হয়।

দলিলপত্র, ম্যাপ ও খতিয়ানএর বাস্তবমুখি এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
কোর্সটিতে রয়েছে প্রাক্টিক্যাল ক্লাসের সুবিধা।

সরাসরি ফিল্ডে গিয়ে জমির পরিমাপ করা শিখানো হয়।
"
কাঠের পরিমাপ, মাটির পরিমাপ, স্বর্নের, রডের সহ খতিয়ান, ম্যাপ ও দলিল, ভূমি আইন এর বাস্তবমুখি।
শিক্ষা দেওয়া হয়!! প্রয়োজন স্থানীয় ভূমি অফিস ভিজিটিং / পরিদর্শন করানো হয়।
"
যার জমি রয়েছে তার এ সংক্রান্ত জ্ঞান থাকলে হাজার হাজার টাকা সেভ করা সম্বভ এবং জমি বিষয়ে হয়রানি থেকে মুক্তি পাওয়া সম্বভ।

কারণ বাংলাদেশের ভূমি ব্যাবস্থা সবচেয়ে দূর্ণীতি গ্রস্থ নিজের কাজ নিজে করতে পারবেন।

যাদের জমি নেই তারাও ইচ্ছা রাখে এক খন্ড জমির। যে জমিটা কিনবে সেটার মধ্য যদি ভেজালে থাকে তাহলে এর পরিণিতি খুবই ভয়াবহ হয়।

আপনি যেই পেষার ই হন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এডভোকেট ভূমি বিষয়ে আপনার জ্ঞান লাগবেই।
কারণ জমির দাম সবসময় উর্ধগামি সারাজীবন এর জমানো টাকা দিয়ে কেউ চাইবে না ভেজাল যুক্ত জমি কিনতে।

একটি জমি কিনার আগে কোন কোন কাগজ পত্র লাগবে কিভাবে কাগজপত্র চেক করবেন।

কিভাবে বর্তমান থেকে ১৮৪০ -১৯৪০ পর্যন্ত মালিকানা র ধারাবাহিকতা যাচায় করবেন!!
"
যারা স্থানীয় আমিন হিসেবে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ।

কারণ আমাদের ইন্সটিটিউট এর ছাত্ররা খুবই দক্ষতা ও সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করছে।

বড় বড় হাউজিং সোসাইটি, বিল্ডার্স কোম্পানি তে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করার সুযোগ।

পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য, বিমানবাহিনী সদস্য, ব্যাংক কর্মী, এডভোকেট, প্রভাষক, অধ্যাপক সহ বিভিন্ন পেষার কর্মজীবী মানুষ এই স্বল্প মেয়াদি কোর্সে অংশগ্রহণ করেছেন ।

" ডিগ্রীর চেয়ে কর্মের মর্যাদা কম নয় "

সার্ভেয়ার মোঃ আক্তারুজ্জামান ( প্রশিক্ষক পরিচালক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).

মোবাইলঃ 01818 - 071700 .

প্রশিক্ষক সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন
মোবাইলঃ 01744-384479

কোর্স কো অর্ডিনেটর,
মোঃ রিমন খান
সিভিল কোর্ট কমিশনার
জেলা জজ আদালত, ঢাকা
ব্যাবস্থাপক ও প্রধান নির্বাহী, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড BD Land Surveyor .

20/05/2023

আগামি ২৬/০৫/২০২৩ইং তারিখের কদমতলী কেরানীগঞ্জ, শাখায় ভূমি জরিপ ক্লাস এর শুভ উদ্বোধন করা হবে ইনশাল্লাহ, ০১৮১৮০৭১৭০০

রিমন স্যারের নতুন ব্যাচে ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্স এ ভর্তি চলছে!! কেন্দ্র:  ময়নামতি ল্যান্ড সার্...
11/05/2023

রিমন স্যারের নতুন ব্যাচে ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্স এ ভর্তি চলছে!!

কেন্দ্র: ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস, হেমায়েতপুর বাস স্ট্যান্ড, মোল্লা মার্কেট (২য় তলা), সাভার, ঢাকা- ১৩৪০

ভর্তির জন্য যোগাযোগঃ
সার্ভেয়ার মোঃ আক্তারুজ্জামান ( প্রশিক্ষক পরিচালক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).

মোবাইলঃ 01818 - 071700 .

নতুন করে নতুন ব্যাচে ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স এ ভর্তি চলছে !!

