Shafiul

Shafiul Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shafiul, Digital creator, Savar.

11/09/2024

“বৃষ্টি যেমন ভূমিকে ফসলের জন্য প্রস্তুত করে, তেমনই আপনার সততা এবং প্রতিশ্রুতি আপনার দেশকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে।”

Nazmul Hossain Shanto মুশফিকুর রহমানকে নিয়ে পোস্ট করলেন।
24/08/2024

Nazmul Hossain Shanto মুশফিকুর রহমানকে নিয়ে পোস্ট করলেন।

19/08/2024

বিসিবিতে তামিম ইকবাল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেখা করেছেন এবং মাঠ পরিদর্শন করেছেন।

Operations chairman Jalal Yunus has resigned from Bangladesh Cricket Board (BCB).
19/08/2024

Operations chairman Jalal Yunus has resigned from Bangladesh Cricket Board (BCB).

ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো।                                          - রফিক আজাদ(১৯৭৪)
19/08/2024

ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো।

- রফিক আজাদ(১৯৭৪)

09/08/2024

মোহাম্মদ আমিনুল হক হলেন একজন বাংলাদেশী সাবেক পেশাদার ফুটবলার। তিনি "সর্বকালের সেরা বাংলাদেশী গোলরক্ষক" হিসেবেও অভিহিত হয়েছিলেন।

২০০৪ সালে প্রিমিয়ার লীগের ক্লাব নিউক্যাসেল ইউনাটেড তার সাথে যোগাযোগ করেছিল। এই বিষয়ে তিনি বলছিলেন, "হ্যাঁ, এমন একটা প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু যোগাযোগের সমস্যার কারণে চুক্তিটি আর সামনে অগ্রসর হয়নি।" ইএসপিএন স্টারের শেবি সিং বলেছিলেন, "সে এর থেকে ভালো লীগে খেলার যোগ্য, হয়তো ভালো প্রশিক্ষণসহ ইংল্যান্ডে।"
আমিনুল হক (বিএনপি) রাজনীতির সাথে জড়িত এবং দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশের ফুটবলে সর্বোচ্চ সাফল্য পাওয়া দলের নায়ক তিনি। ২০০৩ সালে প্রথমবারের মতো (এবং এখন পর্যন্ত শেষবারের মতো) সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনাল খেলায় টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন।
আমিনুল হক (বিএনপি) রাজনীতির সাথে জড়িত এবং দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। তাই বয়োবৃদ্ধ রাজনীতিকের বিরুদ্ধে ময়লার গাড়ি পোড়ানোর অভিযোগ ওঠে, আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ব্যক্তির বিরুদ্ধে মাছ চুরির মামলা হয়। তিনি জেল কেটেছেন এবং অনেক নির্যাতন সহ্য করেছেন।
কিন্তু….
আমিনুল হকের খেলোয়াড়ি জীবন ছিল নিষ্কলুষ। অন্য কারও মতো জুয়া বা বাজি খেলার অভিযোগ, জোচ্চুরি, অপরাধী চক্রের সঙ্গে সম্পর্ক দূরের কথা, খেলোয়াড়ি জীবনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পর্যন্ত কখনো ছিল না তাঁর বিরুদ্ধে।

সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তুজা যদি এই বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ না করতো তাহলে আজ ক্রীড়া মন্ত্রালায়নের জন্য অবশ্যই আজ কেউ না কেউ সাপোর্ট করতেন। কিন্তু আজ তাদের নাম কোথাও নেই। সাকিবের নামে কাকড়া ব্যবসায়ীর অভিযোগ আছে। এরকম অভিযোগ আর কত আছে আমরা জানি না। যদি থাকে অবশ্যই বের হবে এবং সঠিক বিচারের আওতায় হয়তো আনা হবে।

08/08/2024

আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি বা গড়তে চাচ্ছি। সেটা কেউ একজন করতে পারবে না, সেখানে সবার সহযোগিতা, ইচ্ছে থাকতে হবে। আপনি নিজেকে নিজে পরিবর্তন না করলে অন্য কেউ করে দিতে পারবে না।

06/08/2024

আয়নাঘর

ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী গুম থেকে মুক্ত হয়ে মায়ের কোলে গেছেন।

১) আজ সকালে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে উত্তরা এলাকায় ছেড়ে দেয়া হয়। ২০১৬ সালের ১০ আগস্ট রাত পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বাবার মীর কাসেম আলীর শেষ ইচ্ছা ছিল তার অতি স্নেহের পুত্র তার নামাযে জানাযায় ইমামতি করবেন। তার সে ইচ্ছাও পূরণ করা হয়নি।
২) বিগ্রেডিয়ার জেনারেল (সাবেক) আব্দুল্লাহিল আমান-আল আযমী ফিরে এসেছেন। ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে ঢাকার বড় মগবাজারের বাসা থেকে তাকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আটক করা হয়।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জেনারেলকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এরপর থেকে একাধিকবার দাবি করা হলেও সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আটকের বিষয়টি স্বীকার করা হয়নি।