ভূমি জরিপ প্রশিক্ষণ বা সার্ভে আমিনশীপ ট্রেনিং
মাত্র তিন মাস এ ভূমি জরিপ শিক্ষার একটি বাস্তবমুখি পদক্ষেপ ।

সরাসরি ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট দ্বারা পরিচালিত।
[ কোর্স শেষে আমিনশীপ সরকার স্বীকৃত সারর্টিফিকেট প্রদান করা হবে ]

যা দিয়ে দেশের যে কোন যায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করা যাবে।

ক্লাসঃ প্রতি সপ্তাহে ১ দিন , শুক্রবার ৩ ঘন্টা , সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।


ফলে চাকরিজীবি, ছাত্র, শিক্ষক, এডভোকেট, ও অন্যান্য পেশার লোকেরা ও খুব সহজে অংশগ্রহণ করতে পারবে।

ভর্তির যোগ্যতা; সর্বনিম্ন অষ্টম শ্রেণি উচ্চতর ডিগ্রিধারিগণ ও অংশগ্রহণ করতে পারবে।

ভর্তি শুরু- ১১ মে ২০২৩ হতে

উদ্ভোদন ক্লাস ১৯ মে ২০২৩ রোজঃ শুক্রবার সকাল ১০.০ টায়।

যারা যায়গা জমির পরিমাপ এবং দলিলপত্র, ম্যাপ ও খতিয়ান ও জমির আইন বিষয়ে শিখতে আগ্রহী তাদের জন্য " ভূমি জরিপ প্রশিক্ষন কোর্স "।

এই কোর্স শেষে জমি সংক্রান্ত যে কোন জামেলা হতে মুক্ত থাকা যাবে।
"
কোর্সটি তে মোট ৩৫ টি পাঠ্যক্রম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
প্রতিটা ক্লাসে শীট দেওয়া হয়। ক্লাসের মধ্যে সিএস এসএ, বিএস ম্যাপ মেপে দেখানো হয়।

দলিলপত্র, ম্যাপ ও খতিয়ানএর বাস্তবমুখি এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
কোর্সটিতে রয়েছে প্রাক্টিক্যাল ক্লাসের সুবিধা।

সরাসরি ফিল্ডে গিয়ে জমির পরিমাপ করা শিখানো হয়।
"
কাঠের পরিমাপ, মাটির পরিমাপ, স্বর্নের, রডের সহ খতিয়ান, ম্যাপ ও দলিল, ভূমি আইন এর বাস্তবমুখি।
শিক্ষা দেওয়া হয়!! প্রয়োজন স্থানীয় ভূমি অফিস ভিজিটিং / পরিদর্শন করানো হয়।
"
যার জমি রয়েছে তার এ সংক্রান্ত জ্ঞান থাকলে হাজার হাজার টাকা সেভ করা সম্বভ এবং জমি বিষয়ে হয়রানি থেকে মুক্তি পাওয়া সম্বভ।

কারণ বাংলাদেশের ভূমি ব্যাবস্থা সবচেয়ে দূর্ণীতি গ্রস্থ নিজের কাজ নিজে করতে পারবেন।

যাদের জমি নেই তারাও ইচ্ছা রাখে এক খন্ড জমির। যে জমিটা কিনবে সেটার মধ্য যদি ভেজালে থাকে তাহলে এর পরিণিতি খুবই ভয়াবহ হয়।

আপনি যেই পেষার ই হন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এডভোকেট ভূমি বিষয়ে আপনার জ্ঞান লাগবেই।
কারণ জমির দাম সবসময় উর্ধগামি সারাজীবন এর জমানো টাকা দিয়ে কেউ চাইবে না ভেজাল যুক্ত জমি কিনতে।

একটি জমি কিনার আগে কোন কোন কাগজ পত্র লাগবে কিভাবে কাগজপত্র চেক করবেন।

কিভাবে বর্তমান থেকে ১৮৪০ -১৯৪০ পর্যন্ত মালিকানা র ধারাবাহিকতা যাচায় করবেন!!
"
যারা স্থানীয় আমিন হিসেবে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ।

কারণ আমাদের ইন্সটিটিউট এর ছাত্ররা খুবই দক্ষতা ও সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করছে।

বড় বড় হাউজিং সোসাইটি, বিল্ডার্স কোম্পানি তে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করার সুযোগ।

পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য, বিমানবাহিনী সদস্য, ব্যাংক কর্মী, এডভোকেট, প্রভাষক, অধ্যাপক সহ বিভিন্ন পেষার কর্মজীবী মানুষ এই স্বল্প মেয়াদি কোর্সে অংশগ্রহণ করেছেন ।

" ডিগ্রীর চেয়ে কর্মের মর্যাদা কম নয় "

সার্ভেয়ার মোঃ আক্তারুজ্জামান ( প্রশিক্ষক পরিচালক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).

মোবাইলঃ 01818 - 071700 .

05/05/2023
ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস গভ: রেজি নং- PF 44511 এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচছা ও প্রাণঢালা অভিনন্...
21/04/2023

ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস
গভ: রেজি নং- PF 44511 এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচছা ও প্রাণঢালা অভিনন্দন।

মোঃ রিমন খান
সিভিল কোর্ট কমিশনার
জেলা জজ আদালত, ঢাকা

ব্যাবস্থাপক ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস

পরিচালক ও প্রধান নির্বাহী, BD Land Surveyor অনলাইন প্লাটফর্ম।

শুধু হোয়াটস এপ বা ইমুর মেসেজের মাধ্যমে ভূমি বিষয়ক সকল সেবা নেয়া যাবে। 01832421046 imo & what's app.

সরাসরি হোয়াটস এপ মেসেজ লিংক-
wa.me/8801832421046

For More info plz visit:
www.bdlandsurveyor.com

সামান্য কিছু ফি এর জন্য  অদক্ষ আমিন দিয়ে জমি মাপলে লক্ষ টাকার ক্ষতি হতে পারে৷  একজন দক্ষ সার্ভেয়ার কখনোই ভূল ফর্মূলাতে হ...
08/04/2023

সামান্য কিছু ফি এর জন্য অদক্ষ আমিন দিয়ে জমি মাপলে লক্ষ টাকার ক্ষতি হতে পারে৷

একজন দক্ষ সার্ভেয়ার কখনোই ভূল ফর্মূলাতে হিসাব করবে না।

কিন্তু দূঃখের বিষয় সারা দেশে এখনো অধিকাংশ ক্ষেত্রে এই গড়ের ফর্মূলাতে হিসাব করে জমি মাপা হয়।

তাই জমি কেনার সময় অবশ্যই সঠিক ফর্মূলা অর্থাৎ হেরন্সের ফর্মূলাতে জমির হিসাব বুঝে নিবেন।

মোঃ রিমন খান
সিভিল কোর্ট কমিশনার
জেলা জজ আদালত, ঢাকা

ব্যবস্থাপক, ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস
প্রধান নির্বাহী BD Land Surveyor অনলাইন প্লাটফর্ম.

শুধু হোয়াটস এপ বা ইমুর মেসেজের মাধ্যমে ভূমি বিষয়ক সকল সেবা নেয়া যাবে। 01832421046 imo & whats app

সরাসরি হোয়াটস এপ মেসেজ লিংক-
wa.me/8801832421046

জমির সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি!! মো: রিমন খান সিভিল কোর্ট কমিশনার জেলা জজ আদালত, ঢাকাআজ ০১ এপ্রিল ২০২৩ ইং তারিখ র...
01/04/2023

জমির সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি!!
মো: রিমন খান
সিভিল কোর্ট কমিশনার
জেলা জজ আদালত, ঢাকা

আজ ০১ এপ্রিল ২০২৩ ইং তারিখ রোজ শনিবার,

ঢাকা জেলার সাভার পৌরসভার অন্তর্ভুক্ত রাজাশন মৌজায় দুই পক্ষের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।

বিবাদী পক্ষ একক ভাবে মাপ যোকের মাধ্যমে বাদী পক্ষের দখলীয় বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেললে উত্তেজনা চরমে পৌছায়।

বাদী পক্ষ ঢাকা জেলা জর্জ কোর্টের সিভিল কোর্ট কমিশনার মোঃ রিমন খান তথা আমার বরাবরে সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নিমিত্তে দরখাস্ত করিলে তৎপর আমি দরখাস্ত গ্রহণ করিয়া সরজমিন বাদী ও বিবাদীর উপস্থিতিতে তাদের আর্জি শুনি ।

এবং স্থানীয় মান্যগণ্য লোক এবং পৌরসভার উক্ত ওয়ার্ডের কাউন্সিলার সাহেবের উপস্তিতিতে ২ পক্ষের মধ্যে বিরাজমান দীর্ঘ দিনের একটি বিরোধ নিষ্পত্তি করা হয়।