উপরের যে দুইজন ব্যক্তি আজ তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন আমি উনাদের নাম আজকেই প্রথম শুনেছি এবং গুগুল করে পরিচয় জেনেছি। কিন্তু আমি এতটুকু বুঝতে পারি যে আজ তাদের পরিবারের ঈদের দিন। গুম হওয়া সময়টা কিন্তু অল্প নয়, এক যুগ।

আপনারা যারা বলছেন সব জামাতের সদস্যরা মুক্তি পাচ্ছে। এই জন্য কি দেশটাকে স্বাধীন করছি। আপনারা এটা কেমনে বলেন? আপনার পরিবারের একজন সদস্য যদি এমন নিখোঁজ থাকতেন। যার সাথে আপনারা কোনো যোগাযোগ করতে পারেন না, এমনকি বেঁচে আছেন কিনা তাও জানেন না। তাহলে আপনার অনুভূতি কেমন হতো? যদি কেউ অপরাধ করে থাকেন তাহলে তাকে আদালতের মাধ্যমে বিচার করে শাস্তি দেন। তাহলে তো পরিবার জানতে পারবে সে কোথায় আছে, তাকে দেখতে পারবে। এটা কি মানবধিকার লঙ্ঘন নয়? আমার মনে হয় পৃথিবীর সবোর্চ্চ অপরাধের এটাও একটি।

বাংলাদেশের মালিক হলো জনগণ, যারা এই দেশের নাগরিক। এখানে প্রতিটা জনগণের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। যেখানে হিজাব-নিক্বাবের কারণে কোনো নারী লাঞ্ছিত হবে না, শাঁখা-সিঁদুরের কারণেও না। যেখানে টুপি-দাড়ির কারণে লাঞ্ছিত হবে না, ধুতি-পান্জাবির কারণেও না। যেখানে অন্যায় ভাবে কাউকে আটক করে হয়রানি করা হবে না, সবাই আইনের সঠিক বিচার পাবেন।

দেশটা আমাদের, আমাদেরই গঠন করতে হবে। এবং পরিশেষে বলতে চাই যারা এখনো গুম ও অন্যায় ভাবে জেলে আছেন সবাই মুক্ত হোক। আয়নাঘরের মূল হোতাকে বের করে শাস্তির আওতায় আনা হোক।

05/08/2024

২৪ ঘণ্টার মধ্যে রূপরেখা: সমন্বয়ক নাহিদ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র–জনতাকে উৎসর্গ করছি।

আজ সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়েকরা উপস্থিত ছিলেন।

03/08/2024

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি!

21/06/2024

অজিরা লর্ড এসোসিয়েশনদের মতো না। তারা জানে বৃষ্টি আসার সম্ভবনা আছে তাই শুরু থেকে আক্রমনাত্মক খেলেছেন। শুরু থেকে মোনালিসা ও সেরা অধিনায়ক যদি স্ট্রাইক রেট বাড়াতো তাহলে রান আরো বেশি হতো বা অল্পতেই অলআউট হতো।

আজকের ম্যাচে ফিল্ডিং যে ভালো হয়েছে তা কিন্তু নয়। একটা ক্যাচ মিস মানে ম্যাচ মিস। ডেভিডের ক্যাচটা ধরতে পারলে ম্যাচ অন্যরকম হতো।

শেখ মাহাদী নিজেকে যতটুকুই হোক প্রমাণ করেছেন স্পিনে তিনি বাংলাদেশের সেরা। যে নতুন বলে বলতে করতে পারেন।

ক্রিকেট একটা মাইন্ড গেমের খেলা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাহিরে অনেক চিন্তা করতে হয়।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত এবং আফগানিস্তান দেখা হয়েছে আটবার।  ভারত সাতবার জয় লাভ করেছে আরেকটা ম্যাচ সম্ভবত কোনো রেজাল্ট হ...
20/06/2024

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত এবং আফগানিস্তান দেখা হয়েছে আটবার। ভারত সাতবার জয় লাভ করেছে আরেকটা ম্যাচ সম্ভবত কোনো রেজাল্ট হয়নি।

আজকের ম্যাচ জিতে কি আফগানিস্তান ইতিহাস লিখতে পারবে? আমি বিশ্বাস করি আফগানিস্তান ভারতের চোখে চোখ রেখে খেলে জয় লাভ করবে। এতটুকু সামর্থ্য দলটার আছে।

ভারত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

Sports fans ready?
20/06/2024

Sports fans ready?

FOUR OVERS, FOUR MAIDENS! T20WorldCup history!
17/06/2024

FOUR OVERS, FOUR MAIDENS!

T20WorldCup history!

11/06/2024

মোহাম্মদ আমির কানাডার বিপক্ষে উইকেট তুলে নিলেন নিজের প্রথম ওভারে।

Mohammed Amir

09/06/2024

Who will win today?