সরজমিনে বাদী ও বিবাদী ২ পক্ষের জমির সীমানা ও দখল মেপে দেখা যায় বিবাদী পক্ষ অন্যায় ভাবে গত তারিখের শালিশে স্থানীয় প্রভাব খাটিয়ে বাদী পক্ষের দখলীয় বাড়ির সীমানা প্রাচীর ভাঙে। যা ছিলো শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ।

বাদী ও বিবাদী ২ পক্ষের আপোষের মাধ্যমে উক্ত বিরোধের নিষ্পত্তি হয়।

আপনার যদি জমি বা সীমানা সংক্রান্ত বিরোধ থাকে নিষ্পত্তির জন্য যোগাযোগ করতে পারেন।

ঢাকা বিভাগের মধ্যে জমি সংক্রান্ত যে কোনো প্রকার মাপ যোকের জন্য যোগাযোগ করতে পারেন।

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর এ সমস্ত অঞ্চলে জমি মাপার জন্য যোগাযোগ করতে পারেন।

রয়েছে জমি সংক্রান্ত কয়েক শতাধিক বিচার - শালিশ মিমাংসার অভিজ্ঞতা।

মোঃ রিমন খান
সিভিল কোর্ট কমিশনার
জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা.

মোবাইল:
01734-54 77 06
01832- 42 10 46.

ফোনে না পেলে মেসেজ দিলে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে।

আসসালামু আলাইকুম বি ডি লেন্ড সার্ভেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ইসরাইল খান।ইতি...
27/03/2023

আসসালামু আলাইকুম বি ডি লেন্ড সার্ভেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ইসরাইল খান।
ইতিপূর্বে আমরা অটোক্যাড এর উপর আপনাদের জন্য অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম। সেগুলো আপনারা দেখেছেন। অনেকে আমাদের কাছে প্যানটাগ্রাফ কিভাবে করে এ বিষয়ে জানতে চেয়েছিলেন।
আবার অনেকে কিভাবে মৌজা নকশা প্রিন্ট করে সঠিক স্কেলে সে বিষয়টাও জানতে চেয়েছিলেন।

এসকল বিষয় সহ আরো অনেক বিষয় মাথায় রেখে আমরা আপনাদের জন্য অনলাইনে একটি ভিডিও কোর্স নিয়ে এসেছি।

কোর্সটি কাদের জন্য
১। যারা অটোক্যাড সম্পর্কে কিছুই জানেন না।
২। যারা অটোক্যাড সম্পর্কে অনেক কিছুই জানেন তবে পরিপূর্ণভাবে জানেন না।
৩। যারা পেন্টাগ্রাফ করতে পারেন না।
৪। প্যান্টাগ্রাফ করতে পারেন কিন্তু প্যান্টাগ্রাফের মূলনীতিগুলো জানেন না।
৫। যারা ডিমার্কেশন সঠিক স্কেলে প্রিন্ট দিতে পারেন না।

কোর্সটিতে যে সকল বিষয় সমূহ আমরা শিখবো।

✅ সার্টিফিকেটসহ কোর্স ফি ২০৫০ টাকা।

✅ অটোক্যাডসহ বিভিন্ন প্রয়োজনীয় ফাইল ইনস্টল করা!

✅ ইনস্টলের ফাইলটি আজীবনের জন্য জিপ আকারে ডাউনলোড করতে পারা।

✅ কিভাবে ইন্সটল করতে হয় সে বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আজীবনের জন্য দেখতে পারা!

✅ অটোক্যাড স্কেল সম্পর্কে ধারণা। [১৬", ৬৪" ৮০" ] নকশা পরিমাপের সূত্র।
পৃথিবীতে যত স্কেলের নকশাই হোক না কেন আপনি পরিমাপ করতে পারবেন!

✅ [অটোক্যাডে ইউনিট ও ফরম্যাট]
আসলে এই কোর্সটি করলে আপনার ইউনিট ও ফরমেট সম্পর্কে ধারণা না থাকলেও চলবে কোন সমস্যা নেই তাও আমরা এটা শিখিয়ে দিব!

✅ [ Part-2 ফাইল ডাউনলোড] অটোক্যাডের টেমপ্লেট ফাইল ডাউনলোড আজীবনের জন্য সেটা ব্যবহার করতে পারা। এ ফাইল ব্যবহারের ফলে আপনার অটোক্যাডে ডিমার্কেসনে কোন প্রকার সিটিংস বা ফরমেট কিছুই করতে হবে না আপনি সরাসরি অটোক্যাড করে পরিমাপ করে প্রিন্ট করতে পারবেন!

✅ কিভাবে কোন প্রকার সেটিংস করা ছাড়া টেমপ্লেট টি ব্যবহার করবেন এবং ডিমার্কেশন করে প্রিন্ট করবেন সঠিক স্কেলে !
সেটা একটি ভিডিওতেই দেখানো হয়েছে।

✅ কিভাবে কোন প্রকার সেটিংস করা ছাড়া টেমপ্লেট টি ব্যবহার করবেন এবং প্যান্টাগ্রাফ করবেন প্রিন্ট করবেন সঠিক স্কেলে

সেটা একটি ভিডিওতেই দেখানো হয়েছে।

✅ অটোক্যাডের সকল খুটিনাটি বিষয়!
এই ভিডিওটিতে অটোক্যাডের সকল খুটিনাটি বিষয় ১ ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা টাইমস্টাম্প দেখে দেখে ভিডিওটি দেখবেন।

১। অটোক্যাড ক্লাসিকের বিভিন্ন অংশের বিবরণ
২। অটোক্যাডে লাইন আকা শিখাবো।
৩। অটোক্যাডে পলিলাইন আকা শিখবো।
৪। অটোক্যাডে সিলেক্ট করা শিখবো!
৫। অটোক্যাডে ডায়ানামিক ইনপুট
৬। অটোক্যাডে আয়তক্ষেত্র আকা
৭। অটোক্যাডে ডাইমেনশন করা
৮। অটোক্যাডে হ্যাচ অংকন করা
৯। অটোক্যাডে বৃত্ত আকাআকি শিখবো
১০। অটোক্যাডে আর্ক কিভাবে আকতে হয়।
১১। অটোক্যাডে এলাইন ডাইমেনশন
১২। অটোক্যাডে এংগুলার ডাইমেনশন
১৩। অটোক্যাডে শতাংশ বের করার ৩ টি পদ্ধতি
১৪। অটোক্যাডে রিসেট প্যালেট। খুবই গুরুত্বপূর্ণ বিষয়
১৫। অটোক্যাডে লেয়ার
১৬। অটোক্যাডে ব্লক তৈরি করা
১৭। অটোক্যাডে প্রপারটি মেনেজার
১৮। অটোক্যাডে ইরেস করা!
১৯। অটোক্যাডে কোনো কিছুকে কপি করা
২০। অটোক্যাডে মুভ ফাংশন
২১। অটোক্যাডে রোটেট করা
২২। অটোক্যাডে স্কেল করা
২৩। অটোক্যাডে কোনো কিছুকে ট্রিম করা
২৪। অটোক্যাডে ক্লিন স্ক্রিন
২৫। অটোক্যাডে উইনডো
২৬। অটোক্যাডে ৮০/৬৪/১৬ নকশা পরিমাপ
২৭। ফাইল সম্পর্কে আলোচনা করবো
২৮। অটোক্যাডে বাংলা লিখা
২৯। বর্ণ কিবোর্ড! দিয়ে অটোক্যাডে বাংলা লিখা
৩০। অটোক্যাডে স্পেপ ও ইন্টারের ব্যাবহার
৩১। অটোক্যাডে এস্কেপ কমান্ডের ব্যবহার
৩২। অটোক্যাডে প্রিন্ট করা

কোর্সটি কিভাবে কিনবেন?
কোর্সটি কিনার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন।
তারপর বিকাশে সেন্ড মানি করবেন
সেন্ড মানি,
+8801811-811182 (Bkash, Rocket, Nagat)
অথবা,
Bank payment ব্যাংক একাউন্ট পেমেন্ট :
👉 Israil Khan
IBBL Bank Account no - 20504040200598302
Hemayetpur Branch.

তারপর আপনি আপনার জিমেইল এড্রেস আমাদেরকে দিয়ে দিবেন।

আমরা জিমেইলে কোর্সটি আপনাকে পাঠিয়ে দিব।

সার্টিফিকেট যেভাবে নিবেন?

সার্টিফিকেট এর জন্য আপনাকে অবশ্যই একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্দিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের পর আমরা সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশনটি করে দিব। তারপর একটি নির্দিষ্ট সময়ের পর আপনি সরকার অনুমোদিত সার্টিফিকেট পেয়ে যাবেন।
#ডিজিটাল_সার্ভে_কোর্স

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when ভূমি পরিমাপ ও দলিল বিষয়ক সেবা Land Survey & Deed writer Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভূমি পরিমাপ ও দলিল বিষয়ক সেবা Land Survey & Deed writer Service:

Share

Nearby media companies