Pakistan VS India

💙🙏
08/06/2024

💙🙏

মাহমুদউল্লাহ রিয়াদ যে ভুলটা সবসময়ই করে সেটা নবম ও দশম ব্যাটারকে স্ট্রাইক দেওয়া। এলাকার বড় ভাইদের মতো হলে লাস্ট বলে শুধু ...
08/06/2024

মাহমুদউল্লাহ রিয়াদ যে ভুলটা সবসময়ই করে সেটা নবম ও দশম ব্যাটারকে স্ট্রাইক দেওয়া। এলাকার বড় ভাইদের মতো হলে লাস্ট বলে শুধু সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে থাকতো। এমন সিচুয়েশনে ওদের স্ট্রাইক দেওয়া উচিত নয়। এতে ম্যাচের ক্ষতি হতে পারে।

মাহমুদউল্লাহ রিয়াদকে আরো উপরে ব্যাট করানো উচিত। তিনি ৩ বা ৪ ব্যাট করার যোগ্য। আজকে আপনারে অন্য মাহমুদউল্লাহকে দেখতেন যদি তিনি উপরে ব্যাট করতেন। আপনাদের রত্ন দাবি করা যারা আছেন তাদের পারফর্ম হাতে গণা যে কয়টা আছে, বেশিরভাগ নর্মাল দলের সাথে।

বর্তমান দলে যারা আছেন তাদের তো আর বাদ দেওয়া যাবে না এখন। কিন্তু বিশ্বকাপে ভালো না খেলার পরও যদি আবার দলে বহন করেন সেটাকে আপনি বা আপনারা কী বলবেন?

বিশ্বকাপে পারফরম্যান্স না করার পরও যদি দলে ঠিকে থাকে তাহলে অন্য খেলোয়াড় যারা আছেন নতুন খেলবে বা আগে খেলেছেন তারা কি কোনো পাপ করেছে? যদি না করে থাকে তাহলে আপনি তাদের কেন সুযোগ দিবেন না?

আশা করি বিশ্বকাপের পর নামের উপর এবং স্বার্থের বাহিরে গিয়ে দলটাকে আবার গড়বেন। যেখানে পারফরম্যান্স ছাড়া কেউ দলে থাকতে পারবে না সবার মাথায় ঢুকিয়ে দিবেন। তাহলে ক্রিকেট উন্নত হবে।

16/05/2024

আফগানিস্তান অল্পতেই অনেক দূর এগিয়ে যাবে, ইনশাআল্লাহ

ভিডিও : Afghanistan Cricket Board

বুড়ো রিয়াদ যাকে আমি এবং অনেকেই ওয়ানডে বিশ্বকাপে চেয়েছিলাম। একদল বলেছিলেন, "রিয়াদ ফিনিশ।"এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে অটো চয়...
05/05/2024

বুড়ো রিয়াদ যাকে আমি এবং অনেকেই ওয়ানডে বিশ্বকাপে চেয়েছিলাম। একদল বলেছিলেন, "রিয়াদ ফিনিশ।"

এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে অটো চয়েস!

🔵 149 Games⚽ 9 Goals🏆 Champions League🏆 Super Cup🏆 Club World CupThiago Silva has made the decision to leave Chelsea at ...
22/04/2024

🔵 149 Games
⚽ 9 Goals
🏆 Champions League
🏆 Super Cup
🏆 Club World Cup

Thiago Silva has made the decision to leave Chelsea at the end of the season. End of an illustrious career in Europe.

কিং অলওয়েজ কিং!এত বছর পর খেলতে নেমে প্রথম ওভার ২ রান দিয়ে ১ উইকেট। তৃতীয় নাম্বার ওভার শেষে বাবর  আজম মোহাম্মদ আমিরের হাত...
20/04/2024

কিং অলওয়েজ কিং!

এত বছর পর খেলতে নেমে প্রথম ওভার ২ রান দিয়ে ১ উইকেট। তৃতীয় নাম্বার ওভার শেষে বাবর আজম মোহাম্মদ আমিরের হাতে বল তুলে দিলেন। সাবেক অধিনায়ক শাহেনশা আফ্রিদি হাত মেলালেন। আমির নিজেও হাসছেন হয়তো তিনি এই দিনটার জন্য এত বছর অপেক্ষা করেছিলেন।

18/03/2024

মুশফিকুর রহমান নাগিন ডেন্সটা সুন্দর করে উৎযাপন করেছিলেন নিদাহাস ট্রফিতে। এবার টাইম আউটটা অস্থির লেভেলের। এত বুদ্ধি পায় কোথায়!

16/03/2024

আমি যখন খেলি দলকে জিতাতে সবোর্চ্চ চেষ্টা করি এবং ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে অবদান রাখতে চাই।

- তানজিদ সাকিব

ভিডিও সৌজন্য- বিসিবি

22/08/2022

Broken Part 1 (Law Version )

Dept. of Law
Batch 32
Islamic University,Kushtia

Address

Savar

Telephone

+8801612784738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafiul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafiul:

Videos

Share